Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11)

TOPIC/UNIT : STATISTICAL & CARTOGRAPHIC TECHNIQUES / CARTOGRAPHIC TECHNIQUES
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11

(1) স্কেলের দৈর্ঘ্য পরিমাপের একক সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?
(A) 1 মাইল = 1860 গজ
(B) 1 মাইল = 63360 ইঞ্চি
(C) 1 মাইল = 5280 ফুট
(D) 1 মাইল = 8 ফারলং

(2) ভগ্নাংশসূচক স্কেল (RF) সম্পর্কে নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : এই স্কেলে মানচিত্রের এবং ভূমিভাগের দূরত্বকে একই এককে ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয়।
বিবৃতি 2 : এই স্কেলে দুটি অংশ থাকে এবং প্রথম অংশ লব ও দ্বিতীয় অংশ হর।
বিবৃতি 3 : এই স্কেল মাত্রাহীন স্কেল বা এককহীন স্কেল নামে পরিচিত।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(3) স্কেল ফ্যাক্টর (Scale Factor) -এর সূত্রটি হল —
(A) প্রকৃত স্কেলের হর/প্রধান স্কেলের লব
(B) প্রধান স্কেলের হর/প্রকৃত স্কেলের লব
(C) প্রকৃত স্কেলের লব/প্রধান স্কেলের লব
(D) প্রধান স্কেলের হর/প্রকৃত স্কেলের হর

(4) নিচের কোনটি একটি যৌগিক স্কেল (Compound Scale) -এর উদাহরণ নয় —
(A) সময় স্কেল (Time Scale)
(B) একক স্কেল (Unit Scale)
(C) ভার্নিয়ার স্কেল (Vernier Scale)
(D) আবর্তন স্কেল (Revolution Scale)

(5) মৌজা মানচিত্র (16 ইঞ্চিতে 1 মাইল) -এর সাথে সম্পর্কিত স্কেলটি হল —
(A) আবর্তন স্কেল (Revolution Scale)
(B) কর্ণীয় স্কেল (Diagonal Scale)
(C) ভার্নিয়ার স্কেল (Vernier Scale)
(D) সময় স্কেল (Time Scale)

(6) কোনো একটি মানচিত্রের স্কেল 1 : 1267200। ওই মানচিত্রটি 1 : 1584000 স্কেলে অঙ্কন করলে, নতুন মানচিত্রটি কতগুণ হ্রাস পাবে?
(A) 10%
(B) 40%
(C) 60%
(D) 80%

(7) স্তম্ভ লেখচিত্র (Bar Graph) পদ্ধতি প্রথম প্রবর্তন করেন —
(A) টমাস গ্রিফিথ টেলর
(B) উইলিয়াম প্লেফেয়ার
(C) রোনাল্ড ফস্টার
(D) আর্থার গেডেস

(8) ক্লাইমোগ্রাফের ‘Raw’ অংশে যে প্রকার আবহাওয়া দেখা যায় —
(A) উষ্ণ ও আর্দ্র
(B) উষ্ণ ও শুষ্ক
(C) শীতল ও আর্দ্র
(D) শীতল ও শুষ্ক

(9) ভারতের জনগণনাতে টারনারি ডায়াগ্রাম (Ternary Diagram) প্রথম ব্যবহার করেন —
(A) অশোক মিত্র
(B) পি. বি. দেশাই
(C) আশিষ বোস
(D) জে. কে. বাজাজ

(10) কার্টোগ্রাফির বিখ্যাত আন্তর্জাতিক জার্নাল ‘Imago Mundi’ প্রথম প্রকাশিত হয় যে সালে —
(A) 1934
(B) 1935
(C) 1936
(D) 1937

(11) একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ হল —
(A) অ্যাটলাস মানচিত্র
(B) দেওয়াল মানচিত্র
(C) মৌজা মানচিত্র
(D) A ও B উভয়ই

(12) যে বিষয়ানুগ মানচিত্রে রঙের মাধ্যমে বিভিন্ন বিষয় প্রদর্শিত হয়, তা হল —
(A) কোরোপ্লেথ মানচিত্র
(B) আইসোপ্লেথ মানচিত্র
(C) কোরোক্রোমাটিক মানচিত্র
(D) কোরোস্কেমাটিক মানচিত্র

(13) নিচের যে বিষয়ানুগ মানচিত্র প্রশাসনিক সীমানা অনুসরণ করে —
(A) আইসোপ্লেথ মানচিত্র
(B) কোরোপ্লেথ মানচিত্র
(C) কোরোস্কেমাটিক মানচিত্র
(D) কোরোক্রোমাটিক মানচিত্র

(14) ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন (NATMO) -এর সদরদপ্তর রয়েছে —
(A) নিউদিল্লিতে
(B) হায়দ্রাবাদে
(C) আমেদাবাদে
(D) কলকাতায়

(15) ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে যে সংস্থা —
(A) NATMO
(B) ISRO
(C) SOI
(D) GSI

(16) ভারতের গড় উপান্ত তল (Datum Level) -এর মান —
(A) 140 মিটার
(B) 160 মিটার
(C) 180 মিটার
(D) 200 মিটার

(17) যে নং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে পশ্চিমবঙ্গে রয়েছে —
(A) 70
(B) 73
(C) 83
(D) 65

(18) 55 J/12 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল হল —
(A) 1: 1000000
(B) 1: 250000
(C) 1: 100000
(D) 1: 50000

(19) একটি অদৃশ্যানুগ অভিক্ষেপ (Non-Perspective Projection) -এর উদাহরণ হল —
(A) Zenithal Orthographic Projection
(B) Cylindrical Equal Area Projection
(C) Gall Stereographic Projection
(D) কোনোটিই নয়

(20) ভারতের মানচিত্র অঙ্কনের জন্য উপযুক্ত অভিক্ষেপটি হল —
(A) Sinusoidal Projection
(B) Molleweide Projection
(C) Gall Stereographic Projection
(D) Polyconic Projection

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11)

(21) Rhumb Line সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) পেড্রো নানেস
(B) টমাস হ্যারিয়ট
(C) রিগোবার্ট বোন
(D) অসবর্ন মিলার

(22) Ployconic Projection -এর দ্বারা যে দেশের মানচিত্র অঙ্কন করা হয় —
(A) শ্রীলঙ্কা
(B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) নরওয়ে
(D) ভারত

(23) মার্কেটরের অভিক্ষেপ (Mercator’s Projection) সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় —
(A) অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার সমান হয়
(B) দ্রাঘিমারেখাগুলি সম ব্যবধানে বিন্যস্ত থাকে
(C) অক্ষরেখাগুলি মেরুদ্বয়ে ক্রমশ নিকটবর্তী হয়
(D) পৃথিবীর মানচিত্র অঙ্কন করা যায়

(24) Simple Conical Projection with One Standard Parallel প্রস্তুত করেন —
(A) জোহান হেইনরিখ ল্যাম্বার্ট
(B) ফার্ডিনান্ড হেসলার
(C) অসবর্ন মিলার
(D) হেনরিকাস মার্টেলাস

(25) যে মানচিত্র অভিক্ষেপ ‘Sanson-Flamsteed Projection’ নামেও পরিচিত —
(A) Bonne’s Projection
(B) Mercator’s Projection
(C) Mollweide Projection
(D) Sinusoidal Projection

(26) একটি হোমোলোগ্রাফিক মানচিত্র অভিক্ষেপ (Homolographic Map Projection) -এর উদাহরণ হল —
(A) Mercator’s Projection
(B) Bonne’s Projection
(C) Mollweide Projection
(D) Polyconic Projection

(27) নিচের যে প্রকার অভিক্ষেপে আলোর উৎস অসীম দূরত্বে অবস্থান করে —
(A) Gnomonic Projection
(B) Stereographic Projection
(C) Orthomorphic Projection
(D) উপরের সবকটিই

(28) সমগ্র পৃথিবীতে মিলিয়ন শিটের সংখ্যা —
(A) 1010 টি
(B) 1820 টি
(C) 2222 টি
(D) 2650 টি

(29) একটি ডিগ্রি শিটের উদাহরণ হল —
(A) 77
(B) 77 A
(C) 77 08 SW
(D) 77 A/10

(30) নিচের কোনটি সম মেঘাচ্ছন্নতা রেখাকে নির্দেশ করে —
(A) Isoneph
(B) Isohyet
(C) Isophene
(D) Isotach

(31) শিকল জরিপ (Chain Survey)-এ গ্রন্থি রেখা (Tie Line) বলতে যে দুই রেখার সংযোজক সরলরেখাকে বোঝায় —
(A) Base Line এবং North Line
(B) North Line এবং Chain Line
(C) Chain Line এবং Base Line
(D) উপরের কোনোটিই নয়

(32) শিকল রেখা (Chain Line) এর সাপেক্ষে বাম বা ডান পাশের কোনো বস্তুর পার্শ্বীয় পরিমাপকে বলে —
(A) অফসেট
(B) অপটিক্যাল স্কয়ার
(C) রেঞ্জিং
(D) ট্র্যাভার্সিং

(33) নিচের কোনটি বেষ্টন ভ্রম (Closing Error) সংশোধনের পদ্ধতি নয় —
(A) Bowditch’s Method
(B) Wilson Method
(C) Smirnoff Method
(D) Hassler Method

(34) ভৌগোলিক দ্রাঘিমারেখা ও চৌম্বক মেরু ব্যতীত যেকোনো নির্দেশক রেখার সাপেক্ষে উৎপন্ন অনুভূমিক কৌণিক দূরত্বকে বলে —
(A) Geodetic Azimuth
(B) Magnetic Azimuth
(C) Arbitrary Azimuth
(D) Grid Azimuth

(35) ভারতের বৃহৎ ত্রিকোণমিতিক জরিপ (Great Trigonometric Survey) শুরু হয়েছিল যে সালে —
(A) 1801
(B) 1802
(C) 1803
(D) 1804

(36) বর্তমানে যার সাহায্যে ডেটাম (Datum) নির্ণয় করা হয় —
(A) WGS 60
(B) WGS 66
(C) WGS 72
(D) WGS 84

(37) ডাম্পি লেভেল, ট্রানজিট থিওডোলাইট প্রভৃতি যন্ত্রের সাহায্যে জরিপের সময় কোনো জ্ঞাত উচ্চতার সাথে যন্ত্রের উচ্চতা যোগ করলে যা পাওয়া যায়, তাকে বলে —
(A) স্পট হাইট
(B) বেঞ্চ মার্ক
(C) কলিমেশন লাইন
(D) ডেটাম লাইন

(38) একটি নন ট্রানজিট থিওডোলাইট (Non Transit Theodolite) -এর উদাহরণ হল —
(A) Vernier Theodolite
(B) Micrometer Theodolite
(C) Modern Theodolite
(D) Wye Theodolite

(39) ট্রানজিট থিওডোলাইটের ভার্নিয়ার ধ্রুবক (Vernier Constant) হল —
(A) 0°0’15”
(B) 0°0’20”
(C) 0°0’30”
(D) 0°0’35”

(40) থিওডোলাইটের স্টেডিয়া পদ্ধতি (Stadia Method)-তে ধ্রুবক (K) -এর মান হয় সাধারণত —
(A) 0
(B) 1
(C) 50
(D) 100

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11)

(41) আয়তলেখ (Histogram) -এর প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) এইলমার ফিশার
(B) ডামাসো প্যারেটো
(C) কার্ল পিয়ারসন
(D) লিওনার্দো উল

(42) নিচের রাশিতথ্য থেকে ভূয়িষ্ঠক (Mode) -এর সংখ্যা নির্ণয় করুন।
30, 35, 40, 45, 50, 55, 35, 60, 40, 65, 70, 75
(A) 0
(B) 1
(C) 2
(D) 3

(43) চার্লস স্পিয়ারম্যান নিচের যে পদ্ধতির সাথে সম্পর্কিত —
(A) Product Moment Correlation
(B) Rank Correlation Co-efficient
(C) Standard Deviation
(D) Least Square Method

(44) Negative Skewness -এর ক্ষেত্রে Mean, Median ও Mode -এর সম্পর্ক হল —
(A) Mean = Median = Mode
(B) Mean > Median > Mode
(C) Mean < Median < Mode
(D) উপরের কোনোটিই নয়

(45) Frequency Density নির্ণয়ের সূত্রটি হল —
(A) Class Frequency / Class Mark
(B) Class Frequency / Class Width
(C) Class Mark / Class Interval
(D) Class Frequency / Class Interval

(46) চতুর্থাংশ বিচ্যুতি (Quartile Deviation) নির্ণয়ের সূত্রটি হল —
(A) Q1-Q3/2
(B) Q1-Q2/2
(C) Q3-Q1/2
(D) Q3-Q2/2

(47) নিচের রাশিতথ্য থেকে Standard Deviation নির্ণয় করুন।
1, 2, 3, 4, 5, 6, 7
(A) 1
(B) 2
(C) 3
(D) 4

(48) যে মান দ্বারা দুটি চলকের মধ্যে সম্পর্কের গভীরতা জানা যায় —
(A) Standard Deviation
(B) Coefficient of Variation
(C) Quartile Deviation
(D) Correlation of Coefficient

(49) নিচের কোনটি Partition Value হিসাবে বিবেচিত হয় না —
(A) Mode
(B) Median
(C) Quartile
(D) Decile

(50) যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে অঙ্কিত চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়, তখন তাকে বলে —
(A) Frequency Curve
(B) Ogive
(C) Frequency Polygon
(D) Histogram

(51) বিশ্বে প্রথম আকাশ চিত্র (Aerial Photograph) তোলা হয় যে সালে —
(A) 1855
(B) 1856
(C) 1857
(D) 1858

(52) উচ্চ তির্যক (High Oblique) বিমান চিত্রে যে কোণে ছবি তোলা হয় —
(A) 15°
(B) 30°
(C) 60°
(D) 90°

(53) যে কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীর প্রথম উপগ্রহ চিত্র (Satellite Image) তোলা হয়েছিল —
(A) Explorer-6
(B) CORONA
(C) TIROS-1
(D) Vostok-2

(54) নিচের কোনটি জিওস্টেশনারি স্যাটেলাইটের উদাহরণ নয়?
(A) GOES
(B) INSAT
(C) Himawari
(D) Landsat

(55) কৃত্রিম উপগ্রহের ঠিক সোজাসুজি নিচে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে —
(A) সোয়াথ
(B) পিক্সেল
(C) নাদির
(D) জেনিথ

(56) ভূপৃষ্ঠ থেকে সূর্য সমলয় (Sun Synchronous) উপগ্রহের উচ্চতা থাকে —
(A) 100-200 KM
(B) 600-900 KM
(C) 2000-5000 KM
(D) 36000 KM

(57) ভারতের প্রথম জিওস্টেশনারি উপগ্রহ হল —
(A) APPLE
(B) IRS-1A
(C) CARTOSAT
(D) INSAT-1A

(58) ভারতে রিমোট সেনসিং চালু হয় যে সালে —
(A) 1975
(B) 1981
(C) 1988
(D) 1999

(59) একটি সক্রিয় সেন্সর (Active Sensor) -এর উদাহরণ হল —
(A) MSS
(B) LiDAR
(C) টিভি ক্যামেরা
(D) A ও B উভয়ই

(60) বায়ুমন্ডলস্থিত কণাগুলির আয়তন আগত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সমান হলে, যে বিচ্ছুরণ ঘটে —
(A) Rayleigh Scattering
(B) Raman Scattering
(C) Mie Scattering
(D) A ও B উভয়ই

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11)

**************************************

STATISTICAL & CARTOGRAPHIC TECHNIQUES / CARTOGRAPHIC TECHNIQUES উত্তরপত্র : 1. (A), 2. (B), 3. (D), 4. (C), 5. (B), 6. (D), 7. (B), 8. (C), 9. (A), 10. (B), 11. (C), 12. (C), 13. (B), 14. (D), 15. (C), 16. (B), 17. (B), 18. (D), 19. (B), 20. (A), 21. (A), 22. (B), 23. (C), 24. (A), 25. (D), 26. (C), 27. (C), 28. (C), 29. (B), 30. (A), 31. (B), 32. (A), 33. (D), 34. (C), 35. (B), 36. (D), 37. (C), 38. (D), 39. (B), 40. (D), 41. (C) 42. (C), 43. (B), 44. (C), 45. (B), 46. (C), 47. (B), 48. (D), 49. (A), 50. (B), 51. (D), 52. (C), 53. (A), 54. (D), 55. (C), 56. (B), 57. (A), 58. (C), 59. (B), 60. (C)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-10

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!