Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12)

TOPIC/UNIT : FULL SYLLABUS
CLASS : IX-X
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12

(1) নিচের ভূ-গাঠনিক স্তরগুলিকে বেধ (Thickness) অনুসারে অবরোহী ক্রম (Descending Order)-এ সাজান।
(1) উর্দ্ধ গুরুমন্ডল (2) নিম্ন গুরুমন্ডল (3) বহিঃকেন্দ্রমন্ডল (4) অন্তঃকেন্দ্রমন্ডল
(A) 3-2-4-1
(B) 3-4-2-1
(C) 2-4-3-1
(D) 4-3-2-1

(2) নিচের কোনটি মধ্যবর্তী আগ্নেয় শিলা (Intermediate Igneous Rock) -এর উদাহরণ নয়?
(A) অ্যান্ডিসাইট
(B) ডায়োরাইট
(C) সাইনাইট
(D) পেরিডোটাইট

(3) ন্যাপ ভাঁজ (Nappe Fold) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) বাক্সটর্ফ
(B) হ্যাগেন
(C) বারট্র্যান্ড
(D) রিটম্যান

(4) যে প্রকার পাত সীমানাতে ব্যাক আর্ক বেসিন (Back Arc Basin) গড়ে ওঠে —
(A) অভিসারী
(B) প্রতিসারী
(C) নিরপেক্ষ
(D) A ও B উভয়ই

(5) আগ্নেয় টাফ দৃঢ় ও সংঘবদ্ধ হয়ে যে শক্ত আগ্নেয় শিলা গঠন করে —
(A) ল্যাপিলি
(B) ইগনিমব্রাইট
(C) স্কোরিয়া
(D) পিউমিস

(6) ভূমিকম্পের ছায়া বলয় (Shadow Zone) আবিষ্কার করেন —
(A) বেনো গুটেনবার্গ
(B) ইঙ্গে লেহম্যান
(C) রিচার্ড ওল্ডহ্যাম
(D) ভিক্টর কনরাড

(7) যে আবহবিকার প্রক্রিয়া Woolsack Weathering নামেও পরিচিত —
(A) প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ
(B) শল্কমোচন
(C) ক্ষুদ্রকণা বিশরণ
(D) তুহিন খন্ডীকরণ

(8) ধনুকাকৃতি ব-দ্বীপ দেখা যায় যে নদীর মোহনাতে —
(A) টাইবার নদী
(B) কৃষ্ণা নদী
(C) গঙ্গা নদী
(D) মিসিসিপি নদী

(9) ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হল —
(A) শিবলিঙ্গ
(B) নীলকন্ঠ
(C) নন্দাদেবী
(D) A ও B উভয়ই

(10) যে প্রক্রিয়াতে বায়ু সর্বাধিক বহন কাজ করে —
(A) ভাসমান প্রক্রিয়া
(B) লম্ফদান প্রক্রিয়া
(C) গড়ানো প্রক্রিয়া
(D) অবঘর্ষ প্রক্রিয়া

(11) প্রধানত যে জলবায়ু অঞ্চলে টাওয়ার কার্স্ট (Tower Karst) বা টার্ম কার্স্ট (Turm Karst) দেখা যায় —
(A) নাতিশীতোষ্ণ জলবায়ু
(B) মেরু জলবায়ু
(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু
(D) নিরক্ষীয় জলবায়ু

(12) ডেভিসের মতে, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গঠিত নিচু সমপ্রায়ভূমিকে বলে —
(A) পেডিপ্লেন
(B) পেনিপ্লেন
(C) প্যানফ্যান
(D) প্যানপ্লেন

(13) নিচের কোন অ্যাসিডটি সামুদ্রিক অ্যালগি থেকে পাওয়া যায়?
(A) মিউরেটিক অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড
(C) অ্যালজিনিক অ্যাসিড
(D) সাইট্রিক অ্যাসিড

(14) উপকূল থেকে Exclusive Economic Zone (EEZ) -এর বিস্তৃতি হল —
(A) 170 KM
(B) 250 KM
(C) 370 KM
(D) 405 KM

(15) যে সামুদ্রিক খাত মধ্য আটলান্টিক শৈলশিরাকে উত্তর-দক্ষিণে বিভাজিত করেছে —
(A) রোমানশ্ খাত
(B) সুন্ডা খাত
(C) কিউরাইল খাত
(D) মারিয়ানা খাত

(16) কালাহারি মরুভূমি সৃষ্টিতে যে সমুদ্রস্রোতের ভূমিকা রয়েছে —
(A) বেঙ্গুয়েলা স্রোত
(B) ব্রাজিল স্রোত
(C) মাদাগাস্কার স্রোত
(D) ক্যানারি স্রোত

(17) যে মহাসাগরে মহীসোপানের বিস্তার সবচেয়ে কম —
(A) আটলান্টিক মহাসাগর
(B) ভারত মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর
(D) কুমেরু মহাসাগর

(18) নিচের যে সাগরের পৃষ্ঠদেশের জলের উষ্ণতা সবচেয়ে বেশি —
(A) বেরিং সাগর
(B) পীত সাগর
(C) আরব সাগর
(D) লোহিত সাগর

(19) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) নাইট্রোজেন : 78.08%
(B) অক্সিজেন : 20.95%
(C) আর্গন : 00.34%
(D) কার্বন ডাই অক্সাইড : 00.043%

(20) বৃষ্টিপাত পরিমাপক রেইন গজ (Rain Gauge) যন্ত্র আবিষ্কার করেন —
(A) লিওনার্দো দ্য ভিঞ্চি
(B) ক্রিস্টোফার রেন
(C) ইভাঞ্জেলিস্টা টরিসেলি
(D) জন ড্যানিয়েল

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12)

(21) অ্যালবেডোর যে শতাংশ ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয় —
(A) 2%
(B) 7%
(C) 21%
(D) 34%

(22) ফেরেল কক্ষে বায়ু সংবহন পরিচালিত হয় যে বায়ু দ্বারা —
(A) আয়ন বায়ু
(B) পশ্চিমা বায়ু
(C) মেরু বায়ু
(D) জেট বায়ু

(23) নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় —
(A) পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলি থেকে নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ঘটে
(B) সারা বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে নিয়ত বায়ুপ্রবাহ দেখা যায়
(C) নিয়ত বায়ুপ্রবাহ তিন প্রকার — আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু
(D) উত্তর গোলার্ধে বামদিকে ও দক্ষিণ গোলার্ধে ডানদিকে বেঁকে প্রবাহিত হয়

(24) জলবায়ুবিদ পাঞ্চেতি কোটেশ্বরম মৌসুমি বায়ুর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বটি দিয়েছিলেন —
(A) জেট বায়ু তত্ত্ব
(B) বায়ুপুঞ্জ তত্ত্ব
(C) তিব্বত মালভূমি তত্ত্ব
(D) রেডন তত্ত্ব

(25) ক্যালসিফিকেশন প্রক্রিয়াতে যে মৃত্তিকা সৃষ্টি হয় —
(A) ল্যাটেরাইট মৃত্তিকা
(B) সিরোজেম মৃত্তিকা
(C) পডজল মৃত্তিকা
(D) চারনোজেম মৃত্তিকা

(26) ল্যাটেরাইট মৃত্তিকার pH এর মান হয় সাধারণত —
(A) 2.5-3.5
(B) 4.5-5.5
(C) 5.5-7.5
(D) 6.5-8.5

(27) মৃত্তিকার পেডোক্যাল ও পেডালফার শ্রেণীবিভাগ করেন —
(A) ডকুচেভ
(B) জেনি
(C) মারবাট
(D) জফি

(28) প্লাবনভূমিতে যে প্রকার মৃত্তিকা ক্ষয়ের প্রাধান্য দেখা যায় —
(A) চাদর ক্ষয়
(B) নালী ক্ষয়
(C) প্রণালী ক্ষয়
(D) রাভাইন ক্ষয়

(29) একটি আলোকপর্ব নিরপেক্ষ উদ্ভিদের উদাহরণ হল —
(A) আলু
(B) টমেটো
(C) তামাক
(D) মুলো

(30) ভারতে বনভূমি সংরক্ষণ আইন যে সালে প্রবর্তিত হয় —
(A) 1972
(B) 1978
(C) 1980
(D) 1988

(31) নিচের কোনটি একটি সর্বভুক খাদকের উদাহরণ নয়?
(A) ওকাপি
(B) মানুষ
(C) ভালুক
(D) রেকুন

(32) সর্বপ্রথম বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ মডেল দিয়েছিলেন —
(A) ওডাম
(B) ট্যান্সলে
(C) হেকেল
(D) লিন্ডেম্যান

(33) বিশ্বের প্রথম অম্ল বৃষ্টি পর্যবেক্ষণ করা হয় যে শহরে —
(A) নিউইয়র্ক
(B) টোকিও
(C) ম্যাঞ্চেস্টার
(D) সাও পাওলো

(34) UNEP সংস্থাটি গঠিত হয় যে সালে —
(A) 1971
(B) 1972
(C) 1973
(D) 1974

(35) ভারতে ইউনেস্কোর MAB কর্মসূচি দ্বারা স্বীকৃত বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা —
(A) 10 টি
(B) 12 টি
(C) 16 টি
(D) 18 টি

(36) পরিবেশগত অর্থনীতির জনক রূপে পরিচিত —
(A) রেচেল কার্সন
(B) মাধব গ্যাডগিল
(C) রেমন্ড লিন্ডেম্যান
(D) হারম্যান ড্যালি

(37) ‘Functional Theory of Mineral Resources’ -এর প্রবক্তা —
(A) রিটম্যান
(B) মার্শাল
(C) জিমারম্যান
(D) মিচেল

(38) নিচের কোনটি একটি সামাজিক সম্পদের উদাহরণ নয় —
(A) বিদ্যালয়
(B) জাতীয় সড়ক
(C) পাঠাগার
(D) হাসপাতাল

(39) যে গাছের রস থেকে সিরাপ তৈরি করা হয় —
(A) ম্যাপল
(B) সেগুন
(C) গরান
(D) পাইন

(40) পৃথিবীর বৃহত্তম মৎস্য বন্দর (Fishing Port) হল —
(A) ট্রমসো (নরওয়ে)
(B) মুরোরান (জাপান)
(C) এন্নোর (ভারত)
(D) ভিগো (স্পেন)

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12)

(41) আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা কেন্দ্র রয়েছে যে দেশে —
(A) রাশিয়া
(B) মেক্সিকো
(C) ব্রাজিল
(D) কানাডা

(42) ভারতের বৃহত্তম কুটির শিল্প (Cottage Industry) হল —
(A) হস্তচালিত তাঁতশিল্প
(B) টেরাকোটা শিল্প
(C) মাদুর শিল্প
(D) কাঁসা ও পিতল শিল্প

(43) আফ্রিকা মহাদেশের সর্বাধিক জনবহুল দেশ হল —
(A) দক্ষিণ আফ্রিকা
(B) মাদাগাস্কার
(C) আলজেরিয়া
(D) নাইজেরিয়া

(44) নিচের যে দেশটিতে উচ্চ জন্মহার দেখা যায় না —
(A) নাইজার
(B) সোমালিয়া
(C) মালি
(D) মরিশাস

(45) জনসংখ্যা বিবর্তন তত্ত্ব (Demographic Transition Theory) প্রকাশিত হয় যে সালে —
(A) 1927
(B) 1928
(C) 1929
(D) 1930

(46) নিচের যে দেশটিতে সাম্প্রতিক সময়ে ঋণাত্মক জনবৃদ্ধি হার দেখা গেছে —
(A) লিথুয়ানিয়া
(B) মোজাম্বিক
(C) আর্জেন্টিনা
(D) অস্ট্রেলিয়া

(47) 2011 জনগণনা অনুসারে, ভারতের মোট জনসংখ্যার যে শতাংশ 15-59 বছর বয়ঃগোষ্ঠীর অন্তর্গত —
(A) 51.5%
(B) 60.7%
(C) 66.9%
(D) 72.3%

(48) ভারতের উত্তরপ্রদেশ ও বিহার রাজ্য থেকে শ্রমিকেরা যে রাজ্যে সর্বাধিক পরিযান করেন —
(A) মহারাষ্ট্র ও রাজস্থান
(B) রাজস্থান ও গুজরাট
(C) গুজরাট ও মহারাষ্ট্র
(D) মহারাষ্ট্র ও কর্ণাটক

(49) শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি, পাথর আবৃত অনুর্বর ভূমি যে নামে পরিচিত —
(A) খাদার
(B) ভাবর
(C) ভাঙ্গর
(D) তরাই

(50) ভারতের যে নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে —
(A) লুনি
(B) শোন
(C) মাহি
(D) তাপ্তি

(51) ম্যাগনেটাইট আকরিক লোহা সঞ্চয়ে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে —
(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) ঝাড়খন্ড
(D) তেলঙ্গানা

(52) দক্ষিণ ভারতের যে রাজ্য চা উৎপাদনে প্রথম —
(A) অসম
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

(53) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44 যে দুই শহরকে যুক্ত করেছে —
(A) মুম্বাই ও কলকাতা
(B) নিউদিল্লি ও চেন্নাই
(C) শ্রীনগর ও কন্যাকুমারী
(D) পোরবন্দর ও গুয়াহাটি

(54) নীতি আয়োগ (Niti Aayog) গঠিত হয় যে সালে —
(A) 2014
(B) 2015
(C) 2016
(D) 2017

(55) নিচের যে স্কেলটি ‘Transversal Scale’ নামেও পরিচিত —
(A) ভার্নিয়ার স্কেল
(B) রৈখিক স্কেল
(C) কর্ণীয় স্কেল
(D) আবর্তন স্কেল

(56) ক্লাইমোগ্রাফ (Climograph) উদ্ভাবন করেন —
(A) টমাস গ্রিফিথ টেলর
(B) আর্থার গেডেস
(C) রোনাল্ড মার্টিন ফস্টার
(D) উইলিয়াম প্লেফেয়ার

(57) 53 C ভূবৈচিত্রসূচক মানচিত্রের স্কেল হল —
(A) 1 সেমিতে 10 কিমি
(B) 1 সেমিতে 5 কিমি
(C) 1 সেমিতে 2.5 কিমি
(D) 1 সেমিতে 0.5 কিমি

(58) সমগ্র পৃথিবীর মানচিত্র অঙ্কনে নিচের যে অভিক্ষেপটি উপযুক্ত নয় —
(A) Simple Conical Projection
(B) Mercator’s Projection
(C) Mollweide Projection
(D) Gall’s Stereographic Projection

(59) নিম্ন শ্রেণীসীমা + উর্দ্ধ শ্রেণীসীমা/2 সূত্র থেকে যা নির্ণয় করা হয় —
(A) Class Mark
(B) Class Width
(C) Class Boundary
(D) Class Limit

(60) পিয়ারসনের First Coefficient of Skewness -এর সূত্রটি হল —
(A) Mode – Mean/SD
(B) Mean – Median/SD
(C) Median – Mode/SD
(D) Mean – Mode/SD

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12)

**************************************

FULL SYLLABUS (IX-X) উত্তরপত্র : 1. (A), 2. (D), 3. (C), 4. (A), 5. (B), 6. (C), 7. (B), 8. (C), 9. (D), 10. (B), 11. (D), 12. (B), 13. (C), 14. (C), 15. (A), 16. (A), 17. (D), 18. (D), 19. (C), 20. (B), 21. (A), 22. (B), 23. (D), 24. (C), 25. (D), 26. (B), 27. (C), 28. (A), 29. (B), 30. (C), 31. (A), 32. (D), 33. (C), 34. (B), 35. (B), 36. (D), 37. (C), 38. (B), 39. (A), 40. (D), 41. (B) 42. (A), 43. (D), 44. (D), 45. (C), 46. (A), 47. (B), 48. (C), 49. (B), 50. (C), 51. (A), 52. (C), 53. (C), 54. (B), 55. (C), 56. (A), 57. (C), 58. (A), 59. (A), 60. (D)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!