Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

সেপ্টেম্বর

World Environmental Health Day

বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস (World Environmental Health Day)

World Environmental Health Day

আজ ২৬ শে সেপ্টেম্বর (26 September), বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস (World Environmental Health Day)। প্রতি বছর ২৬ শে সেপ্টেম্বর তারিখটি বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৮৬ সালে বিশ্বব্যাপী পরিবেশ স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এনভায়রনমেন্টাল হেলথ্ (International Federation of Environmental Health) শীর্ষক সংস্থা স্থাপিত হয়। ২০১১ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এনভায়রনমেন্টাল হেলথ্ ২৬ শে সেপ্টেম্বর তারিখটি বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস হিসাবে ঘোষণা করে এবং ২০১১ সালের ২৬ শে সেপ্টেম্বর প্রথমবার বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালনের উদ্দেশ্য হল : স্বাস্থ্যকর পরিবেশ এবং মানব কল্যাণ-এর মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, বায়ু ও জলের গুণমান, বর্জ্য ব্যবস্থাপনা এবং বিপদজনক পদার্থের প্রভাব ইত্যাদি বিষয়গুলি তুলে ধরা। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালনের লক্ষ্য হল — স্থিতিশীল অনুশীলনগুলিকে উৎসাহিত করা এবং দূষণ, জলবায়ু পরিবর্তন ও সম্পদ হ্রাসের মতো পরিবেশগত ঝুঁকির বিরুদ্ধে আরও স্থিতিস্থাপক সম্প্রদায় গড়ে তোলা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবসের থিম হল : ‘Clean Air, Healthy People’।

পরিবেশ স্বাস্থ্য (Environmental Health) বলতে বোঝায় মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে সম্পর্ককে, অর্থাৎ পরিবেশগত কারণগুলি মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা হয়। দূষিত বায়ু, জল এবং অন্যান্য পরিবেশগত ঝুঁকি মানুষের হৃদরোগ, ক্যান্সার, হাঁপানি, ডিমেনশিয়া ইত্যাদি রোগের কারণ হতে পারে। পরিবেশ স্বাস্থ্যের মূল লক্ষ্য হল — একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশগত অবস্থা নির্ধারণ করা। পরিবেশ স্বাস্থ্যের মূল বিষয়গুলি হল — প্রাকৃতিক ও নির্মিত পরিবেশ ; শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা ; স্বাস্থ্য ঝুঁকি ও স্বাস্থ্য সমস্যা ; আর্থ-সামাজিক বৈষম্য ; পরিবেশগত ন্যায়বিচার ইত্যাদি। কীভাবে পরিবেশ স্বাস্থ্য ভালো রাখা যায়? — (১) দূষিত বায়ু ও জল থেকে নিরাপদ থাকা। (২) স্বাস্থ্যকর ও দূষণমুক্ত পরিবেশে বসবাস ও কাজ করা। (৩) পরিবেশগত দূষণকারী পদার্থের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা। (৪) স্বাস্থ্যকর পরিবেশের অধিকার রক্ষায় কাজ করা।

সুস্বাস্থ্য (Good Health) নির্মল বাতাস, স্থিতিশীল জলবায়ু, সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যবিধির উপর নির্ভরশীল। তাই, সুস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিকিরণ, অনিরাপদ রাসায়নিক ব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর কর্মপরিবেশ থেকে সুরক্ষাও প্রয়োজন। একটি স্বাস্থ্যকর পরিবেশ বিশ্বব্যাপী রোগের প্রায় এক-চতুর্থাংশ প্রতিরোধ করতে পারে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস এবং সর্বব্যাপী দূষণের ফলে পরিবেশগত অবনমন স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলছে। শুধুমাত্র প্রত্যক্ষভাবে নয়, পরিবেশগত অবনমনের স্বাস্থ্যগত প্রভাব পরোক্ষভাবেও খাদ্য উৎপাদন, অভিবাসন, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং সামাজিক বৈষম্যের উপর পরিলক্ষিত হয়। আমাদের জীবনযাত্রা, কাজ, উৎপাদন, ভোগ এবং শাসনব্যবস্থার রূপান্তরের জন্য জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। রোগের প্রাদুর্ভাব হ্রাসের পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যয় এবং সম্পদের সম্ভাব্য সাশ্রয়ের কারণে প্রাথমিক রোগ প্রতিরোধকে শক্তিশালী করা অপরিহার্য। স্বাস্থ্য, জ্বালানি, শিল্প, কৃষি এবং পরিবহন খাত সহ স্বাস্থ্যের পরিবেশগত নির্ধারকদের মোকাবিলায় আন্তঃক্ষেত্রীয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব গরিলা দিবস

One thought on “World Environmental Health Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!