Wednesday, July 30, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBPSC

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সহকারী শিক্ষক/শিক্ষিকা ভূগোল পর্ব-৪৭ (WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47)-তে ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47

(২৩০১) উত্থিত সমুদ্র মঞ্চ (Raised Marine Platform) দেখা যায় —
(A) ক্যালিফোর্ণিয়ার ওয়াটার ক্যানিয়ন সৈকতে (B) অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে
(C) ব্রাজিলের কোপাকাবানা সৈকতে (D) হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াইকিকি সৈকতে
উত্তর : (A) ক্যালিফোর্ণিয়ার ওয়াটার ক্যানিয়ন সৈকতে।

(২৩০২) কঠিন শিলাগঠিত সমুদ্র ভৃগুর কোনো দুর্বল স্থান, দারণ বা ফাটল বরাবর সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে সৃষ্ট সুড়ঙ্গকে বলে —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) সামুদ্রিক গুহা
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) ব্লোহোল
উত্তর : (B) সামুদ্রিক গুহা।

(২৩০৩) সামুদ্রিক গুহা (Sea Cave) অপর যে নামে পরিচিত —
(A) Littoral Cave (B) Talus Cave
(C) Solution Cave (D) Lava Cave
উত্তর : (A) Littoral Cave।

(২৩০৪) ফিঙ্গালের গুহা (Fingal’s Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) ফিনল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) স্কটল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (C) স্কটল্যান্ড।

(২৩০৫) ব্লু গ্রোটো (Blue Grotto) ও নেপচুনের গ্রোটো (Neptune’s Cave) সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) কানাডা (B) ইতালি
(C) জার্মানি (D) ব্রিটেন
উত্তর : (B) ইতালি।

(২৩০৬) বেনাগিল গুহা (Benagil Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) স্লোভেনিয়া (B) পর্তুগাল
(C) অস্ট্রেলিয়া (D) কানাডা
উত্তর : (B) পর্তুগাল।

(২৩০৭) বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক গুহা (World’s Longest Sea Cave) হল —
(A) মাটাইনাকা গুহা (B) বেনাগিল গুহা
(C) টেনসোডো গুহা (D) নেরেও গুহা
উত্তর : (A) মাটাইনাকা গুহা।

(২৩০৮) মাটাইনাকা গুহা (Matainaka Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) অস্ট্রেলিয়া (B) নিউজিল্যান্ড
(C) স্কটল্যান্ড (D) আয়ারল্যান্ড
উত্তর : (B) নিউজিল্যান্ড।

(২৩০৯) আয়তন অনুসারে, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক গুহা (World’s Largest Sea Cave) হল —
(A) রিকোরিকো গুহা (B) বেনাগিল গুহা
(C) টেনসোডো গুহা (D) নেরেও গুহা
উত্তর : (A) রিকোরিকো গুহা।

(২৩১০) রিকোরিকো গুহা (Rikoriko Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) নিউজিল্যান্ড (D) ফিনল্যান্ড
উত্তর : (C) নিউজিল্যান্ড।

(২৩১১) ভারতের যে রাজ্যে কুয়েরিম গুহা (Querim Cave) ও কুপা গুহা (Cupa Cave) নামক সামুদ্রিক গুহা রয়েছে —
(A) গোয়া (B) মহারাষ্ট্র
(C) গুজরাট (D) কেরালা
উত্তর : (A) গোয়া।

(২৩১২) সমুদ্র তরঙ্গের আঘাতে সামুদ্রিক গুহার ছাদ ধ্বসে গিয়ে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি সৃষ্টি হয়, তাকে বলে —
(A) জিও (B) ব্লোহোল
(C) ক্যাজম (D) গ্লুপ
উত্তর : (A) জিও।

(২৩১৩) জিও (Geo) দেখা যায় —
(A) স্কটল্যান্ডের ওর্কনি উপকূলে (B) ভারতের মালাবার উপকূলে
(C) ইংল্যান্ডের ডোভার উপকূলে (D) উপরের সবকটিই
উত্তর : (A) স্কটল্যান্ডের ওর্কনি উপকূলে।

(২৩১৪) সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র ভৃগুতে সৃষ্ট খাঁজ বড়ো হয়ে খাদে পরিণত হলে, তাকে বলে —
(A) জিও (B) ব্লোহোল
(C) ক্যাজম (D) গ্লুপ
উত্তর : (C) ক্যাজম।

(২৩১৫) ক্যালডার’স্ জিও (Calder’s Geo) যে দেশের উপকূলে অবস্থিত —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (A) স্কটল্যান্ড।

(২৩১৬) কোমল শিলা গঠিত অগ্রভূমির দুইপাশে কিংবা অগ্রভূমির কোনো দুর্বল স্থান বরাবর সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে সৃষ্ট সামুদ্রিক গুহা পরস্পর মিলিত হয়ে সেতু আকৃতি ধারণ করলে, তাকে বলে —
(A) স্বাভাবিক চিমনি (B) জিও
(C) গ্লুপ (D) সামুদ্রিক খিলান
উত্তর : (D) সামুদ্রিক খিলান।

(২৩১৭) লন্ডন ব্রিজ (London Bridge) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) অস্ট্রেলিয়া (B) ব্রিটেন
(C) নরওয়ে (D) কানাডা
উত্তর : (A) অস্ট্রেলিয়া।

(২৩১৮) হোল-ইন-দ্য-ওয়াল (Hole-in-the-Wall) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) কানাডা
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (D) দক্ষিণ আফ্রিকা।

(২৩১৯) ডার্ডেল ডোর (Durdle Door) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) ইংল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (A) ইংল্যান্ড।

(২৩২০) এল আর্কো (El Arco) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) ইতালি (B) জার্মানি
(C) রাশিয়া (D) মেক্সিকো
উত্তর : (D) মেক্সিকো।

(২৩২১) ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে দ্বীপের উপকূলে হাওড়া ব্রিজ (Howrah Bridge) নামক সামুদ্রিক খিলান (Sea Arch) রয়েছে —
(A) বারাটাং দ্বীপ (B) হ্যাভলক দ্বীপ/স্বরাজ দ্বীপ
(C) মায়াবন্দর দ্বীপ (D) নীল দ্বীপ/শহীদ দ্বীপ
উত্তর : (D) নীল দ্বীপ/শহীদ দ্বীপ।

(২৩২২) সমুদ্র তরঙ্গের আঘাতে সামুদ্রিক খিলানের ওপরের অংশ ভেঙে পড়লে, অগভীর সমুদ্রে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত স্তম্ভকে বলে —
(A) স্ট্যাক (B) স্টাম্প
(C) জিও (D) ক্যাজম
উত্তর : (A) স্ট্যাক।

(২৩২৩) স্ট্যাক (Stack) -এর ক্ষয়জাত অবশিষ্ট অংশকে বলে —
(A) জিও (B) ক্যাজম
(C) ব্লোহোল (D) স্টাম্প
উত্তর : (D) স্টাম্প।

(২৩২৪) স্ট্যাক (Stack) অপর যে নামে পরিচিত —
(A) সামুদ্রিক স্তম্ভ (B) স্বাভাবিক চিমনি
(C) সামুদ্রিক মঞ্চ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৩২৫) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ ‘স্কেরি’ (Skerry) নামেও পরিচিত —
(A) ব্লোহোল (B) স্ট্যাক
(C) ক্যাজম (D) জিও
উত্তর : (B) স্ট্যাক।

(২৩২৬) ভারতের যে উপকূলে স্ট্যাক (Stack) ও স্টাম্প (Stump) দেখা যায় —
(A) কচ্ছ উপকূল (B) দীঘা উপকূল
(C) গোয়া উপকূল (D) পুরী উপকূল
উত্তর : (C) গোয়া উপকূল।

(২৩২৭) দ্বাদশ শিষ্য (The Twelve Apostles) এবং টোটেম পোল (Totem Pole) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দেশে —
(A) অস্ট্রেলিয়া (B) ইতালি
(C) নরওয়ে (D) জার্মানি
উত্তর : (A) অস্ট্রেলিয়া।

(২৩২৮) দ্য ওল্ড ম্যান অফ হোয় (The Old Man of Hoy) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দেশে —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (A) স্কটল্যান্ড।

(২৩২৯) সমুদ্রজলের সর্বোচ্চ সীমা ও ভাটার সীমারেখার মধ্যবর্তী অঞ্চলে পলি, বালি, নুড়ি সঞ্চিত ঈষৎ ঢালু ভূমিকে বলে —
(A) সৈকত (B) ব্লোহোল
(C) ক্যাজম (D) টম্বোলো
উত্তর : (A) সৈকত।

(২৩৩০) একটি আর্দশ সৈকত (Beach) -এর প্রধান অংশ —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (A) ২ টি।

(২৩৩১) উচ্চ সৈকত (Upper Beach) -এর গড় ঢাল হয় —
(A) ০°-৫° (B) ৫°-১০°
(C) ০°-২° (D) ১০°-২০°
উত্তর : (D) ১০°-২০°।

(২৩৩২) নিম্ন সৈকত (Lower Beach) -এর গড় ঢাল হয় —
(A) ০°-৫° (B) ৫°-১০°
(C) ০°-২° (D) ১০°-২০°
উত্তর : (C) ০°-২°।

(২৩৩৩) নুড়ি, পাথর প্রভৃতি দ্বারা গঠিত সৈকতকে বলে —
(A) উপল সৈকত (B) পকেট সৈকত
(C) বালু সৈকত (D) A ও B উভয়ই
উত্তর : (A) উপল সৈকত।

(২৩৩৪) ক্ষুদ্র উপসাগরের শীর্ষদেশে গঠিত পাথুরে সৈকতকে বলে —
(A) উপল সৈকত (B) পকেট সৈকত
(C) বালু সৈকত (D) A ও B উভয়ই
উত্তর : (B) পকেট সৈকত।

(২৩৩৫) সৈকতের উর্দ্ধাংশে ভরা কোটালের সময় জলতলের ওপরে অবস্থানকারী বালুকাময় শৈলশিরা বা সংকীর্ণ উচ্চভূমিকে বলে —
(A) ঝঞ্ঝা শিরা (B) স্টর্ম রিজ
(C) বার্ম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৩৩৬) শিঙ্গল (Shingle) বলতে বোঝায় সৈকত অঞ্চলের —
(A) নুড়ি জাতীয় স্থূল পদার্থ (B) বালি জাতীয় সূক্ষ্ম পদার্থ
(C) পলি জাতীয় সূক্ষ্ম পদার্থ (D) চুন জাতীয় স্থূল পদার্থ
উত্তর : (A) নুড়ি জাতীয় স্থূল পদার্থ।

(২৩৩৭) ঝঞ্ঝা শিরা (Storm Ridge) -এর সমান্তরালে গঠিত ভরা কোটালের সময় জলতলের নিচে অবস্থানকারী বালুকাময় শৈলশিরা —
(A) সোয়াশ বাঁধ (B) সৈকত শিরা
(C) বার্ম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৩৩৮) সৈকতের উর্দ্ধাংশে স্থূল পদার্থ গঠিত চাঁদের কলার মতো বিস্তৃত উঁচু সূক্ষ্ম প্রান্তকে বলে —
(A) সৈকত শিরা (B) ঝঞ্ঝা শিরা
(C) সৈকত কাস্প (D) সোয়াশ বাঁধ
উত্তর : (C) সৈকত কাস্প।

(২৩৩৯) সৈকতে ভরা কোটালের পর বালু শিরার মধ্যবর্তী জলপূর্ণ সংকীর্ণ খাতকে বলে —
(A) বার্ম (B) ব্লোহোল
(C) রানেল (D) জিও
উত্তর : (C) রানেল।

(২৩৪০) সৈকতে দুটি বার্মের মধ্যবর্তী দীর্ঘাকার, নিচু, ক্ষুদ্র উপত্যকা সদৃশ ভূমিরূপকে বলে —
(A) রানেল (B) সোয়েল
(C) ক্যাজম (D) ব্লোহোল
উত্তর : (B) সোয়েল।

(২৩৪১) উপকূলের সমান্তরালে বা আড়াআড়িভাবে কিংবা উপকূলের কাছে অর্ধচন্দ্রাকারে বালি, নুড়ি ইত্যাদি সঞ্চিত চড়াকে বলে —
(A) বাঁধ (B) হুক
(C) লুপ (D) স্পিট
উত্তর : (A) বাঁধ।

(২৩৪২) সামুদ্রিক বাঁধ (Bar) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(২৩৪৩) উপকূলের সমান্তরালে গঠিত উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাঁধকে বলে —
(A) পুরোদেশীয় বাঁধ (B) বেরিয়ার বিচ
(C) পশ্চাৎদেশীয় বাঁধ (D) টম্বোলো
উত্তর : (A) পুরোদেশীয় বাঁধ।

(২৩৪৪) উপকূল থেকে উপহ্রদ বা লেগুন দ্বারা পৃথক বাঁধকে বলে —
(A) পুরোদেশীয় বাঁধ (B) বেরিয়ার বিচ
(C) পশ্চাৎদেশীয় বাঁধ (D) টম্বোলো
উত্তর : (B) বেরিয়ার বিচ।

(২৩৪৫) যে বাঁধ উপকূলের মূল ভূমিভাগের সাথে একটি বা দুটি দ্বীপকে যুক্ত করে, তাকে বলে —
(A) পুরোদেশীয় বাঁধ (B) বেরিয়ার বিচ
(C) পশ্চাৎদেশীয় বাঁধ (D) টম্বোলো
উত্তর : (D) টম্বোলো।

(২৩৪৬) পুরোদেশীয় বাঁধ (Off-Shore Bar) দেখা যায় ভারতের যে উপকূলে —
(A) কচ্ছ উপকূল (B) গোয়া উপকূল
(C) কেরালা উপকূল (D) কন্নড় উপকূল
উত্তর : (C) কেরালা উপকূল।

(২৩৪৭) আমেরিকা যুক্তরাষ্ট্রের যে উপকূলীয় অঞ্চলে বেরিয়ার বিচ (Barrier Beach) বা বেরিয়ার দ্বীপ (Barrier Island) দেখা যায় —
(A) নিউ জার্সি থেকে ফ্লোরিডা উপকূল (B) ফ্লোরিডা থেকে টেক্সাস উপকূল
(C) ক্যালিফোর্ণিয়া থেকে ওরেগন উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৩৪৮) পৃথিবীর বৃহত্তম বেরিয়ার দ্বীপ (World’s Largest Barrier Island) হল —
(A) ফ্রেজার দ্বীপ (B) পাদ্রে দ্বীপ
(C) মোরটন দ্বীপ (D) র‍্যাবিট দ্বীপ
উত্তর : (A) ফ্রেজার দ্বীপ।

(২৩৪৯) পৃথিবীর দীর্ঘতম বেরিয়ার দ্বীপ (World’s Longest Barrier Island) হল —
(A) ফ্রেজার দ্বীপ (B) পাদ্রে দ্বীপ
(C) মোরটন দ্বীপ (D) র‍্যাবিট দ্বীপ
উত্তর : (B) পাদ্রে দ্বীপ।

(২৩৫০) ভারতের একটি বেরিয়ার দ্বীপ (Barrier Island) -এর উদাহরণ হল —
(A) হ্যাভেলক (B) শ্রীহরিকোটা
(C) উমানন্দ (D) ভূতনি
উত্তর : (B) শ্রীহরিকোটা।

(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47)

(WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-46

 

One thought on “WBPSC ASSISTANT MASTER/MISTRESS GEOGRAPHY PART-47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!