Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অক্টোবর

United Nations Day

রাষ্ট্রসংঘ দিবস (United Nations Day)

United Nations Day

আজ ২৪ শে অক্টোবর (24 October), রাষ্ট্রসংঘ দিবস (United Nations Day)। প্রতি বছর ২৪ শে অক্টোবর তারিখটি রাষ্ট্রসংঘ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর রাষ্ট্রসংঘের সনদ (Charter of the United Nations) কার্যকর হয়েছিল। রাষ্ট্রসংঘের সনদ হল রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাকালীন চুক্তি, যার মাধ্যমে রাষ্ট্রসংঘ ব্যবস্থার উদ্দেশ্য, পরিচালনা কাঠামো এবং সামগ্রিক রূপরেখা স্থাপিত হয়। অর্থাৎ ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর রাষ্ট্রসংঘের আধিকারিক সূচনা ঘটে। ১৯৪৭ সালের ৩১ শে অক্টোবর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২৪ শে অক্টোবর তারিখটি রাষ্ট্রসংঘ দিবস রূপে ঘোষণা করে। ১৯৪৮ সালের ২৪ শে অক্টোবর তারিখে প্রথমবার রাষ্ট্রসংঘ দিবস পালিত হয়। রাষ্ট্রসংঘ দিবস পালনের উদ্দেশ্য হল : রাষ্ট্রসংঘের লক্ষ্য ও অর্জন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, রাষ্ট্রসংঘের কাজের প্রতি সমর্থন অর্জন করা এবং রাষ্ট্রসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলিকে সুনিশ্চিত করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে রাষ্ট্রসংঘ দিবসের থিম হল : ‘Promoting Peace, Unity, and Global Partnerships’।

রাষ্ট্রসংঘ (United Nations) হল একটি বৈশ্বিক আন্তঃসরকারি সংস্থা, যার উদ্দেশ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের সদরদপ্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ সংস্থা ৬ টি হল — সাধারণ পরিষদ (General Assembly), নিরাপত্তা পরিষদ (Security Council), অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council), আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice), সচিবালয় (Secretariat) এবং অছি পরিষদ (Trusteeship Council)। বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ এবং টি পর্যবেক্ষক সদস্য (হোলি সি এবং প্যালেস্টাইন) রয়েছে। রাষ্ট্রসংঘের ৬ টি দাপ্তরিক ভাষা রয়েছে। যথা — ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, চিনা ও আরবি।

একনজরে দেখে নিই, রাষ্ট্রসংঘ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য —
★ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৫ টি স্থায়ী সদস্য (আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চিন) এবং বাকি ১০ টি অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা (Veto Power) রয়েছে।

★ রাষ্ট্রসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব (Acting Secretary General) ছিলেন ব্রিটিশ যুক্তরাজ্যের গ্ল্যাডউইন জেব (Gladwyn Jebb), যিনি ১৯৪৫ সালের ২৪ শে অক্টোবর থেকে ১৯৪৬ সালের ২ রা ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্রসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

★ রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব (First Secretary General) ছিলেন নরওয়ের টৃগভে লি (Trygve Lie), যিনি ১৯৪৬ সালের ২ রা ফেব্রুয়ারি থেকে ১৯৫২ সালের ১০ ই নভেম্বর পর্যন্ত রাষ্ট্রসংঘের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

★ রাষ্ট্রসংঘের প্রথম উপ-মহাসচিব (First Deputy Secretary-General) ছিলেন কানাডার লুইসি ফ্রেশেট (Louise Fréchette), যিনি ১৯৯৮ সালের ২ রা মার্চ থেকে ২০০৬ সালের ১ লা এপ্রিল পর্যন্ত রাষ্ট্রসংঘের উপ-মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

★ রাষ্ট্রসংঘের বিশেষায়িত সংস্থা (Specialized Agency) গুলি হল — খাদ্য ও কৃষি সংস্থা (Food and Agriculture Organization/FAO), আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organization/ILO), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund/IMF), ইউনেস্কো (United Nations Educational, Scientific and Cultural Organization/UNESCO), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization/WHO) ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আন্তর্জাতিক তুষার চিতা দিবস

One thought on “United Nations Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!