Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Knowledge Part-1

WBSSC Group-C & D General Knowledge Part-1

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Knowledge Part-1)-তে সাধারণ জ্ঞান (General Knowledge) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Knowledge Part-1

সাধারণ জ্ঞান (General Knowledge)

(১) PDF -এর পুরো কথাটি কি?
(A) Portable Device Format
(B) Portable Document Format
(C) Picture Document Format
(D) Photography Document Format
উত্তর : (B) Portable Document Format।

(২) ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
(A) দাচিগাম জাতীয় উদ্যান
(B) কাজিরাঙা জাতীয় উদ্যান
(C) জিম করবেট জাতীয় উদ্যান
(D) বাল্মিকী জাতীয় উদ্যান
উত্তর : (C) জিম করবেট জাতীয় উদ্যান।

(৩) মানব দেহে হৃৎপিন্ডের সবচেয়ে বড়ো কুঠুরি হল —
(A) বাম নিলয়
(B) ডান নিলয়
(C) বাম অলিন্দ
(D) ডান অলিন্দ
উত্তর : (A) বাম নিলয়।

(৪) বিশ্ব ব্রেইল দিবস (World Braille Day) পালিত হয় —
(A) ৪ ঠা ডিসেম্বর
(B) ৪ ঠা অক্টোবর
(C) ৪ ঠা জানুয়ারি
(D) ৪ ঠা সেপ্টেম্বর
উত্তর : (C) ৪ ঠা জানুয়ারি।

(৫) শরীরে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে —
(A) লোহিত রক্তকণিকা
(B) শ্বেত রক্তকণিকা
(C) অণুচক্রিকা
(D) কোনোটিই নয়
উত্তর : (A) লোহিত রক্তকণিকা।

(৬) SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহ পরিমাপের একক হল —
(A) কেলভিন
(B) ক্যান্ডেলা
(C) মোল
(D) অ্যাম্পিয়ার
উত্তর : (D) অ্যাম্পিয়ার।

(৭) জলেতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত হল —
(A) ১ : ১
(B) ১ : ২
(C) ২ : ১
(D) ২ : ২
উত্তর : (B) ১ : ২।

(৮) পলাশীর যুদ্ধ ঘটেছিল যে সালে —
(A) ১৭৪৭
(B) ১৭৫৭
(C) ১৭৬৭
(D) ১৭৭৭
উত্তর : (B) ১৭৫৭।

(৯) ভারতের কোন রাজ্যে চিপকো আন্দোলন ঘটেছিল?
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) রাজস্থান
(D) উত্তরাখন্ড
উত্তর : (D) উত্তরাখন্ড।

(১০) স্বাধীন ভারতে সংবিধান কার্যকর হয় যে তারিখে —
(A) ২৬ শে জানুয়ারি, ১৯৪৯
(B) ২৬ শে নভেম্বর, ১৯৪৯
(C) ২৬ শে জানুয়ারি, ১৯৫০
(D) ২৬ শে নভেম্বর, ১৯৫০
উত্তর : (C) ২৬ শে জানুয়ারি, ১৯৫০।

(১১) কোন বড়লাট ‘ভারতের রেলপথের জনক’ রূপে পরিচিত?
(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড কর্ণওয়ালিশ
(D) লর্ড লিটন
উত্তর : (B) লর্ড ডালহৌসি।

(১২) ভারতে জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) কবে পালিত হয়?
(A) ২৯ শে জুন
(B) ২৯ শে জুলাই
(C) ২৯ শে আগস্ট
(D) ২৯ শে এপ্রিল
উত্তর : (C) ২৯ শে আগস্ট।

(১৩) সৌরজগৎ -এর সবচেয়ে বড়ো গ্রহ হল —
(A) শনি
(B) নেপচুন
(C) শুক্র
(D) বৃহস্পতি
উত্তর : (D) বৃহস্পতি।

(১৪) পর্তুগালের রাজধানীর নাম —
(A) প্যারিস
(B) বুদাপেস্ট
(C) মাদ্রিদ
(D) লিসবন
উত্তর : (D) লিসবন।

(১৫) ‘Long Walk to Freedom’ (১৯৯৪) গ্রন্থটি কার আত্মজীবনী?
(A) মহাত্মা গান্ধী
(B) নেলসন ম্যান্ডেলা
(C) এলিজাবেথ গিলবার্ট
(D) ফুলন দেবী
উত্তর : (B) নেলসন ম্যান্ডেলা।

(১৬) যে সালে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু করে —
(A) ২০১১
(B) ২০১২
(C) ২০১৩
(D) ২০১৪
উত্তর : (C) ২০১৩।

(১৭) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) তিস্তা
(B) কালজানি
(C) তোর্সা
(D) মহানন্দা
উত্তর : (B) কালজানি।

(১৮) কালকূট কোন সাহিত্যিকের ছদ্মনাম?
(A) সমরেশ বসু
(B) বিনয় ঘোষ
(C) সমরেশ মজুমদার
(D) সুবোধ ঘোষ
উত্তর : (A) সমরেশ বসু।

(১৯) ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
(A) দাবা
(B) টেনিস
(C) হকি
(D) ক্রিকেট
উত্তর : (C) হকি।

(২০) পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘ধানের গোলা’ বলা হয়?
(A) পূর্ব মেদিনীপুর
(B) ঝাড়গ্রাম
(C) কোচবিহার
(D) পূর্ব বর্ধমান
উত্তর : (D) পূর্ব বর্ধমান।

(WBSSC Group-C & D General Knowledge Part-1)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC GROUP-C SYLLABUS

WBSSC GROUP-D SYLLABUS

One thought on “WBSSC Group-C & D General Knowledge Part-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!