WBSSC Group-C & D General Awareness Part-9
WBSSC Group-C & D General Awareness Part-9
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-9)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) DRDO -এর পুরো কথাটি কি?
(A) District Research and Development Organisation
(B) Development Research and Defence Organisation
(C) Defence Research and Development Organisation
(D) Diverse Research and Development Organisation
উত্তর : (C) Defence Research and Development Organisation।
(২) ভিতরকণিকা জাতীয় উদ্যান (Bhitarkanika National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) ওড়িশা
(B) কেরালা
(C) পাঞ্জাব
(D) সিকিম
উত্তর : (A) ওড়িশা।
(৩) ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি?
(A) ক্ষণপদ
(B) কর্ষিকা
(C) সিটা
(D) ফ্ল্যাজেলা
উত্তর : (D) ফ্ল্যাজেলা।
(৪) ষোড়শ মহাজনপদের মধ্যে সর্বাধিক শক্তিশালী ছিল —
(A) মগধ
(B) বৃজি
(C) মল্ল
(D) কোশল
উত্তর : (A) মগধ।
(৫) মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
(A) অজাতশত্রু
(B) বিম্বিসার
(C) অশোক
(D) বৃহদ্রথ
উত্তর : (C) অশোক।
(৬) কোন শহরের নিকট গঙ্গা ও যমুনা নদী মিলিত হয়েছে?
(A) প্রয়াগরাজ
(B) বারাণসী
(C) কানপুর
(D) প্রতাপগড়
উত্তর : (A) প্রয়াগরাজ।
(৭) প্ল্যাটিনাম পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে —
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
উত্তর : (D) ৬।
(৮) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
(A) সরোজিনী নাইডু
(B) কস্তুরবা গান্ধী
(C) সুচেতা কৃপালিনী
(D) টি. সৌন্দররাজন
উত্তর : (A) সরোজিনী নাইডু।
(৯) পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি?
(A) কালাহারি মরুভূমি
(B) সাহারা মরুভূমি
(C) গোবি মরুভূমি
(D) আটাকামা মরুভূমি
উত্তর : (D) আটাকামা মরুভূমি।
(১০) মানবদেহের কোন অঙ্গে একজিমা রোগ হয়?
(A) দাঁত
(B) কান
(C) চোখ
(D) ত্বক
উত্তর : (D) ত্বক।
(১১) জার্মান সিলভার সংকর ধাতুর উপাদান কি কি?
(A) তামা, দস্তা ও নিকেল
(B) তামা, লোহা ও নিকেল
(C) তামা, টিন ও নিকেল
(D) তামা, সোনা ও নিকেল
উত্তর : (A) তামা, দস্তা ও নিকেল।
(১২) দার্শনিকের উলের রাসায়নিক নাম কি?
(A) ক্যালশিয়াম কার্বোনেট
(B) জিঙ্ক অক্সাইড
(C) সোডিয়াম ক্লোরাইড
(D) সোডিয়াম হাইড্রোক্সাইড
উত্তর : (B) জিঙ্ক অক্সাইড।
(১৩) আন্তর্জাতিক জাদুঘর দিবস (International Museum Day) কবে পালিত হয়?
(A) ১৫ ই মে
(B) ১৮ ই মে
(C) ২১ শে মে
(D) ২৪ শে মে
উত্তর : (B) ১৮ ই মে।
(১৪) পশ্চিমবঙ্গে উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে চালু হয়?
(A) ২০১৪
(B) ২০১৫
(C) ২০১৬
(D) ২০১৭
উত্তর : (C) ২০১৬।
(১৫) ভারত কোন সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল?
(A) ১৯৭৫
(B) ১৯৮৩
(C) ২০১১
(D) ২০২৫
উত্তর : (B) ১৯৮৩।
(১৬) পশ্চিমবঙ্গের কোথায় বর্গভীমা মন্দির অবস্থিত?
(A) কোচবিহার
(B) পুরুলিয়া
(C) তমলুক
(D) শ্রীরামপুর
উত্তর : (C) তমলুক।
(১৭) পুবের মেঘে দক্ষিণের আকাশ (১৯৯৫) উপন্যাসটি কে রচনা করেন?
(A) ঝড়েশ্বর চট্টোপাধ্যায়
(B) সমরেশ বসু
(C) সঞ্জীব চট্টোপাধ্যায়
(D) সমরেশ মজুমদার
উত্তর : (A) ঝড়েশ্বর চট্টোপাধ্যায়।
(১৮) সেনেগালের রাজধানীর নাম —
(A) ডাকার
(B) কায়রো
(C) আক্রা
(D) লাগোস
উত্তর : (A) ডাকার।
(১৯) ‘Serve to Win’ (২০১৩) কার আত্মজীবনী?
(A) রজার ফেডেরার
(B) নোভাক জোকোভিচ
(C) রাফায়েল নাদাল
(D) ডেভিড বেকহ্যাম
উত্তর : (B) নোভাক জোকোভিচ।
(২০) কোন সালকে আন্তর্জাতিক উট বর্ষ (International Year of Camelids) রূপে ঘোষণা করা হয়?
(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪
উত্তর : (D) ২০২৪।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-10 - ভূগোলিকা-Bhugolika