WBSSC Group-C & D General Awareness Part-22
WBSSC Group-C & D General Awareness Part-22
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-22)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) IPCC -এর পুরো কথাটি কি?
(A) Intergovernmental Panel on Climate Change
(B) International Proclamation on Climate Change
(C) International Procedure for Climate Change
(D) Intergovernmental Platform on Climate Change
উত্তর : (A) Intergovernmental Panel on Climate Change।
(২) ইন্দ্রাবতী জাতীয় উদ্যান (Indravati National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) কর্ণাটক
(B) ছত্তিশগড়
(C) ঝাড়খন্ড
(D) তামিলনাড়ু
উত্তর : (B) ছত্তিশগড়।
(৩) গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেন?
(A) কপিলাবস্তু
(B) লুম্বিনী
(C) সারনাথ
(D) বুদ্ধগয়া
উত্তর : (C) সারনাথ।
(৪) পিঁপড়ে ও মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে?
(A) ফরমিক অ্যাসিড
(B) সাইট্রিক অ্যাসিড
(C) কার্বলিক অ্যাসিড
(D) অ্যামাইনো অ্যাসিড
উত্তর : (A) ফরমিক অ্যাসিড।
(৫) জৈন ধর্মের ২৩-তম তীর্থঙ্কর কে ছিলেন?
(A) ঋষভনাথ
(B) মহাকাশ্যপ
(C) মহাবীর
(D) পার্শ্বনাথ
উত্তর : (D) পার্শ্বনাথ।
(৬) বেকিং পাউডারের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম বাইক্লোরাইড
(B) পটাশিয়াম সায়ানাইড
(C) সোডিয়াম বাইকার্বোনেট
(D) ডিউটেরিয়াম অক্সাইড
উত্তর : (C) সোডিয়াম বাইকার্বোনেট।
(৭) কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) থাইরক্সিন
(D) ইনসুলিন
উত্তর : (A) অক্সিন।
(৮) বিশ্ব মৃত্তিকা দিবস (World Soil Day) কবে পালিত হয়?
(A) ৫ ই সেপ্টেম্বর
(B) ৫ ই অক্টোবর
(C) ৫ ই নভেম্বর
(D) ৫ ই ডিসেম্বর
উত্তর : (D) ৫ ই ডিসেম্বর।
(৯) নিচের কোন উদ্ভিদে সিসমোন্যাস্টিক চলন দেখা যায়?
(A) সূর্যশিশির
(B) লজ্জাবতী
(C) সূর্যমুখী
(D) টিউলিপ
উত্তর : (B) লজ্জাবতী।
(১০) ভারতে জাতীয় টিকা দিবস (National Vaccination Day) কবে পালিত হয়?
(A) ১৪ ই মার্চ
(B) ১৫ ই মার্চ
(C) ১৬ ই মার্চ
(D) ১৭ ই মার্চ
উত্তর : (C) ১৬ ই মার্চ।
(১১) কলম্বিয়ার রাজধানীর নাম —
(A) বোগোটা
(B) কারাকাস
(C) হাভানা
(D) বুখারেস্ট
উত্তর : (A) বোগোটা।
(১২) ‘Waiting for a Visa’ (১৯৯০) কার আত্মজীবনী?
(A) এ.পি.জে. আবদুল কালাম
(B) বি. আর. আম্বেদকর
(C) অটলবিহারী বাজপেয়ী
(D) পি. ভি. নরসিমা রাও
উত্তর : (B) বি. আর. আম্বেদকর।
(১৩) প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা চরিত্রটি কার সৃষ্টি?
(A) সমরেশ মজুমদার
(B) হেমেন্দ্রকুমার রায়
(C) সত্যজিৎ রায়
(D) নীহাররঞ্জন গুপ্ত
উত্তর : (C) সত্যজিৎ রায়।
(১৪) রূপচাঁদ পক্ষী কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(C) সুভাষ মুখোপাধ্যায়
(D) বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
উত্তর : (A) শক্তি চট্টোপাধ্যায়।
(১৫) ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে সম্পর্কিত?
(A) ক্রিকেট
(B) গল্ফ
(C) টেনিস
(D) দাবা
উত্তর : (D) দাবা।
(১৬) আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
(A) সিকিম
(B) গোয়া
(C) ত্রিপুরা
(D) কেরালা
উত্তর : (B) গোয়া।
(১৭) মিজোরামের রাজধানীর নাম —
(A) আইজল
(B) কোহিমা
(C) শিলং
(D) ইম্ফল
উত্তর : (A) আইজল।
(১৮) পশ্চিমবঙ্গে কোন নদীর ওপর জঙ্গলকন্যা সেতু গড়ে তোলা হয়েছে?
(A) দামোদর
(B) সুবর্ণরেখা
(C) মহানন্দা
(D) দ্বারকেশ্বর
উত্তর : (B) সুবর্ণরেখা।
(১৯) নোবেল পুরষ্কার জয়ী প্রথম ভারতীয় কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সি. ভি. রমন
(C) কৈলাশ সত্যার্থী
(D) এস. চন্দ্রশেখর
উত্তর : (A) রবীন্দ্রনাথ ঠাকুর।
(২০) চিন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
(A) হ্যারিকেন
(B) সাইক্লোন
(C) টাইফুন
(D) টর্নেডো
উত্তর : (C) টাইফুন।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-23 - ভূগোলিকা-Bhugolika