Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

নভেম্বর

International Day for Biosphere Reserves

আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস (International Day for Biosphere Reserves)

International Day for Biosphere Reserves

আজ ৩ রা নভেম্বর (3 November), আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস (International Day for Biosphere Reserves)। প্রতি বছর ৩ রা নভেম্বর তারিখটি আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০০১ সালের ৯-২৪ শে নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কো (UNESCO) -এর সাধারণ সম্মেলনের ৪১-তম অধিবেশনে ৩ রা নভেম্বর তারিখটি আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস রূপে গৃহীত হয়। ১৯৭১ সালের ৩ রা নভেম্বর তারিখে ইউনেস্কোর ‘Man and the Biosphere (MAB) Programme‘ -এর সূচনা হয়েছিল। তারই স্মরণে ৩ রা নভেম্বর তারিখটি আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস হিসাবে গৃহীত হয়। ২০২২ সালে প্রথমবার আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস পালিত হয়। আন্তর্জাতিক জীবমন্ডল সংরক্ষণ দিবস পালনের উদ্দেশ্য হল : সামাজিক ও বাস্তুতান্ত্রিক ব্যবস্থা পরিচালনাতে জীবমন্ডল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থিতিশীল উন্নয়নের সমন্বয় সাধনের ধারণা প্রচার করা।

জাতীয় উদ্যান বা বন্যপ্রাণ অভয়ারণ্যের চেয়ে কোনো বৃহৎ আকারের সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যখন বিপন্ন, সংকটাপন্ন, বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠীর সাথে সাথে স্থলজ, জলজ ও বায়বীয় বাসস্থলকে একত্রিতভাবে সংরক্ষণ করা হয়, তখন তাকে জীবমন্ডল সংরক্ষণ বা সংরক্ষিত জীবমন্ডল (Biosphere Reserve) বলে। জীবমন্ডল সংরক্ষণগুলি ‘Living Laboratories‘ নামে পরিচিত। Encyclopaedia Britannica প্রদত্ত সংজ্ঞা অনুসারে, জীবমন্ডল সংরক্ষণ হল স্থলজ, সামুদ্রিক বা উপকূলীয় বাস্তুতন্ত্রের এক স্বতন্ত্র অংশ, যা বিশেষ নিয়ম অনুসারে পরিচালিত হয় আবাসস্থল ও জৈবিক সম্প্রদায় সংরক্ষণ এবং মানুষ কীভাবে তাদের পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে বাস করে, তা তুলে ধরার উদ্দেশ্যে। ইউনেস্কোর মতে, জীবমন্ডল সংরক্ষণগুলি হল — ‘Learning Places for Sustainable Development‘। ১৯৭৬ সালে ইউনেস্কো সর্বপ্রথম জীবমন্ডল সংরক্ষণ চিহ্নিত করে। জীবমন্ডল সংরক্ষণের প্রধান ৩ টি উদ্দেশ্য হল — (১) জীবগোষ্ঠীর সংরক্ষণ (২) মানুষ ও জীবমন্ডল কর্মসূচীর অন্তর্গত প্রজাতির গবেষণা ও নিরীক্ষণ (৩) পরিবেশের সংরক্ষণ ও মানব উন্নয়ন। একটি জীবমন্ডল সংরক্ষণ বা বায়োস্ফিয়ার রিজার্ভ ৩ টি অঞ্চলে বিভক্ত থাকে — কেন্দ্রীয় অঞ্চল (Core Area), বাফার অঞ্চল (Buffer Zone) এবং প্রান্তবর্তী অঞ্চল (Transitional Zone)।

UNESCO World Network of Biosphere Reserves (WNBR) -এর তথ্য অনুসারে, বর্তমানে (১ লা অক্টোবর, ২০২৫) বিশ্বে ১৪২ টি দেশে ৭৮৪ টি জীবমন্ডল সংরক্ষণ রয়েছে। বর্তমানে স্পেনে সর্বাধিক সংখ্যক ইউনেস্কো জীবমন্ডল সংরক্ষণ (UNESCO Biosphere Reserve) রয়েছে। বর্তমানে ভারতে ১৩ টি ইউনেস্কো স্বীকৃত জীবমন্ডল সংরক্ষণ রয়েছে। এগুলি হল — নীলগিরি জীবমন্ডল সংরক্ষণ (তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক), মান্নার উপসাগর জীবমন্ডল সংরক্ষণ (তামিলনাড়ু), সুন্দরবন জীবমন্ডল সংরক্ষণ (পশ্চিমবঙ্গ), নন্দাদেবী জীবমন্ডল সংরক্ষণ (উত্তরাখন্ড), নকরেক জীবমন্ডল সংরক্ষণ (মেঘালয়), পাঁচমারি জীবমন্ডল সংরক্ষণ (মধ্যপ্রদেশ), সিমলিপাল জীবমন্ডল সংরক্ষণ (ওড়িশা), গ্রেট নিকোবর জীবমন্ডল সংরক্ষণ (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), অচানকমার-অমরকন্টক জীবমন্ডল সংরক্ষণ (ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ), অগস্ত্যমালাই জীবমন্ডল সংরক্ষণ (কেরালা ও তামিলনাড়ু), কাঞ্চনজঙ্ঘা জীবমন্ডল সংরক্ষণ (সিকিম), পান্না জীবমন্ডল সংরক্ষণ (মধ্যপ্রদেশ), শীতল মরুভূমি জীবমন্ডল সংরক্ষণ (হিমাচল প্রদেশ)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : কেরালা দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!