Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4)

TOPIC/UNIT : GEOGRAPHICAL THOUGHTS
CLASS : XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4

(1) ‘Stop & Go Determinism’ -এর প্রবক্তা হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল
(B) টমাস গ্রিফিথ টেলর
(C) এলসওয়ার্থ হান্টিংটন
(D) এমিল ডাকহাইম

(2) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ
(II) সামাজিক নিয়ন্ত্রণবাদ
(III) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ
(IV) রাজনৈতিক নিয়ন্ত্রণবাদ

তালিকা-2
(1) হলফোর্ড জন ম্যাকিন্ডার
(2) কার্ল অর্টউইন সাউয়ার
(3) এলসওয়ার্থ হান্টিংটন
(4) এমিল ডাকহাইম

(A) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(B) (I)-(1), (II)-(2), (III)-(4), (IV)-(3)
(C) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)

(3) লেবেনশ্রউম (Lebensraum) ধারণাটি দিয়েছিলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল
(B) এডমন্ড ডেমোলাঁ
(C) হারবার্ট স্পেনসার
(D) ফ্রেডরিখ এঙ্গেলস

(4) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) Civilization and Climate (1915) : এলসওয়ার্থ হান্টিংটন
(B) Anthropogeographie (1882) : ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) The Geographical Pivot of History (1904) : হলফোর্ড জন ম্যাকিন্ডার
(D) Mansprings of Civilization (1945) : হারবার্ট স্পেনসার

(5) ‘Genre de Via’ ধারণাটি দিয়েছিলেন —
(A) লুসিয়েন ফেবর
(B) ভিদাল দ্য লা ব্লাশ
(C) আলফ্রেড কির্কহফ
(D) জ্যাঁ ব্রুনস

(6) সম্ভাবনাবাদ (Possibilism) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) লুসিয়েন ফেবর
(B) ভিদাল দ্য লা ব্লাশ
(C) জ্যাঁ ব্রুনস
(D) আলফ্রেড কির্কহফ

(7) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) ভিদাল দ্য লা ব্লাশ
(II) লুসিয়েন ফেবর
(III) ম্যাক্সিমিলিয়েন সোরে
(IV) জ্যাঁ ব্রুনস

তালিকা-2
(1) An Geographical Introduction to History (1925)
(2) L’Homme sur la Terre (1961)
(3) Principles of Human Geography (1922)
(4) La géographie humaine (1910)

(A) (I)-(4), (II)-(2), (III)-(1), (IV)-(3)
(B) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(3), (III)-(2), (IV)-(4)
(D) (I)-(3), (II)-(1), (III)-(2), (IV)-(4)

(8) অ্যানালস্ ডি জিওগ্রাফি (Annales de Géographie) জার্নাল প্রতিষ্ঠা করেন —
(A) ফ্রেডরিখ এঙ্গেলস
(B) লুসিয়েন ফেবর
(C) ভিদাল দ্য লা ব্লাশ
(D) এডমন্ড ডেমোলাঁ

(9) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনা ঘটে যে দশকে —
(A) 1940-1950 -এর দশক
(B) 1950-1960 -এর দশক
(C) 1960-1970 -এর দশক
(D) 1980-1990 -এর দশক

(10) ‘ভূগোলের ভাষা হল জ্যামিতি’ (Geometry is the language of geography) – বলেছিলেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার
(B) ডেভিড হার্ভে
(C) পিটার হ্যাগেট
(D) উইলিয়াম বাঙ্গে

(11) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) Time Geography : উইলিয়াম বাঙ্গে
(B) Rank Size Rule : জর্জ কিংসলে জিফ
(C) Gravity Model of Trade : জ্যান টিনবার্গেন
(D) Sector Model : হোমার হোয়েট

(12) ভূগোলের প্রথম সার্থক ও সফল মডেল হল —
(A) Gravity Model of Trade
(B) Model of Crop Intensity
(C) Central Place Theory
(D) Theory of Industrial Location

(13) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির জনক (Father of Welfare Approach) —
(A) উইলিয়াম বাঙ্গে
(B) ডেভিড মার্শাল স্মিথ
(C) রিচার্ড হার্টশোর্ন
(D) রজার মিনশুল

(14) আধুনিক বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র (Welfare State) —
(A) ইতালি
(B) রাশিয়া
(C) ব্রাজিল
(D) জার্মানি

(15) মানব উন্নয়নের 4 টি স্তম্ভ হল —
(A) Equity-Inclusion-Productivity Empowerment
(B) Equality-Productivity-Empowerment-Sustainability
(C) Equity-Gender-Inclusion-Productivity
(D) Equality-Equity-Inclusion-Sustainability

(16) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) Géographie Sociale de la France (1896) : লুসিয়েন ফেবর
(B) Geography and the Human Spirit (1994) : অ্যান বাটিমার
(C) Cities in Evolution (1915) : প্যাট্রিক গেডেস
(D) Topophilia (1974) : ই-ফু তুয়ান

(17) সাংস্কৃতিক অগ্নিশরণ (Cultural Hearth) ধারণা দিয়েছিলেন —
(A) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(B) রবার্ট কিং মার্টন
(C) কার্ল অর্টউইন সাউয়ার
(D) জর্জ উইলসন হোকে

(18) রাজনৈতিক দল, নাট্যশালা ইত্যাদি যে প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণ —
(A) প্রাথমিক সামাজিক গোষ্ঠী
(B) গৌণ সামাজিক গোষ্ঠী
(C) মধ্যবর্তী সামাজিক গোষ্ঠী
(D) কোনোটিই নয়

(19) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত নন —
(A) পিটার গোল্ড
(B) এডওয়ার্ড টোলম্যান
(C) কেভিন লিঞ্চ
(D) নাইজেল থ্রিফট

(20) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : পরিবেশ সম্পর্কে কোনো ব্যক্তির অভিজ্ঞতা প্রসূত উপলব্ধি ও মূল্যায়নকে পরিবেশগত বেদন বলে৷
বিবৃতি 2 : পরিবেশগত বেদন ভূগোলের আচরণগত দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ বিষয়।
বিবৃতি 3 : পরিবেশগত বেদন ধারণা তৈরিতে অ্যালান প্রেড ও পিটার গোল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(C) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4)

(21) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) আচরণগত পরিবেশ
(II) মানসিক মানচিত্র
(III) আচরণগত ম্যাট্রিক্স
(IV) অর্থনৈতিক মানুষ

তালিকা-2
(1) অ্যালান প্রেড
(2) অ্যাডাম স্মিথ
(3) উইলিয়াম কার্ক
(4) পিটার গোল্ড

(A) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(4), (II)-(1), (III)-(3), (IV)-(2)

(22) The Image of the City (1960) রচনা করেন —
(A) পিটার গোল্ড
(B) কেভিন লিঞ্চ
(C) রিচার্ড পিট
(D) অ্যালান প্রেড

(23) নিচের কোন জোড়াটি সঠিক?
(A) পিটার গোল্ড : Cognitive Maps in Rats and Men
(B) পিটার হ্যাগেট : Locational Analysis in Human Geography
(C) এডওয়ার্ড টোলম্যান : Analytical Behavioural Geography
(D) উইলিয়াম কার্ক : On Mental Maps

(24) ভূগোলে মূলক চিন্তাধারার বিকাশের প্রেক্ষাপটে যে যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে —
(A) সোভিয়েত-আফগান যুদ্ধ
(B) চিন-জাপান যুদ্ধ
(C) প্রথম উপসাগরীয় যুদ্ধ
(D) ভিয়েতনাম যুদ্ধ

(25) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : ডেভিড হার্ভে 1973 সালে ‘Social Justice and the City’ গ্রন্থ রচনা করেন।
বিবৃতি 2 : ওই গ্রন্থে ডেভিড হার্ভে স্থানিক সামাজিক ন্যায়ের ধারণা দিয়েছিলেন।
বিবৃতি 3 : ডেভিড হার্ভের ওই গ্রন্থে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রভাব দেখা যায়।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) উপরের সকল বিবৃতিই সত্য
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(26) মূলক ভূগোলের জনক (Father of Radical Geography) রূপে পরিচিত —
(A) রিচার্ড পিট
(B) অ্যালান প্রেড
(C) পিটার গোল্ড
(D) পিটার হ্যাগেট

(27) মূলক ভূগোলের মুখপত্র অ্যান্টিপোড (Antipode) পত্রিকা প্রথম প্রকাশিত হয় যে সালে —
(A) 1967
(B) 1968
(C) 1969
(D) 1970

(28) মূলক ভূগোলে ‘উৎপাদন পদ্ধতির সমালোচনা→সমালোচিত উৎপাদনগুলির নতুন বিন্যাস→সমাজতান্ত্রিক সমাজ’ ক্রমবিন্যাস দিয়েছিলেন —
(A) উইলিয়াম বাঙ্গে
(B) ডেভিড হার্ভে
(C) রিচার্ড পিট
(D) পিটার গোল্ড

(29) The Division of Labour in Society (1893) গ্রন্থ রচনা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে
(B) রবার্ট কিং মার্টন
(C) হারবার্ট স্পেনসার
(D) এমিল ডাকহাইম

(30) ট্যালকট পার্সনস্ (Talcott Parsons)-এর মতে, প্রধান তিনটি সামাজিক ক্রিয়া ব্যবস্থা হল —
(A) সংস্কৃতি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থা
(B) সংস্কৃতি, ব্যক্তিত্ব ও আর্থিক অবস্থা
(C) সংস্কৃতি, প্রকৃতি ও সামাজিক অবস্থা
(D) সংস্কৃতি, প্রকৃতি ও ব্যক্তিত্ব

(31) মানবীয় কর্মকে প্রকট কর্ম (Manifest Function) ও প্রচ্ছন্ন কর্ম (Latent Function) অনুসারে প্রথম শ্রেণীবিভক্ত করেন —
(A) রবার্ট কিং মার্টন
(B) এমিল ডাকহাইম
(C) ট্যালকট পার্সনস্
(D) হারবার্ট স্পেনসার

(32) নৃবিজ্ঞানে গঠনবাদের জনক (Father of Structuralism in Anthropology) রূপে পরিচিত —
(A) উইলহেম ওয়ান্ড
(B) ফার্ডিনান্ড ডি সসার
(C) ক্লড লেভি-স্ট্রস
(D) রিচার্ড হার্টশোর্ন

(33) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) For Marx (1968) : লুই আলথুসার
(B) Structuralism (1968) : জ্যাঁ ব্রুনস
(C) Geographical Imagination (1994) : ডেরেক গ্রেগরি
(D) The Savage Mind (1962) : ক্লড লেভি-স্ট্রস

(34) ভূগোলে গঠনমূলক দৃষ্টিভঙ্গি বিকশিত হয় যে দেশে —
(A) ইতালি
(B) জার্মানি
(C) ব্রিটেন
(D) ফ্রান্স

(35) গঠনমূলক দৃষ্টিভঙ্গিতে স্থানিক কাঠামোর অন্তর্গত বিষয় হল —
(A) ভূমি ব্যবহার
(B) পরিবহন নেটওয়ার্ক
(C) শিল্প সংগঠন
(D) A ও B উভয়ই

(36) বিশ্ব আত্মা (World Spirit) -এর ধারণা দিয়েছিলেন —
(A) জর্জ হেগেল
(B) টমাস হবস
(C) পিটার গোল্ড
(D) কেভিন লিঞ্চ

(37) যে গ্রন্থে কার্ল মার্ক্স ও ফ্রেডরিখ এঙ্গেলস বস্তুবাদী ধারণা দিয়েছিলেন —
(A) The Capital Ideology
(B) The Social Ideology
(C) The German Ideology
(D) The Material Ideology

(38) যান্ত্রিক বস্তুবাদ (Mechanical Materialism) -এর একজন সমর্থক হলেন —
(A) জুলিয়েন লা মেট্রি
(B) কার্ল মার্ক্স
(C) ফ্রেডরিখ এঙ্গেলস
(D) ক্লড লেভি-স্ট্রস

(39) হেরাক্লিটাস (Heraclitus) -এর মতে, জগৎ -এর ভিত্তি বস্তু (Base Material) হল —
(A) জল
(B) আগুন
(C) মাটি
(D) বায়ু

(40) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) নগর বাস্তুসংস্থান
(II) শিল্প বাস্তুসংস্থান
(III) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান
(IV) সামাজিক বাস্তুসংস্থান

তালিকা-2
(1) প্রেস্টন ক্লাউড
(2) পার্ক এবং বার্জেস
(3) মারে বুকচিন
(4) কার্ল ট্রোল

(A) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(B) (I)-(4), (II)-(2), (III)-(1), (IV)-(3)
(C) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(D) (I)-(2), (II)-(3), (III)-(1), (IV)-(4)

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4)

(41) ‘ভূগোল হল মানবীয় বাস্তুসংস্থানের বিজ্ঞান’ (Geography is the science of human ecology) – বলেছিলেন —
(A) আর্নেস্ট ওয়াটসন বার্জেস
(B) হারলান হারল্যান্ড ব্যারোজ
(C) রবার্ট এজরা পার্ক
(D) এলেন সোয়ালো রিচার্ডস

(42) ‘Exergy’ শব্দটি যে প্রকার বাস্তুসংস্থানের সাথে সম্পর্কিত —
(A) মানবীয় বাস্তুসংস্থান
(B) নগর বাস্তুসংস্থান
(C) ভূ-দৃশ্য বাস্তুসংস্থান
(D) শিল্প বাস্তুসংস্থান

(43) ইকো-ফেমিনিজম (Eco-feminism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) মারে বুকচিন
(B) পিটার হ্যাগেট
(C) মাইকেল ওয়াটস
(D) ফ্রাঁসোয়া ডুবন

(44) অ্যান্ড্রু জন হার্বার্টসন (1905) যে 4 টি মাপকাঠিতে পৃথিবীর প্রধান প্রাকৃতিক অঞ্চল (Major Natural Region) -এর শ্রেণীবিভাগ করেন —
(A) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনসংখ্যা
(B) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জনঘনত্ব
(C) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীববৈচিত্র্য
(D) ভূমিরূপ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, উপকূল

(45) ‘Compage Region’-এর ধারণা দিয়েছিলেন —
(A) ডারওয়েন্ট হুইটলসি
(B) মারে বুকচিন
(C) আলফ্রেড হেটনার
(D) রিচার্ড হার্টশোর্ন

(46) ভিদাল দ্য লা ব্লাশ প্রবর্তিত ‘Pays’-এর অর্থ হল —
(A) বৃহৎ পৌর অঞ্চল
(B) ক্ষুদ্র গ্রামীণ অঞ্চল
(C) ক্ষুদ্র পৌর অঞ্চল
(D) বৃহৎ গ্রামীণ অঞ্চল

(47) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) অঞ্চল সমীক্ষার জনক : ভিদাল দ্য লা ব্লাশ
(B) আঞ্চলিক পৃথকীকরণ : রিচার্ড হার্টশোর্ন
(C) কোরোলজি : অ্যান্ড্রু জন হার্বার্টসন
(D) Landschaften : ফার্ডিনান্ড ফন রিকথোফেন

(48) আঞ্চলিক চিন্তাধারার বিকাশে ‘The Nature of Geography’ (1939) গ্রন্থটি রচনা করেন —
(A) জন গ্লাসন
(B) কার্ল রিটার
(C) রিচার্ড হার্টশোর্ন
(D) কার্ল ট্রোল

(49) ‘Geographia Generalis’ (1650) গ্রন্থ রচনা করেন —
(A) আলফ্রেড হার্কার
(B) রিচার্ড হার্টশোর্ন
(C) ফ্রেড কার্ট স্কীফার
(D) বার্নহার্ডাস ভ্যারেনিয়াস

(50) চোরলে ও কেনেডি (1971)-এর মতে, যে প্রণালীতে পরিমাপ বৈশিষ্ট্য বা সংহতির ভিত্তিতে প্রণালীর উপাদান এবং তাদের বৈশিষ্টাবলীর অন্তর্বর্তী সম্পর্ক উপস্থাপন করা হয় সেই প্রণালীকে বলে —
(A) Morphological System
(B) Cascading System
(C) Process-Response System
(D) Control System

(51) প্রণালীবদ্ধ ভুগোল (Systematic Geography) এর একজন প্রবক্তা হলেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার
(B) উইলিয়াম বাঙ্গে
(C) রিচার্ড হার্টশোর্ন
(D) A ও B উভয়ই

(52) ‘ভূগোলে দৈশিক সম্পর্ক হল মূল আলোচ্য বস্তু, অন্য কিছু নয়’- বলেছেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার
(B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট
(D) রিচার্ড হার্টশোর্ন

(53) ভূগোলে যে দেশ বাস্তব অস্তিত্বহীন ও বিমূর্ত, সময় ও প্রক্রিয়ার দ্বারা সীমায়িত এবং মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ
(B) আপেক্ষিক দেশ
(C) নমনীয় দেশ
(D) সাম্বন্ধিক দেশ

(54) সাম্বন্ধিক দেশ (Rational Space) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) পিপ ফোরার
(B) ডেভিড হার্ভে
(C) পিটার গোল্ড
(D) রিচার্ড পিট

(55) অবধারণ দেশ (Cognitive Space) -এর ধারণার ওপর যে মানচিত্র গড়ে ওঠে —
(A) টোপোগ্রাফিক্যাল ম্যাপ
(B) টোপোলজিক্যাল ম্যাপ
(C) জিওগ্রাফিক্যাল ম্যাপ
(D) জিওলজিক্যাল ম্যাপ

(56) দৈশিক বিশ্লেষণে যে প্রকার দূরত্ব ‘City Block Distance’ নামে পরিচিত —
(A) Manhattan Distance
(B) Cost Distance
(C) Euclidean Distance
(D) Network Distance

(57) একটি সাময়িক অঞ্চল (Ad Hoc Region) -এর উদাহরণ হল —
(A) জল সম্পদ অঞ্চল
(B) নদী উপত্যকা অঞ্চল
(C) জলবায়ু অঞ্চল
(D) A ও B উভয়ই

(58) ক্রিয়ামূলক অঞ্চলের সীমানা নির্ধারণের পদ্ধতি হল —
(A) Flow Analysis Method
(B) Factor Analysis Method
(C) Weighted Index Number Method
(D) Graph Theory Method

(59) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (Central Place Theory) থেকে যে প্রকার দেশের ধারণা পাওয়া যায় —
(A) নিরপেক্ষ দেশ
(B) আপেক্ষিক দেশ
(C) সাম্বন্ধিক দেশ
(D) সামাজিক দেশ

(60) Vicious Circle of Poverty (1953) দিয়েছিলেন —
(A) ডেভিড হার্ভে
(B) আলফ্রেড ওয়েবার
(C) রাগনার নুর্কসে
(D) পিটার গোল্ড

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4)

**************************************

GEOGRAPHICAL THOUGHTS উত্তরপত্র : 1. (B), 2. (C), 3. (A), 4. (D), 5. (B), 6. (A), 7. (D), 8. (C), 9. (B), 10. (D), 11. (A), 12. (C), 13. (B), 14. (D), 15. (B), 16. (A), 17. (C), 18. (B), 19. (D), 20. (A), 21. (C), 22. (B), 23. (B), 24. (D), 25. (C), 26. (A), 27. (C), 28. (B), 29. (D), 30. (A), 31. (A), 32. (C), 33. (B), 34. (D), 35. (D), 36. (A), 37. (C), 38. (A), 39. (B), 40. (C), 41. (B) 42. (D), 43. (D), 44. (B), 45. (A), 46. (B), 47. (C), 48. (C), 49. (D), 50. (A), 51. (D), 52. (A), 53. (B), 54. (B), 55. (B), 56. (A), 57. (D), 58. (A), 59. (A), 60. (C)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-3

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!