Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MOCK TEST

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2

ভূগোলিকা-Bhugolika WBSSC SLST GEOGRAPHY (IX-X & XI-XII) MOCKTEST SERIES 2025 (SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2)

TOPIC/UNIT : GEOMORPHOLOGY
CLASS : IX-X & XI-XII
FULL MARKS : 60
NUMBER OF QUESTIONS : 60
TIME : 1:30 HRS

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2

(1) ভূ-ত্বকের মোট আয়তন (Volume) -এর যে শতাংশ আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত —
(A) 64.7%
(B) 77.9%
(C) 92.1%
(D) 99.0%

(2) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) প্রথম পর্যায়ের ভূমিরূপ
(II) দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ
(III) তৃতীয় পর্যায়ের ভূমিরূপ
(IV) চতুর্থ পর্যায়ের ভূমিরূপ

তালিকা-2
(1) টর
(2) গিরিখাত
(3) মালভূমি
(4) মহাদেশ

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)

(3) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ব্যবচ্ছিন্ন মালভূমি : ছোটোনাগপুর মালভূমি
(B) পর্বতবেষ্টিত মালভূমি : তিব্বত মালভূমি
(C) আগ্নেয় মালভূমি : দাক্ষিণাত্য মালভূমি
(D) তির্যক মালভূমি : পামীর মালভূমি

(4) আবহবিকার সম্পর্কে নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : সমসত্ত্ব জাতীয় শিলাতে ক্ষুদ্রকণা বিশরণ আবহবিকার প্রক্রিয়া ঘটে।
বিবৃতি 2 : বিষমসত্ত্ব জাতীয় শিলাতে শল্কমোচন আবহবিকার প্রক্রিয়া ঘটে।
বিবৃতি 3 : উচ্চ পার্বত্য অঞ্চল এবং ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া অধিক ক্রিয়াশীল।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 2 সত্য, বিবৃতি 1 ও 3 মিথ্যা
(C) উপরের সকল বিবৃতিই সত্য
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(5) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) আর্দ্রতাজনিত আবহবিকার : স্লেকিং
(B) ইনসোলেশন আবহবিকার : শিটিং
(C) ভারহ্রাসজনিত আবহবিকার : স্প্যালিং
(D) মৌচাক আবহবিকার : ট্যাফোনি

(6) যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াতে অর্থোক্লেজ ফেল্ডস্পারের সাথে জল মিশে কাওলিনাইট তৈরি করে —
(A) আর্দ্র বিশ্লেষণ
(B) জলযোজন
(C) অঙ্গারযোজন
(D) জারণ

(7) রাসায়নিক আবহবিকার দ্বারা বিয়োজিত, অস্থানান্তরিত শিলাকে বলে —
(A) লিমোনাইট
(B) হেমাটাইট
(C) স্যাপ্রোলাইট
(D) ল্যাটেরাইট

(8) আবহবিকার সংক্রান্ত ‘Deep Weathering Theory’ দিয়েছিলেন —
(A) জর্জ এফ. বেকার
(B) ডেভিড লিনটন
(C) জন প্লেফেয়ার
(D) আলফ্রেড হার্কার

(9) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) নগ্নীভবন (Denudation)
(II) চাঁচন তল (Etch Plain)
(III) রেগোলিথ (Regolith)
(IV) টোপো-সিকোয়েন্স (Topo-Sequence)

তালিকা-2
(1) চার্লস লায়েল
(2) এডওয়ার্ড জেমস ওয়েল্যান্ড
(3) হ্যান্স জেনি
(4) জর্জ পার্কিনস্ মেরিল

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(2), (II)-(1), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(1), (II)-(2), (III)-(4), (IV)-(3)
(D) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)

(10) চোরলে (1985) -এর মতে, একটি কৌণিক পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ হল —
(A) মৃত্তিকা পতন
(B) টপল
(C) শিলা পতন
(D) মৃত্তিকা বিসর্পণ

(11) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) সলিফ্লাকশন : জোহান গুনার অ্যান্ডারসন
(B) কনজেলিফ্লাকশন : জ্যান ডিলিক
(C) ক্রায়োটার্বেশন : সাইমন উইলিয়াম মুলার
(D) কনজেলিটার্বেশন : কার্ক ব্রায়ান

(12) পার্মাফ্রস্ট অঞ্চলে মৃদু ঢাল বরাবর বরফ গলা জলে সম্পৃক্ত মৃত্তিকা নিচের দিকে নেমে এলে, তাকে বলে —
(A) সলিফ্লাকশন
(B) জেলিফ্লাকশন
(C) কনজেলিফ্লাকশন
(D) পার্মাফ্লাকশন

(13) ধ্রুবক ঢাল (Constant Slope)-এর ধারণাটি দিয়েছিলেন —
(A) মাইকেল সেলবি
(B) অ্যালান উড
(C) অ্যান্টনি ইয়ং
(D) লেস্টার চার্লস কিং

(14) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) ঢাল হ্রাস তত্ত্ব
(II) ঢাল প্রতিস্থাপন তত্ত্ব
(III) ঢালের সমান্তরাল পশ্চাদপসরণ তত্ত্ব
(IV) ঢাল বিবর্তন মডেল

তালিকা-2
(1) অ্যালান উড
(2) লেস্টার চার্লস কিং
(3) ওয়ালথার পেঙ্ক
(4) উইলিয়াম মরিস ডেভিস

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(C) (I)-(3), (II)-(2), (III)-(1), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(4), (III)-(1), (IV)-(3)

(15) নিচের কোনটি জলচক্র (Hydrological Cycle)-এর সঠিক বৈশিষ্ট্য নয় —
(A) জলচক্রের সাথে বাষ্পীভবন ও অধঃক্ষেপণ প্রক্রিয়া বিশেষভাবে যুক্ত
(B) জলচক্রের প্রভাবক হল সৌরশক্তির পরিমাণ ও জলভাগের উপস্থিতি
(C) মেরু অঞ্চলে জলচক্র সর্বাধিক সুস্পষ্ট রূপে ক্রিয়াশীল
(D) জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য রক্ষিত হয়

(16) যে প্রকার অ্যাকুইফারে পিজোমেট্রিক পৃষ্ঠ (Piezometric Surface) দেখা যায় —
(A) সচ্ছিদ্র অ্যাকুইফার
(B) মুক্ত অ্যাকুইফার
(C) স্থানীয় অ্যাকুইফার
(D) আবদ্ধ অ্যাকুইফার

(17) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) অ্যাকুইফার : বেলেপাথর
(B) অ্যাকুইক্লুড : কাদাপাথর
(C) অ্যাকুইটার্ড : কাদা-বালিস্তর
(D) অ্যাকুইফিউজ : বেলেপাথর

(18) জলবিদ্যাতে অনুস্রাবণ (Infiltration) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) উইলিয়াম গ্লেন হইট
(B) রবার্ট এলমার হর্টন
(C) রবার্ট ফিলিপ শার্প
(D) উইলিয়াম মরিস ডেভিস

(19) উইলিয়াম প্লেন হইটের প্রবর্তিত পৃষ্ঠ-প্রবাহ চক্রের প্রথম পর্যায়ের বৈশিষ্ট্য নয় —
(A) বৃষ্টিহীনতার কারণে ভূমিভাগে জলধারণ ক্ষমতা বৃদ্ধি
(B) ভৌমজলস্তর ক্রমশ নিচের দিকে নেমে যায়
(C) নদীতে প্রবাহিত জলের পরিমাণ বৃদ্ধি পায়
(D) অত্যধিক সূর্যতাপে বাষ্পীভবনের পরিমাণ বৃদ্ধি পায়

(20) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) ধনুকাকৃতি ব-দ্বীপ : গঙ্গা নদী
(B) পক্ষীপাদ ব-দ্বীপ : কৃষ্ণা নদী
(C) তীক্ষ্ণাগ্র ব-দ্বীপ : মিসিসিপি নদী
(D) খাঁড়িয় ব-দ্বীপ : রাইন নদী

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2)

(21) ভারতের একটি কাসকেড জলপ্রপাতের উদাহরণ হল —
(A) জোনহা
(B) ডুডুমা
(C) চিত্রকূট
(D) গোকক

(22) নদীর জলের ঘনত্ব যখন মোহানার সমুদ্রের জলের ঘনত্বের চেয়ে বেশি হয়, তখন তাকে বলে —
(A) হোমোপিকনাল প্রবাহ
(B) হাইপারপিকনাল প্রবাহ
(C) হাইপোপিকনাল প্রবাহ
(D) অ্যানাপিকনাল প্রবাহ

(23) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) নদী বর্তন : মরিস পার্দে
(B) ষষ্ঠঘাতের সূত্র : উইলিয়াম হপকিনস্
(C) সাইনুসিটি ইন্ডেক্স : জেমস ই. মুলার
(D) ইয়াজু নদী : আর্নল্ড সমারফেল্ড

(24) নিচের কোনটি একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ নয়?
(A) কানওয়ার তাল
(B) পুলিকট হ্রদ
(C) পাঁচপোতা বেড়ির বাওর
(D) অনসুপা হ্রদ

(25) গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলকে সক্রিয়, পরিণত ও মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলে প্রথম বিভক্ত করেন —
(A) কাননগোপাল বাগচী
(B) যতীন্দ্রমোহন বাগচী
(C) অক্ষয়কুমার বাগচী
(D) অমিয়কুমার বাগচী

(26) যে পদ্ধতিতে চাপের হ্রাস-বৃদ্ধির কারণে বরফ গলে যায় বা জমে যায় —
(A) হাইড্রেশন
(B) সাবলিমেশন
(C) রেগেলেশন
(D) কার্বোনেশন

(27) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) লিখাপানি হিমবাহ
(II) জেমু হিমবাহ
(III) রিমো হিমবাহ
(IV) সতোপন্থ হিমবাহ

তালিকা-2
(1) সিকিম
(2) অরুণাচল প্রদেশ
(3) উত্তরাখন্ড
(4) লাদাখ

(A) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(B) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(2)
(C) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)
(D) (I)-(3), (II)-(4), (III)-(1), (IV)-(2)

(28) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : হিমবাহের ওপরে বা পৃষ্ঠদেশে শিলাখন্ডের পরিবহনকে এনগ্লেসিয়াল বলে।
বিবৃতি 2 : হিমসিঁড়ির রাইজার ও ট্রেডের মধ্যবর্তী অংশকে রিগেল বলে।
বিবৃতি 3 : হিমদ্রোণীতে আঙুল আকৃতির দীর্ঘ ও সুগভীর রিবন হ্রদ গড়ে ওঠে।
(A) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(B) বিবৃতি 2 ও 3 সত্য, বিবৃতি 1 মিথ্যা
(C) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই সত্য

(29) নিচের কোন জোড়াটি সঠিক?
(A) রসে মোতানে : পুনকাহারয়ু (ফিনল্যান্ড)
(B) এসকার : লেম্বার্ট ডোম (ক্যালিফোর্নিয়া)
(C) পিরামিড চূড়া : এডিনবার্গ ক্যাসেল (স্কটল্যান্ড)
(D) ফিয়র্ড : স্কোরসবি সুন্ড (গ্রিনল্যান্ড)

(30) রোজেন গ্রাবরেখা (Rogen Moraine) গড়ে ওঠে যখন —
(A) গ্রাবরেখাগুলি একে অপরের ওপর সঞ্চিত হয়
(B) গ্রাবরেখাগুলি উপত্যকার বিভিন্ন স্থানে সঞ্চিত হয়
(C) গ্রাবরেখাগুলি বলয় আকারে সঞ্চিত হয়
(D) গ্রাবরেখাগুলি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়

(31) হিমবাহ সৃষ্টির প্রক্রিয়াতে সঠিক ঘটনাক্রম হল —
(A) নেভে-ফির্ন-তুষার-বরফ-হিমবাহ
(B) নেডে-ফির্ন-বরফ-তুষার-হিমবাহ
(C) ফির্ন-নেভে-তুষার-বরফ-হিমবাহ
(D) ফির্ন-নেভে -বরফ-তুষার-হিমবাহ

(32) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : মরু অঞ্চলের গতিময় বালিরাশিপূর্ণ এলাকাকে আর্গ বলে।
বিবৃতি 2 : একটি আর্গ এলাকার আয়তন সাধারণত 125 বর্গকিমির অধিক হয়।
বিবৃতি 3 : পৃথিবীর বৃহত্তম আর্গ হল মরক্কোর আর্গ চেবি।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 1 ও 3 সত্য, বিবৃতি 2 মিথ্যা
(C) বিবৃতি 1 ও 2 সত্য, বিবৃতি 3 মিথ্যা
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(33) নিচের কোন জোড়াটি সঠিক?
(A) সাহারা মরুভূমি : নামিবিয়া
(B) আটাকামা মরুভূমি : চিলি
(C) কালাহারি মরুভূমি : লিবিয়া
(D) মোহাভে মরুভূমি : কলম্বিয়া

(34) বিবৃতি (A) : মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে ইয়ারদাং ভূমিরূপ গড়ে ওঠে।
কারণ (R) : বায়ুর অবঘর্ষ ও অপসারণ ক্ষয় প্রক্রিয়াতে ইয়ারদাং গড়ে ওঠে।
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) (A) -এর সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য

(35) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) মোরগ ঝুঁটি : ইয়ারদাং
(B) স্তম্ভমূল শিলা : গৌর
(C) ব্লো আউট : প্যাং-কিয়াং
(D) মরু পেভমেন্ট : হামাদা

(36) পাশাপাশি অবস্থিত একাধিক বার্খান যে আঁকাবাঁকা ও সারিবদ্ধ শৈলশিরার মতো বালিয়াড়িশ্রেণী সৃষ্টি করে, তাকে বলে —
(A) নক্ষত্র বালিয়াড়ি
(B) অ্যাকলে বালিয়াড়ি
(C) তির্যক বালিয়াড়ি
(D) সিফ বালিয়াড়ি

(37) লোয়েস পদার্থের প্রধান খনিজ উপাদান হল —
(A) অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ
(B) ফেল্ডস্পার ও থোরিয়াম
(C) কোয়ার্টজ ও ফেল্ডস্পার
(D) কোয়ার্টজ ও ম্যাঙ্গানিজ

(38) প্লায়া হ্রদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়?
(A) বোলসন অঞ্চলের কেন্দ্রে প্লায়া হ্রদ গড়ে ওঠে
(B) ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ হল সম্বর হ্রদ
(C) সালার ডি ইউনি প্লায়া হ্রদ আর্জেন্টিনাতে অবস্থিত
(D) লবণ আবৃত শুষ্ক প্লায়া হ্রদকে স্যালিনা বলে

(39) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) এক্সোকার্স্টিক ভূমিরূপ : সিঙ্কহোল
(B) এন্ডোকার্স্টিক ভূমিরূপ : ডোলাইন
(C) থার্মোকার্স্ট ভূমিরূপ : তুন্দ্রা হ্রদ
(D) মাইক্রোকার্স্ট ভূমিরূপ : ল্যাপিস

(40) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) তপকেশ্বর গুহা
(II) সিজু গুহা
(III) কোটেমসর গুহা
(IV) জটাশঙ্কর গুহা

তালিকা-2
(1) মধ্যপ্রদেশ
(2) ছত্তিশগড়
(3) মেঘালয়
(4) উত্তরাখন্ড

(A) (I)-(4), (II)-(3), (III)-(2), (IV)-(1)
(B) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(C) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(D) (I)-(2), (II)-(1), (III)-(3), (IV)-(4)

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2)

(41) নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
(A) ধাপযুক্ত, সমতল তলদেশবিশিষ্ট কারেনকে ট্রিটকারেন বলে
(B) খাড়া চূড়া থেকে নিচ পর্যন্ত প্রসারিত গভীর ও বৃহৎ কারেনকে স্পিৎজকারেন বলে
(C) অতি ক্ষুদ্র, সংকীর্ণ, ঘন সন্নিবদ্ধ, পরস্পর সমান্তরাল কারেনকে রিনেনকারেন বলে
(D) একাধিক রিনেনকারেন মিলিত হলে তাকে রুন্ডকারেন বলে

(42) পাতন প্রস্তর (Drip Stone) স্পেলিওথেমের উদাহরণ হল —
(A) স্ট্যালাকটাইট ও কেভ বেকন
(B) স্ট্যালাকটাইট ও অ্যানথোডাইট
(C) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট
(D) স্ট্যালাকটাইট ও ধাপ অববাহিকা

(43) নিচের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
বিবৃতি 1 : মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ আবৃত কার্বোনেট শিলা গঠিত অঞ্চলে অসম্পূর্ণ বিকশিত কার্স্ট ভূমিরূপকে মেরো কার্স্ট বলে।
বিবৃতি 2 : ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে শঙ্কু আকৃতির বিচ্ছিন্ন পাহাড় জাতীয় কার্স্ট ভূমিরূপকে কেগেল কার্স্ট বলে।
বিবৃতি 3 : পরিহিমবাহ অঞ্চলে গঠিত কার্স্ট ভূমিরূপকে থার্মো কার্স্ট বলে।
(A) বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 ও 3 মিথ্যা
(B) বিবৃতি 3 সত্য, বিবৃতি 1 ও 2 মিথ্যা
(C) উপরের সকল বিবৃতিই সত্য
(D) উপরের সকল বিবৃতিই মিথ্যা

(44) নিচের কোন বক্তব্যটি সঠিক নয়?
(A) পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে
(B) তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ খাতের উল্লম্ব ব্যবধানকে তরঙ্গ উচ্চতা বলে
(C) উপকূলের নিকটে অনুদৈর্ঘ্য তরঙ্গ ভেঙে সৃষ্ট একক তরঙ্গ হল অনুপ্রস্থ তরঙ্গ
(D) স্থির সমুদ্র তরঙ্গ ক্ল্যাপোটিস নামেও পরিচিত

(45) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল —
(A) সমুদ্র ভূগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্পিট
(B) সমুদ্র ভূগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্ট্যাক
(C) সমুদ্র ভূগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-টম্বোলো
(D) সমুদ্র ভূগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-হুক

(46) ভারতের একটি বেরিয়ার দ্বীপের উদাহরণ হল —
(A) শ্রীহরিকোটা দ্বীপ
(B) উমানন্দ দ্বীপ
(C) হ্যাভেলক দ্বীপ
(D) ভুতনি দ্বীপ

(47) দুটি স্পিট সমুদ্রে মিলিত হয়ে যে ত্রিকোণাকার অন্তরীপ গঠন করে, তাকে বলে —

(A) কাস্পেট পুরোভূমি
(B) লুপ অগ্রভূমি
(C) হুক পুরোভূমি
(D) স্পিট অগ্রভূমি

(48) তালিকা-1 ও তালিকা-2 থেকে সঠিক বিকল্প চিহ্নিত করুন।
তালিকা-1
(I) নিমজ্জন তত্ত্ব (Subsidence Theory)
(II) স্থির অবস্থান তত্ত্ব (Stand Still Theory)
(III) হৈমিক নিয়ন্ত্রণ তত্ত্ব (Glacial Control Theory)
(IV) পূর্ববর্তী মঞ্চ তত্ত্ব (Antecedent Platform Theory)

তালিকা-2
(1) জন মারে
(2) চার্লস রবার্ট ডারউইন
(3) ডেভিড হোপলে
(4) রেজিন্যাল্ড ড্যালি

(A) (I)-(1), (II)-(2), (III)-(3), (IV)-(4)
(B) (I)-(4), (II)-(3), (III)-(1), (IV)-(2)
(C) (I)-(3), (II)-(4), (III)-(2), (IV)-(1)
(D) (I)-(2), (II)-(1), (III)-(4), (IV)-(3)

(49) যখন উপকূলের সমান্তরাল পর্বতশ্রেণীর কিছু অংশ সমুদ্রে নিমজ্জিত হয়, তখন তাকে বলে —
(A) রিয়া উপকূল
(B) ফিয়র্ড উপকূল
(C) ডালমেশিয়ান উপকূল
(D) কোনোটিই নয়

(50) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) স্বাভাবিক ক্ষয়চক্র : উইলিয়াম মরিস ডেভিস
(B) উপকূলীয় ক্ষয়চক্র : ডগলাস উইলসন জনসন
(C) পরিহিমবাহ ক্ষয়চক্র : কার্ল ট্রোল
(D) কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র : চার্লস কটন

(51) গতিশীল ভারসাম্য তত্ত্ব (Dynamic Equilibrium Theory) -এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস
(B) জন টিল্টন হ্যাক
(C) লেস্টার চার্লস কিং
(D) কলিন হেইটার ক্রিকমে

(52) নিচের কোন জোড়াটি সঠিক নয়?
(A) পেডিপ্লেন : লেস্টার চার্লস কিং
(B) প্যানফ্যান : ওয়ালথার পেঙ্ক
(C) পেনিপ্লেন : উইলিয়াম মরিস ডেভিস
(D) প্যানপ্লেন : কলিন হেইটার ক্রিকমে

(53) একটি অ-চক্রীয় (Non-Cyclic) মতবাদের উদাহরণ হল —
(A) হ্যাকের ক্ষয়চক্র মতবাদ
(B) স্কুমের ক্ষয়চক্র মতবাদ
(C) ডেভিসের ক্ষয়চক্র মতবাদ
(D) A ও B উভয়ই

(54) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের তৃতীয় পর্যায়ে ভূমির উত্থানের শেষ পর্বে উপত্যকার নিচের অংশে যে মৃদু ঢাল সৃষ্টি হয়, তাকে বলে —
(A) প্রাইমারাম্ফ
(B) বসসুংয়েন
(C) হ্যালডেনহ্যাং
(D) এন্ডরাল্ফ

(55) নদীতে পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ —
(A) নদীমঞ্চ
(B) কর্তিত নদীবাঁক
(C) জলপ্রপাত
(D) উপরের সবকটিই

(56) গতিশীল পুনর্যৌবন লাভ ঘটে যে কারণে —
(A) গাঠনিক উত্থান
(B) চ্যুতি
(C) নদীগ্রাস
(D) A ও B উভয়ই

(57) একটি পরবর্তী নদী (Subsequent Stream) -এর উদাহরণ হল —
(A) আসন (B) গঙ্গা
(C) কাবেরী (D) যমুনা

(58) জাফরিরূপী জলনির্গম প্রণালী (Trellis Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল (B) নর্মদা অববাহিকা
(C) নেপালের কাঠমান্ডু উপত্যকা (D) মণিপুরের লোকটাক হ্রদ

(59) নদীতট থেকে বহুদূরে অবস্থিত ভৃগু ও নদীখাতের মধ্যবর্তী প্রশস্ত সমতল মঞ্চকে বলে —
(A) হগব্যাক
(B) কুয়েস্তা
(C) এসপ্ল্যানেড
(D) ভ্যালি-ইন-লায়ার

(60) জলবায়ু ও ভূমি-ব্যবহার পরিবর্তন ঘটিত ভূরূপতাত্ত্বিক দুর্যোগের কারণ হল —
(A) অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন
(B) অতিরিক্ত হারে জলসেচ
(C) অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ
(D) উপরের সবকটিই

(SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2)

**************************************

GEOMORPHOLOGY উত্তরপত্র : 1. (C), 2. (A), 3. (D), 4. (D), 5. (B), 6. (A), 7. (C), 8. (B), 9. (C), 10. (D), 11. (C), 12. (C), 13. (B), 14. (A), 15. (C), 16. (D), 17. (D), 18. (B), 19. (C), 20. (C), 21. (A), 22. (B), 23. (D), 24. (B), 25. (A), 26. (C), 27. (C), 28. (B), 29. (D), 30. (A), 31. (A), 32. (C), 33. (B), 34. (A), 35. (D), 36. (B), 37. (C), 38. (C), 39. (B), 40. (A), 41. (D) 42. (C), 43. (C), 44. (C), 45. (B), 46. (A), 47. (A), 48. (D), 49. (C), 50. (D), 51. (B), 52. (B), 53. (D), 54. (C), 55. (D), 56. (D), 57. (A), 58. (A), 59. (C), 60. (D)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

SLST 2025 GEOGRAPHY MOCKTEST-1

One thought on “SLST 2025 GEOGRAPHY MOCKTEST-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!