Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-15

WBSSC Group-C & D General Awareness Part-15

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-15)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-15

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) BSNL -এর পুরো কথাটি কি?
(A) Brihat Sanchar Nigam Limited
(B) Bharat Sanchar Nigam Limited
(C) Bharat State Nigam Limited
(D) Bharat Samachar Nigam Limited
উত্তর : (B) Bharat Sanchar Nigam Limited।

(২) সিমলিপাল জাতীয় উদ্যান (Simlipal National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খন্ড
উত্তর : (B) ওড়িশা।

(৩) আইহোল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) দ্বিতীয় পুলকেশী
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) গৌতমীপুত্র সাতকর্ণী
উত্তর : (B) দ্বিতীয় পুলকেশী।

(৪) একটি তরল অধাতু হল —
(A) পারদ
(B) আয়োডিন
(C) ব্রোমিন
(D) আর্সেনিক
উত্তর : (C) ব্রোমিন।

(৫) পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন —
(A) ধর্মপাল
(B) গোপাল
(C) দেবপাল
(D) মহীপাল
উত্তর : (A) ধর্মপাল।

(৬) প্রকৃতিতে সবচেয়ে কঠিন মৌল কোনটি?
(A) সোনা
(B) হীরে
(C) লোহা
(D) রূপা
উত্তর : (B) হীরে।

(৭) চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
(A) নেফ্রিডিয়া
(B) কর্ষিকা
(C) সবুজ গ্রন্থি
(D) ফ্ল্যাজেলা
উত্তর : (C) সবুজ গ্রন্থি।

(৮) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি (Beriberi) রোগ হয়?
(A) ভিটামিন-এ
(B) ভিটামিন-বি১
(C) ভিটামিন-সি
(D) ভিটামিন-ডি
উত্তর : (B) ভিটামিন-বি১।

(৯) আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Workers’ Day) কবে পালিত হয়?
(A) ১ লা মার্চ
(B) ১ লা এপ্রিল
(C) ১ লা মে
(D) ১ লা জুন
উত্তর : (C) ১ লা মে।

(১০) অ্যাঙ্গোলার রাজধানীর নাম —
(A) কায়রো
(B) নাইরোবি
(C) লাগোস
(D) লুয়ান্ডা
উত্তর : (D) লুয়ান্ডা।

(১১) আন্তর্জাতিক চা দিবস (International Tea Day) কবে পালিত হয়?
(A) ২০ শে মে
(B) ২১ শে মে
(C) ২২ শে মে
(D) ২৩ শে মে
উত্তর : (B) ২১ শে মে।

(১২) ‘জীবনের জলসাঘরে’ (২০০৫) কার আত্মজীবনী?
(A) সন্ধ্যা মুখোপাধ্যায়
(B) মান্না দে
(C) আরতি মুখোপাধ্যায়
(D) নির্মলা মিশ্র
উত্তর : (B) মান্না দে।

(১৩) ‘কাছের মানুষ’ (১৯৯৯) উপন্যাসটি কে রচনা করেন?
(A) নবারুণ ভট্টাচার্য
(B) সমরেশ মজুমদার
(C) সুচিত্রা ভট্টাচার্য
(D) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : (C) সুচিত্রা ভট্টাচার্য।

(১৪) নীললোহিত কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) সুভাষ মুখোপাধ্যায়
(B) গৌরকিশোর ঘোষ
(C) অমৃতলাল বসু
(D) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : (D) সুনীল গঙ্গোপাধ্যায়।

(১৫) টেনিসে গ্র্যান্ড স্লাম বিজয়ী প্রথম ভারতীয় কে?
(A) মহেশ ভূপতি
(B) বিজয় অমৃতরাজ
(C) লিয়েন্ডার পেজ
(D) রোহন বোপান্না
উত্তর : (A) মহেশ ভূপতি।

(১৬) ভারতের কোন রাজ্যে লোনার হ্রদ রয়েছে?
(A) রাজস্থান
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র
উত্তর : (D) মহারাষ্ট্র।

(১৭) শোন কোন নদীর উপনদী?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) কাবেরী
(D) কৃষ্ণা
উত্তর : (A) গঙ্গা।

(১৮) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় বিচারবিভাগীয় নিয়োগ কমিশন (NJAC) স্থাপিত হয় —
(A) ৯৬-তম সংশোধনী
(B) ৯৭-তম সংশোধনী
(C) ৯৮-তম সংশোধনী
(D) ৯৯-তম সংশোধনী
উত্তর : (D) ৯৯-তম সংশোধনী।

(১৯) পূর্ব কলকাতা জলাভূমি কত সালে রামসার সাইটের মর্যাদা লাভ করে?
(A) ২০০০
(B) ২০০১
(C) ২০০২
(D) ২০০৩
উত্তর : (C) ২০০২।

(২০) কোন শহর ভারতের পিটার্সবার্গ নামে পরিচিত?
(A) হায়দ্রাবাদ
(B) বেঙ্গালুরু
(C) জামশেদপুর
(D) হলদিয়া
উত্তর : (C) জামশেদপুর।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-14

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!