Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

Akshay Urja Day

অক্ষয় শক্তি দিবস (Akshay Urja Day)

Akshay Urja Day

আজ ২০ শে আগস্ট (20 August), অক্ষয় শক্তি দিবস (Akshay Urja Day)। প্রতি বছর ভারতে ২০ শে আগস্ট তারিখটি অক্ষয় শক্তি দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০০৪ সালে ভারত সরকারের নবীন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রক (Ministry of New and Renewable Energy) ২০ শে আগস্ট তারিখটি অক্ষয় শক্তি দিবস রূপে ঘোষণা করে। ২০ শে আগস্ট হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (১৯৪৪-১৯৯১) -এর জন্মদিন। তাঁরই স্মরণে ২০ শে আগস্ট তারিখটি অক্ষয় শক্তি দিবস রূপে পালিত হয়। ২০০৪ সালের ২০ শে আগস্ট প্রথমবার অক্ষয় শক্তি দিবস পালিত হয়। অক্ষয় শক্তি দিবস পালনের উদ্দেশ্য হল : ভারতে নবায়নযোগ্য শক্তির বিকাশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অক্ষয় শক্তি দিবসের মূল লক্ষ্য হল — চিরাচরিত শক্তির পাশাপাশি সাধারণ মানুষকে নবায়নযোগ্য বা অচিরাচরিত শক্তি সম্পর্কে সচেতন করা।

প্রকৃতি থেকে যেসব শক্তি প্রায় অবিরামভাবে পাওয়া যায় এবং পুননর্বীকরণ করা যায়, তাদের নবায়নযোগ্য শক্তি (Renewable Energy) বলে। এইপ্রকার শক্তি অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তি বা পুননর্বীকরণযোগ্য শক্তি নামেও পরিচিত। কয়েকটি উল্লেখযোগ্য নবায়নযোগ্য শক্তি হল — সৌরশক্তি (Solar Energy), বায়ুশক্তি (Wind Energy), জলবিদ্যুৎ শক্তি (Hydroelectricity), ভূ-তাপীয় শক্তি (Geothermal Energy), জৈবগ্যাস শক্তি (Biogas Energy) ইত্যাদি। নবায়নযোগ্য শক্তির সুবিধাগুলি হল — (১) সীমাহীন উৎস (২) সহজলভ্যতা (৩) পরিবেশ-বান্ধব (৪) স্থিতিশীল শক্তি নিরাপত্তা (৫) অর্থনৈতিক সাশ্রয় ইত্যাদি। যেসব নবায়নযোগ্য শক্তি উৎপাদনের সময় কোনোপ্রকার পরিবেশ দূষণ ঘটেনা, তাদের ক্লিন এনার্জি (Clean Energy) বলে। স্থাপিত ক্ষমতা (Installed Capacity) অনুসারে, ভারতের মোট উৎপাদিত বিদ্যুৎ শক্তির ৫০% হল নবায়নযোগ্য শক্তি। ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম নবায়নযোগ্য শক্তি উৎপাদক দেশ।

উল্লেখ্য, ভারতে ১৯৮১ সালে কমিশন ফর অ্যাডিশনাল সোর্সেস্ অফ এনার্জি (Commission for Additional Sources of Energy) গঠিত হয়। ১৯৮২ সালে ডিপার্টমেন্ট অফ নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস্ (Department of Non-Conventional Energy Sources) গঠিত হয়। ১৯৯২ সালে মিনিস্ট্রি অফ নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস্ (Ministry of Non-Conventional Energy Sources) গঠিত হয়। ২০০৬ সালে মিনিস্ট্রি অফ নন-কনভেনশনাল এনার্জি সোর্সেস্ ‘মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউঅ্যাবেল এনার্জি‘ (Ministry of New and Renewable Energy) রূপে আত্মপ্রকাশ করে। IRENA -এর তথ্য অনুসারে, বর্তমানে (2024-25) সৌরশক্তি উৎপাদনে ভারত বিশ্বে তৃতীয়, বায়ুশক্তি উৎপাদনে ভারত বিশ্বে ষষ্ঠ, জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে ভারত বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : স্বাধীনতা দিবস

One thought on “Akshay Urja Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!