WBSSC Group-C & D General Awareness Part-8
WBSSC Group-C & D General Awareness Part-8
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-8)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) CCTV -এর পুরো কথাটি কি?
(A) Closed-Camera Television
(B) Camera-Centric Television
(C) Camera-Computer Television
(D) Closed-Circuit Television
উত্তর : (D) Closed-Circuit Television।
(২) রণথম্ভোর জাতীয় উদ্যান (Ranthambore National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) রাজস্থান
(B) তামিলনাড়ু
(C) উত্তরাখন্ড
(D) নাগাল্যান্ড
উত্তর : (A) রাজস্থান।
(৩) অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
(A) কর্ষিকা
(B) ফ্ল্যাজেলা
(C) ক্ষণপদ
(D) সিটা
উত্তর : (C) ক্ষণপদ।
(৪) কোন বেদে বৈদিক মন্ত্রের সাঙ্গীতিক স্বরলিপি সংকলিত রয়েছে?
(A) ঋগবেদ
(B) যজুর্বেদ
(C) সামবেদ
(D) অথর্ববেদ
উত্তর : (C) সামবেদ।
(৫) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কোনটি?
(A) মগধ
(B) অস্মক
(C) গান্ধার
(D) কোশল
উত্তর : (B) অস্মক।
(৬) পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) গুরু শিখর
(D) পরেশনাথ
উত্তর : (B) আনাইমুদি।
(৭) অক্সিজেন পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে —
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
উত্তর : (A) ২।
(৮) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
(A) সরোজিনী নাইডু
(B) জে. জয়ললিতা
(C) মমতা ব্যানার্জী
(D) সুচেতা কৃপালিনী
উত্তর : (D) সুচেতা কৃপালিনী।
(৯) পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
(A) মাদাগাস্কার
(B) গ্রিনল্যান্ড
(C) নিউগিনি
(D) জামাইকা
উত্তর : (B) গ্রিনল্যান্ড।
(১০) মানব দেহের কোন অঙ্গে গ্লুকোমা রোগ হয়?
(A) কান
(B) ত্বক
(C) নাক
(D) চোখ
উত্তর : (D) চোখ।
(১১) ইনভার সংকর ধাতুর উপাদান কি কি?
(A) লোহা ও ম্যাঙ্গানিজ
(B) লোহা ও নিকেল
(C) তামা ও দস্তা
(D) তামা ও নিকেল
উত্তর : (B) লোহা ও নিকেল।
(১২) কস্টিক সোডার রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম ক্লোরাইড
(B) জিঙ্ক অক্সাইড
(C) সোডিয়াম হাইড্রোক্সাইড
(D) পটাশিয়াম সায়ানাইড
উত্তর : (C) সোডিয়াম হাইড্রোক্সাইড।
(১৩) আন্তর্জাতিক নৃত্য দিবস (International Dance Day) কবে পালিত হয়?
(A) ২৯ শে মার্চ
(B) ২৯ শে এপ্রিল
(C) ২৯ শে জুন
(D) ২৯ শে জুলাই
উত্তর : (B) ২৯ শে এপ্রিল।
(১৪) পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কত সালে চালু হয়?
(A) ২০২০
(B) ২০২১
(C) ২০২২
(D) ২০২৩
উত্তর : (B) ২০২১।
(১৫) ভারতের কে প্রথম অলিম্পিক গেমসে সোনার পদক জিতেছিলেন?
(A) লিয়েন্ডার পেজ
(B) সাইনা নেহওয়াল
(C) মেরি কম
(D) অভিনব বিন্দ্রা
উত্তর : (D) অভিনব বিন্দ্রা।
(১৬) পশ্চিমবঙ্গের কোথায় নব কৈলাশ মন্দির অবস্থিত?
(A) কাটোয়া
(B) কালনা
(C) সিউড়ি
(D) বাঁকুড়া
উত্তর : (B) কালনা।
(১৭) ক্ষীরের পুতুল (১৮৯৬) উপন্যাসটি কে রচনা করেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) রাজশেখর বসু
উত্তর : (C) অবনীন্দ্রনাথ ঠাকুর।
(১৮) ভিয়েতনামের রাজধানীর নাম —
(A) ব্যাঙ্কক
(B) টোকিও
(C) হ্যানয়
(D) জাকার্তা
উত্তর : (C) হ্যানয়।
(১৯) ‘Lone Fox Dancing : My Autobiography (২০১৭) কার আত্মজীবনী?
(A) লালকৃষ্ণ আদবানি
(B) রাসকিন বন্ড
(C) কে. নটবর সিং
(D) রাম নাথ কাক
উত্তর : (B) রাসকিন বন্ড।
(২০) কোন সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ (International Year of Millets) রূপে ঘোষণা করা হয়?
(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৩
(D) ২০২৪
উত্তর : (C) ২০২৩।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-9 - ভূগোলিকা-Bhugolika