Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

জুলাই

International Moon Day

আন্তর্জাতিক চন্দ্র দিবস (International Moon Day)

International Moon Day

আজ ২০ শে জুলাই (20 July), আন্তর্জাতিক চন্দ্র দিবস (International Moon Day)। প্রতি বছর ২০ শে জুলাই তারিখটি আন্তর্জাতিক চন্দ্র দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৬৯ সালের ২০ শে জুলাই তারিখে প্রথম মানববাহী চন্দ্রযান অ্যাপোলো-১১ (Apollo-11) চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল। তারই স্মরণে ২০২১ সালের ৯ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২০ শে জুলাই তারিখটিকে আন্তর্জাতিক চন্দ্র দিবস হিসাবে ঘোষণা করে। ২০২২ সালের ২০ শে জুলাই প্রথমবার আন্তর্জাতিক চন্দ্র দিবস পালিত হয়। আন্তর্জাতিক চন্দ্র দিবস পালনের উদ্দেশ্য হল চন্দ্র (Moon) অর্থাৎ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ সম্পর্কিত অনুসন্ধানে সমস্ত অর্জনগুলি উদযাপন করা হবে এবং স্থিতিশীল চন্দ্র অনুসন্ধান ও ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, অ্যাপোলো-১১ (Apollo-11) হল প্রথম মানববাহী চন্দ্রযান। ১৯৬৯ সালের ১৬ ই জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসা (NASA) প্রেরিত অ্যাপোলো-১১ চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়, যা ২০ শে জুলাই তারিখে রাত ০৮ টা ১৭ মিনিটে (UTC) প্রথম মানববাহী চন্দ্রযান রূপে চন্দ্রপৃষ্ঠে ট্রানকুইলিটি বেস (Tranquility Base) নামক স্থানে অবতরণ করে। অ্যাপোলো-১১ চন্দ্রযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের ৬ ঘণ্টা ৩৯ মিনিট পর অর্থাৎ ২১ শে জুলাই রাত ০২ টা ৫৬ মিনিটে (UTC) নীল আর্মস্ট্রং (Neil Armstrong) বিশ্বের প্রথম মানুষ হিসাবে চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করেন। এটিই হল পৃথিবীর বাইরে কোনো মহাজাগতিক বস্তুতে মানুষের প্রথম পদার্পণ।

চন্দ্র বা চাঁদ (Moon) হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং আমাদের সৌরজগৎ-এর পঞ্চম বৃহত্তম উপগ্রহ, যা লাতিন ভাষাতে লুনা (Luna), গ্রিক ভাষাতে সেলিন (Selene) নামেও পরিচিত। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৩৯৯ কিমি। চাঁদের ব্যাস ৩৪৭৪ কিমি। চাঁদের পৃষ্ঠীয় ক্ষেত্রফল (Surface Area) ০.০৭৪ পৃথিবীর সমান, চাঁদের আয়তন (Volume) ০.০২ পৃথিবীর সমান এবং চাঁদের ভর (Mass) ০.০১২৩ পৃথিবীর সমান। চাঁদের গড় ঘনত্ব ৩.৩৪৪ গ্রাম/ঘনসেমি। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবীপৃষ্ঠে অভিকর্ষ বলের এক-ষষ্ঠাংশ। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠে কারও ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে চন্দ্রপৃষ্ঠে তার ওজন হবে মাত্র ২০ কেজি। চাঁদ ২৭ দিন ৭ ঘণ্টা ৪৩ মিনিট ১১.৫ সেকেন্ডে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে থাকে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব জনসংখ্যা দিবস

One thought on “International Moon Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!