International Day of the Snow Leopard
আন্তর্জাতিক তুষার চিতা দিবস (International Day of the Snow Leopard)

আজ ২৩ শে অক্টোবর (23 October), আন্তর্জাতিক তুষার চিতা দিবস (International Day of the Snow Leopard)। প্রতি বছর ২৩ শে অক্টোবর তারিখটি আন্তর্জাতিক তুষার চিতা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ শে অক্টোবর তুষার চিতার আবাসস্থলের ১২ টি দেশ (আফগানিস্তান, ভুটান, চিন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, নেপাল, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান) কর্তৃক বিশকেক ঘোষণা (Bishkek Declaration) অনুসারে প্রতি বছর ২৩ শে অক্টোবর তারিখটি আন্তর্জাতিক তুষার চিতা দিবস রূপে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০১৪ সালের ২৩ শে অক্টোবর তারিখে প্রথমবার আন্তর্জাতিক তুষার চিতা দিবস পালিত হয়। ২০২৪ সালের ১২ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২৩ শে অক্টোবর তারিখটি আন্তর্জাতিক তুষার চিতা দিবস রূপে গৃহীত হয়। আন্তর্জাতিক তুষার চিতা দিবস পালনের উদ্দেশ্য হল : তুষার চিতা এবং তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী সহযোগিতা প্রচার করা।
তুষার চিতা (Snow Leopard) হল স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত হচ্ছে বড় বিড়াল (Felidae) পরিবারের প্যানথেরা (Panthera) গণের একটি প্রজাতি, যা মধ্য ও দক্ষিণ এশিয়ার পার্বত্য অঞ্চলে দেখা যায়। তুষার চিতার বৈজ্ঞানিক নাম প্যানথেরা আনসিয়া (Panthera uncia)। তুষার চিতার দেহের দৈর্ঘ্য ৭৫-১৫০ সেমি এবং লেজের দৈর্ঘ্য ৮০-১০৫ সেমি হয়৷ পুরুষ তুষার চিতার গড় ওজন ৪৫-৫৫ কেজি এবং স্ত্রী তুষার চিতার গড় ওজন ৩৫-৪০ কেজি হয়। তুষার চিতার আবাসস্থল হল মূলত ৩০০০-৪৫০০ মিটার উঁচু আল্পীয় ও উপ-আল্পীয় শীতল পার্বত্য অঞ্চল। তুষার চিতার পশম ৫-১২ সেমি পুরু হয়। তুষার চিতা প্রধানত একাকী থাকে এবং ভোর ও সন্ধ্যার সময় সবচেয়ে সক্রিয় থাকে। তুষার চিতা মাংসাশী, শিকারী প্রাণী। তুষার চিতা মূলত ভরাল (হিমালয়ান ব্লু শিপ), হিমালয়ান তহর, পাহাড়ি ভেড়া, মার্খোর, বন্য ছাগল শিকার করে। তবে হিমালয়ান পার্বত্য মূষিক, ইঁদুর, খরগোশ ইত্যাদি ক্ষুদ্রাকার প্রাণীও শিকার করে। বন্য পরিবেশে তুষার চিতার আয়ুষ্কাল ১৫-১৮ বছর, তবে বন্দীদশাতে এরা ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে।
উল্লেখ্য, তুষার চিতা ‘Ghosts of the Mountains‘ নামে পরিচিত। বর্তমানে চোরাশিকার, পশম ও দেহাংশের অবৈধ বাণিজ্য, বাসস্থান ধ্বংস, মানব-বন্যপ্রাণ সংঘর্ষ প্রভৃতি কারণে তুষার চিতা IUCN -এর লাল তালিকাতে সংকটাপন্ন (Vulnerable) শ্রেণীতে রয়েছে। IUCN -এর তথ্য অনুসারে, বর্তমানে সারা বিশ্বে ২৭২০-৩৩৮০ টি প্রাপ্তবয়স্ক তুষার চিতা রয়েছে। ২০১৩ সালে বিশকেক ঘোষণা অনুসারে, বৈশ্বিক তুষার চিতা এবং বাস্তুতন্ত্র সুরক্ষা (Global Snow Leopard and Ecosystem Protection/GSLEP) কর্মসূচি শুরু হয়। GSLEP কর্মসূচি প্রদত্ত তথ্যমতে, সারা বিশ্বে তুষার চিতার সংখ্যা ৪০০০-৬৫০০। চিনে সর্বাধিক সংখ্যক তুষার চিতা রয়েছে। ২০১৯-২০১৩ সময়কালে ভারত সরকার কর্তৃক এক সমীক্ষা অনুসারে, ভারতে ৭১৮ টি (লাদাখে ৪৭৭, উত্তরাখন্ডে ১২৪, হিমাচল প্রদেশে ৫১, অরুণাচল প্রদেশে ৩৬, সিকিমে ২১ এবং জম্মু ও কাশ্মীরে ৯) তুষার চিতা রয়েছে (সূত্র : Ministry of Environment, Forest and Climate Change, Government of India)।
Pingback: United Nations Day - ভূগোলিকা-Bhugolika