WBSSC Group-C & D General Awareness Part-7
WBSSC Group-C & D General Awareness Part-7
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-7)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) BCCI -এর পুরো কথাটি কি?
(A) Board of Cricket Council in India
(B) Board of Control for Cricket in India
(C) Board of Cricket for Control in India
(D) Board of Cricket Company in India
উত্তর : (B) Board of Control for Cricket in India।
(২) মুদুমালাই জাতীয় উদ্যান (Mudumalai National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) অন্ধ্রপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (A) তামিলনাড়ু।
(৩) কেঁচোর গমন অঙ্গের নাম কি?
(A) কর্ষিকা
(B) ক্ষণপদ
(C) ফ্ল্যাজেলা
(D) সিটা
উত্তর : (D) সিটা।
(৪) সিন্ধু সভ্যতার বৃহত্তম প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র কোনটি?
(A) হরপ্পা
(B) কালিবঙ্গান
(C) মহেঞ্জোদারো
(D) লোথাল
উত্তর : (C) মহেঞ্জোদারো।
(৫) বেদের প্রাচীনতম অংশ হল —
(A) ব্রাহ্মণ
(B) আরণ্যক
(C) সংহিতা
(D) উপনিষদ
উত্তর : (C) সংহিতা।
(৬) সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —
(A) নন্দাদেবী
(B) নকরেক
(C) ধূপগড়
(D) পরেশনাথ
উত্তর : (C) ধূপগড়।
(৭) ম্যাঙ্গানিজ পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে —
(A) ৩
(B) ৪
(C) ৫
(D) ৬
উত্তর : (B) ৪।
(৮) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
(A) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(B) জওহরলাল নেহরু
(C) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর : (C) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
(৯) পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
(A) কাস্পিয়ান সাগর
(B) বৈকাল হ্রদ
(C) ভিক্টোরিয়া হ্রদ
(D) মানস সরোবর
উত্তর : (B) বৈকাল হ্রদ।
(১০) নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ?
(A) পোলিও
(B) টিটেনাস
(C) জলাতঙ্ক
(D) এইডস
উত্তর : (B) টিটেনাস।
(১১) ভিটামিন-E -এর রাসায়নিক নাম —
(A) টোকোফেরল
(B) নিয়াসিন
(C) রেটিনল
(D) থিয়ামিন
উত্তর : (A) টোকোফেরল।
(১২) জাতীয় মহাকাশ দিবস (National Space Day) কবে পালিত হয়?
(A) ২৩ শে মার্চ
(B) ২৩ শে জুলাই
(C) ২৩ শে আগস্ট
(D) ২৩ শে অক্টোবর
উত্তর : (C) ২৩ শে আগস্ট।
(১৩) লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম অক্সাইড
(B) নাইট্রিক অক্সাইড
(C) সোডিয়াম নাইট্রেট
(D) নাইট্রাস অক্সাইড
উত্তর : (D) নাইট্রাস অক্সাইড।
(১৪) আন্তর্জাতিক শান্তি দিবস (International Day of Peace) কবে পালিত হয়?
(A) ২১ শে সেপ্টেম্বর
(B) ২১ শে অক্টোবর
(C) ২১ শে নভেম্বর
(D) ২১ শে ডিসেম্বর
উত্তর : (A) ২১ শে সেপ্টেম্বর।
(১৫) বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র কোনটি?
(A) ওমব্রোমিটার
(B) পোটোমিটার
(C) ট্যাকোমিটার
(D) টোনোমিটার
উত্তর : (A) ওমব্রোমিটার।
(১৬) ভেনেজুয়েলার রাজধানীর নাম —
(A) সান্টিয়াগো
(B) কুইটো
(C) কারাকাস
(D) বোগোটা
উত্তর : (C) কারাকাস।
(১৭) ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ (১৯৬৯) কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
(A) সুভাষ মুখোপাধ্যায়
(B) সুনীল গঙ্গোপাধ্যায়
(C) বুদ্ধদেব বসু
(D) শক্তি চট্টোপাধ্যায়
উত্তর : (D) শক্তি চট্টোপাধ্যায়।
(১৮) পশ্চিমবঙ্গের কোন জেলাতে ‘আমখই জীবাশ্ম উদ্যান’ রয়েছে?
(A) উত্তর দিনাজপুর
(B) বীরভূম
(C) দক্ষিণ ২৪ পরগণা
(D) কোচবিহার
উত্তর : (B) বীরভূম।
(১৯) দাবাতে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব কে পেয়েছিলেন?
(A) বিশ্বনাথন আনন্দ
(B) হাম্পি কোনেরু
(C) কার্তিকেয়ন মুরলী
(D) দিব্যা দেশমুখ
উত্তর : (A) বিশ্বনাথন আনন্দ।
(২০) ‘Straight from the Heart’ (2004) কোন ক্রিকেটারের আত্মজীবনী?
(A) সুনীল গাভাসকার
(B) কপিল দেব
(C) চেতন শর্মা
(D) মহিন্দর অমরনাথ
উত্তর : (B) কপিল দেব।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-8 - ভূগোলিকা-Bhugolika