Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBPSC

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-51

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-51

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সহকারী শিক্ষক/শিক্ষিকা ভূগোল পর্ব-৫১ (WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-51)-তে ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-51

কার্স্ট ভূমিরূপ

(২৫০১) প্রধানত যে শিলাতে কার্স্ট ভূমিরূপ (Karst Landform) গড়ে ওঠে —
(A) চুনাপাথর (B) বেলেপাথর
(C) কাদাপাথর (D) গ্রানাইট
উত্তর : (A) চুনাপাথর।

(২৫০২) চুনাপাথর ব্যতীত যে শিলাতে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে —
(A) চক (B) ডলোমাইট
(C) জিপসাম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৫০৩) কার্স্ট মালভূমি (Karst Plateau) যে মহাদেশে অবস্থিত —
(A) আফ্রিকা (B) ইউরোপ
(C) এশিয়া (D) ওশিয়ানিয়া
উত্তর : (B) ইউরোপ।

(২৫০৪) কার্স্ট (Karst) শব্দটির আক্ষরিক অর্থ হল —
(A) উপকূলীয় সমভূমি (B) উন্মুক্ত প্রস্তরভূমি
(C) দীর্ঘায়িত উপত্যকা (D) পাহাড়ি অঞ্চল
উত্তর : (B) উন্মুক্ত প্রস্তরভূমি।

(২৫০৫) ইউরোপের কার্স্ট মালভূমি (Karst Plateau) প্রধানত যে দেশে অবস্থিত —
(A) ইতালি ও স্লোভেনিয়া (B) ইতালি ও ক্রোয়েশিয়া
(C) ইতালি ও বেলজিয়াম (D) ইতালি ও ফ্রান্স
উত্তর : (A) ইতালি ও স্লোভেনিয়া।

(২৫০৬) ভারতে কার্স্ট ভূমিরূপ দেখা যায় —
(A) মেঘালয়ের চেরাপুঞ্জিতে (B) অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকাতে
(C) উত্তরাখন্ডের তপকেশ্বরে (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৫০৭) পশ্চিমবঙ্গে কার্স্ট ভূমিরূপ দেখা যায় —
(A) অযোধ্যা পাহাড়ে (B) বক্সা-জয়ন্তী পাহাড়ে
(C) মামা-ভাগ্নে পাহাড়ে (D) শুশুনিয়া পাহাড়ে
উত্তর : (B) বক্সা-জয়ন্তী পাহাড়ে।

(২৫০৮) পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল বক্সা-জয়ন্তী পাহাড় যে জেলাতে অবস্থিত —
(A) জলপাইগুড়ি (B) বাঁকুড়া
(C) আলিপুরদুয়ার (D) নদীয়া
উত্তর : (C) আলিপুরদুয়ার।

(২৫০৯) কার্স্ট ভূমিরূপ গঠনের প্রধান শর্ত হল —
(A) ভূপৃষ্ঠের নিকটে দ্রাব্য শিলার উপস্থিতি (B) সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতা
(C) স্বল্প পরিমাণ বার্ষিক বৃষ্টিপাত (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৫১০) কার্স্ট ভূমিরূপ বিকাশে প্রয়োজনীয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ —
(A) ২৫-৫০ সেমি (B) ৫০-১০০ সেমি
(C) ১০০-১২৫ সেমি (D) ১৫০-২৫০ সেমি
উত্তর : (D) ১৫০-২৫০ সেমি।

(২৫১১) কার্স্ট ভূমিরূপবিদ্যা জনক (Father of Karst Geomorphology) নামে পরিচিত —
(A) লেস্টার চার্লস কিং (B) জোভান কুইজিক
(C) জন টিল্টন হ্যাক (D) জেমস হাটন
উত্তর : (B) জোভান কুইজিক।

(২৫১২) যে সালে জোভান কুইজিক (Jovan Cvijić) প্রথম কার্স্ট ভূমিরূপের বর্ণনা দিয়েছিলেন —
(A) ১৮৯১ (B) ১৮৯২
(C) ১৮৯৩ (D) ১৮৯৪
উত্তর : (C) ১৮৯৩।

(২৫১৩) সর্বপ্রথম কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র (Karst Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) চার্লস কটন (B) জেমস হাটন
(C) কার্ল ট্রোল (D) জোভান কুইজিক
উত্তর: (D) জোভান কুইজিক।

(২৫১৪) জোভান কুইজিক (Jovan Cvijić) যে সালে কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র (Karst Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) ১৯১৭ (B) ১৯১৮
(C) ১৯১৯ (D) ১৯২০
উত্তর: (B) ১৯১৮।

(২৫১৫) জোভান কুইজিক (Jovan Cvijić) যে প্রবন্ধে কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র (Karst Cycle of Erosion) মতবাদ প্রকাশ করেন —
(A) The Evolution of Karst Landforms and Underground Hydrography (B) A Brief History of Karst Cycle of Erosion (C) The Evolution of Karst Cycle of Erosion in Europe (D) Underground Hydrography and Morphological Evolution of the Karst
উত্তর: (D) Underground Hydrography and Morphological Evolution of the Karst।

(২৫১৬) একটি ক্ষয়জাত কার্স্ট ভূমিরূপের উদাহরণ হল —
(A) সিঙ্কহোল (B) ডোলাইন
(C) স্ট্যালাকটাইট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৫১৭) একটি সঞ্চয়জাত কার্স্ট ভূমিরূপের উদাহরণ হল —
(A) কার্স্ট জানালা (B) সিঙ্কহোল
(C) স্ট্যালাকটাইট (D) ডোলাইন
উত্তর : (C) স্ট্যালাকটাইট।

(২৫১৮) একটি এক্সোকার্স্টিক (Exokarstic) ভূমিরূপের উদাহরণ হল —
(A) সিঙ্কহোল (B) স্ট্যালাকটাইট
(C) স্ট্যালাগমাইট (D) গ্লোবুলাইট
উত্তর : (A) সিঙ্কহোল।

(২৫১৯) একটি এন্ডোকার্স্টিক (Endokarstic) ভূমিরূপের উদাহরণ হল —
(A) গ্রাইক ও ক্লিন্ট (B) সিঙ্কহোল
(C) স্ট্যালাকটাইট (D) ল্যাপিস
উত্তর : (C) স্ট্যালাকটাইট।

(২৫২০) পৃথিবীর বৃহত্তম চুনাপাথর কার্স্ট অঞ্চল হল —
(A) নালারবর সমভূমি (অস্ট্রেলিয়া) (B) হাইল্যান্ড রিম (আমেরিকা যুক্তরাষ্ট্র)
(C) দক্ষিণ চিন কার্স্ট (চিন) (D) মিচেল সমভূমি (আমেরিকা যুক্তরাষ্ট্র)
উত্তর : (A) নালারবর সমভূমি (অস্ট্রেলিয়া)।

(২৫২১) দ্য বারেন (The Burren) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (B) আয়ারল্যান্ড।

(২৫২২) শিলিন (Shilin) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) মঙ্গোলিয়া (B) চিন
(C) রাশিয়া (D) ব্রিটেন
উত্তর : (B) চিন।

(২৫২৩) সিঙ্গি ডি বেমারাহা (Tsingy de Bemaraha) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) মাদাগাস্কার (B) দক্ষিণ আফ্রিকা
(C) অস্ট্রেলিয়া (D) ভিয়েতনাম
উত্তর : (A) মাদাগাস্কার।

(২৫২৪) যে দেশে কার্স্ট অঞ্চল সিঙ্গি (Tsingy) নামে পরিচিত —
(A) অস্ট্রেলিয়া (B) মাদাগাস্কার
(C) ভিয়েতনাম (D) রাশিয়া
উত্তর : (B) মাদাগাস্কার।

(২৫২৫) ইজরায়েলের যে গুহা ‘স্ট্যালাকটাইটস্ গুহা’ (Stalactites Cave) নামে পরিচিত —
(A) অ্যাভশালোম গুহা (B) টাবুন গুহা
(C) ম্যানট গুহা (D) কুমরান গুহা
উত্তর : (A) অ্যাভশালোম গুহা।

(২৫২৬) চকোলেট পাহাড় (Chocolate Hills) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) জাপান (B) ইন্দোনেশিয়া
(C) ফিলিপিন্স (D) মালয়েশিয়া
উত্তর : (C) ফিলিপিন্স।

(২৫২৭) ডং ভ্যান কার্স্ট মালভূমি (Dong Van Karst Plateau) যে দেশে অবস্থিত —
(A) অস্ট্রেলিয়া (B) থাইল্যান্ড
(C) ভিয়েতনাম (D) কম্বোডিয়া
উত্তর : (C) ভিয়েতনাম।

(২৫২৮) রোডোপে (Rhodope) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) বেলজিয়াম (B) ক্রোয়েশিয়া
(C) বসনিয়া (D) বুলগেরিয়া
উত্তর : (D) বুলগেরিয়া।

(২৫২৯) ডালমেশিয়া (Dalmatia) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) বেলজিয়াম (B) ক্রোয়েশিয়া
(C) বসনিয়া (D) বুলগেরিয়া
উত্তর : (B) ক্রোয়েশিয়া।

(২৫৩০) মোরাভিয়ান কার্স্ট (Moravian Karst) অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) বুলগেরিয়া (B) চেক প্রজাতন্ত্র
(C) ক্রোয়েশিয়া (D) বেলজিয়াম
উত্তর : (B) চেক প্রজাতন্ত্র।

(২৫৩১) আগটেলেক কার্স্ট (Aggtelek Karst) অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) আয়ারল্যান্ড (B) বসনিয়া
(C) চেক প্রজাতন্ত্র (D) হাঙ্গেরি
উত্তর : (D) হাঙ্গেরি।

(২৫৩২) স্পিস-গেমার কার্স্ট (Spiš-Gemer Karst) অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) স্লোভাকিয়া (B) হাঙ্গেরি
(C) মন্টেনেগ্রো (D) স্লোভেনিয়া
উত্তর : (A) স্লোভাকিয়া।

(২৫৩৩) চিয়াপাস (Chiapas) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) কানাডা (B) রাশিয়া
(C) জার্মানি (D) মেক্সিকো
উত্তর : (D) মেক্সিকো।

(২৫৩৪) জার্মানি ভ্যালি কার্স্ট অঞ্চল (Germany Valley Karst Area) যে দেশে অবস্থিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) জার্মানি
(C) দক্ষিণ আফ্রিকা (D) কানাডা
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৫৩৫) মিচেল সমভূমি (Mitchell Plain) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) কানাডা (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) দক্ষিণ আফ্রিকা (D) রাশিয়া
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৫৩৬) ভিনালেস উপত্যকা (Viñales Valley) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) রাশিয়া (B) কানাডা
(C) কিউবা (D) মেক্সিকো
উত্তর : (C) কিউবা।

(২৫৩৭) ককপিট কান্ট্রি (Cockpit Country) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) জামাইকা (B) কিউবা
(C) বেলিজ (D) মেক্সিকো
উত্তর : (A) জামাইকা।

(২৫৩৮) নালারবর সমভূমি (Nullarbor Plain) কার্স্ট অঞ্চল যে দেশে অবস্থিত —
(A) অস্ট্রেলিয়া (B) স্লোভেনিয়া
(C) স্লোভাকিয়া (D) বসনিয়া
উত্তর : (A) অস্ট্রেলিয়া।

(২৫৩৯) ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট ভূমিরূপযুক্ত রাজ্য হল —
(A) পশ্চিমবঙ্গ (B) সিকিম
(C) ঝাড়খন্ড (D) মেঘালয়
উত্তর : (D) মেঘালয়।

(২৫৪০) ভারতের যে রাজ্যে বেলম গুহা (Belum Caves) ও বোরা গুহা (Borra Caves) রয়েছে —
(A) মহারাষ্ট্র (B) অন্ধ্রপ্রদেশ
(C) ছত্তিশগড় (D) রাজস্থান
উত্তর : (B) অন্ধ্রপ্রদেশ।

(২৫৪১) কাঙ্গের ভ্যালি (Kanger Valley) কার্স্ট অঞ্চল ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) মহারাষ্ট্র (B) অন্ধ্রপ্রদেশ
(C) ছত্তিশগড় (D) রাজস্থান
উত্তর : (C) ছত্তিশগড়।

(২৫৪২) ভারতের দীর্ঘতম কার্স্ট গুহা (Karst Cave) হল —
(A) ক্রেম লিয়াত প্রাহ (B) ক্রেম টিংহেং
(C) ক্রেম উমসিনরাং (D) ক্রেম রিসাং
উত্তর : (A) ক্রেম লিয়াত প্রাহ।

(২৫৪৩) ক্রেম লিয়াত প্রাহ (Krem Liat Prah) কার্স্ট গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) নাগাল্যান্ড (B) মণিপুর
(C) মিজোরাম (D) মেঘালয়
উত্তর : (D) মেঘালয়।

(২৫৪৪) ভারতের যে কার্স্ট গুহা ‘বাদুড় গুহা’ (Bat Cave) নামে পরিচিত —
(A) সিজু গুহা (B) সিনরাং গুহা
(C) রিসাং গুহা (D) পামিয়াং গুহা
উত্তর : (A) সিজু গুহা।

(২৫৪৫) সিজু গুহা (Siju Cave) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) মণিপুর (B) মিজোরাম
(C) মেঘালয় (D) নাগাল্যান্ড
উত্তর : (C) মেঘালয়।

(২৫৪৬) কৈলাশ গুহা (Kailash Cave) ও কোটমসর গুহা (Kotumsar Cave) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) রাজস্থান (B) ছত্তিশগড়
(C) মধ্যপ্রদেশ (D) বিহার
উত্তর : (B) ছত্তিশগড়।

(২৫৪৭) তপকেশ্বর গুহা (Tapakeshwar Cave) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) ছত্তিশগড় (B) উত্তরাখন্ড
(C) মিজোরাম (D) মেঘালয়
উত্তর : (B) উত্তরাখন্ড।

(২৫৪৮) মাদরকোন্টা গুহা (Madarkonta Cave) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) ছত্তিশগড় (B) রাজস্থান
(C) উত্তরাখন্ড (D) ওড়িশা
উত্তর : (A) ছত্তিশগড়।

(২৫৪৯) মহাকাল গুহা (Mahakal Cave) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) ওড়িশা (B) পশ্চিমবঙ্গ
(C) রাজস্থান (D) মেঘালয়
উত্তর : (B) পশ্চিমবঙ্গ।

(২৫৫০) জটাশঙ্কর গুহা (Jatashankar Cave) অবস্থিত —
(A) মধ্যপ্রদেশের পাঁচমারিতে (B) ছত্তিশগড়ের বস্তারে
(C) উত্তরাখন্ডের দেরাদুনে (D) মেঘালয়ের শিলংয়ে
উত্তর : (A) মধ্যপ্রদেশের পাঁচমারিতে।

(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-51)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-50

One thought on “WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-51

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!