Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-23

WBSSC Group-C & D General Awareness Part-23

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-23)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-23

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) IUCN -এর পুরো কথাটি কি?
(A) International Unity for Consumption of Nutrition
(B) International Union for Conservation of Nature
(C) International Unit for Conservation of Nature
(D) International Union for Composition of Nature
উত্তর : (B) International Union for Conservation of Nature।

(২) কাজিরাঙা জাতীয় উদ্যান (Kaziranga National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) কেরালা
(B) বিহার
(C) অসম
(D) ত্রিপুরা
উত্তর : (C) অসম।

(৩) কত সালে ভাস্কো ডা গামা প্রথম ভারতে এসেছিলেন?
(A) ১৪৯৭
(B) ১৪৯৮
(C) ১৪৯৯
(D) ১৫০০
উত্তর : (B) ১৪৯৮।

(৪) ভিনিগারের রাসায়নিক নাম কি?
(A) ফরমিক অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড
(C) অ্যাসিটিক অ্যাসিড
(D) কার্বলিক অ্যাসিড
উত্তর : (C) অ্যাসিটিক অ্যাসিড।

(৫) কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে?
(A) ১৭৫৭
(B) ১৭৬৪
(C) ১৭৬৫
(D) ১৭৭৩
উত্তর : (C) ১৭৬৫।

(৬) কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি?
(A) ন্যাপথা
(B) মিথেন
(C) ইথানল
(D) ফেনল
উত্তর : (D) ফেনল।

(৭) নিচের কোন উদ্ভিদে কেমোন্যাস্টিক চলন দেখা যায়?
(A) সূর্যশিশির
(B) সূর্যমুখী
(C) টিউলিপ
(D) লজ্জাবতী
উত্তর : (A) সূর্যশিশির।

(৮) মানবাধিকার দিবস (Human Rights Day) কবে পালিত হয়?
(A) ১০ ই ডিসেম্বর
(B) ১১ ই ডিসেম্বর
(C) ১২ ই ডিসেম্বর
(D) ১৩ ই ডিসেম্বর
উত্তর : (A) ১০ ই ডিসেম্বর।

(৯) কোন শহর ভারতের ম্যাঞ্চেস্টার রূপে পরিচিত?
(A) কোয়েম্বাটুর
(B) আমেদাবাদ
(C) কানপুর
(D) কলকাতা
উত্তর : (B) আমেদাবাদ।

(১০) কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?
(A) ইনসুলিন
(B) থাইরয়েড
(C) জিব্বেরেলিন
(D) সিক্রেটিন
উত্তর : (B) থাইরয়েড।

(১১) হাঙ্গেরির রাজধানীর নাম —
(A) প্যারিস
(B) বুদাপেস্ট
(C) মাদ্রিদ
(D) লিসবন
উত্তর : (B) বুদাপেস্ট।

(১২) ‘Wings of Fire’ (১৯৯৯) কার আত্মজীবনী?
(A) এ.পি.জে. আবদুল কালাম
(B) বি. আর. আম্বেদকর
(C) সীতারাম গোয়েল
(D) অটলবিহারী বাজপেয়ী
উত্তর : (A) এ.পি.জে. আবদুল কালাম।

(১৩) ঘনশ্যাম দাস ওরফে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি?
(A) সমরেশ বসু
(B) প্রেমেন্দ্র মিত্র
(C) নীহাররঞ্জন গুপ্ত
(D) সুকুমার রায়
উত্তর : (B) প্রেমেন্দ্র মিত্র।

(১৪) শ্রী নিরপেক্ষ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) মোহিতলাল মজুমদার
(B) জয়দেব কর্মকার
(C) গৌরকিশোর ঘোষ
(D) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
উত্তর : (D) নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

(১৫) পি. ভি. সিন্ধু কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ব্যাডমিন্টন
(B) ক্রিকেট
(C) ফুটবল
(D) অ্যাথলেটিক্স
উত্তর : (A) ব্যাডমিন্টন।

(১৬) ভারতের কোন নদীর ওপর মাজুলি দ্বীপ গড়ে উঠেছে?
(A) গঙ্গা
(B) গোদাবরী
(C) সিন্ধু
(D) ব্রহ্মপুত্র
উত্তর : (D) ব্রহ্মপুত্র।

(১৭) ভারতের কোন রাজ্যে নোহ্কালিকাই জলপ্রপাত রয়েছে?
(A) সিকিম
(B) মেঘালয়
(C) ওড়িশা
(D) কর্ণাটক
উত্তর : (B) মেঘালয়।

(১৮) পশ্চিমবঙ্গের কোন শহর উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত?
(A) দার্জিলিং
(B) কালিম্পং
(C) শিলিগুড়ি
(D) দিনহাটা
উত্তর : (C) শিলিগুড়ি।

(১৯) পুলিৎজার পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় কে?
(A) সিদ্ধার্থ মুখার্জি
(B) গোবিন্দ বিহারী লাল
(C) সংঘমিত্রা কলিতা
(D) গীতা আনন্দ
উত্তর : (B) গোবিন্দ বিহারী লাল।

(২০) কোন শহর ভারতের আর্থিক রাজধানী নামে পরিচিত?
(A) মুম্বাই
(B) দিল্লি
(C) চেন্নাই
(D) কলকাতা
উত্তর : (A) মুম্বাই।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-22

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-23

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!