Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অক্টোবর

World Post Day

বিশ্ব ডাক দিবস (World Post Day)

World Post Day

আজ ৯ ই অক্টোবর (9 October), বিশ্ব ডাক দিবস (World Post Day)। প্রতি বছর ৯ ই অক্টোবর তারিখটি বিশ্ব ডাক দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৮৭৪ সালের ৯ ই অক্টোবর সুইজারল্যান্ডে জেনারেল পোস্টাল ইউনিয়ন (General Postal Union) সংস্থাটি গঠিত হয়। ১৮৭৮ সালে এই সংস্থা নাম পরিবর্তন করে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (Universal Postal Union) রূপে পরিচিত হয়। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU) হল রাষ্ট্রসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী একটি অভিন্ন ডাক ব্যবস্থা সহজতর করে এবং বিশ্বের বিভিন্ন দেশের ডাক নীতি সমন্বয় করে। ১৯৬৯ সালে জাপানের টোকিও-তে অনুষ্ঠিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কংগ্রেস (UPU Congress) -এ ৯ ই অক্টোবর তারিখটি বিশ্ব ডাক দিবস হিসাবে গৃহীত হয় এবং ১৯৬৯ সালের ৯ ই অক্টোবর প্রথমবার বিশ্ব ডাক দিবস পালিত হয়। বিশ্ব ডাক দিবস পালনের উদ্দেশ্য হল : জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবনে ডাক পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ডাক পরিষেবার গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে সচেতনতা তৈরি করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব ডাক দিবসের থিম হল : ‘Post for People : Local Service. Global Reach’।

উল্লেখ্য, ডাক পরিষেবা (Postal Service) হল সরকারি বা বেসরকারি উদ্যোগে পরিচালিত চিঠি, পুলিন্দা (Percel) এবং অন্যান্য পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন ও বন্টনের এক ব্যবস্থা, যার মধ্যে বার্তা আদান-প্রদান, পণ্য সরবরাহ ও আর্থিক লেনদেন অন্তর্ভুক্ত। সরকারি ডাক পরিষেবাতে, যে গৃহে চিঠি, পুলিন্দা ও অন্যান্য ডাক সংক্রান্ত জিনিসপত্র গ্রহণ ও বিতরণ করা হয়, তা ডাকঘর (Post Office) নামে পরিচিত। এছাড়া ডাকঘর বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, মানি অর্ডার সেবা, বীমা সেবা এবং বিল পরিশোধের মতো আর্থিক ও বাণিজ্যিক সেবা প্রদান করে থাকে। ডাকবিভাগ কর্তৃক চিঠিপত্র সংগ্রহের জন্য যে ক্ষুদ্রাকার বাক্স ব্যবহৃত হয়, তা ডাক বাক্স (Post Box) নামে পরিচিত। ডাকঘরের প্রধান সরকারি কর্মকর্তাকে ডাক কর্তা (Post Master) বলা হয়। ডাকঘর থেকে চিঠি, পুলিন্দা ও অন্যান্য পণ্য বন্টনকারী কর্মী ডাকহরকরা বা ডাকবাহক (Peon/Postman) নামে পরিচিত। ডাক পরিষেবার মূল বৈশিষ্ট্যগুলি হল — (১) ডাক পরিষেবা একদিকে প্রেরক (Sender) ও অন্যদিকে প্রাপক (Recipient) থাকেন। ডাক কর্তৃপক্ষ প্রেরকের কাছ থেকে চিঠি বা পুলিন্দা গ্রহণ করে নির্ধারিত প্রাপকের ঠিকানায় পৌঁছে দেয়। (২) ডাক পরিষেবাতে বার্তা ও পণ্য পরিবহনের জন্য বাহক এবং পরিবহন ব্যবস্থা (যেমন : বাস, ট্রেন, বিমান ইত্যাদি) -এর ওপর নির্ভরশীল। (৩) ডাক পরিষেবার জন্য অগ্রিম অর্থ পরিশোধের প্রতীক হিসেবে ডাকটিকিট ব্যবহার করা হয়।

প্রচলিত মতে, প্রাচীন পারস্যে বিশ্বের প্রথম ডাক ব্যবস্থার প্রচলন ঘটে। আনুমানিক ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা সাইরাস দ্য গ্রেট (Cyrus the Great) এক সরকারি ডাক ব্যবস্থার প্রচলন করেন। প্রাচীন পারস্যের ডাক পরিষেবা কেন্দ্রগুলি চাপার খানেহ্ (Chapar Khaneh) নামে পরিচিত ছিল। প্রাচীন যুগে, ভারতের মৌর্য সাম্রাজ্যে (৩২১-১৮৫ খ্রিস্টপূর্বাব্দ) এবং চিনের হান রাজবংশে (২০৬ খ্রিস্টপূর্বাব্দ-২২০ খ্রিস্টাব্দ) ডাক পরিষেবা চালু ছিল। খ্রিস্টীয় প্রথম শতকে রোম সাম্রাজ্যে সম্রাট অগাস্টাস (খ্রিস্টপূর্বাব্দ ৬৩-১৪ খ্রিস্টাব্দ) কার্সাস পাবলিকাস (Cursus publicus) নামক সরকারি ডাক ব্যবস্থার প্রচলন করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি ডাক পরিষেবা প্রচলিত রয়েছে। যেমন — ভারতের ইন্ডিয়া পোস্ট (India Post), চিনের চায়না পোস্ট গ্রুপ কর্পোরেশন (China Post Group Corporation), ফ্রান্সের লা পোস্ট (La Poste), জার্মানির ডয়চে পোস্ট (Deutsche Post), আয়ারল্যান্ডের অ্যান পোস্ট (An Post), ব্রিটিশ যুক্তরাজ্যের রয়্যাল মেইল (Royal Mail), ব্রাজিলের কোরেইওস (Correios), আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউএসপিএস (USPS : United States Postal Service) ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : ভারতীয় বায়ু সেনা দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!