Kannada Day
কন্নড় দিবস (Kannada Day)

আজ ১ লা নভেম্বর (1 November), কন্নড় দিবস (Kannada Day), যা কর্ণাটক রাজ্যোৎসব (Karnataka Rajyotsava) বা কর্ণাটক রাজ্য দিবস (Karnataka State Day) নামেও পরিচিত। প্রতি বছর ভারতের কর্ণাটক রাজ্যে ১ লা নভেম্বর তারিখটি কন্নড় দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, স্বাধীন ভারতে ১৯৫৬ সালের ১ লা নভেম্বর তারিখে তৎকালীন মহীশূর দেশীয় রাজ্য (Mysore Princely State) -এর সাথে কন্নড় ভাষাভাষী বম্বে প্রদেশের অন্তর্গত বেলগাঁও, বিজাপুর, ধারওয়াড় ও উত্তর কন্নড় জেলা ; মাদ্রাজ রাজ্যের দক্ষিণ কন্নড় জেলা ; হায়দ্রাবাদ রাজ্যের কোপ্পল, রায়চুর, কালাবুর্গি ও বিদার জেলা এবং কুর্গ রাজ্য অন্তর্ভুক্ত করে মহীশূর রাজ্য (Mysore State) গঠন করা হয়। ১৯৭৩ সালের ১ লা নভেম্বর মহীশূর রাজ্যের নামকরণ করা হয় ‘কর্ণাটক‘। ১৯৫৬ সালে প্রথমবার কন্নড় দিবস পালিত হয়। কন্নড় দিবস পালনের উদ্দেশ্য হল : দক্ষিণ ভারতের সকল কন্নড় ভাষাভাষী অঞ্চলের একীকরণের মাধ্যমে কর্ণাটক রাজ্য গঠন উদযাপন করা এবং কর্ণাটক রাজ্যের সাংস্কৃতিক ও ভাষাগত ঐক্য স্মরণ করা।
বর্তমানে কর্ণাটক (Karnataka) হল আয়তন অনুসারে দক্ষিণ ভারতের বৃহত্তম রাজ্য (Largest State in South India by Area)। কর্ণাটক শব্দটি কর্নাড় (Karnad) বা কর্নাড়ু (Karnadu) থেকে এসেছে, যার অর্থ হল কৃষ্ণ মৃত্তিকার ভূমি (Land of Black Soil)। কর্ণাটক রাজ্যের আয়তন ১,৯১,৭৯১ বর্গকিমি এবং ৬,১০,৯৫,২৯৭ জন (২০১১ জনগণনা অনুসারে)। বর্তমানে কর্ণাটক আয়তন অনুসারে ভারতের ষষ্ঠ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা অনুসারে ভারতের অষ্টম বৃহত্তম রাজ্য। কর্ণাটক রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর হল বেঙ্গালুরু (Bengaluru)।
কর্ণাটক রাজ্যের প্রধান ও দীর্ঘতম নদী হল কৃষ্ণা। এছাড়া উল্লেখযোগ্য নদ-নদীগুলি হল — কাবেরী, ভীমা, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা ইত্যাদি। কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ হল পশ্চিমঘাট পর্বতের বাবা বুদানগিরি পর্বতশ্রেণীর মুল্লায়নগিরী শৃঙ্গ বা মুলানগিরি শৃঙ্গ (Mullayyanagiri Peak), যার উচ্চতা ১৯২৫ মিটার। ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of India) হল কর্ণাটক রাজ্যের কুঞ্চিকল জলপ্রপাত (Kunchikal Falls), যার উচ্চতা ৪৫৫ মিটার। কর্ণাটকের কোদাগু জেলা (Kodagu District) ‘ভারতের কফি রাজধানী‘ (Coffee Capital of India) নামে পরিচিত। কর্ণাটকের প্রধান ভাষা হল কন্নড় (Kannada), যা ২০০৮ সালে ধ্রুপদী ভাষা (Classical Language) -এর মর্যাদা লাভ করেছে। কর্ণাটকের প্রধান শহরগুলি হল — বেঙ্গালুরু, হুবলি, মহীশূর, ম্যাঙ্গালুরু, বেলগাভি ইত্যাদি। কর্ণাটকের প্রধান পর্যটনকেন্দ্রগুলি হল — বেঙ্গালুরু, মহীশূর, মাদিকেরী, বাদামি, হাম্পি, উদুপি, যোগ জলপ্রপাত ও শিবসমুদ্রম জলপ্রপাত, বন্দীপুর জাতীয় উদ্যান, ধর্মস্থল, শ্রবণবেলগোলা ইত্যাদি।
Pingback: Kerala Day - ভূগোলিকা-Bhugolika