SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1
SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1
ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1)
TOPIC/UNIT : GEO – TECTONICS
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS
(1) সিয়াল (Sial) এবং সিমা (Sima) শব্দদ্বয় সর্বপ্রথম ব্যবহার করেছিলেন —
(A) আলফ্রেড ওয়েগনার
(B) জন টুজো উইলসন
(C) জোসেফ ব্যারেল
(D) এডওয়ার্ড সুয়েস
(2) ওজন অনুসারে, ভূ-ত্বকের প্রধান তিনটি উপাদানের সঠিক অবরোহী (Descending) ক্রমবিন্যাস হল —
(A) সিলিকা, অ্যালুমিনিয়াম, অক্সিজেন
(B) অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম
(C) অ্যালুমিনিয়াম, সিলিকা, অক্সিজেন
(D) উপরের কোনোটিই নয়
(3) গোল্ডশ্মিড্ট শ্রেণীবিভাগ অনুসারে, ভূ-ত্বকের একটি চালকোফাইল এবং একটি সিডেরোফাইল উপাদান হল যথাক্রমে —
(A) হাইড্রোজেন ও প্ল্যাটিনাম
(B) সালফার এবং অ্যালুমিনিয়াম
(C) সালফার এবং প্ল্যাটিনাম
(D) হিলিয়াম ও সালফার
(4) গুরুমন্ডল সম্পর্কে নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : গুরুমন্ডল পৃথিবীর মোট আয়তন (Volume) -এর 84% অধিকার করে।
বিবৃতি 2 : ভূ-গাঠনিক বিদ্যাতে এমিল উইচার্ট প্রথম গুরুমন্ডল (Mantle) শব্দটি ব্যবহার করেন।
বিবৃতি 3 : নিম্ন গুরুমন্ডলে D- ডাবল প্রাইম স্তর এবং ব্রিজম্যানাইট খনিজ পাওয়া যায়।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(C) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য
(5) ভূ-গাঠনিক স্তর ও প্রধান খনিজ অনুসারে, নিচের জোড়াগুলির কোনটি সঠিক নয়?
(A) মহাদেশীয় ভূ-ত্বক : অ্যালুমিনিয়াম
(B) মহাসাগরীয় ভূ-ত্বক : ম্যাগনেসিয়াম
(C) উর্দ্ধ গুরুমন্ডল : ইউরেনিয়াম
(D) নিম্ন গুরুমন্ডল : ফেরোপেরিক্লেজ
(6) গুটেনবার্গ বিযুক্তিরেখা (Gutenberg Discontinuity) -এর উপরে ও নিচে ঘনত্ব (Density) হল যথাক্রমে —
(A) 3.4 গ্রাম/ঘনসেমি ও 4.4 গ্রাম/ঘনসেমি
(B) 4.4 গ্রাম/ঘনসেমি ও 5.6 গ্রাম/ঘনসেমি
(C) 5.6 গ্রাম/ঘনসেমি ও 9.9 গ্রাম/ঘনসেমি
(D) 9.9 গ্রাম/ঘনসেমি ও 13.1 গ্রাম/ঘনসেমি
(7) উপশিলামন্ডলীয় অগভীর গুরুমন্ডলের যে স্থায়ী অংশের অবিরত পুনর্নবীকরণ (Recycling) হয়, তাকে বলে —
(A) পেরিস্ফিয়ার
(B) সেন্ট্রোস্ফিয়ার
(C) ব্যারিস্ফিয়ার
(D) মেসোস্ফিয়ার
(8) পাতালিক আগ্নেয় শিলা (Plutonic Igneous Rock)-এর উদাহরণ হল —
(A) গ্রানাইট, গ্যাব্রো, ডুনাইট, টোনালাইট
(B) গ্রানাইট, গ্যাব্রো, ডায়োরাইট, ডোলেরাইট
(C) গ্রানাইট, গ্যাব্রো, টোনালাইট, ব্যাসল্ট
(D) গ্রানাইট, গ্যাব্রো, পিউমিস, পেগমাটাইট
(9) উদাহরণের সাপেক্ষে আগ্নেয় উদবেধের সঠিক জোড়াটি চিহ্নিত করুন।
(A) ল্যাকোলিথ : কর্নডন পাহাড় (ব্রিটিশ যুক্তরাজ্য)
(B) বিসমালিথ : ডেভিলস্ টাওয়ার (আমেরিকা যুক্তরাষ্ট্র)
(C) ফ্যাকোলিথ : টেবিল মাউন্টেন (আমেরিকা যুক্তরাষ্ট্র)
(D) লোপোলিথ : ডুলুথ গ্যাব্রো (আমেরিকা যুক্তরাষ্ট্র)
(10) অতি ক্ষারকীয় আগ্নেয় শিলা (Ultramafic Igneous Rock) -এর উদাহরণ নয় —
(A) কিম্বারলাইট
(B) অ্যান্ডিসাইট
(C) পিক্রাইট
(D) পেরিডোটাইট
(11) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) সালফেট জাতীয় পাললিক শিলা
(II) ক্লোরাইড জাতীয় পাললিক শিলা
(III) সিলিকেট জাতীয় পাললিক শিলা
(IV) কার্বোনেট জাতীয় পাললিক শিলা
তালিকা-2
(1) চার্ট
(2) ডলোমাইট
(3) জিপসাম
(4) হ্যালাইট
(A) (I)-(2), (II)-(4), (III)-(3), (IV)-(1)
(B) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(D) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(12) একটি স্পর্শ-সংযোগ রূপান্তরের উদাহরণ হল —
(A) চুনাপাথর থেকে মার্বেল
(B) কাদাপাথর থেকে শ্লেট
(C) গ্রানাইট থেকে নিস্
(D) বেলেপাথর থেকে ফিলাইট
(13) রূপান্তরিত শিলার ভুল জোড়াটি নির্বাচন করুন।
(A) কয়লা : গ্রাফাইট
(B) বেলেপাথর : কোয়ার্টজাইট
(C) ফিলাইট : অ্যাম্ফিবোলাইট
(D) চুনাপাথর : মার্বেল
(14) রূপান্তরিত শিলাতে যখন পাতলা খনিজগুলি অসম্পূর্ণ সমান্তরাল প্রবণতায় সজ্জিত থাকে, তখন সেই গ্রথনকে বলে —
(A) ম্যাসুলোজ
(B) নিসিক
(C) গ্র্যানুলোজ
(D) সিস্টোজ
(15) আগ্নেয় ভস্ম থেকে সৃষ্ট পাললিক শিলা (Sedimentary Rock) হল —
(A) বেন্টোনাইট
(B) মিগমাটাইট
(C) ডায়াটোমাইট
(D) অ্যান্ডিসাইট
(16) প্রবাহ ভাঁজ (Flow Folding) প্রক্রিয়া সম্পর্কে যে বিবৃতিটি সঠিক —
(A) এই প্রক্রিয়াতে ভাঁজের শীর্ষ ও নিম্নদেশের পুরুত্ব কমে
(B) এই প্রক্রিয়াতে ভাঁজের বাহুদেশ দৈর্ঘ্যে বাড়ে
(C) এই প্রক্রিয়াতে বাহুদেশের পুরুত্ব বাড়ে
(D) এই প্রক্রিয়াতে ভাঁজের বাহুদেশ দৈর্ঘ্যে কমে
(17) ভূমিশিলার ওপর সঞ্চিত পলি যখন ভূমিশিলাকে অপরিবর্তিত রেখে ভাঁজ সৃষ্টি করে, তখন তাকে বলে —
(A) বুদিনাজ ভাঁজ
(B) আঁ এঁশেলো ভাঁজ
(C) দোকলমঁ ভাঁজ
(D) কিংক ব্যান্ড ভাঁজ
(18) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) বুদিনাজ ভাঁজ : ম্যাক্স লোহেস্ট
(B) দোকলমঁ ভাঁজ : অগাস্ট বাক্সটর্ফ
(C) কিংক ব্যান্ড ভাঁজ : এরিখ অরোয়ান
(D) ন্যাপ ভাঁজ : আলফ্রেড রিটম্যান
(19) অসম মালভূমির দক্ষিণ ঢালে যে ভাঁজ গঠিত ভূমিরূপ দেখা যায় —
(A) জুরা গঠন
(B) বৈপরীত্য ভূমিরূপ
(C) একনত ভৃগুতট
(D) সমনত উপত্যকা
(20) চ্যুতি সম্পর্কে নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : যে রেখা বরাবর চ্যুতিতল ভূপৃষ্ঠকে ছেদ করে, তাকে চ্যুতিরেখা বলে।
বিবৃতি 2 : কোনো চ্যুতিতে মসৃণ চ্যুতিতলকে চ্যুতি ব্রেকসিয়া বলে।
বিবৃতি 3 : কোনো চ্যুতিতে অনুভূমিক বিচ্যুতির পরিমাণকে ব্যবধি বলে।
(A) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(B) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(C) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1)
(21) কোনো সমান্তরাল চ্যুতিগোষ্ঠীতে চ্যুতিরেখাগুলি যখন শুধুমাত্র প্রান্ত অংশে মুখোমুখি অবস্থান করে, তখন তাকে বলে —
(A) আঁ এঁশেলো চ্যুতি
(B) উইন্টা চ্যুতি
(C) সমান্তরাল চ্যুতি
(D) রোটারি চ্যুতি
(22) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) সান আন্দ্রিজ চ্যুতি
(II) ক্ল্যারেন্স চ্যুতি
(III) ডাউকি চ্যুতি
(IV) কাবাও চ্যুতি
তালিকা-2
(1) মায়ানমার
(2) ভারত
(3) আমেরিকা যুক্তরাষ্ট্র
(4) নিউজিল্যান্ড
(A) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(23) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) স্তূপ পর্বত : পশ্চিমঘাট (ভারত)
(B) হোর্স্ট : ব্ল্যাক ফরেস্ট (জার্মানি)
(C) র্যাম্প উপত্যকা : দামোদর নদ (ভারত)
(D) গ্রস্ত উপত্যকা : রাইন নদী (জার্মানি)
(24) ক্লিপের ওপর অবস্থিত ভারতের একটি শহর হল —
(A) কলকাতা
(B) সিমলা
(C) দেরাদুন
(D) গ্যাংটক
(25) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) Geosynclinal Orogen Theory
(II) Radioactivity Theory
(III) Sliding Continent Hypothesis
(IV) Conventional Current Theory
তালিকা-2
(1) জন জলি
(2) লিওপোল্ড কোবার
(3) আর্থার হোমস্
(4) রেজিন্যাল্ড ড্যালি
(A) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(26) মহীখাত থেকে পর্বত সৃষ্টির গ্লিপ্টোজেনেসিস (Gliptogenesis) পর্বে যা ঘটে —
(A) মহীখাতের সৃষ্টি, অবনমন ও পলি সঞ্চয়
(B) মহীখাতের গভীরতা বৃদ্ধি ও ভূমিকম্প
(C) মহীখাতের পলিতে ভাঁজ ও পর্বত সৃষ্টি
(D) ভঙ্গিল পর্বতের উচ্চতা বৃদ্ধি ও আবহবিকার
(27) ভূখন্ড থেকে কিছুটা দূরে, মহীঢাল অংশে আগ্নেয় শিলার প্রাধান্যযুক্ত পলি সঞ্চিত মহীখাতকে বলে —
(A) অর্থোজিওসিনক্লাইন
(B) ইউজিওসিনক্লাইন
(C) মায়োজিওসিনক্লাইন
(D) প্যারাজিওসিনক্লাইন
(28) কোবারের পর্বত গঠন তত্ত্ব অনুসারে, একটি ওরোজেন (Orogen)-এর উদাহরণ হল —
(A) বাল্টিক শিল্ড
(B) তিব্বত মালভূমি
(C) টেথিস সাগর
(D) হিমালয় পর্বত
(29) সীবন রেখা (Suture Line) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) অগাস্টো গানসার
(B) কে. এস. ভলদিয়া
(C) রবার্ট বার্নার
(D) ডি. এন. ওয়াদিয়া
(30) পাত সংস্থান তত্ত্বে ‘Triple Junction’ -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) ম্যাকেঞ্জি ও পিচোঁ
(B) ম্যাকেঞ্জি ও মর্গ্যান
(C) মর্গ্যান ও পিচোঁ
(D) ম্যাকেঞ্জি ও পার্কার
(31) পাত সীমানা অনুসারে, নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) অধঃপাত মন্ডল : অভিসারী পাত সীমানা
(B) বেনিয়ফ মন্ডল : অভিসারী পাত সীমানা
(C) ব্যাক আর্ক বেসিন : প্রতিসারী পাত সীমানা
(D) কর্ডিলেরা : অভিসারী পাত সীমানা
(32) মহাদেশের প্রান্তে উপ-মহীখাতে সঞ্চিত স্থলভাগবিধৌত পলিরাশিকে বলে —
(A) ফ্লিশ
(B) মেলাঞ্জ
(C) মোলাস
(D) মার্ল
(33) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) মধ্য আটলান্টিক শৈলশিরা
(II) সিন্ধু-সাংপো সীবন রেখা
(III) সান আন্দ্রিজ চ্যুতি
(IV) ত্রিপাত সংযোগ
তালিকা-2
(1) প্রতিসারী পাত সীমানা
(2) অভিসারী পাত সীমানা
(3) প্রতিসারী পাত সীমানা
(4) নিরপেক্ষ পাত সীমানা
(A) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(4), (II)-(2), (III)-(3), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(1), (II)-(2), (III)-(4), (IV)-(3)
(34) আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ভূতাত্ত্বিক হটস্পট (Geological Hotspot) হল —
(A) হাওয়াই হটস্পট
(B) ত্রিস্তান হটস্পট
(C) রিইউনিয়ন হটস্পট
(D) ক্যারোলিন হটস্পট
(35) বিবৃতি (A) : ভূতাত্ত্বিক পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর সঞ্চারণ করে।
কারণ (R) : জোয়ারী বল ও পরিচলন স্রোতের ফলে পাতগুলি সঞ্চারণ করে।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য কিন্তু (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য
(36) পৃথিবীর প্রথম বৃহৎ মহাদেশ (Supercontinent) এবং বৃহৎ মহাসাগর (Superocean) হল যথাক্রমে —
(A) প্যানজিয়া ও প্যানথালাসা
(B) আটলান্টিকা ও মিরোভিয়া
(C) ভালবারা ও নিয়ালবারা
(D) রোডিনিয়া ও মিরোভিয়া
(37) যে ভূতাত্ত্বিক উপযুগে প্যানজিয়া বৃহৎ মহাদেশ ভেঙে লরেশিয়া ও গোন্ডয়ানাতে বিভক্ত হয় —
(A) ট্রিয়াসিক
(B) জুরাসিক
(C) ক্রিটাশিয়াস
(D) পার্মিয়ান
(38) নিচের যে ভূমিভাগগুলি গোন্ডয়ানার অন্তর্গত —
(A) ভারত, আফ্রিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া
(B) আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া
(C) ভারত, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা
(D) ভারত, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা
(39) বিবৃতি (A) : ওয়েগনারের মতে, মহাদেশগুলির অধিক সঞ্চারণ ঘটেছে উত্তর দিকে এবং পশ্চিম দিকে।
কারণ (R) : ওয়েগনারের মতে, বৈষম্যমূলক অভিকর্ষজ বলের প্রভাবে মহাদেশগুলি পশ্চিম দিকে সঞ্চারিত হয়েছে।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য কিন্তু (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য
(40) মহাদেশীয় সঞ্চারণ প্রমাণে কম্পিউটার ভিত্তিক জিগ-স-ফিট প্রদর্শন করেছিলেন —
(A) আলেকজান্ডার ডু টয়েট
(B) এডওয়ার্ড সুয়েস
(C) আলফ্রেড ওয়েগনার
(D) এডওয়ার্ড বুলার্ড
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1)
(41) ভারত ভূখন্ড গোন্ডয়ানা থেকে বিচ্ছিন্ন হয়েছিল আনুমানিক —
(A) 120 মিলিয়ন বছর পূর্বে
(B) 100 মিলিয়ন বছর পূর্বে
(C) 80 মিলিয়ন বছর পূর্বে
(D) 60 মিলিয়ন বছর পূর্বে
(42) ওয়েগনার প্রবর্তিত মহাদেশীয় সঞ্চারণ ধারণার একজন সমালোচক —
(A) আলেকজান্ডার ডু টয়েট
(B) আর্থার হোমস্
(C) হ্যারল্ড জেফ্রিস
(D) এডওয়ার্ড বুলার্ড
(43) তাত্ত্বিক বা প্রমাণ অভিকর্ষের মান সবচেয়ে বেশি হয় —
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) মেরু অঞ্চলে
(C) উপক্রান্তীয় অঞ্চলে
(D) মেরুবৃত্তীয় অঞ্চলে
(44) ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি দেখা যায় যে অঞ্চলে —
(A) সমুদ্রপৃষ্ঠ
(B) প্রাচীন শিল্ড মালভূমি
(C) নবীন ভঙ্গিল পর্বত
(D) A ও B উভয়ই
(45) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : অভিকর্ষ বিচ্যুতি গ্র্যাভিমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়।
বিবৃতি 2 : অভিকর্ষ বিচ্যুতি পরিমাপের একক হল গ্যাল বা মিলিগ্যাল।
বিবৃতি 3 : গড় সমুদ্রপৃষ্ঠে অভিকর্ষ বিচ্যুতির মান 970.665 গ্যাল।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা
(46) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) শিকড় মতবাদ : জন হেনরি প্র্যাট
(B) ভূত্বকীয় ভারসাম্য তত্ত্ব : জর্জ বিডেল এইরি
(C) সিমাটোজেনি : লেস্টার চার্লস কিং
(D) নমনীয় সমস্থিতি মডেল : ফেলিক্স মিনেজ
(47) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) প্রতিবিধান তল
(II) অভিন্ন চাপের স্তর
(III) প্রতিবিধান অঞ্চল
(IV) সমান চাপের স্তর
তালিকা-2
(1) জন হেনরি প্র্যাট
(2) ক্ল্যারেন্স ডাটন
(3) জন জলি
(4) আর্থার হোমস্
(A) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(B) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(48) যে নদীর ক্ষয়কাজের ফলে সমস্থৈতিক প্রতিক্ষেপণ (Isostatic Rebound)-এর কারণে মাউন্ট এভারেস্টের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে —
(A) গঙ্গা নদী
(B) অরুণ নদী
(C) তিস্তা নদী
(D) যমুনা নদী
(49) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) সিসমোলজি : রবার্ট ম্যালেট
(B) ভূকম্প তরঙ্গের ধারণা : জন মিচেল
(C) সিসমোমিটার : রিচার্ড ওল্ডহ্যাম
(D) সিসমোগ্রাফ : জন মিলনে
(50) P, S ও L তরঙ্গ প্রথম নির্ভুলভাবে চিহ্নিত করেন —
(A) জন মিচেল
(B) রবার্ট ম্যালেট
(C) ইঙ্গে লেহম্যান
(D) রিচার্ড ওল্ডহ্যাম
(51) ভূমিকম্পের ছায়া বলয় (Shadow Zone) -এর রৈখিক দূরত্ব —
(A) 10570-13570 কিমি
(B) 11570-16570 কিমি
(C) 11570-15570 কিমি
(D) 12570-17570 কিমি
(52) ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ রাজ্যগুলি হল —
(A) অসম, গুজরাট, উত্তরাখন্ড
(B) অসম, গুজরাট, ওড়িশা
(C) অসম, গুজরাট, ত্রিপুরা
(D) অসম, গুজরাট, কর্ণাটক
(53) আন্তর্জাতিক সুনামি তথ্যকেন্দ্র রয়েছে যেখানে —
(A) টোকিও
(B) হনুলুলু
(C) ওয়াশিংটন
(D) প্যারিস
(54) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) ভিসুভিয়াস
(II) মাউন্ট ফুজি
(III) ক্রাকাতোয়া
(IV) মউনা লোয়া
তালিকা-2
(1) হাওয়াই দ্বীপপুঞ্জ
(2) ইন্দোনেশিয়া
(3) জাপান
(4) ইতালি
(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(3), (II)-(2), (III)-(1), (IV)-(4)
(55) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) গায়ট : প্রশান্ত মহাসাগর
(B) শিল্ড আগ্নেয়গিরি : মউনা লোয়া
(C) ক্রেটার বা ক্যালডেরা হ্রদ : টোবা
(D) সক্রিয় আগ্নেয়গিরি : হুয়াসকারান
(56) ক্ষারকীয় লাভা সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক —
(A) সিলিকার পরিমাণ 35-45%
(B) সান্দ্রতা বেশি হয়
(C) গ্যাসীয় পদার্থ কম থাকে
(D) গড় উষ্ণতা 700°-900°C
(57) যে প্রকার অগ্ন্যুৎপাতে নুয়ে আর্দেন্তি (Nuée Ardente) দেখা যায় —
(A) পিলি শ্রেণী
(B) হাওয়াই শ্রেণী
(C) স্ট্রমবোলি শ্রেণী
(D) প্লিনি শ্রেণী
(58) হাইড্রোজেন সালফাইড ও বোরিক অ্যাসিড নির্গমনকারী আগ্নেয় ছিদ্রপথকে বলে —
(A) মফেট
(B) সফিওনি
(C) ল্যাপিলি
(D) সলফাটারা
(59) অগ্ন্যুৎপাতের সময় নির্গত 2-64 মিমি ব্যাসযুক্ত শিলাখন্ডগুলিকে বলে —
(A) আগ্নেয় ব্লক
(B) আগ্নেয় বোমা
(C) ল্যাপিলি
(D) স্কোরিয়া
(60) ইয়োকুলহলপ (Jökulhlaup) বলতে বোঝায় —
(A) প্রচন্ড বিস্ফোরণ সহ প্রবল অগ্ন্যুৎপাত
(B) অগ্ন্যুৎপাতের কারণে বিশাল লাভা প্রবাহ
(C) অগ্ন্যুৎপাতের ফলে পাইরোক্লাস্টিক প্রবাহ
(D) অগ্ন্যুৎপাতের ফলে হিমবাহ গলন ও বন্যা
(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1)
**************************************
GEO – TECTONICS উত্তরপত্র : 1. (D), 2. (B), 3. (C), 4. (B), 5. (C), 6. (C), 7. (A), 8. (A), 9. (D), 10. (B), 11. (C), 12. (C), 13. (C), 14. (D), 15. (A), 16. (B), 17. (C), 18. (D), 19. (C), 20. (B), 21. (A), 22. (A), 23. (C), 24. (B), 25. (D), 26. (D), 27. (B), 28. (C), 29. (A), 30. (B), 31. (C), 32. (C), 33. (D), 34. (B), 35. (B), 36. (C), 37. (A), 38. (B), 39. (B), 40. (D), 41. (A) 42. (C), 43. (B), 44. (D), 45. (C), 46. (A), 47. (B), 48. (B), 49. (C), 50. (D), 51. (C), 52. (A), 53. (B), 54. (A), 55. (D), 56. (C), 57. (A), 58. (B), 59. (C), 60. (D)।
SSC Upper Primary TET Social Studies (Bengali Version)
Pingback: SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2 - ভূগোলিকা-Bhugolika