Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-93

WBSSC SLST GEOGRAPHY PART-93

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৩ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-93) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-93

(৪৬০১) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ (Cultural Determinism) -এর জনক হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) এলেন চার্চিল সেম্পল (D) কার্ল অর্টউইন সাউয়ার
উত্তর : (D) কার্ল অর্টউইন সাউয়ার।

(৪৬০২) ‘Recent Developments in Cultural Geography’ (১৯২৭) রচনা করেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) এলেন চার্চিল সেম্পল (D) কার্ল অর্টউইন সাউয়ার
উত্তর : (D) কার্ল অর্টউইন সাউয়ার।

(৪৬০৩) ‘Agricultural Origins and Dispersals’ (১৯৫২) রচনা করেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) এলেন চার্চিল সেম্পল (D) কার্ল অর্টউইন সাউয়ার
উত্তর : (D) কার্ল অর্টউইন সাউয়ার।

(৪৬০৪) প্রকৃতির কিভাবে সামাজিক পরিবেশ, মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য, সামাজিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তা ব্যাখ্যা করে—
(A) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ (B) সামাজিক নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (B) সামাজিক নিয়ন্ত্রণবাদ।

(৪৬০৫) সামাজিক নিয়ন্ত্রণবাদ (Social Determinism) -এর প্রবক্তা হলেন —
(A) এমিল ডাকহাইম (B) কার্ল রিটার
(C) ফ্রেডরিখ র‍্যাটজেল (D) এডমন্ড ডেমোলাঁ
উত্তর : (A) এমিল ডাকহাইম।

(৪৬০৬) এমিল ডাকহাইম (Émile Durkheim) রচিত গ্রন্থ হল —
(A) Education and Sociology (B) Sociology and Philosophy
(C) Pragmatism and Sociology (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৬০৭) ‘Principles of Human Geography’ (১৯২০) গ্রন্থটি রচনা করেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) এলেন চার্চিল সেম্পল (D) কার্ল অর্টউইন সাউয়ার
উত্তর : (B) এলসওয়ার্থ হান্টিংটন।

(৪৬০৮) উত্তরাধিকার সূত্রে পাওয়া গুণাবলী মানুষের আচরণের নিয়ন্ত্রক, তা ব্যাখ্যা করে —
(A) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ (B) সামাজিক নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ।

(৪৬০৯) জাতিগত নিয়ন্ত্রণবাদ (Racial Determinism) -এর একজন প্রবক্তা হলেন —
(A) জর্জ স্টকিং (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) কার্ল রিটার
উত্তর : (A) জর্জ স্টকিং।

(৪৬১০) সমাজ কর্তৃক উৎপাদন ও পণ্য বন্টন সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রক, তা ব্যাখ্যা করে —
(A) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ (B) সামাজিক নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ।

(৪৬১১) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (Economic Determinism) -এর ধারণা দিয়েছিলেন —
(A) কার্ল মার্ক্স (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল রিটার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৬১২) দাস ক্যাপিটাল (Das Kapital) গ্রন্থটি রচনা করেন —
(A) কার্ল মার্ক্স (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল রিটার (D) জর্জ স্টকিং
উত্তর : (A) কার্ল মার্ক্স।

(৪৬১৩) মানুষের আচরণ নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা, তা ব্যাখ্যা করে —
(A) জৈবিক নিয়ন্ত্রণবাদ (B) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (A) জৈবিক নিয়ন্ত্রণবাদ।

(৪৬১৪) জৈবিক নিয়ন্ত্রণবাদ (Biological Determinism) -এর একজন প্রবক্তা হলেন —
(A) টমাস গ্রিফিথ টেলর (B) অগাস্ট ওয়েইজম্যান
(C) ভাসিলি ইভানোভিচ আনুচিন (D) জর্জ স্টকিং
উত্তর : (B) অগাস্ট ওয়েইজম্যান।

(৪৬১৫) নব-নিয়ন্ত্রণবাদ (Neo-Determinism) -এর প্রবক্তা হলেন —
(A) টমাস গ্রিফিথ টেলর (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) ভাসিলি ইভানোভিচ আনুচিন (D) জর্জ স্টকিং
উত্তর : (A) টমাস গ্রিফিথ টেলর।

(৪৬১৬) টমাস গ্রিফিথ টেলর (Thomas Griffith Taylor) যে সালে নব-নিয়ন্ত্রণবাদ (Neo-Determinism) ধারণার প্রবর্তন করেন —
(A) ১৯২০ (B) ১৯২১
(C) ১৯২২ (D) ১৯২৩
উত্তর : (A) ১৯২০।

(৪৬১৭) ‘Environment, Race and Migration’ (১৯২৭) গ্রন্থটি রচনা করেন —
(A) টমাস গ্রিফিথ টেলর (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) ভাসিলি ইভানোভিচ আনুচিন (D) জর্জ স্টকিং
উত্তর : (A) টমাস গ্রিফিথ টেলর।

(৪৬১৮) নব-নিয়ন্ত্রণবাদ (Neo-Determinism) অপর যে নামে পরিচিত —
(A) Environmental Determinism (B) Stop & Go Determinism
(C) Biological Determinism (D) Economic Determinism
উত্তর : (B) Stop & Go Determinism।

(৪৬১৯) নব-নিয়ন্ত্রণবাদ (Neo-Determinism) বা ‘Stop & Go Determinism’ হল যে দুই দৃষ্টিভঙ্গির মিশ্রণ —
(A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ (B) প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ ও গঠনবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ ও গঠনবাদ
উত্তর : (A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ।

(৪৬২০) ভাসিলি ইভানোভিচ আনুচিন (Vasily Ivanovich Anuchin) যে সালে নব-নিয়ন্ত্রণবাদ (Neo-Determinism) ধারণা প্রকাশ করেন —
(A) ১৯৫৯ (B) ১৯৬০
(C) ১৯৬১ (D) ১৯৬২
উত্তর : (B) ১৯৬০।

(৪৬২১) যে গ্রন্থে ভাসিলি ইভানোভিচ আনুচিন (Vasily Ivanovich Anuchin) নব-নিয়ন্ত্রণবাদ (Neo-Determinism) ধারণা প্রকাশ করেন —
(A) Civilization and Climate (B) Sociology and Philosophy
(C) Das Kapital (D) Theoretical Problems of Geography
উত্তর : (D) Theoretical Problems of Geography।

(৪৬২২) প্রেস্টন জেমস (Preston James) ও এডওয়ার্ড উলম্যান (Edward Ullman) যে প্রকার নিয়ন্ত্রণবাদের সমর্থক —
(A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ (B) জাতিগত নিয়ন্ত্রণবাদ
(C) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ (D) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ
উত্তর : (C) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ।

(৪৬২৩) নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক দৃষ্টিভঙ্গি হল —
(A) প্রত্যক্ষবাদ (B) অভিজ্ঞতাবাদ
(C) গঠনবাদ (D) সম্ভাবনাবাদ
উত্তর : (D) সম্ভাবনাবাদ।

(৪৬২৪) একজন নিয়ন্ত্রণবাদী হিসাবে পরিচিত নন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) লুসিয়েন ফেবর
(C) ফ্রেডরিক লে প্লে (D) ইমানুয়েল কান্ট
উত্তর : (B) লুসিয়েন ফেবর।

(৪৬২৫) যে দৃষ্টিভঙ্গি অনুসারে, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কে প্রকৃতিই প্রধান —
(A) জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (B) থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(C) উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (D) নিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
উত্তর : (A) জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি।

(WBSSC SLST GEOGRAPHY PART-93)

(৪৬২৬) জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (Geocratic Approach) -এর একজন সমর্থক হলেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) লুসিয়েন ফেবর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৬২৭) যে দৃষ্টিভঙ্গি অনুসারে, প্রকৃতির সবকিছুই ঈশ্বরের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয় —
(A) জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (B) থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(C) উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (D) নিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
উত্তর : (B) থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি।

(৪৬২৮) থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (Theocratic Approach) -এর একজন সমর্থক হলেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) কার্ল রিটার (D) টমাস গ্রিফিথ টেলর
উত্তর : (C) কার্ল রিটার।

(৪৬২৯) পরমকারণবাদ (Teleology) -এর প্রবক্তা হলেন —
(A) কার্ল মার্ক্স (B) প্রেস্টন জেমস
(C) জর্জ স্টকিং (D) কার্ল রিটার
উত্তর : (D) কার্ল রিটার।

(৪৬৩০) নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গিতে তিনটি পৃথক ভৌগোলিক পরিবেশে ইউরোপীয় সমাজ ব্যবস্থার বিকাশ দেখিয়েছেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) কার্ল রিটার
(C) ফ্রেডরিক লে প্লে (D) এডমন্ড ডেমোলাঁ
উত্তর : (C) ফ্রেডরিক লে প্লে।

(৪৬৩১) নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গিতে নেদারল্যান্ডের অধিবাসীদের আঁখিপল্লব গঠন ব্যাখ্যা করেন —
(A) ইমানুয়েল কান্ট (B) কার্ল রিটার
(C) ফ্রেডরিক লে প্লে (D) এডমন্ড ডেমোলাঁ
উত্তর : (A) ইমানুয়েল কান্ট।

(৪৬৩২) নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গিতে আফ্রিকাকে ‘কালো’, ইউরোপকে ‘শ্বেতাঙ্গ’ ও এশিয়াকে ‘তামাটে’ মানুষের দেশ হিসাবে চিহ্নিত করেন —
(A) ইমানুয়েল কান্ট (B) কার্ল রিটার
(C) ফ্রেডরিক লে প্লে (D) এডমন্ড ডেমোলাঁ
উত্তর : (B) কার্ল রিটার।

(৪৬৩৩) যে শতাব্দীর ভূগোলকে ধ্রুপদী ভূগোল (Classical Geography) বলা হয় —
(A) অষ্টাদশ (B) ঊনবিংশ
(C) সপ্তদশ (D) একবিংশ
উত্তর : (B) ঊনবিংশ।

(৪৬৩৪) ধ্রুপদী ভূগোল (Classical Geography) -এর উৎপত্তি হয় —
(A) জার্মানিতে (B) ইতালিতে
(C) কানাডাতে (D) রাশিয়াতে
উত্তর : (A) জার্মানিতে।

(৪৬৩৫) আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা (Founder of Modern Geography) রূপে পরিচিত —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) কার্ল রিটার
(C) ফ্রেডরিখ র‍্যাটজেল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৬৩৬) ভূগোলকে ‘প্রাণময় ভূ-বিশ্বের ছন্দোময় সামগ্রিক ঐক্যকে বোঝার উপায়’ বলেছেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (A) আলেকজান্ডার ফন হামবোল্ড।

(৪৬৩৭) ঐতিহাসিক বিভিন্নতাকে ভৌগোলিক বিভিন্নতার ফলাফল হিসাবে চিহ্নিত করেছেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (D) কার্ল রিটার।

(৪৬৩৮) ‘Erdkunde’ গ্রন্থ রচনা করেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (D) কার্ল রিটার।

(৪৬৩৯) ‘Cosmos’ গ্রন্থ রচনা করেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (A) আলেকজান্ডার ফন হামবোল্ড।

(৪৬৪০) ‘আরামকেদারায় বসা ভৌগোলিক’ (Armchair Geographer) নামে পরিচিত —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (D) কার্ল রিটার।

(৪৬৪১) যাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য প্রকৃতির ঐক্য (Unity of Nature) এবং কার্যকারণত্ব (Cause & Effect) —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (A) আলেকজান্ডার ফন হামবোল্ড।

(৪৬৪২) যাঁর ভৌগোলিক দৃষ্টিভঙ্গির প্রধান বিষয় হল পর্যবেক্ষণ, কান্টীয় অভিজ্ঞতাবাদ ও আরোহী যুক্তিপদ্ধতি —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (A) আলেকজান্ডার ফন হামবোল্ড।

(৪৬৪৩) যাঁর ভৌগোলিক দৃষ্টিভঙ্গির প্রধান বিষয় হল অনুভব ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান আহরণ, তুলনাত্মক পদ্ধতি, বিশ্লেষণ ও সংশ্লেষণ এবং সাধারণীকরণ —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) জর্জ স্টকিং
(C) টমাস গ্রিফিথ টেলর (D) কার্ল রিটার
উত্তর : (D) কার্ল রিটার।

(৪৬৪৪) ‘The Pulse of Asia’ (১৯০৭) গ্রন্থটি রচনা করেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) টমাস গ্রিফিথ টেলর (D) এলেন চার্চিল সেম্পল
উত্তর : (B) এলসওয়ার্থ হান্টিংটন।

(৪৬৪৫) ‘Influences of Geographic Environment’ (১৯১১) প্রবন্ধ রচনা করেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) টমাস গ্রিফিথ টেলর (D) এলেন চার্চিল সেম্পল
উত্তর : (D) এলেন চার্চিল সেম্পল।

(৪৬৪৬) রাজনৈতিক নিয়ন্ত্রণবাদ (Political Determinism) -এর একজন সমর্থক হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) হলফোর্ড জন ম্যাকিন্ডার
(C) এলেন চার্চিল সেম্পল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (B) হলফোর্ড জন ম্যাকিন্ডার।

(৪৬৪৭) ‘The Geographical Pivot of History’ (১৯০৪) প্রবন্ধ রচনা করেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) হলফোর্ড জন ম্যাকিন্ডার
(C) এলেন চার্চিল সেম্পল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (B) হলফোর্ড জন ম্যাকিন্ডার।

(৪৬৪৮) গ্রিসের স্বর্ণযুগ, পশ্চিম ইউরোপের নবজাগরণের পিছনে জলবায়ুর গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বলেছেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) হলফোর্ড জন ম্যাকিন্ডার
(C) এলেন চার্চিল সেম্পল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (D) এলসওয়ার্থ হান্টিংটন।

(৪৬৪৯) সামাজিক ডারউইনবাদ (Social Darwinism) -এর প্রধান প্রবর্তক হলেন —
(A) হারবার্ট স্পেনসার (B) কার্ল রিটার
(C) ফ্রেডরিখ র‍্যাটজেল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (A) হারবার্ট স্পেনসার।

(৪৬৫০) সামাজিক ডারউইনবাদ (Social Darwinism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কার্ল রিটার (B) জোসেফ ফিশার
(C) প্রেস্টন জেমস (D) জর্জ স্টকিং
উত্তর : (B) জোসেফ ফিশার।

(WBSSC SLST GEOGRAPHY PART-93)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-92

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-93

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!