Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অক্টোবর

World Statistics Day

বিশ্ব পরিসংখ্যান দিবস (World Statistics Day)

World Statistics Day

আজ ২০ শে অক্টোবর (20 October), বিশ্ব পরিসংখ্যান দিবস (World Statistics Day)। প্রতি ৫ বছর অন্তর ২০ শে অক্টোবর তারিখটি বিশ্ব পরিসংখ্যান দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১০ সালের ২৩-২৬ শে ফেব্রুয়ারি নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘ পরিসংখ্যান কমিশন (United Nations Statistical Commission) -এর ৪১-তম অধিবেশনে ২০ শে অক্টোবর, ২০১০ তারিখটি বিশ্ব পরিসংখ্যান দিবস হিসাবে গৃহীত হয়। ২০১০ সালের ৩ রা জুন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২০ শে অক্টোবর, ২০১০ তারিখটি প্রথম বিশ্ব পরিসংখ্যান দিবস হিসাবে গৃহীত হয়। ২০১০ সালের ২০ শে অক্টোবর তারিখে প্রথমবার বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়। ২০১৫ সালের ৩ রা জুন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২০ শে অক্টোবর, ২০১৫ তারিখটি দ্বিতীয় বিশ্ব পরিসংখ্যান দিবস হিসাবে গৃহীত হয় এবং প্রতি ৫ বছর অন্তর বিশ্ব পরিসংখ্যান দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ব পরিসংখ্যান দিবস পালনের উদ্দেশ্য হল : জাতীয় উন্নয়ন নীতি প্রণয়নে পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব পরিসংখ্যান দিবসের থিম হল : ‘Driving change with quality statistics and data for everyone’।

পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান (Statistics) একপ্রকার গাণিতিক বিজ্ঞান, যা মূলত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা ও পরিবেশন করে থাকে। ‘Statistics‘ শব্দটির অর্থ হল পরিসংখ্যান, অর্থাৎ সংখ্যাত্মক তথ্য বা সংখ্যা নিয়ে গবেষণা বিজ্ঞান। পরিসংখ্যান হল সেই বিজ্ঞান যা কোনো গবেষণার সংখ্যাত্মক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং সর্বশেষে সিদ্ধান্ত প্রদান করে। অর্থাৎ, নিয়মতান্ত্রিক উপায়ে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ করে সংজ্ঞাবদ্ধ করে, ব্যাখ্যা ও বিশ্লেষণ করে সিদ্ধান্ত প্রদান করে যে বিজ্ঞান, তাই হল পরিসংখ্যান। উপাত্ত বিশ্লেষণ করে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা রয়েছে। যিনি পরিসংখ্যানের চর্চা করেন, তাকে পরিসংখ্যানবিদ (Statistician) বলা হয়। পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল — (১) পরিসংখ্যানে সংখ্যাসূচক প্রকাশ আবশ্যক। (২) পরিসংখ্যান হল তথ্যের সমষ্টি। (৩) পরিসংখ্যান অনুসন্ধান কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। (৪) পরিসংখ্যান তথ্য বিভিন্ন কারণে প্রভাবিত হয়। (৫) পরিসংখ্যান তুলনাযোগ্য ও সমজাতীয় হয়।

পরিসংখ্যানের ব্যবহারগুলি হল — (১) কৃষিক্ষেত্রে কৃষি তথ্য সংগ্রহ ও প্রকাশনার কাজে পরিসংখ্যান ব্যবহৃত হয়। (২) সুস্থ অর্থনৈতিক বিকাশের জন্য পরিসংখ্যান ব্যবহার করে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা হয়। (৩) বিভিন্ন ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে ব্যবসা-বাণিজ্য সুচারু রূপে সম্পন্নের উদ্দেশ্যে ব্যবসায়ীদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিসংখ্যানের ব্যবহার করা হয়। (৪) আধুনিক বিশ্বে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মানের গুণাগুণ বিচারে পরিসংখ্যান ব্যবহৃত হয়। (৫) শিক্ষা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে নানা রূপে যথার্থতা যাচাইয়ে, বৈধতা ও বিশ্বাসযোগ্যতা নির্ণয়ে পরিসংখ্যান ব্যবহার করা হয়। পরিসংখ্যানের গুরুত্ব — (১) সুষ্ঠ ও কার্যকরী নীতি প্রণয়নে আনুষঙ্গিক বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট ও পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। পরিসংখ্যান কোনো নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে যথার্থ জ্ঞান দান করে ও নীতি প্রণয়নে সাহায্যে করে। (২) সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানব কল্যাণের সাথে সম্পর্কিত তথ্যাদি সংগ্রহের প্রয়োজনীয়তা অপরিহার্য। পরিসংখ্যান প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং সংগ্রহকৃত তথ্যর ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান সম্ভব হয়। (৩) সমাজ সমীক্ষার ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহারের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যান অপরাধ, সামাজিক স্তরবিন্যাস প্রভৃতি সামাজিক ঘটনার মধ্যে সম্পর্ক যাচাই করতে সাহায্য করে। (৪) প্রশাসনিক ব্যবস্থা পরিচালনায় রাষ্ট্রের আয়-ব্যয় প্রণয়ন, অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। পরিসংখ্যান তথ্য সংগ্রহ আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রয়োজনীয় দায়িত্ব বলে পরিগণিত হয়। (৫) ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার অপরিহার্য। পরিসংখ্যান ব্যবসায়িক ভবিষ্যত কর্মপদ্ধতির মূল্যবান পথ প্রদর্শক।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব খাদ্য দিবস

One thought on “World Statistics Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!