Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

National Handloom Day

জাতীয় হস্তচালিত তাঁত দিবস (National Handloom Day)

National Handloom Day

আজ ৭ ই আগস্ট (7 August), জাতীয় হস্তচালিত তাঁত দিবস (National Handloom Day)। প্রতি বছর ভারতে ৭ ই আগস্ট তারিখটি জাতীয় হস্তচালিত তাঁত দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯০৫ সালের ৭ ই আগস্ট ব্রিটিশ শাসনাধীন ভারতে স্বদেশী আন্দোলন শুরু হয়, যা দেশীয় শিল্প বিশেষত হস্তচালিত তাঁতশিল্পকে উৎসাহিত করেছিল। তারই স্মরণে, ২০১৫ সালে ভারত সরকার ৭ ই আগস্ট তারিখটি জাতীয় হস্তচালিত তাঁত দিবস হিসাবে ঘোষণা করে এবং ২০১৫ সালের ৭ ই আগস্ট প্রথমবার জাতীয় হস্তচালিত তাঁত দিবস পালিত হয়। জাতীয় হস্তচালিত তাঁত দিবস পালনের উদ্দেশ্য হল : ভারতের তাঁত-বয়নকারী সম্প্রদায়কে সম্মান জ্ঞাপন, ভারতের আর্থ-সামাজিক উন্নয়নে এই খাতের অবদান তুলে ধরা এবং ভারতের হস্তচালিত তাঁতের ঐতিহ্য রক্ষা করা ও হস্তচালিত তাঁতশিল্পীদের আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধি। এবছর অর্থাৎ ২০২৫ সালে জাতীয় হস্তচালিত তাঁত দিবসের থিম হল : ‘Handlooms – Empowering Women, Empowering the Nation’।

হস্তচালিত তাঁত (Handloom) হল বস্ত্রবয়ন শিল্পে মানবশক্তি অর্থাৎ হাত দ্বারা পরিচালিত তাঁত। ভারতে প্রাচীনকাল থেকেই বস্ত্র বয়নের জন্য হস্তচালিত তাঁতের ব্যবহার করা হয়। ভারতের হস্তচালিত তাঁতশিল্প ৫০০০ বছরেরও অধিক প্রাচীন। তাঁতযন্ত্রের কাঠামোগত ও বোনার পদ্ধতিগত পার্থক্যের উপর ভিত্তি করে হস্তচালিত তাঁতযন্ত্রকে মূলত চারটি ভাগে ভাগ করা হয় — কোমরতাঁত, টানা বা উল্লম্ব তাঁত, ভূমি সমান্তরাল তাঁত ও গর্ততাঁত। হস্তচালিত তাঁত খাত (Handloom Sector) হল ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এবং ভারতের গ্রামীণ ও অর্ধ-গ্রামীণ অঞ্চলে জীবিকার এক গুরুত্বপূর্ণ উৎস। এই খাত সরাসরি নারীর ক্ষমতায়নের সাথে সম্পর্কিত, যেখানে ৭০% -এরও বেশি তাঁতশিল্পী ও সংশ্লিষ্ট শ্রমিক নারী। প্রকৃতিতে প্রোথিত এই পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়াতে ন্যূনতম মূলধন ও শক্তির প্রয়োজন হয় এবং ফ্যাশন প্রবণতার পরিবর্তন ও দ্রুত পরিবর্তনশীল গ্রাহক পছন্দ পূরণের জন্য উদ্ভাবনের নমনীয়তা প্রদান করে।

হস্তচালিত তাঁত বস্ত্র (Handloom Fabric) সাধারণত কার্পাস, রেশমের মতো মতো উচ্চমানের প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি করা হয়, যা স্থিতিস্থাপক ও দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য হস্তচালিত তাঁতের শাড়ি হল — বেনারসি, জামদানি, বালুচরি, ধনিয়াখালি, ইক্কত, কাঞ্চিপুরম, টাঙ্গাইল, পৈথানি, বোমকাই, চান্দেরি ইত্যাদি। হস্তচালিত তাঁতশিল্পের উন্নতিকল্পে ভারত সরকার কর্তৃক গৃহীত কয়েকটি উদ্যোগ হল — National Handloom Development Programme (NHDP), Market Access Initiative (MAI), Raw Material Supply Scheme (RMSS), Handloom Export Promotion Council (HPEC) ইত্যাদি। এছাড়া তাঁতশিল্পীদের স্বীকৃতি, সম্মান ও উৎসাহ প্রদানে Sant Kabir Handloom Award এবং National Handloom Award দেওয়া হয়।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আন্তর্জাতিক বাঘ দিবস

One thought on “National Handloom Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!