World Gorilla Day
বিশ্ব গরিলা দিবস (World Gorilla Day)
আজ ২৪ শে সেপ্টেম্বর (24 September), বিশ্ব গরিলা দিবস (World Gorilla Day)। প্রতি বছর ২৪ শে সেপ্টেম্বর তারিখটি বিশ্ব গরিলা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালের ২৪ শে সেপ্টেম্বর ডায়ান ফসি (Dian Fossey) পাহাড়ি গরিলা সম্পর্কে গবেষণার উদ্দেশ্যে আফ্রিকার রুয়ান্ডার ভলকানোজ ন্যাশনাল পার্কে কারিসোকে রিসার্চ সেন্টার (Karisoke Research Center) প্রতিষ্ঠা করেন। কারিসোকে রিসার্চ সেন্টার হল বিশ্বের দীর্ঘতম সময় ধরে চলমান গরিলা ক্ষেত্র অধ্যয়ন স্থল (World’s Longest-running Gorilla Field Study Site)। ২০১৭ সালে কারিসোকে রিসার্চ সেন্টারের ৫০-তম বর্ষপূর্তিতে ২৪ শে সেপ্টেম্বর তারিখটি বিশ্ব গরিলা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং ২০১৭ সালের ২৪ শে সেপ্টেম্বর প্রথমবার বিশ্ব গরিলা দিবস পালিত হয়। বিশ্ব গরিলা দিবস পালনের উদ্দেশ্য হল : গরিলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং গরিলা সংরক্ষণের প্রচেষ্টাকে উৎসাহিত করা।
গরিলা (Gorilla) হল স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত প্রাইমেট (Primate) বর্গের হোমিনিডায় (Hominidae) পরিবারের একপ্রকার তৃণভোজী প্রাণী। গরিলা হল বিশ্বের বৃহত্তম জীবিত প্রাইমেট (World’s Largest Living Primate)। নিরক্ষীয় আফ্রিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে গরিলা দেখা যায়। গরিলার ২ টি প্রজাতি রয়েছে — ওয়েস্টার্ন গরিলা (Western Gorilla) এবং ইস্টার্ন গরিলা (Eastern Gorilla)। ওয়েস্টার্ন গরিলা (বৈজ্ঞানিক নাম : Gorilla gorilla) অ্যাঙ্গোলা, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, গ্যাবন, নিরক্ষীয় গিনি, নাইজেরিয়া-তে দেখা যায়। ইস্টার্ন গরিলা (বৈজ্ঞানিক নাম : Gorilla beringei) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও রুয়ান্ডা-তে দেখা যায়। গরিলার বৃহত্তম প্রজাতি হল ইস্টার্ন গরিলা। উল্লেখ্য, নির্দিষ্ট জেনেটিক অঞ্চল ও ব্যবহৃত তুলনা পদ্ধতি অনুসারে মানুষ এবং গরিলার ডিএনএ-তে উচ্চমাত্রা (৯৮%-৯৮.৪%)-এর মিল পাওয়া যায়।
আসুন একনজরে দেখে নিই, গরিলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
★ গরিলার উচ্চতা হয় ৪ ফুট ১ ইঞ্চি থেকে ৫ ফুট ১১ ইঞ্চি এবং ওজন হয় ১০০ থেকে ২৭০ কেজি। গরিলারা দলবদ্ধভাবে বসবাস করে এবং একটি গরিলা দলের নেতা সিলভারব্যাক (Silverback) নামে পরিচিত।
★ বন্য পরিবেশে একটি গরিলা ৩৫-৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে। সমুদ্রপৃষ্ঠ সম উচ্চতার ঘন অরণ্য ও জলাভূমি থেকে ৪৩০০ মিটার উচ্চতার পার্বত্য অরণ্যে গরিলা দেখা যায়।
★ বর্তমানে বন্য পরিবেশে ওয়েস্টার্ন গরিলার সংখ্যা ৩,১৬,০০০ টি এবং ইস্টার্ন গরিলার সংখ্যা ৬৮০০ টি। যদিও গরিলার এই দুই প্রজাতিই IUCN -এর মহাবিপন্ন (Critically Endangered) প্রজাতির তালিকায় রয়েছে।
★ গরিলারা সমৃদ্ধ আবেগময় জীবন কাটাতে পারে। গরিলারা হাসতে পারে, শোক প্রকাশ করতে পারে, দৃঢ় পারিবারিক বন্ধন গড়ে তুলতে পারে, সাধনী (Tool) তৈরি ও ব্যবহার করতে পারে এবং অতীত ও ভবিষ্যতের কথা ভাবতে পারে।
★ ২০০৭ সালের ২৬ শে অক্টোবর গরিলা চুক্তি (Gorilla Agreement) সাক্ষরিত হয়। গরিলা সংরক্ষণের উদ্দেশ্যে সাক্ষরিত এই চুক্তির পূর্ণরূপ হল — Agreement on the Conservation of Gorillas and Their Habitats। ২০০৮ সালের ১ লা জুন থেকে এই চুক্তি কার্যকর করা হয়েছে।
Pingback: World Environmental Health Day - ভূগোলিকা-Bhugolika