Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-14

WBSSC Group-C & D General Awareness Part-14

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-14)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-14

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) AUDI -এর পুরো কথাটি কি?
(A) Auto Union Deutschland Incorporation
(B) Auto Union Deutschland Ingolstadt
(C) Auto United Deutschland Ingolstadt
(D) Auto Unity of Deutschland Industry
উত্তর : (B) Auto Union Deutschland Ingolstadt।

(২) কেওলাদেও জাতীয় উদ্যান (Keoladeo National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) মধ্যপ্রদেশ
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) রাজস্থান
উত্তর : (D) রাজস্থান।

(৩) চিনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে কোন সম্রাটের কথা জানা যায়?
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) হর্ষবর্ধন
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর : (C) হর্ষবর্ধন।

(৪) সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
(A) তামা
(B) ফ্লোরিন
(C) ব্রোমিন
(D) পারদ
উত্তর : (B) ফ্লোরিন।

(৫) গৌড় সম্রাট শশাঙ্কের রাজধানী ছিল —
(A) পুরুষপুর
(B) হস্তিনাপুর
(C) পাটলিপুত্র
(D) কর্ণসুবর্ণ
উত্তর : (D) কর্ণসুবর্ণ।

(৬) সবচেয়ে হালকা ধাতু কোনটি?
(A) পারদ
(B) ব্রোমিন
(C) লিথিয়াম
(D) সিজিয়াম
উত্তর : (C) লিথিয়াম।

(৭) কেঁচোর প্রধান রেচন অঙ্গ কোনটি?
(A) সবুজ গ্রন্থি
(B) নেফ্রিডিয়া
(C) ফ্ল্যাজেলা
(D) কর্ষিকা
উত্তর : (B) নেফ্রিডিয়া।

(৮) কোষ গহ্বরের আবরণীর নাম —
(A) নিওপ্লাস্ট
(B) ক্রোমোপ্লাস্ট
(C) টোনোপ্লাস্ট
(D) মায়োপ্লাস্ট
উত্তর : (C) টোনোপ্লাস্ট।

(৯) জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস (National Panchayati Raj Day) কবে পালিত হয়?
(A) ২৪ শে মার্চ
(B) ২৪ শে এপ্রিল
(C) ২৪ মে মে
(D) ২৪ শে জুন
উত্তর : (B) ২৪ শে এপ্রিল।

(১০) বুলগেরিয়ার রাজধানীর নাম —
(A) প্যারিস
(B) সোফিয়া
(C) এথেন্স
(D) লুয়ান্ডা
উত্তর : (B) সোফিয়া।

(১১) আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of Families) কবে পালিত হয়?
(A) ১৫ ই মার্চ
(B) ১৫ ই মে
(C) ১৫ ই জুন
(D) ১৫ ই জুলাই
উত্তর : (B) ১৫ ই মে।

(১২) ‘Unstoppable : My Life So Far’ (২০১৭) কার আত্মজীবনী?
(A) মারিয়া শারাপোভা
(B) সেরেনা উইলিয়ামস
(C) ভেনাস উইলিয়ামস
(D) মার্টিনা নাভ্রাতিলোভা
উত্তর : (A) মারিয়া শারাপোভা।

(১৩) ‘সেই মুহূর্তে নীরা’ (১৯৯৭) কাব্যগ্রন্থ কে রচনা করেন?
(A) সুভাষ মুখোপাধ্যায়
(B) শঙ্খ ঘোষ
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) সুচিত্রা ভট্টাচার্য
উত্তর : (C) সুনীল গঙ্গোপাধ্যায়।

(১৪) জোনাকি কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) গৌরকিশোর ঘোষ
(B) নবারুণ ভট্টাচার্য
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) জয়দেব কর্মকার
উত্তর : (D) জয়দেব কর্মকার।

(১৫) কোন ভারতীয় ফুটবলার প্রথম ৫০ টি আন্তর্জাতিক গোল করেছেন?
(A) বাইচুং ভুটিয়া
(B) আই. এম. বিজয়ন
(C) সুনীল ছেত্রী
(D) পি. কে. ব্যানার্জী
উত্তর : (C) সুনীল ছেত্রী।

(১৬) ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম?
(A) অসম
(B) পশ্চিমবঙ্গ
(C) সিকিম
(D) মেঘালয়
উত্তর : (A) অসম।

(১৭) ভারতের কোন রাজ্যে সাঁচি বৌদ্ধ স্তূপ রয়েছে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) বিহার
(D) উত্তরপ্রদেশ
উত্তর : (B) মধ্যপ্রদেশ।

(১৮) পশ্চিমবঙ্গের কোন জেলাতে বামনি জলপ্রপাত রয়েছে?
(A) কালিম্পং
(B) দার্জিলিং
(C) পুরুলিয়া
(D) ঝাড়গ্রাম
উত্তর : (C) পুরুলিয়া।

(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে সমবায় সমিতি গঠনের সাংবিধানিক অধিকার প্রদান করা হয় —
(A) ৯৬-তম সংশোধনী
(B) ৯৭-তম সংশোধনী
(C) ৯৮-তম সংশোধনী
(D) ৯৯-তম সংশোধনী
উত্তর : (B) ৯৭-তম সংশোধনী।

(২০) গুজরাটের কোন শহর ‘হীরের শহর’ নামে পরিচিত?
(A) আমেদাবাদ
(B) সুরাট
(C) রাজকোট
(D) জামনগর
উত্তর : (B) সুরাট।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-13

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!