WBSSC SLST GEOGRAPHY PART-108
WBSSC SLST GEOGRAPHY PART-108
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-108) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫৩৫১) বস্তুগত সামাজিক দেশ (Objective Social Space) অপর যে নামে পরিচিত —
(A) Behavioural Space (B) Perceptual Space
(C) Phenomenological Space (D) A ও B উভয়ই
উত্তর : (C) Phenomenological Space।
(৫৩৫২) বিষয়গত সামাজিক দেশ (Subjective Social Space) অপর যে নামে পরিচিত —
(A) Behavioural Space (B) Perceptual Space
(C) Phenomenological Space (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৫৩) সমাজের সকল সদস্যদের ক্রিয়াকলাপ ও গতিবিধির মধ্য দিয়ে যে দেশ গড়ে ওঠে, তা হল —
(A) অবধারণ দেশ (B) কর্মধারার দেশ
(C) কর্মমূলক দেশ (D) কর্মক্ষেত্রের দেশ
উত্তর : (A) অবধারণ দেশ।
(৫৩৫৪) অবধারণ দেশ (Cognitive Space) -এর ধারণার ওপর যে মানচিত্র গড়ে ওঠে —
(A) টোপোগ্রাফিক্যাল ম্যাপ (B) টোপোলজিক্যাল ম্যাপ
(C) জিওগ্রাফিক্যাল ম্যাপ (D) জিওলজিক্যাল ম্যাপ
উত্তর : (B) টোপোলজিক্যাল ম্যাপ।
(৫৩৫৫) কোনো ব্যক্তি বা সামাজিক গোষ্ঠী দৈনন্দিন জীবনযাপনে ও পারস্পরিক আন্তঃক্রিয়ার প্রয়োজনে যে দেশ ব্যবহার করে, তাকে বলে —
(A) কর্মধারার দেশ (B) Activity Space
(C) কর্মমূলক দেশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৫৬) একজন ব্যক্তি যে প্রতিবেশ বা এলাকাতে সর্বোচ্চ পর্যায়ের আত্মবিশ্বাসের সাথে অতি সচেতনভাবে নিজস্ব ক্রিয়া সম্পাদন করে, তাকে বলে —
(A) কর্মমূলক দেশ (B) Action Space
(C) কর্মধারার দেশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৫৭) কোনো নির্দিষ্ট অঞ্চলে (গ্রাম বা শহর) বসবাসকারী ব্যক্তি যখন সুনির্দিষ্ট সীমানার মধ্যে সর্বোচ্চ মাত্রায় আন্তঃক্রিয়া করে এবং ওই এলাকাকে নিজের দেশ বলে চিহ্নিত করে, তখন তাকে বলে —
(A) কর্মক্ষেত্রের দেশ (B) Territorial Space
(C) কর্মমূলক দেশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৫৮) ১৯৬৭ সালে স্ট্যানফোর্ড এম. লাইম্যান (Stanford M. Lyman) এবং মার্ভিন বি. স্কট (Marvin B. Scott) কর্মক্ষেত্রের দেশ (Territorial Space) -কে যত ভাগে ভাগ করেন —
(A) ৩ ভাগে (B) ৪ ভাগে
(C) ৫ ভাগে (D) ৬ ভাগে
উত্তর : (B) ৪ ভাগে।
(৫৩৫৯) লাইম্যান ও স্কট (১৯৬৭) অনুসারে, ৪ প্রকার কর্মক্ষেত্রের দেশ (Territorial Space) হল —
(A) দেহভিত্তিক, আন্তঃক্রিয়াভিত্তিক, গৃহভিত্তিক, জনগণভিত্তিক (B) দেহভিত্তিক, আন্তঃক্রিয়াভিত্তিক, গৃহভিত্তিক, সংস্কৃতিভিত্তিক
(C) দেহভিত্তিক, আন্তঃক্রিয়াভিত্তিক, গৃহভিত্তিক, কর্মভিত্তিক (D) দেহভিত্তিক, আন্তঃক্রিয়াভিত্তিক, কর্মভিত্তিক, সংস্কৃতিভিত্তিক
উত্তর : (A) দেহভিত্তিক, আন্তঃক্রিয়াভিত্তিক, গৃহভিত্তিক, জনগণভিত্তিক।
(৫৩৬০) প্রাকৃতিক উপাদান দ্বারা সৃষ্ট সুবিধা ও অসুবিধাযুক্ত যে দেশে মানুষ তার সংস্কৃতি, অভিজ্ঞতা ও উপলব্ধি দ্বারা সুবিধাগুলি অর্জন ও অসুবিধাগুলি বর্জন করে, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ (B) বাস্তুতান্ত্রিক দেশ
(C) অর্থনৈতিক দেশ (D) আপেক্ষিক দেশ
উত্তর : (C) বাস্তুতান্ত্রিক দেশ।
(৫৩৬১) বাস্তুতান্ত্রিক দেশ (Ecological Space) -এর ধারণাতে গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) প্রযুক্তি ও সংস্কৃতি (B) জ্ঞান ও অভিজ্ঞতা
(C) আঞ্চলিকীকরণ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৬২) ভূগোলে দেশ (Space) -এর ধারণাতে একটি গুরুত্ব বা তাৎপর্য হল —
(A) মানুষ-পরিবেশ আন্তঃক্রিয়া (B) সম্পর্ক ও উপলব্ধি
(C) অনুসন্ধানের কেন্দ্রবিন্দু (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫৩৬৩) ভূগোল সম্পর্কে রিচার্ড হার্টশোর্নের মতধারাকে ফ্রেড কার্ট স্কীফার যে নামে অভিহিত করেন —
(A) সম্ভাবনাবাদ (B) ব্যতিক্রমবাদ
(C) অভিজ্ঞতাবাদ (D) নিয়ন্ত্রণবাদ
উত্তর : (B) ব্যতিক্রমবাদ।
(৫৩৬৪) ‘ভূগোল হল ভূপৃষ্ঠে দৈশিক বন্টন ও দৈশিক সম্পর্কের সমীক্ষা’ – বলেছেন —
(A) এডওয়ার্ড অ্যাকারম্যান (B) ফ্রেড কার্ট স্কীফার
(C) রিচার্ড হার্টশোর্ন (D) বার্নহার্ডাস ভ্যারেনিয়াস
উত্তর : (A) এডওয়ার্ড অ্যাকারম্যান।
(৫৩৬৫) ভূগোলে দেশ (Space) -এর একটি গুরুত্ব হল —
(A) মানবগোষ্ঠীর যেকোনো কর্মকান্ড ‘দেশে’ই সংগঠিত হয় (B) মানবীয় ক্রিয়াকলাপের ওপর স্থানের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে
(C) স্থানিক বিশ্লেষণ হল ভৌগোলিক অনুসন্ধানের কেন্দ্রবিন্দু (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫৩৬৬) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (Central Place Theory) থেকে যে প্রকার দেশের ধারণা পাওয়া যায় —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) সাম্বন্ধিক দেশ (D) সামাজিক দেশ
উত্তর : (A) নিরপেক্ষ দেশ।
(৫৩৬৭) এমিল ডাকহাইম যে প্রকার দেশের ধারণা ব্যাখ্যা করেন —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) সাম্বন্ধিক দেশ (D) সামাজিক দেশ
উত্তর : (D) সামাজিক দেশ।
(৫৩৬৮) জেফ্রি পিটার চ্যাপম্যান (Geoffrey Peter Chapman) (১৯৭৭) -এর মতে, যে প্রকার দেশ ভূগোলে সঠিক দৃষ্টিভঙ্গি এনেছে —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) সাম্বন্ধিক দেশ (D) সামাজিক দেশ
উত্তর : (B) আপেক্ষিক দেশ।
(৫৩৬৯) যখন সময়ের মাধ্যমে আপেক্ষিক দেশকে প্রকাশ করা হয়, তখন তাকে বলে —
(A) অর্থনৈতিক দেশ (B) কালিক দেশ
(C) নিরপেক্ষ দেশ (D) সাম্বন্ধিক দেশ
উত্তর : (B) কালিক দেশ।
(৫৩৭০) ভূগোলে দেশ (Space) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৫৩৭১) ভূগোলে প্রধান দুই প্রকার দেশ (Space) হল —
(A) নিরপেক্ষ ও সামাজিক দেশ (B) নিরপেক্ষ ও সাম্বন্ধিক দেশ
(C) নিরপেক্ষ ও আপেক্ষিক দেশ (D) আপেক্ষিক ও সামাজিক দেশ
উত্তর : (C) নিরপেক্ষ ও আপেক্ষিক দেশ।
(৫৩৭২) ভূগোলে দেশ (Space) অপর যে নামে পরিচিত —
(A) স্থান (B) পরিসর
(C) বিন্দু (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৭৩) ‘The Concept of Geography as a Science of Space, from Kant and Humboldt to Hettner’ (১৯৫৮) রচনা করেন —
(A) রিচার্ড হার্টশোর্ন (B) পিটার গোল্ড
(C) পিটার হ্যাগেট (D) ফ্রেড কার্ট স্কীফার
উত্তর : (A) রিচার্ড হার্টশোর্ন।
(৫৩৭৪) ‘Critique of Pure Reason’ (১৭৮১) গ্রন্থ রচনা করেন —
(A) অ্যারিস্টটল (B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (C) ইমানুয়েল কান্ট।
(৫৩৭৫) ‘Exceptionalism in Geography: A Methodological Examination’ (১৯৫৩) রচনা করেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) রিচার্ড হার্টশোর্ন
(C) উইলিয়াম বাঙ্গে (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) ফ্রেড কার্ট স্কীফার।
(WBSSC SLST GEOGRAPHY PART-108)
(৫৩৭৬) ‘The Horizon of Geography’ (১৯৪৫) রচনা করেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) ডেভিড হার্ভে
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (C) ডারওয়েন্ট হুইটলসি।
(৫৩৭৭) ‘Identification of Some Fundamental Spatial Concepts’ (১৯৬৩) রচনা করেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) ডেভিড হার্ভে
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (D) জন নিস্টুয়েন।
(৫৩৭৮) ‘Territoriality: a Neglected Sociological Dimension’ (১৯৬৭) রচনা করেন —
(A) স্ট্যানফোর্ড এম. লাইম্যান (B) মার্ভিন বি. স্কট
(C) রিচার্ড হার্টশোর্ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৭৯) ১৯৬২ সালে উইলিয়াম বাঙ্গে যে গ্রন্থে দৈশিক বিশ্লেষণ আলোচনা করেন —
(A) Spatial Geography (B) Theoretical Geography
(C) Natural Geography (D) Space Time Science
উত্তর : (B) Theoretical Geography।
(৫৩৮০) ‘The Origins of the Spatial Tradition in Geography: An Interpretation’ (১৯৭৭) রচনা করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) জেমস এ. পুলার
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (B) জেমস এ. পুলার।
(৫৩৮১) ‘Geographical Imaginations’ (১৯৯৪) গ্রন্থ রচনা করেন —
(A) ডেভিড হার্ভে (B) রিচার্ড চোরলে
(C) ডেরেক গ্রেগরি (D) গিবসন গ্রাহাম
উত্তর : (C) ডেরেক গ্রেগরি।
(৫৩৮২) ‘Distance and Space: A Geographical Perspective’ (১৯৮৩) রচনা করেন —
(A) ডেরেক গ্রেগরি (B) গিবসন গ্রাহাম
(C) অ্যান্থোনি গ্যাট্রেল (D) ডেভিড হার্ভে
উত্তর : (C) অ্যান্থোনি গ্যাট্রেল।
(৫৩৮৩) ‘A Place for Plastic Space?’ (১৯৭৮) রচনা করেন —
(A) ডেরেক গ্রেগরি (B) গিবসন গ্রাহাম
(C) অ্যান্থোনি গ্যাট্রেল (D) পিপ ফোরার
উত্তর : (D) পিপ ফোরার।
(৫৩৮৪) ‘La production de l’espace’ (১৯৭৪) রচনা করেন —
(A) ডেরেক গ্রেগরি (B) গিবসন গ্রাহাম
(C) অ্যান্থোনি গ্যাট্রেল (D) হেনরি লেফেবর
উত্তর : (D) হেনরি লেফেবর।
(৫৩৮৫) ‘The Human Experience of Place & Space’ (১৯৮০) রচনা করেন —
(A) অ্যান বাটিমার (B) ডেভিড সিমন
(C) হেনরি লেফেবর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৮৬) ‘Human and Environmental Systems: A Geographer’s Appraisal ‘ (১৯৭৭) রচনা করেন —
(A) জেফ্রি পিটার চ্যাপম্যান (B) রিচার্ড চোরলে
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) জেফ্রি পিটার চ্যাপম্যান।
(৫৩৮৭) যে দেশ জ্যামিতিক বিশ্লেষণের ওপর গুরুত্ব দেয় —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) সাম্বন্ধিক দেশ (D) সামাজিক দেশ
উত্তর : (A) নিরপেক্ষ দেশ।
(৫৩৮৮) ভূগোলে বিন্দু (Point) বলতে বোঝায় —
(A) দেশ (B) স্থান
(C) এলাকা (D) অঞ্চল
উত্তর : (B) স্থান।
(৫৩৮৯) ভৌগোলিক তথ্য ব্যবস্থা (GIS) -তে বিন্দু হল যে প্রকার বস্তু —
(A) মাত্রাহীন (B) একমাত্রিক
(C) দ্বিমাত্রিক (D) ত্রিমাত্রিক
উত্তর : (A) মাত্রাহীন।
(৫৩৯০) ভূগোলে বিন্দুর কাজ হল —
(A) স্থান নির্বাচন (B) তথ্য প্রদান
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।
(৫৩৯১) যে বস্তুর প্রস্থ ও বেধের তুলনায় দৈর্ঘ্য বেশি, তাকে বলে —
(A) বিন্দু (B) রেখা
(C) তল (D) স্থান
উত্তর : (B) রেখা।
(৫৩৯২) যে বস্তুর বেধের তুলনায় দৈর্ঘ্য ও প্রস্থ বেশি, তাকে বলে —
(A) বিন্দু (B) রেখা
(C) তল (D) স্থান
উত্তর : (C) তল।
(৫৩৯৩) দৈশিক বিশ্লেষণে বাঁকুড়া পুরসভার কোনো একটি ওয়ার্ডে অবস্থিত একটি বুকস্টল হল যার উদাহরণ —
(A) তলের মধ্যে বিন্দু (B) তলের মধ্যে রেখা
(C) তলের মধ্যে দূরত্ব (D) তলের মধ্যে তল
উত্তর : (A) তলের মধ্যে বিন্দু।
(৫৩৯৪) দৈশিক বিশ্লেষণে বাঁকুড়া শহরের যোগেশ চন্দ্র বিদ্যানিধি সড়ক হল যার উদাহরণ —
(A) তলের মধ্যে বিন্দু (B) তলের মধ্যে রেখা
(C) তলের মধ্যে দূরত্ব (D) তলের মধ্যে তল
উত্তর : (B) তলের মধ্যে রেখা।
(৫৩৯৫) দৈশিক বিশ্লেষণে দূরত্বকে যে দিক থেকে ব্যাখ্যা করা যায় —
(A) প্রাকৃতিক ও সামাজিক (B) সাংস্কৃতিক ও অর্থনৈতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।
(৫৩৯৬) দুই স্থানের মধ্যে দৈশিক অবস্থানের পার্থক্য যে প্রকার দূরত্বের সাথে সম্পর্কিত —
(A) প্রাকৃতিক দূরত্ব (B) সামাজিক দূরত্ব
(C) সাংস্কৃতিক দূরত্ব (D) অর্থনৈতিক দূরত্ব
উত্তর : (A) প্রাকৃতিক দূরত্ব।
(৫৩৯৭) জাতি, ধর্ম, গোষ্ঠী প্রভৃতি যে প্রকার দূরত্বের সাথে সম্পর্কিত —
(A) প্রাকৃতিক দূরত্ব (B) সামাজিক দূরত্ব
(C) সাংস্কৃতিক দূরত্ব (D) অর্থনৈতিক দূরত্ব
উত্তর : (B) সামাজিক দূরত্ব।
(৫৩৯৮) ভাষা, খাদ্যাভাস, পোশাক ইত্যাদি যে প্রকার দূরত্বের সাথে সম্পর্কিত —
(A) প্রাকৃতিক দূরত্ব (B) সামাজিক দূরত্ব
(C) সাংস্কৃতিক দূরত্ব (D) অর্থনৈতিক দূরত্ব
উত্তর : (C) সাংস্কৃতিক দূরত্ব।
(৫৩৯৯) সময়, পরিবহন ব্যয় ইত্যাদি যে প্রকার দূরত্বের সাথে সম্পর্কিত —
(A) প্রাকৃতিক দূরত্ব (B) সামাজিক দূরত্ব
(C) সাংস্কৃতিক দূরত্ব (D) অর্থনৈতিক দূরত্ব
উত্তর : (D) অর্থনৈতিক দূরত্ব।
(৫৪০০) দৈশিক বিশ্লেষণে যে প্রকার দূরত্ব ‘As the Crow Flies’ নামে পরিচিত —
(A) Euclidean Distance (B) Manhattan Distance
(C) Network Distance (D) Cost Distance
উত্তর : (A) Euclidean Distance।
(WBSSC SLST GEOGRAPHY PART-108)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-109 - ভূগোলিকা-Bhugolika