Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-6

WBSSC Group-C & D General Awareness Part-6

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-6)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-6

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ASEAN -এর পুরো কথাটি কি?
(A) Association of Socialist Economic Asian Nations
(B) Association of Socio-Economic Asian Nations
(C) Association of South-East Asian Nations
(D) Associate of Sovereign Economy Asian Nations
উত্তর : (C) Association of South-East Asian Nations।

(২) রাজাজি জাতীয় উদ্যান (Rajaji National Park) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) উত্তরাখন্ড
(B) তামিলনাড়ু
(C) রাজস্থান
(D) মধ্যপ্রদেশ
উত্তর : (A) উত্তরাখন্ড।

(৩) চিংড়ির গমন অঙ্গের নাম কি?
(A) ক্ষণপদ
(B) সিটা
(C) কর্ষিকা
(D) প্লিওপড
উত্তর : (D) প্লিওপড।

(৪) মানুষ সর্বপ্রথম যে ধাতুর ব্যবহার শুরু করেছিল —
(A) লোহা
(B) সোনা
(C) তামা
(D) ব্রোঞ্জ
উত্তর : (C) তামা।

(৫) ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন কোনটি?
(A) মহেঞ্জোদারো
(B) মেহেরগড়
(C) হরপ্পা
(D) কালিবঙ্গান
উত্তর : (B) মেহেরগড়।

(৬) আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ —
(A) আনাইমুদি
(B) গুরু শিখর
(C) ধূপগড়
(D) কলসুবাই
উত্তর : (B) গুরু শিখর।

(৭) আয়োডিন পর্যায় সারণীতে যে পর্যায়ে রয়েছে —
(A) ২
(B) ৪
(C) ৫
(D) ৬
উত্তর : (C) ৫।

(৮) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
(A) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ
(B) শঙ্কর দয়াল শর্মা
(C) রামাস্বামী ভেঙ্কটারমণ
(D) ডঃ রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (D) ডঃ রাজেন্দ্র প্রসাদ।

(৯) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?
(A) আল্পস
(B) হিমালয়
(C) অ্যাটলাস
(D) আন্দিজ
উত্তর : (D) আন্দিজ।

(১০) নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ?
(A) কলেরা
(B) ইনফ্লুয়েঞ্জা
(C) আমাশয়
(D) টাইফয়েড
উত্তর : (B) ইনফ্লুয়েঞ্জা।

(১১) ভিটামিন-D -এর রাসায়নিক নাম —
(A) ক্যালসিফেরল
(B) রেটিনল
(C) বায়োটিন
(D) নিয়াসিন
উত্তর : (A) ক্যালসিফেরল।

(১২) জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day) কবে পালিত হয়?
(A) ১১ ই মে
(B) ১২ ই মে
(C) ১৩ ই মে
(D) ১৪ ই মে
উত্তর : (A) ১১ ই মে।

(১৩) ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি?
(A) সোডিয়াম কার্বনেট
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) ট্রাইক্লোরোমিথেন
(D) কার্বনিল ক্লোরাইড
উত্তর : (C) ট্রাইক্লোরোমিথেন।

(১৪) বিশ্ব দুগ্ধ দিবস (World Milk Day) কবে পালিত হয়?
(A) ১ লা এপ্রিল
(B) ১ লা জুন
(C) ১ লা জুলাই
(D) ১ লা সেপ্টেম্বর
উত্তর : (B) ১ লা জুন।

(১৫) হাঁটার পদক্ষেপ ও দূরত্ব পরিমাপক যন্ত্র কোনটি?
(A) ন্যানোমিটার
(B) পিজোমিটার
(C) পেডোমিটার
(D) ট্যাকোমিটার
উত্তর : (C) পেডোমিটার।

(১৬) আয়ারল্যান্ডের রাজধানীর নাম —
(A) লিসবন
(B) ডাবলিন
(C) বুদাপেস্ট
(D) অকল্যান্ড
উত্তর : (B) ডাবলিন।

(১৭) ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৫৬) গ্রন্থটি কে রচনা করেন?
(A) অতীন বন্দ্যোপাধ্যায়
(B) অন্নদাশঙ্কর রায়
(C) অশোকবিজয় রাহা
(D) অদ্বৈত মল্লবর্মণ
উত্তর : (D) অদ্বৈত মল্লবর্মণ।

(১৮) পশ্চিমবঙ্গের টাকি শহর কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) ইছামতী
(C) আত্রেয়ী
(D) তোর্সা
উত্তর : (B) ইছামতী।

(১৯) কোন দেশ প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছিল?
(A) ব্রাজিল
(B) উরুগুয়ে
(C) জার্মানি
(D) আর্জেন্টিনা
উত্তর : (B) উরুগুয়ে।

(২০) ‘The Man Who Made The Elephant Dance’ (২০১২) গ্রন্থটি কার আত্মজীবনী?
(A) ভার্গিস কুরিয়েন
(B) যুবরাজ সিং
(C) অভিনব বিন্দ্রা
(D) শরদ পাওয়ার
উত্তর : (A) ভার্গিস কুরিয়েন।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-5

One thought on “WBSSC Group-C & D General Awareness Part-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!