WBSSC Group-C & D General Awareness Part-13
WBSSC Group-C & D General Awareness Part-13
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-13)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) HTTPS -এর পুরো কথাটি কি?
(A) HyperText Transfer Protocol Security
(B) HyperText Transform Protocol Secure
(C) HyperText Transmission Protocol Security
(D) HyperText Transfer Protocol Secure
উত্তর : (D) HyperText Transfer Protocol Secure।
(২) মেঘলা চিতা জাতীয় উদ্যান (Clouded Leopard National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) ত্রিপুরা
(B) সিকিম
(C) কেরালা
(D) অসম
উত্তর : (A) ত্রিপুরা।
(৩) কোন চোল রাজা গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন?
(A) রাজাধিরাজ চোল
(B) প্রথম রাজেন্দ্র চোল
(C) প্রথম রাজরাজ চোল
(D) দ্বিতীয় রাজেন্দ্র চোল
উত্তর : (B) প্রথম রাজেন্দ্র চোল।
(৪) কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
(A) কুজুল কদফিসেস
(B) কণিষ্ক
(C) সেলুকাস নিকেটর
(D) বিম কদফিসেস
উত্তর : (B) কণিষ্ক।
(৫) হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
উত্তর : (A) ১।
(৬) একটি উদ্বায়ী কঠিন পদার্থ হল —
(A) হিলিয়াম
(B) লিথিয়াম
(C) ব্রোমিন
(D) আয়োডিন
উত্তর : (D) আয়োডিন।
(৭) মানুষের ক্রোমোজোম সংখ্যা —
(A) ৪২
(B) ৪৪
(C) ৪৬
(D) ৪৮
উত্তর : (C) ৪৬।
(৮) আরশোলার হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
(A) ১০ টি
(B) ১১ টি
(C) ১২ টি
(D) ১৩ টি
উত্তর : (D) ১৩ টি।
(৯) জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) কবে পালিত হয়?
(A) ২৮ শে ফেব্রুয়ারি
(B) ২৩ শে জানুয়ারি
(C) ২৫ শে অক্টোবর
(D) ২৪ শে সেপ্টেম্বর
উত্তর : (A) ২৮ শে ফেব্রুয়ারি।
(১০) বিশ্ব যক্ষ্মা দিবস (Water Tuberculosis Day) কবে পালিত হয়?
(A) ২৪ শে মার্চ
(B) ২৪ শে মে
(C) ২৪ শে জুন
(D) ২৪ শে জুলাই
উত্তর : (A) ২৪ শে মার্চ।
(১১) নরওয়ের রাজধানীর নাম —
(A) সোফিয়া
(B) হেলসিঙ্কি
(C) অসলো
(D) মন্ট্রিল
উত্তর : (C) অসলো।
(১২) ‘My Life : Queen of the Court’ (২০০৯) কার আত্মজীবনী?
(A) সেরেনা উইলিয়ামস
(B) ভেনাস উইলিয়ামস
(C) মারিয়া শারাপোভা
(D) মার্টিনা নাভ্রাতিলোভা
উত্তর : (A) সেরেনা উইলিয়ামস।
(১৩) ‘কাল মধুমাস’ (১৯৬৬) কাব্যগ্রন্থ কে রচনা করেন?
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) সুভাষ মুখোপাধ্যায়
(C) সুনীল গঙ্গোপাধ্যায়
(D) ঝড়েশ্বর চট্টোপাধ্যায়
উত্তর : (B) সুভাষ মুখোপাধ্যায়।
(১৪) কালপুরুষ কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) বিমল ঘোষ
(B) সুবোধ ঘোষ
(C) নবারুণ ভট্টাচার্য
(D) কালিদাস রায়
উত্তর : (B) সুবোধ ঘোষ।
(১৫) কত সালে ভারতীয় হকি দল অলিম্পিকে প্রথম সোনা জিতেছিল?
(A) ১৯২৪
(B) ১৯২৮
(C) ১৯৩২
(D) ১৯৩৬
উত্তর : (B) ১৯২৮।
(১৬) ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
(A) লখনউ
(B) কানপুর
(C) নাগপুর
(D) রাজমুন্দ্রি
উত্তর : (C) নাগপুর।
(১৭) ভারতের কোন রাজ্য ‘ইক্ষু রাজ্য’ নামে পরিচিত?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) ছত্তিশগড়
(C) রাজস্থান
(D) উত্তরপ্রদেশ
উত্তর : (D) উত্তরপ্রদেশ।
(১৮) পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে?
(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪
উত্তর : (C) ২০২৩।
(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয় —
(A) ৮২-তম সংশোধনী
(B) ৮৪-তম সংশোধনী
(C) ৮৬-তম সংশোধনী
(D) ৮৮-তম সংশোধনী
উত্তর : (C) ৮৬-তম সংশোধনী।
(২০) ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর হল —
(A) কান্ডালা
(B) মার্মাগাঁও
(C) কোচি
(D) বিশাখাপত্তনম
উত্তর : (D) বিশাখাপত্তনম।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-14 - ভূগোলিকা-Bhugolika