World Lion Day
বিশ্ব সিংহ দিবস (World Lion Day)
আজ ১০ ই আগস্ট (10 August), বিশ্ব সিংহ দিবস (World Lion Day)। প্রতি বছর ১০ ই আগস্ট তারিখটি বিশ্ব সিংহ দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১৩ সালে আফ্রিকান লায়ন অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ট্রাস্ট (African Lion & Environmental Research Trust) -এর উদ্যোগে জাম্বিয়ার লিভিংস্টোন শহরে প্রথমবার বিশ্ব সিংহ দিবস পালিত হয়। বিশ্ব সিংহ দিবস উদযাপনের পরিকল্পনাতে সংরক্ষণবিদ রে কোকেস (Rae Kokeś) এবং ডেভিড ইউল্ডন (David Youldon) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্ব সিংহ দিবস পালনের উদ্দেশ্য হল সিংহ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তহবিল সংগ্রহ, অনুদান ও অন্যান্য সহায়তার মাধ্যমে সিংহ সংরক্ষণে সাহায্য করা।
সিংহ (Lion) হল বিড়াল (Felidae) পরিবারের প্যানথেরা (Psnthera) গণের অন্তর্গত একপ্রকার স্তন্যপায়ী, মাংসাশী প্রাণী। সিংহের বৈজ্ঞানিক নাম প্যানথেরা লিও (Panthera leo)। বর্তমানে সাব-সাহারান আফ্রিকা ও ভারতের প্রাকৃতিক পরিবেশে সিংহ পাওয়া যায়। বর্তমানে সিংহের দুটি উপপ্রজাতি (Subspecies) রয়েছে — (১) উত্তরের সিংহ (Northern Lion ; বৈজ্ঞানিক নাম Panthera leo leo), যা ভারত, পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার উত্তরাংশে পাওয়া যায় এবং (২) দক্ষিণের সিংহ (Southern Lion ; বৈজ্ঞানিক নাম Panthera leo melanochaita), যা পূর্ব আফ্রিকা ও আফ্রিকার দক্ষিণাংশে পাওয়া যায়। বর্তমানে বিশ্বের প্রাকৃতিক পরিবেশে সিংহের সংখ্যা ২০ থেকে ২৫ হাজার (সূত্র : WWF), যার মধ্যে ভারতে সিংহের সংখ্যা ৮৯১ (সূত্র : Asiatic Lion Census 2025)।
IUCN -এর তালিকা অনুসারে, সিংহ হল একটি সংকটাপন্ন (Vulnerable) প্রজাতি। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহের দেহের দৈর্ঘ্য (মাথা থেকে লেজ) ১৮৪-২০৮ সেমি ও ওজন ১৮৫-২২৫ কেজি এবং পুরুষ সিংহের দেহের দৈর্ঘ্য (মাথা থেকে লেজ) ১৬০-২৮৪ সেমি ও ওজন ১১৮-১৪২ কেজি। পুরুষ সিংহের সর্বাধিক পরিচায়ক বৈশিষ্ট্য হল কেশর (Mane)। সিংহের গড় আয়ুষ্কাল ৮-১৪ বছর। পৃথিবীতে সর্বাধিক সংখ্যক সিংহ রয়েছে আফ্রিকার তানজানিয়া-তে। বিশ্বে সিংহের কয়েকটি উল্লেখযোগ্য প্রাকৃতিক আবাসস্থল হল — সেরেংগেটি জাতীয় উদ্যান (তানজানিয়া), ত্রুগার জাতীয় উদ্যান (দক্ষিণ আফ্রিকা), মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ (কেনিয়া), মোরেমি গেম রিজার্ভ (বৎসোয়ানা), কুইন এলিজাবেথ জাতীয় উদ্যান (উগান্ডা), সাউথ লুয়াংওয়া জাতীয় উদ্যান (জাম্বিয়া), এতোশা জাতীয় উদ্যান (নামিবিয়া), গির জাতীয় উদ্যান (ভারত) ইত্যাদি।
Pingback: International Youth Day - ভূগোলিকা-Bhugolika