Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

নভেম্বর

Kerala Day

কেরালা দিবস (Kerala Day)

Kerala Day

আজ ১ লা নভেম্বর (1 November), কেরালা দিবস বা কেরল দিবস (Kerala Day), যা কেরালা পিরবি (Kerala Piravi) নামেও পরিচিত। প্রতি বছর ভারতের কেরালা রাজ্যে ১ লা নভেম্বর তারিখটি কেরালা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, স্বাধীন ভারতে ১৯৪৯ সালের ১ লা জুলাই দুই দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর (Travancore) এবং কোচিন (Cochin) -কে সংযুক্ত করে ত্রিবাঙ্কুর—কোচিন রাজ্য (State of Travancore–Cochin) গঠিত হয়। মালয়ালম ভাষাভাষী অঞ্চলগুলি নিয়ে পৃথক ও স্বতন্ত্র রাজ্য গঠনের দাবিতে ১৯৪৮-১৯৫২ সময়কালে ঐক্য কেরালা আন্দোলন (Aikya Kerala Movement) গড়ে ওঠে। ১৯৫৬ সালের ১ লা নভেম্বর তারিখে তৎকালীন ত্রিবাঙ্কুর—কোচিন রাজ্য (তামিল ভাষাভাষী ব্লকগুলি ব্যতীত) -এর সাথে মালয়ালম ভাষাভাষী মাদ্রাজ রাজ্যের মালাবার জেলা (লক্ষদ্বীপ ও মিনিকয় ব্যতীত) ও দক্ষিণ কন্নড় জেলার কাসরগোড় ব্লক অন্তর্ভুক্ত করে কেরালা রাজ্য (Kerala State) গঠন করা হয়। ১৯৫৬ সালের ১ লা নভেম্বর প্রথমবার কেরালা দিবস পালিত হয়। কেরালা দিবস পালনের উদ্দেশ্য হল : মালয়ালম ভাষাভাষী অঞ্চলগুলির সংযুক্তির মাধ্যমে কেরালা রাজ্য গঠন উদযাপন করা এবং কেরালা রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য উদযাপন করা।

বর্তমানে কেরালা (Kerala) হল আয়তন অনুসারে দক্ষিণ ভারতের ক্ষুদ্রতম রাজ্য (Smallest State in South India by Area)। কেরালা শব্দটি চেরালাম (Cheralam) অর্থাৎ চেরা (চেরা রাজবংশ) -দের ভূমি (Land of Cheras) থেকে এসেছে এবং চেরাল (Cheral) একটি তামিল শব্দ, যার অর্থ হল হ্রদ (Lake)। ভিন্নমতে, কেরালা শব্দটি মালয়ালম শব্দ কেরা (Kera) অর্থাৎ নারিকেল বৃক্ষ (Coconut Tree) এবং আলম (Alam) অর্থাৎ ভূমি (Land) থেকে এসেছে। অর্থাৎ কেরালা শব্দটির অর্থ হল নারিকেল বৃক্ষের ভূমি। কেরালা রাজ্যের আয়তন ৩৮,৮৬৩ বর্গকিমি এবং জনসংখ্যা ৩,৩৪,০৬,০৬১ জন (২০১১ জনগণনা অনুসারে)। বর্তমানে কেরালা আয়তন অনুসারে ভারতের ২১-তম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা অনুসারে ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য। কেরালা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর হল তিরুবনন্তপুরম (Thiruvananthapuram)।

কেরালা রাজ্যের প্রধান ও দীর্ঘতম নদী হল পেরিয়ার। এছাড়া উল্লেখযোগ্য নদ-নদীগুলি হল — ভরথপুঝা, পাম্বা, চালিয়ার, চালকুড়ি, কাদালুন্দি ইত্যাদি। কেরালার সর্বোচ্চ শৃঙ্গ হল পশ্চিমঘাট পর্বতের আনাইমালাই পর্বতের আনাইমুদি শৃঙ্গ (Anaimudi Peak), যার উচ্চতা ২৬৯৫ মিটার। চালকুড়ি নদীতে অবস্থিত অথিরাপল্লী জলপ্রপাত (Athirapilly Falls) কেরালার নায়াগ্রা‘/’দক্ষিণ ভারতের নায়াগ্রা‘ (Niagara of Kerala/Niagara of Southern India) নামে পরিচিত। কেরালার উপকূলীয় লবণাক্ত উপহ্রদ বা লেগুনগুলি কয়াল (Kayal) এবং ব্যাকওয়াটার (Backwater) নামে পরিচিত। ভেম্বানাদ হ্রদ (Vembanad Lake) হল কেরালার বৃহত্তম কয়াল ও হ্রদ এবং ভারতের দীর্ঘতম হ্রদ। কেরালার প্রধান ভাষা হল মালয়ালম (Malayalam), যা ২০১৩ সালে ধ্রুপদী ভাষা (Classical Language) -এর মর্যাদা লাভ করেছে। কেরালার প্রধান শহরগুলি হল — তিরুবনন্তপুরম, কোচি, আলাপুঝা, কোঝিকোড়, কোল্লাম ইত্যাদি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কেরালা রাজ্য ‘ঈশ্বরের আপন দেশ‘ (God’s Own Country) রূপে পরিচিত। কেরালার প্রধান পর্যটনকেন্দ্রগুলি হল — তিরুবনন্তপুরম, কোচি, আলাপুঝা ব্যাকওয়াটার, মুন্নার, পেরিয়ার জাতীয় উদ্যান, এরাভিকুলম জাতীয় উদ্যান, কোভালাম সৈকত, অথিরাপল্লী জলপ্রপাত, পোনমুড়ি, বাগমণ ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : কন্নড় দিবস

One thought on “Kerala Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!