Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-84

WBSSC SLST GEOGRAPHY PART-84

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮৪ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-84) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-84

(৪১৫১) পিলেজিক (Pelagic) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নেস্ট হেকেল (B) জন মারে
(C) টমাস ব্লান্ট (D) ডেভিড হো
উত্তর : (C) টমাস ব্লান্ট।

(৪১৫২) টমাস ব্লান্ট (Thomas Blount) যে সালে পিলেজিক (Pelagic) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৬৫৬ (B) ১৬৫৭
(C) ১৬৫৮ (D) ১৬৫৯
উত্তর : (A) ১৬৫৬।

(৪১৫৩) জন মারে (John Murray) -এর শ্রেণীবিভাগ অনুসারে, সামুদ্রিক অবক্ষেপ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪১৫৪) জন মারে (John Murray) -এর শ্রেণীবিভাগ অনুসারে, প্রধান দুই প্রকার সামুদ্রিক অবক্ষেপ হল —
(A) টেরিজেনাস ও নেরিটিক (B) টেরিজেনাস ও পিলেজিক
(C) পিলেজিক ও নেরিটিক (D) নেরিটিক ও অর্গানিক
উত্তর : (B) টেরিজেনাস ও পিলেজিক।

(৪১৫৫) জেমস ট্রেভিস জেনকিন্স (James Travis Jenkins) -এর শ্রেণীবিভাগ অনুসারে, সামুদ্রিক অবক্ষেপ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪১৫৬) জেমস ট্রেভিস জেনকিন্স (James Travis Jenkins) -এর শ্রেণীবিভাগ অনুসারে, প্রধান তিন প্রকার সামুদ্রিক অবক্ষেপ হল —
(A) গভীর সমুদ্র, অগভীর সমুদ্র ও পিলেজিক অবক্ষেপ (B) গভীর সমুদ্র, অগভীর সমুদ্র ও নেরিটিক অবক্ষেপ
(C) গভীর সমুদ্র, অগভীর সমুদ্র ও তটদেশীয় অবক্ষেপ (D) গভীর সমুদ্র, নেরিটিক ও পিলেজিক অবক্ষেপ
উত্তর : (C) গভীর সমুদ্র, অগভীর সমুদ্র ও তটদেশীয় অবক্ষেপ।

(৪১৫৭) উৎপত্তি অনুসারে, সামুদ্রিক অবক্ষেপ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪১৫৮) উৎপত্তি অনুসারে, প্রধানত দুই প্রকার সামুদ্রিক অবক্ষেপ হল —
(A) নেরিটিক ও পিলেজিক অবক্ষেপ (B) পার্থিব ও মহাজাগতিক অবক্ষেপ
(C) গভীর ও অগভীর সমুদ্র অবক্ষেপ (D) টেরিজেনাস ও পিলেজিক অবক্ষেপ
উত্তর : (B) পার্থিব ও মহাজাগতিক অবক্ষেপ।

(৪১৫৯) অবস্থান অনুসারে, সামুদ্রিক অবক্ষেপ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪১৬০) অবস্থান অনুসারে, প্রধানত দুই প্রকার সামুদ্রিক অবক্ষেপ হল —
(A) নেরিটিক ও পিলেজিক অবক্ষেপ (B) পার্থিব ও মহাজাগতিক অবক্ষেপ
(C) গভীর ও অগভীর সমুদ্র অবক্ষেপ (D) টেরিজেনাস ও পিলেজিক অবক্ষেপ
উত্তর : (C) গভীর ও অগভীর সমুদ্র অবক্ষেপ।

(৪১৬১) পার্থিব অবক্ষেপ (Terrestrial Deposits) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (D) ৫ প্রকার।

(৪১৬২) স্থলভাগের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে নুড়ি, কাঁকর, বালি, পলি, কাদা ইত্যাদি সমুদ্র তলদেশে সঞ্চিত হলে, তাকে বলে —
(A) স্থলবিধৌত অবক্ষেপ (B) টেরিজেনাস অবক্ষেপ
(C) পিলেজিক অবক্ষেপ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪১৬৩) ‘Manual of Sedimentary Petrology’ রচনা করেন —
(A) মারে ও রেনার্ড (B) ক্রুম্বেইন ও পেটিজন
(C) ক্রুম্বেইন ও মারে (D) রেনার্ড ও পেটিজন
উত্তর : (B) ক্রুম্বেইন ও পেটিজন।

(৪১৬৪) উইলিয়াম ক্রিশ্চিয়ান ক্রুম্বেইন (William Christian Krumbein) এবং ফ্রান্সিস জন পেটিজন (Francis John Pettijohn) যে সালে স্থলবিধৌত অবক্ষেপ (Terrigenous Deposits)-এর শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৩৫ (B) ১৯৩৬
(C) ১৯৩৭ (D) ১৯৩৮
উত্তর : (D) ১৯৩৮।

(৪১৬৫) ক্রুম্বেইন (Krumbein) এবং পেটিজন (Pettijohn) -এর শ্রেণীবিভাগ অনুসারে, স্থলবিধৌত অবক্ষেপ (Terrigenous Deposits) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪১৬৬) স্থলবিধৌত অবক্ষেপ নুড়ি (Gravel) -এর ব্যাস —
(A) ২-২৫৬ মিমি (B) ১/১২৮-১/৮১৯২ মিমি
(C) ১/৩২-১/৮১৯২ মিমি (D) ১-১৫৬ মিমি
উত্তর : (A) ২-২৫৬ মিমি।

(৪১৬৭) স্থলবিধৌত অবক্ষেপ বালি (Sand) -এর ব্যাস —
(A) ২-২৫৬ মিমি (B) ১/১৬-২ মিমি
(C) ১/৩২-২ মিমি (D) ১-১৫৬ মিমি
উত্তর : (B) ১/১৬-২ মিমি।

(৪১৬৮) স্থলবিধৌত অবক্ষেপ কাদা (Mud) -এর ব্যাস —
(A) ২-২৫৬ মিমি (B) ১/১২৮-১/৮১৯২ মিমি
(C) ১/৩২-১/৮১৯২ মিমি (D) ১-১৫৬ মিমি
উত্তর : (B) ১/১২৮-১/৮১৯২ মিমি।

(৪১৬৯) যে প্রকার স্থলবিধৌত অবক্ষেপ (Terrigenous Deposits) উপকূলের সবচেয়ে নিকটে সঞ্চিত হয় —
(A) নুড়ি (B) কাদা
(C) বালি (D) A ও B উভয়ই
উত্তর : (A) নুড়ি।

(৪১৭০) যে প্রকার স্থলবিধৌত অবক্ষেপ (Terrigenous Deposits) উপকূলের সবচেয়ে দূরে সঞ্চিত হয় —
(A) নুড়ি (B) কাদা
(C) বালি (D) A ও B উভয়ই
উত্তর : (B) কাদা।

(৪১৭১) স্থলবিধৌত অবক্ষেপ কাদা (Mud) রঙ বৈচিত্র্য অনুসারে প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪১৭২) রঙ বৈচিত্র্য অনুসারে, স্থলবিধৌত অবক্ষেপ কাদা (Mud) যে তিন প্রকারের হয় —
(A) লাল-নীল-হলুদ (B) লাল-হলুদ-সবুজ
(C) লাল-নীল-সবুজ (D) নীল-হলুদ-সবুজ
উত্তর : (C) লাল-নীল-সবুজ।

(৪১৭৩) যে রঙের স্থলবিধৌত অবক্ষেপ কাদা সর্বাধিক পরিমাণে দেখা যায় —
(A) লাল কাদা (B) নীল কাদা
(C) সবুজ কাদা (D) হলুদ কাদা
উত্তর : (B) নীল কাদা।

(৪১৭৪) নীল কাদা (Blue Mud)-এর প্রধান উপাদান —
(A) লৌহ সালফাইড (B) জৈব পদার্থ
(C) লৌহ অক্সাইড (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪১৭৫) নীল কাদাতে চুনের পরিমাণ —
(A) ৩২% (B) ৩৫%
(C) ০.৫৬% (D) ৫৬%
উত্তর : (B) ৩৫%।

(WBSSC SLST GEOGRAPHY PART-84)

(৪১৭৬) আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর, ভূমধ্যসাগর ও বান্দা সাগরে প্রধানত যে প্রকার কাদা দেখা যায় —
(A) লাল কাদা (B) সবুজ কাদা
(C) নীল কাদা (D) হলুদ কাদা
উত্তর : (C) নীল কাদা।

(৪১৭৭) লাল কাদা (Red Mud)-এর প্রধান উপাদান —
(A) লৌহ সালফাইড (B) জৈব পদার্থ
(C) লৌহ অক্সাইড (D) A ও B উভয়ই
উত্তর : (C) লৌহ অক্সাইড।

(৪১৭৮) লাল কাদাতে চুনের পরিমাণ —
(A) ৩২% (B) ৩৫%
(C) ০.৫৬% (D) ৫৬%
উত্তর : (A) ৩২%।

(৪১৭৯) পীত সাগর, আটলান্টিক মহাসাগর ও ব্রাজিল উপকূলে প্রধানত যে প্রকার কাদা দেখা যায় —
(A) লাল কাদা (B) সবুজ কাদা
(C) নীল কাদা (D) হলুদ কাদা
উত্তর : (A) লাল কাদা।

(৪১৮০) সবুজ কাদা (Green Mud)-এর প্রধান উপাদান —
(A) পটাশিয়াম সিলিকেট (B) গ্লুকোনাইট
(C) লৌহ অক্সাইড (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪১৮১) সবুজ কাদাতে চুনের পরিমাণ —
(A) ০-৩২% (B) ০-৩৫%
(C) ০-৫৬% (D) ০-৭৬%
উত্তর : (C) ০-৫৬%।

(৪১৮২) উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূল ও আটলান্টিক উপকূল, অস্ট্রেলিয়া ও জাপান উপকূলে প্রধানত যে প্রকার কাদা দেখা যায় —
(A) লাল কাদা (B) সবুজ কাদা
(C) নীল কাদা (D) হলুদ কাদা
উত্তর : (B) সবুজ কাদা।

(৪১৮৩) নীল কাদা সাধারণত যে গভীরতায় সঞ্চিত হয় —
(A) ২৫০-৫৬০০ মিটার (B) ২৫০-২৫০০ মিটার
(C) ২৫০-১৮০০ মিটার (D) ২৫০-৩৫০০ মিটার
উত্তর : (A) ২৫০-৫৬০০ মিটার।

(৪১৮৪) লাল কাদা সাধারণত যে গভীরতায় সঞ্চিত হয় —
(A) ২৫০-৫৬০০ মিটার (B) ২৫০-২৫০০ মিটার
(C) ২৫০-১৮০০ মিটার (D) ২৫০-৩৫০০ মিটার
উত্তর : (B) ২৫০-২৫০০ মিটার।

(৪১৮৫) সবুজ কাদা সাধারণত যে গভীরতায় সঞ্চিত হয় —
(A) ২৫০-৫৬০০ মিটার (B) ২৫০-২৫০০ মিটার
(C) ২৫০-১৮০০ মিটার (D) ২৫০-৩৫০০ মিটার
উত্তর : (C) ২৫০-১৮০০ মিটার।

(৪১৮৬) স্থলভাগের আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই, ভস্ম ইত্যাদি বায়ুপ্রবাহ দ্বারা মহাসাগরের জলে অধঃক্ষিপ্ত ও সঞ্চিত হলে, সেই প্রকার আগ্নেয় অবক্ষেপ (Volcanic Deposits)-কে বলে —
(A) উপবায়বীয় অবক্ষেপ (B) অন্তঃসাগরীয় অবক্ষেপ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) উপবায়বীয় অবক্ষেপ।

(৪১৮৭) সমুদ্র তলদেশে অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় পদার্থ সঞ্চিত হলে, সেই প্রকার আগ্নেয় অবক্ষেপ (Volcanic Deposits)-কে বলে —
(A) উপবায়বীয় অবক্ষেপ (B) অন্তঃসাগরীয় অবক্ষেপ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) অন্তঃসাগরীয় অবক্ষেপ।

(৪১৮৮) সমুদ্র তলদেশে বিভিন্ন সামুদ্রিক জীবের দেহাবশেষ ও জীবাশ্ম ক্ষয়প্রাপ্ত হয়ে যে চুন ও সিলিকা সমৃদ্ধ অবক্ষেপ সৃষ্টি করে, তাকে বলে —
(A) জৈব অবক্ষেপ (B) অজৈব অবক্ষেপ
(C) আগ্নেয় অবক্ষেপ (D) কোনোটিই নয়
উত্তর : (A) জৈব অবক্ষেপ।

(৪১৮৯) সমুদ্র তলদেশের জৈব অবক্ষেপ (Organic Deposits) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪১৯০) নেরিটিক (Neritic) শব্দটির অর্থ হল —
(A) সামুদ্রিক শ্যাওলা (B) সামুদ্রিক শামুক
(C) সামুদ্রিক গুহা (D) উন্মুক্ত ও গভীর সমুদ্র
উত্তর : (B) সামুদ্রিক শামুক।

(৪১৯১) পিলেজিক (Pelagic) শব্দটির অর্থ হল —
(A) সামুদ্রিক শ্যাওলা (B) সামুদ্রিক শামুক
(C) সামুদ্রিক গুহা (D) উন্মুক্ত ও গভীর সমুদ্র
উত্তর : (D) উন্মুক্ত ও গভীর সমুদ্র।

(৪১৯২) মহীসোপান অঞ্চলের কম লবণাক্ত ও অগভীর জলে বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের সঞ্চয়কে বলে —
(A) নেরিটিক অবক্ষেপ (B) পিলেজিক অবক্ষেপ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) নেরিটিক অবক্ষেপ

(৪১৯৩) উন্মুক্ত ও গভীর সমুদ্রে বিভিন্ন সামুদ্রিক শ্যাওলা ও অণুজীবের দেহাবশেষের তরল, পিচ্ছিল কাদাজাতীয় সঞ্চয়কে বলে —
(A) নেরিটিক অবক্ষেপ (B) পিলেজিক অবক্ষেপ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) পিলেজিক অবক্ষেপ।

(৪১৯৪) নেরিটিক অবক্ষেপ (Neritic Deposits)-এর একটি চুনময় উদ্ভিজ্জ অবশেষের উদাহরণ হল —
(A) কোক্কোস্ফিয়ার (B) তারামাছ
(C) রেডিওলারিয়া (D) ডায়াটম
উত্তর : (A) কোক্কোস্ফিয়ার।

(৪১৯৫) নেরিটিক অবক্ষেপ (Neritic Deposits)-এর একটি চুনময় প্রাণীজ অবশেষের উদাহরণ হল —
(A) কোক্কোস্ফিয়ার (B) তারামাছ
(C) রেডিওলারিয়া (D) ডায়াটম
উত্তর : (B) তারামাছ।

(৪১৯৬) নেরিটিক অবক্ষেপ (Neritic Deposits)-এর একটি সিলিকাময় উদ্ভিজ্জ অবশেষের উদাহরণ হল —
(A) কোক্কোস্ফিয়ার (B) তারামাছ
(C) রেডিওলারিয়া (D) ডায়াটম
উত্তর : (D) ডায়াটম।

(৪১৯৭) নেরিটিক অবক্ষেপ (Neritic Deposits)-এর একটি সিলিকাময় প্রাণীজ অবশেষের উদাহরণ হল —
(A) কোক্কোস্ফিয়ার (B) তারামাছ
(C) রেডিওলারিয়া (D) ডায়াটম
উত্তর : (C) রেডিওলারিয়া।

(৪১৯৮) ডেভিড এ. জনসন (David A. Johnson) -এর শ্রেণীবিভাগ অনুসারে, পিলেজিক অবক্ষেপ (Pelagic Deposits) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪১৯৯) ডেভিড এ. জনসন (David A. Johnson) -এর শ্রেণীবিভাগ অনুসারে, তিন প্রকার পিলেজিক অবক্ষেপ (Pelagic Deposits) হল —
(A) বেনথস-নেকটন-প্ল্যাংকটন (B) বেনথস-নেকটন-ডায়াটম
(C) বেনথস-ডায়াটম-প্ল্যাংকটন (D) ডায়াটম-নেকটন-প্ল্যাংকটন
উত্তর : (A) বেনথস-নেকটন-প্ল্যাংকটন।

(৪২০০) সমুদ্র তলদেশের যে শতাংশ এলাকাতে নেরিটিক সঞ্চয় দেখা যায় —
(A) ২৫% (B) ৫০%
(C) ৭৫% (D) ৯০%
উত্তর : (A) ২৫%।

(WBSSC SLST GEOGRAPHY PART-84)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-83

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!