Friday, August 15, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

Independence Day

স্বাধীনতা দিবস (Independence Day)

Independence Day

আজ ১৫ ই আগস্ট (15 August), স্বাধীনতা দিবস (Independence Day)। প্রতি বছর ১৫ ই আগস্ট তারিখটি ভারতে স্বাধীনতা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৪৭ সালের ৪ ঠা জুলাই ব্রিটিশ যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন-১৯৪৭ (Indian Independence Act-1947) উত্থাপিত হয়। পরের দিন, অর্থাৎ ৫ ই জুলাই ব্রিটিশ যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন-১৯৪৭ পাশ হয়। ১৯৪৭ সালের ১৮ ই জুলাই এই আইন ব্রিটেনের রাজকীয় সম্মতি লাভ করে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট এই আইন কার্যকর হয় এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট প্রথমবার স্বাধীনতা দিবস পালিত হয়।

ইতিহাস অনুসারে, ১৯২৯ সালের ৩১ শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ‘ (Total Independence) সংকল্প গৃহীত হয়। ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বরাজের ঘোষণা প্রচারিত হয়। ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ দিবস‘ পালন করে এবং ১৯৩০ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই দিনটি ‘পূর্ণ স্বরাজ দিবস’ পালিত হয়। ১৯৪৫ সালে ব্রিটিশ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি (Labour Party) জয়লাভ করে এবং ক্লেমেন্ট অ্যাটলি (Clement Attlee) ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। ১৯৪৭ সালের ২০ শে ফেব্রুয়ারি ক্লেমেন্ট অ্যাটলি ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করেন যে, ১৯৪৮ সালের ৩০ শে জুনের মধ্যে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই ঘোষণা অ্যাটলির ঘোষণা (Declaration of Attlee) নামে পরিচিত।

১৯৪৭ সালের ৩ রা জুন তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন (Lord Mountbatten) ব্রিটিশ ভারতের বিভাজন ও স্বাধীনতার জন্য এক পরিকল্পনা প্রকাশ করেন, যা মাউন্টব্যাটেন পরিকল্পনা (Mountbatten Plan) বা ৩ রা জুন পরিকল্পনা (3 June Plan) নামে পরিচিত। এই পরিকল্পনার ৩ টি মূল বিষয় হল — (১) ব্রিটিশ ভারতকে দুটি পৃথক রাষ্ট্রে (ভারত ও পাকিস্তান) বিভক্ত করা হবে। (২) ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের জন্য একটি সীমান্ত কমিশন (র‍্যাডক্লিফ কমিশন) গঠন করা হবে। (৩) দেশীয় রাজ্যগুলি (Princely States) নিজ নিজ ইচ্ছা অনুসারে ভারত অথবা পাকিস্তানে যোগদানের সুযোগ পাবে। উল্লেখ্য, ১৯৪৭ সালের ৪ ঠা জুন এক সাংবাদিক সম্মেলনে লর্ড মাউন্টব্যাটেন ১৫ ই আগস্টকে ভারতের স্বাধীনতা প্রদানের তারিখ হিসাবে ঘোষণা করেন। ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্স রচিত ‘Freedom at Midnight‘ (১৯৭৫) গ্রন্থ থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ১৫ ই আগস্ট ব্রিটিশ যুক্তরাজ্যের নিকট জাপান আত্মসমর্পণ করেছিল৷ তারই দ্বিতীয় বার্ষিকী-কে লর্ড মাউন্টব্যাটেন ভারতকে স্বাধীনতা প্রদানের তারিখ হিসাবে বেছে নিয়েছিলেন। অবশেষে, ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।

উল্লেখ্য, স্বাধীনতা লাভের পর ভারত ১৫ ই আগস্ট, ১৯৪৭ থেকে ২৬ শে জানুয়ারি ১৯৫০ পর্যন্ত ভারত অধিরাজ্য (Dominion of India) হিসাবে পরিচিত ছিল। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতের সংবিধান (Constitution of India) কার্যকর হয় এবং ওই তারিখে ভারত গণরাজ্য (Republic of India) আত্মপ্রকাশ করে। ভারতের সংবিধান অনুসারে, ভারত হল একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। প্রকৃতি অনুসারে, ভারত একটি সাংবিধানিক (Constitutional), আধা-যুক্তরাষ্ট্রীয় (Quasi-Federal), সংসদীয় (Parliamentary) প্রজাতন্ত্র।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব হাতি দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!