WBSSC Group-C & D General Awareness Part-12
WBSSC Group-C & D General Awareness Part-12
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-12)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) BHIM -এর পুরো কথাটি কি?
(A) Bharat Interface for Money
(B) Bharat International for Money
(C) Bharat Interchange for Money
(D) Bharat Intercom for Money
উত্তর : (A) Bharat Interface for Money।
(২) দুধওয়া জাতীয় উদ্যান (Dudhwa National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) উত্তরাখন্ড
(B) উত্তরপ্রদেশ
(C) রাজস্থান
(D) মধ্যপ্রদেশ
উত্তর : (B) উত্তরপ্রদেশ।
(৩) কোন গুপ্ত সম্রাটের আমলে চিনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতে এসেছিলেন?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) অশোক
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) সমুদ্রগুপ্ত
উত্তর : (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
(৪) নাসিক প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায়?
(A) অশোক
(B) কুজুল কদফিসেস
(C) সমুদ্রগুপ্ত
(D) গৌতমীপুত্র সাতকর্ণী
উত্তর : (D) গৌতমীপুত্র সাতকর্ণী।
(৫) সোডিয়াম মৌলটির যোজ্যতা কত?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
উত্তর : (A) ১।
(৬) নিশাদলের রাসায়নিক নাম কি?
(A) হাইড্রোজেন ক্লোরাইড
(B) পটাশিয়াম সায়ানাইড
(C) অ্যামোনিয়াম ক্লোরাইড
(D) সোডিয়াম ক্লোরাইড
উত্তর : (C) অ্যামোনিয়াম ক্লোরাইড।
(৭) কোন উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়?
(A) আমলকী
(B) সর্পগন্ধা
(C) সিঙ্কোনা
(D) বাসক
উত্তর : (B) সর্পগন্ধা।
(৮) ম্যানটক্স (Mantoux) পরীক্ষার দ্বারা কোন রোগ নির্ণয় করা হয়?
(A) ক্যান্সার
(B) এইডস
(C) যক্ষ্মা
(D) হেপাটাইটিস
উত্তর : (C) যক্ষ্মা।
(৯) কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস (Central Excise Day) কবে পালিত হয়?
(A) ২২ শে জানুয়ারি
(B) ২৪ শে ফেব্রুয়ারি
(C) ২৬ শে নভেম্বর
(D) ২৮ শে ডিসেম্বর
উত্তর : (B) ২৪ শে ফেব্রুয়ারি।
(১০) কাজাখস্তানের রাজধানীর নাম —
(A) আস্তানা
(B) বিশকেক
(C) লুয়ান্ডা
(D) আম্মান
উত্তর : (A) আস্তানা।
(১১) বিশ্ব বন্যপ্রাণ দিবস (World Wildlife Day) কবে পালিত হয়?
(A) ৩ রা মার্চ
(B) ৪ ঠা এপ্রিল
(C) ৬ ই মে
(D) ৮ ই জুন
উত্তর : (A) ৩ রা মার্চ।
(১২) ‘Mind Master : Winning Lessons from a Champion’s Life’ (২০১৯) কার আত্মজীবনী?
(A) মহেন্দ্র সিং ধোনি
(B) বিশ্বনাথন আনন্দ
(C) সচিন তেন্ডুলকার
(D) সাইনা নেহওয়াল
উত্তর : (B) বিশ্বনাথন আনন্দ।
(১৩) ‘আলেয়ার আলো’ (১৯১৯) উপন্যাসটি কে রচনা করেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) হেমেন্দ্রকুমার রায়
(C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) আশাপূর্ণা দেবী
উত্তর : (B) হেমেন্দ্রকুমার রায়।
(১৪) কৃত্তিবাস ওঝা কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) সুবোধ ঘোষ
(B) সুনীল গঙ্গোপাধ্যায়
(C) বিমল ঘোষ
(D) মোহিতলাল মজুমদার
উত্তর : (D) মোহিতলাল মজুমদার।
(১৫) কোন ভারতীয় ক্রিকেটার একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন?
(A) সচিন তেন্ডুলকার
(B) কপিল দেব
(C) সুনীল গাভাসকার
(D) রবি শাস্ত্রী
উত্তর : (B) কপিল দেব।
(১৬) ভীমা কোন নদীর উপনদী?
(A) গঙ্গা
(B) কাবেরী
(C) কৃষ্ণা
(D) নর্মদা
উত্তর : (C) কৃষ্ণা।
(১৭) ভারতের কোন রাজ্যর অজন্তা ও ইলোরা গুহা রয়েছে?
(A) রাজস্থান
(B) মধ্যপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) মেঘালয়
উত্তর : (C) মহারাষ্ট্র।
(১৮) পশ্চিমবঙ্গে কোন নদীর ওপর ঈশ্বর গুপ্ত সেতু রয়েছে?
(A) তোর্সা
(B) হুগলি
(C) শিলাই
(D) মাতলা
উত্তর : (B) হুগলি।
(১৯) যে সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল (NCT) ঘোষণা করা হয় —
(A) ৪৯-তম সংশোধনী
(B) ৫৯-তম সংশোধনী
(C) ৬৯-তম সংশোধনী
(D) ৭৯-তম সংশোধনী
উত্তর : (C) ৬৯-তম সংশোধনী।
(২০) ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত —
(A) নেল্লোর
(B) মুম্বাই
(C) তেনালি
(D) গুন্টুর
উত্তর : (A) নেল্লোর।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-13 - ভূগোলিকা-Bhugolika