National Space Day
জাতীয় মহাকাশ দিবস (National Space Day)

আজ ২৩ শে আগস্ট (23 August), জাতীয় মহাকাশ দিবস (National Space Day)। ভারতে প্রতি বছর ২৩ শে আগস্ট তারিখটি জাতীয় মহাকাশ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) প্রেরিত চন্দ্রযান-৩ (Chandrayaan-3) -এর অবতরণ যান ‘বিক্রম‘ (Vikram) চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে ইসরো (ISRO)-এর সদরদপ্তরে ২৬ শে আগস্ট, ২০২৩ তারিখে আয়োজিত এক সভাতে ২৩ শে আগস্ট তারিখটি জাতীয় মহাকাশ দিবস রূপে ঘোষণা করেন। ২০২৪ সালের ২৩ শে আগস্ট ভারতে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস পালিত হয়। এবছর অর্থাৎ ২০২৫ সালে জাতীয় মহাকাশ দিবসের থিম হল : ‘Aryabhatta to Gaganyaan: Ancient Wisdom to Infinite Possibilities’।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ ই জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) উৎক্ষেপণ করা হয়। ৫ ই আগস্ট, ২০২৩ তারিখে চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ২৩ শে আগস্ট, ২০২৩ তারিখে ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ -এর অবতরণ যান অর্থাৎ ল্যান্ডার বিক্রম (Vikram) চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করে। এই ঘটনা ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন), আমেরিকা যুক্তরাষ্ট্র ও চিনের পর, বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদের মাটির মহাকাশযান অবতরণের গৌরব অর্জন করে। পৃথিবীর প্রথম জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা হিসাবে ইসরো (Indian Space Research Organisation) চাঁদের দক্ষিণ গোলার্ধে কোনো মহাকাশযানের প্রথম সফল সফট্ ল্যান্ডিংয়ের গৌরব অর্জন করে। উল্লেখ্য, চন্দ্রযান-৩ -এর অবতরণ যান বিক্রম চাঁদের দক্ষিণ গোলার্ধে যে স্থানে অবতরণ করেছিল, তা বর্তমানে শিব শক্তি পয়েন্ট (Shiv Shakti Point) নামে পরিচিত। শিব শক্তি পয়েন্টের স্থানাঙ্ক হল ৬৯°২২’২২.৮” দক্ষিণ এবং ৩২°১৯’৮.৪” পূর্ব।
আসুন, একনজরে দেখে নিই ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক —
★ ১৫ ই আগস্ট, ১৯৬৯ : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) স্থাপিত হয়।
★ ১৫ ই এপ্রিল, ১৯৭৫ : ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট (Aryabhatta) উৎক্ষেপণ করা হয়।
★ ১০ ই এপ্রিল, ১৯৮২ : ভারতের প্রথম ইনস্যাট সিরিজ উপগ্রহ INSAT-1A উৎক্ষেপণ করা হয়।
★ ৩ রা এপ্রিল, ১৯৮৪ : প্রথম ভারতীয় হিসাবে রাকেশ শর্মা (Rakesh Sharma) মহাকাশে যান।
★ ১৭ ই মার্চ, ১৯৮৮ : ভারতের প্রথম IRS সিরিজ উপগ্রহ IRS-1A উৎক্ষেপণ করা হয়।
★ ২২ শে অক্টোবর, ২০০৮ : চন্দ্রযান-১ (Chandrayaan-1) উৎক্ষেপণ করা হয়।
★ ৫ ই নভেম্বর, ২০১৩ : মার্স অরবিটার মিশন (Mars Orbiter Mission) বা মঙ্গলযান (Mangalyaan) উৎক্ষেপণ করা হয়।
★ ২২ শে জুলাই, ২০১৯ : চন্দ্রযান-২ (Chandrayaan-2) উৎক্ষেপণ করা হয়।
★ ১৪ ই জুলাই, ২০২৩ : চন্দ্রযান-৩ (Chandrayaan-3) উৎক্ষেপণ করা হয়।
★ ২ রা সেপ্টেম্বর, ২০২৩ : আদিত্য-এল১ (Aditya-L1) সৌরযান উৎক্ষেপণ করা হয়।
★ ২৫ শে জুন, ২০২৫ : দ্বিতীয় ভারতীয় হিসাবে শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) মহাকাশে যান।
Pingback: National Sports Day - ভূগোলিকা-Bhugolika