WBSSC SLST GEOGRAPHY PART-88
WBSSC SLST GEOGRAPHY PART-88
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-88) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৩৫১) যে রঙের সি উইড ফায়োফাইটা (Phaeophyta) নামে পরিচিত —
(A) লাল (B) বাদামি
(C) সবুজ (D) নীল
উত্তর : (B) বাদামি।
(৪৩৫২) যে রঙের সি উইড ক্লোরোফাইটা (Chlorophyta) নামে পরিচিত —
(A) লাল (B) বাদামি
(C) সবুজ (D) নীল
উত্তর : (C) সবুজ।
(৪৩৫৩) সি উইড উৎপাদনে যে দেশ বিশ্বে প্রথম —
(A) চিন (B) জাপান
(C) চিলি (D) রাশিয়া
উত্তর : (A) চিন।
(৪৩৫৪) খাদ্য হিসাবে সি উইড থেকে পাওয়া যায় —
(A) আয়োডিন (B) ম্যাগনেসিয়াম
(C) ক্যালসিয়াম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৩৫৫) যে ভোজ্য সি উইড প্রজাতি ‘Sea Grapes’ বা ‘Green Caviar’ নামে পরিচিত —
(A) Caulerpa lentillifera (B) Caulerpa racemosa
(C) Eucheuma denticulatum (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৩৫৬) যে ভোজ্য সি উইড প্রজাতি ‘Irish Moss’ নামে পরিচিত —
(A) Chondrus uncialis (B) Chondrus crispus
(C) Chondrus armatus (D) Chondrus elatus
উত্তর : (B) Chondrus crispus।
(৪৩৫৭) যে ভোজ্য সি উইড প্রজাতি ‘Sea Lettuce’ নামে পরিচিত —
(A) Eucheuma serra (B) Hypnea divaricata
(C) Gracilaria salicornia (D) Ulva intestinalis
উত্তর : (D) Ulva intestinalis।
(৪৩৫৮) সি উইডে সঞ্চিত জৈবিক কার্বনকে বলে —
(A) ব্লু কার্বন (B) রেড কার্বন
(C) ব্ল্যাক কার্বন (D) সি কার্বন
উত্তর : (A) ব্লু কার্বন৷
(৪৩৫৯) পৃথিবীর মোট অক্সিজেনের যে শতাংশ সি উইড এবং অন্যান্য সামুদ্রিক শৈবাল উৎপাদন করে —
(A) ২০% (B) ৪০%
(C) ৭০% (D) ৯৫%
উত্তর : (C) ৭০%।
(৪৩৬০) ক্রিল (Krill) বলতে বোঝায় এক প্রকার —
(A) চিংড়ি জাতীয় প্রাণী (B) সামুদ্রিক উদ্ভিদ
(C) ডেমার্সাল মাছ (D) সামুদ্রিক শৈবাল
উত্তর : (A) চিংড়ি জাতীয় প্রাণী।
(৪৩৬১) যে মহাসাগরে সর্বাধিক পরিমাণে ক্রিল পাওয়া যায় —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) সুমেরু মহাসাগর (D) কুমেরু মহাসাগর
উত্তর : (D) কুমেরু মহাসাগর।
(৪৩৬২) সামুদ্রিক পরিবেশে বাণিজ্যিক ভাবে মাছ সহ সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর চাষকে বলে —
(A) এপিকালচার (B) হার্টিকালচার
(C) মেরিকালচার (D) পিসিকালচার
উত্তর : (C) মেরিকালচার।
(৪৩৬৩) পার্লকালচার (Pearlculture) -এর সাথে সম্পর্কিত প্রাণীটি হল —
(A) অক্টোপাস (B) স্কুইড
(C) ঝিনুক (D) চিংড়ি ও ক্রিল
উত্তর : (C) ঝিনুক।
(৪৩৬৪) সামুদ্রিক বাস্তুতন্ত্র ও সম্পদ নির্ভর অর্থনীতি যে নামে পরিচিত —
(A) গ্রিন ইকোনমি (B) ব্লু ইকোনমি
(C) রেড ইকোনমি (D) সি ইকোনমি
উত্তর : (B) ব্লু ইকোনমি।
(৪৩৬৫) ব্লু ইকোনমি (Blue Economy) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) গুন্টার পাউলি (B) সিলভিয়া আর্লে
(C) রবার্ট ব্যালার্ড (D) র্যাচেল কার্সন
উত্তর : (A) গুন্টার পাউলি।
(৪৩৬৬) গুন্টার পাউলি (Gunter Pauli) যে সালে ব্লু ইকোনমি (Blue Economy) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৯৩ (B) ১৯৯৪
(C) ১৯৯৫ (D) ১৯৯৬
উত্তর : (B) ১৯৯৪।
(৪৩৬৭) সামুদ্রিক মুক্তো চাষে পৃথিবীতে যে দেশ প্রথম স্থান অধিকার করে —
(A) ভারত (B) জাপান
(C) রাশিয়া (D) কানাডা
উত্তর : (B) জাপান।
(৪৩৬৮) ব্লু ইকোনমির ওপর ভারত যে দেশের সাথে টাস্ক ফোর্স গঠন করেছে —
(A) মেক্সিকো (B) নরওয়ে
(C) সুইডেন (D) অস্ট্রেলিয়া
উত্তর : (B) নরওয়ে।
(৪৩৬৯) সমুদ্র থেকে প্রাপ্ত একটি প্রচলিত শক্তি সম্পদ হল —
(A) খনিজ তেল (B) প্রাকৃতিক গ্যাস
(C) বায়ুশক্তি (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৩৭০) সমুদ্র থেকে প্রাপ্ত একটি অপ্রচলিত শক্তি সম্পদ হল —
(A) জোয়ার-ভাটা শক্তি (B) সমুদ্র তরঙ্গ শক্তি
(C) OTEC (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৩৭১) যে দেশে বিশ্বের প্রথম জোয়ার-ভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে —
(A) ফ্রান্স (B) জার্মানি
(C) চিন (D) রাশিয়া
উত্তর : (A) ফ্রান্স।
(৪৩৭২) যে সালে ফ্রান্সে বিশ্বের প্রথম জোয়ার-ভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে —
(A) ১৯৬৩ (B) ১৯৬৪
(C) ১৯৬৫ (D) ১৯৬৬
উত্তর : (D) ১৯৬৬।
(৪৩৭৩) বিশ্বের প্রথম জোয়ার-ভাটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে ফ্রান্সের —
(A) লা রান্স খাঁড়িতে (B) সেভার্ন উপকূলে
(C) ফান্ডি উপসাগরে (D) রোন নদীর মোহানাতে
উত্তর : (A) লা রান্স খাঁড়িতে।
(৪৩৭৪) বিশ্বের বৃহত্তম জোয়ার-ভাটা বিদ্যুৎ কেন্দ্র হল —
(A) লা রান্স খাঁড়ি (B) সিহওয়া হ্রদ
(C) কিসলায়া গুবা (D) উলডলমক
উত্তর : (B) সিহওয়া হ্রদ।
(৪৩৭৫) সিহওয়া হ্রদ (Sihwa Lake) জোয়ার-ভাটা বিদ্যুৎ কেন্দ্র যে দেশে অবস্থিত —
(A) ফ্রান্স (B) দক্ষিণ কোরিয়া
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (B) দক্ষিণ কোরিয়া।
(WBSSC SLST GEOGRAPHY PART-88)
(৪৩৭৬) ভারতের একটি প্রস্তাবিত জোয়ার-ভাটা বিদ্যুৎ কেন্দ্র হল —
(A) কচ্ছ উপকূল (গুজরাট) (B) দুর্গাদুয়ানি খাঁড়ি (সুন্দরবন)
(C) গোদাবরী ব-দ্বীপ (অন্ধ্রপ্রদেশ) (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৩৭৭) বর্তমানে (২০২৫) জোয়ার-ভাটা বিদ্যুৎ উৎপাদনে যে দেশ প্রথম —
(A) ফ্রান্স (B) দক্ষিণ আফ্রিকা
(C) দক্ষিণ কোরিয়া (D) ভারত
উত্তর : (C) দক্ষিণ কোরিয়া।
(৪৩৭৮) সমুদ্রজলের উষ্ণতার পার্থক্যকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে বলে —
(A) OETC (B) OCTE
(C) OTEC (D) OCET
উত্তর : (C) OTEC।
(৪৩৭৯) OTEC শব্দটির পূর্ণরূপ হল —
(A) Ocean Thermal Energy Consumption (B) Ocean Thermal Energy Conversion
(C) Ocean Temperature Energy Convection (D) Ocean Temperature Energy Conversion
উত্তর : (B) Ocean Thermal Energy Conversion।
(৪৩৮০) ওটেক (OTEC) পদ্ধতির প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) জ্যাক আর্সেন ডারসনভ্যাল (B) সিলভিয়া আর্লে
(C) ম্যাথিউ ফন্টেন মৌরি (D) রবার্ট ব্যালার্ড
উত্তর : (A) জ্যাক আর্সেন ডারসনভ্যাল।
(৪৩৮১) জ্যাক আর্সেন ডারসনভ্যাল (Jacques Arsène d’Arsonval) যে সালে ওটেক (OTEC) পদ্ধতির প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৮৭৮ (B) ১৮৭৯
(C) ১৮৮০ (D) ১৮৮১
উত্তর : (D) ১৮৮১।
(৪৩৮২) প্রথম ওটেক (OTEC) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেন —
(A) জর্জেস ক্লড (B) সিলভিয়া আর্লে
(C) রবার্ট ব্যালার্ড (D) জেমস কুক
উত্তর : (A) জর্জেস ক্লড।
(৪৩৮৩) জর্জেস ক্লড (Georges Claude) যে সালে প্রথম ওটেক (OTEC) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেন —
(A) ১৯৩০ (B) ১৯৩১
(C) ১৯৩২ (D) ১৯৩৩
উত্তর : (D) ১৯৩৩৷
(৪৩৮৪) যে দেশে বিশ্বের প্রথম ওটেক (OTEC) বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে —
(A) কানাডা (B) কিউবা
(C) ব্রাজিল (D) স্পেন
উত্তর : (B) কিউবা।
(৪৩৮৫) যে অঞ্চলের সমুদ্র ওটেক (OTEC) পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে আদর্শ —
(A) ক্রান্তীয় (B) উপক্রান্তীয়
(C) মেরু (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৩৮৬) ভারতের নির্মীয়মান ওটেক (OTEC) বিদ্যুৎ কেন্দ্র হল —
(A) তামিলনাড়ুর তিরুচেন্দুর (B) লক্ষদ্বীপের কাভারাত্তি
(C) কেরালার তিরুবনন্তপুরম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৩৮৭) সমুদ্র থেকে প্রবহমান ও অচিরাচরিত শক্তি পাওয়া যায় —
(A) ৫ প্রকার (B) ৬ প্রকার
(C) ৭ প্রকার (D) ৮ প্রকার
উত্তর : (D) ৮ প্রকার।
(৪৩৮৮) সমুদ্র তরঙ্গ থেকে যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তা হল —
(A) OTEC (B) WEC
(C) EMEC (D) OWEC
উত্তর : (B) WEC।
(৪৩৮৯) WEC শব্দটির পূর্ণরূপ হল —
(A) Wave Energy Convertor (B) Wave Electricity Conversion
(C) Water Energy Convertor (D) Wave Electricity Consumption
উত্তর : (A) Wave Energy Convertor।
(৪৩৯০) সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) জ্যাক আর্সেন ডারসনভ্যাল (B) সিলভিয়া আর্লে
(C) পিয়ের-সিমোঁ গিরার্ড (D) রবার্ট ব্যালার্ড
উত্তর : (C) পিয়ের-সিমোঁ গিরার্ড।
(৪৩৯১) পিয়ের-সিমোঁ গিরার্ড (Pierre-Simon Girard) যে সালে সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৭৯৬ (B) ১৭৯৭
(C) ১৭৯৮ (D) ১৭৯৯
উত্তর : (D) ১৭৯৯।
(৪৩৯২) সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি পদ্ধতি হল —
(A) ওভারটপিং (B) পয়েন্ট অ্যাবসরবার
(C) অ্যাটিনুয়েটর (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৩৯৩) সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রথম বাণিজ্যিক যন্ত্র স্থাপিত হয় যে দেশে —
(A) ব্রিটিশ যুক্তরাজ্য (B) চিন
(C) জার্মানি (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) ব্রিটিশ যুক্তরাজ্য।
(৪৩৯৪) সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনে CETO প্রযুক্তির সাথে সম্পর্কিত দেশটি হল —
(A) কানাডা (B) অস্ট্রেলিয়া
(C) নরওয়ে (D) জার্মানি
উত্তর : (B) অস্ট্রেলিয়া।
(৪৩৯৫) যে দেশ প্রথম তরঙ্গ খামার (Wave Farm) গড়ে তোলে —
(A) অস্ট্রেলিয়া (B) রাশিয়া
(C) পর্তুগাল (D) কানাডা
উত্তর : (C) পর্তুগাল।
(৪৩৯৬) বিশ্বের প্রথম তরঙ্গ খামার (Wave Farm) হল —
(A) অগুকাডোউরা (B) ফলানসি
(C) লা রান্স খাঁড়ি (D) কর্নওয়াল
উত্তর : (A) অগুকাডোউরা।
(৪৩৯৭) ভারতে সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে —
(A) কেরালার ভিজিঞ্জামে (B) অন্ধ্রপ্রদেশের পেরুপালেম
(C) তামিলনাড়ুর রামেশ্বরমে (D) কর্ণাটকের উদুপিতে
উত্তর : (A) কেরালার ভিজিঞ্জামে।
(৪৩৯৮) যে সালে কেরালার ভিজিঞ্জাম (Vizhinjam)-এ সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয় —
(A) ১৯৯১ (B) ১৯৯২
(C) ১৯৯৩ (D) ১৯৯৪
উত্তর : (A) ১৯৯১।
(৪৩৯৯) অসমোটিক শক্তি (Osmotic Power) উৎপাদন করা হয় সমুদ্রজলের যা থেকে —
(A) উষ্ণতার পার্থক্য (B) তরঙ্গের শক্তি
(C) লবণতার পার্থক্য (D) জোয়ার-ভাটা
উত্তর : (C) লবণতার পার্থক্য।
(৪৪০০) অসমোটিক শক্তি (Osmotic Power) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) রবার্ট এডমন্ড প্যাটেল (B) চার্লস থমসন
(C) ম্যাথিউ ফন্টেন মৌরি (D) সিলভিয়া আর্লে
উত্তর : (A) রবার্ট এডমন্ড প্যাটেল।
(WBSSC SLST GEOGRAPHY PART-88)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-89 - ভূগোলিকা-Bhugolika