WBSSC SLST GEOGRAPHY PART-73
WBSSC SLST GEOGRAPHY PART-73
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭৩ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-73) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৬০১) কর্তিত নদীবাঁক (Incised Meander) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) উইলিয়াম ডেভিড থর্নবেরি
(C) কলিন হেইটার ক্রিকমে (D) জন টিল্টন হ্যাক
উত্তর : (B) উইলিয়াম ডেভিড থর্নবেরি।
(৩৬০২) আমেরিকা যুক্তরাষ্ট্রের উটা প্রদেশে সান হুয়ান (San Juan) নদীতে অবস্থিত গুজনেকস্ (Goosenecks) হল একটি —
(A) দ্বিচক্র উপত্যকা (B) বিসদৃশ নদীমঞ্চ
(C) কর্তিত নদীবাঁক (D) সদৃশ নদীমঞ্চ
উত্তর : (C) কর্তিত নদীবাঁক।
(৩৬০৩) কিং-এর শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রে, ক্ষয়ের হার কম হলে বার্ধক্য পর্যায়ে যে উচ্চভূমি গঠিত হয়, তা হল —
(A) মেসা ও বিউট (B) ইনসেলবার্জ
(C) মোনাডনক (D) পেডিমেন্ট
উত্তর : (A) মেসা ও বিউট।
(৩৬০৪) পেঙ্কের ক্ষয়চক্রে, প্রাথমিক সমপ্রায়ভূমি যে নামে পরিচিত —
(A) এন্ডরাম্ফ (B) প্রাইমারাম্ফ
(C) বসসুংয়েন (D) হ্যালডেনহ্যাং
উত্তর : (B) প্রাইমারাম্ফ।
(৩৬০৫) পেঙ্কের ক্ষয়চক্রে, প্রান্তিক সমভূমি (Terminal Plain) যে নামে পরিচিত —
(A) এন্ডরাম্ফ (B) প্রাইমারাম্ফ
(C) বসসুংয়েন (D) হ্যালডেনহ্যাং
উত্তর : (A) এন্ডরাম্ফ।
(৩৬০৬) পেঙ্কের ক্ষয়চক্রে, বসসুংয়েন (Boschungen) বলতে বোঝায় —
(A) অভিকর্ষজ ঢাল (B) বিধৌত সঞ্চয় ঢাল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) অভিকর্ষজ ঢাল।
(৩৬০৭) পেঙ্কের ক্ষয়চক্রে, হ্যালডেনহ্যাং (Haldenhang) বলতে বোঝায় —
(A) অভিকর্ষজ ঢাল (B) বিধৌত সঞ্চয় ঢাল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) বিধৌত সঞ্চয় ঢাল।
(৩৬০৮) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র অনুসারে, নদী উপত্যকা ইংরেজি V আকৃতির মতো হয় যে পর্যায়ে —
(A) যৌবন পর্যায় (B) বার্ধক্য পর্যায়
(C) পরিণত পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (A) যৌবন পর্যায়।
(৩৬০৯) যে ভূমিরূপটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না —
(A) দ্বিচক্র উপত্যকা (B) সদৃশ নদীমঞ্চ
(C) নিক পয়েন্ট (D) প্লাবনভূমি
উত্তর : (D) প্লাবনভূমি।
(৩৬১০) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র অনুসারে, ভূমির বন্ধুরতা সবচেয়ে বেশি হয় যে পর্যায়ে —
(A) যৌবন পর্যায় (B) পরিণত পর্যায়
(C) বার্ধক্য পর্যায় (D) কোনোটিই নয়
উত্তর : (B) পরিণত পর্যায়।
(৩৬১১) পুনর্যৌবন (Rejuvenation) -এর কারণ হল —
(A) ভূগাঠনিক উত্থান (B) ভিত্তি তলের পরিবর্তন
(C) সমস্থিতিক প্রতিস্থাপন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬১২) পুনর্যৌবন (Rejuvenation) প্রভাবিত হয় যে বিষয়ের দ্বারা —
(A) জলবায়ু পরিবর্তন (B) ভূগাঠনিক কার্যকলাপ
(C) ভূতাত্ত্বিক গঠন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬১৩) নদীর পুনর্যৌবন লাভ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।
(৩৬১৪) গতিশীল পুনর্যৌবন লাভ ঘটে যে কারণে —
(A) গাঠনিক উত্থান (B) চ্যুতি
(C) নদীগ্রাস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬১৫) ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ ঘটে যে কারণে —
(A) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন (B) চ্যুতি
(C) নদীগ্রাস (D) A ও B উভয়ই
উত্তর : (A) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন।
(৩৬১৬) স্থিতিশীল পুনর্যৌবন লাভ ঘটে যে কারণে —
(A) নদীগ্রাস (B) অধিক বৃষ্টিপাত
(C) গাঠনিক উত্থান (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬১৭) নদীর পুনর্যৌবন লাভের ফলে পুরানো উপত্যকার মধ্যে খাড়া ঢাল বিশিষ্ট নবীন উপত্যকার সৃষ্টি হলে, তাকে বলে —
(A) উপত্যকার মধ্যে উপত্যকা (B) নদীমঞ্চ
(C) খোদিত নদীবাঁক (D) নিকবিন্দু
উত্তর : (A) উপত্যকার মধ্যে উপত্যকা।
(৩৬১৮) অন্তর্জাত ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় —
(A) এই প্রক্রিয়াতে ধনাত্মক বা ঋণাত্মক ভূমিরূপ সৃষ্টি হয় (B) এই প্রক্রিয়া আকস্মিক বা ধীর গতির হয়
(C) এই প্রক্রিয়ার মূল উৎস হল ভূগর্ভস্থ চাপ ও তাপ (D) এই প্রক্রিয়াতে গিরিখাত, প্লাবনভূমি গড়ে ওঠে
উত্তর : (D) এই প্রক্রিয়াতে গিরিখাত, প্লাবনভূমি গড়ে ওঠে।
(৩৬১৯) বহির্জাত ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় —
(A) এই প্রক্রিয়াতে ধনাত্মক বা ঋণাত্মক ভূমিরূপ সৃষ্টি হয় (B) এই প্রক্রিয়া ধীর গতির হয়
(C) এই প্রক্রিয়ার মূল উৎস হল ভূগর্ভস্থ চাপ ও তাপ (D) এই প্রক্রিয়াতে গিরিখাত, প্লাবনভূমি গড়ে ওঠে
উত্তর : (C) এই প্রক্রিয়ার মূল উৎস হল ভূগর্ভস্থ চাপ ও তাপ।
(৩৬২০) পুনর্যৌবন লাভের ফলে নদীর উভয় পাশে সমান উচ্চতার নদীমঞ্চ সৃষ্টি হলে, তাকে বলে —
(A) সদৃশ নদীমঞ্চ (B) যুগ্ম নদীমঞ্চ
(C) প্রশস্ত নদীমঞ্চ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬২১) পুনর্যৌবন লাভের ফলে নদীর উভয় পাশে অসমান উচ্চতার নদীমঞ্চ সৃষ্টি হলে, তাকে বলে —
(A) বিসদৃশ নদীমঞ্চ (B) অযুগ্ম নদীমঞ্চ
(C) প্রশস্ত নদীমঞ্চ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬২২) পুনর্যৌবন লাভের ফলে নদীর উভয় পাশে সমান বা অসমান উচ্চতার অতিবিস্তৃত নদীমঞ্চ সৃষ্টি হলে, তাকে বলে —
(A) বিসদৃশ নদীমঞ্চ (B) অযুগ্ম নদীমঞ্চ
(C) প্রশস্ত নদীমঞ্চ (D) A ও B উভয়ই
উত্তর : (C) প্রশস্ত নদীমঞ্চ।
(৩৬২৩) যে প্রকার নদীমঞ্চ ‘Strath Terrace’ নামে পরিচিত —
(A) সদৃশ নদীমঞ্চ (B) অযুগ্ম নদীমঞ্চ
(C) প্রশস্ত নদীমঞ্চ (D) যুগ্ম নদীমঞ্চ
উত্তর : (C) প্রশস্ত নদীমঞ্চ।
(৩৬২৪) ‘Entrenched Meander’ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক —
(A) উভয় পাশে সমসংখ্যক সমউচ্চতার যুগল নদীমঞ্চ থাকে (B) দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে গড়ে ওঠে
(C) মন্থর নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়ের মাধ্যমে গড়ে ওঠে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬২৫) ‘Ingrown Meander’ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক —
(A) উভয় পাশে অসম ঢালযুক্ত যুগল নদীমঞ্চ থাকে (B) মন্থর নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়ের মাধ্যমে গড়ে ওঠে
(C) দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে গড়ে ওঠে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-73)
(৩৬২৬) ভূমিভাগের প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয়, তাকে বলে —
(A) অনুগামী নদী (B) পরবর্তী নদী
(C) বিপরা নদী (D) পুনর্ভবা নদী
উত্তর : (A) অনুগামী নদী।
(৩৬২৭) একটি অনুগামী নদী (Consequent Stream) -এর উদাহরণ হল —
(A) গোদাবরী (B) কৃষ্ণা
(C) কাবেরী (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬২৮) অনুগামী নদীর সৃষ্টি হওয়ার পরে সৃষ্ট যে নদী অনুগামী নদীর সাথে আড়াআড়ি ভাবে বা সমকোণে মিলিত হয়, তাকে বলে —
(A) পুনর্ভবা নদী (B) বিপরা নদী
(C) পরবর্তী নদী (D) অসংগত নদী
উত্তর : (C) পরবর্তী নদী।
(৩৬২৯) একটি পরবর্তী নদী (Subsequent Stream) -এর উদাহরণ হল —
(A) আসন (B) গঙ্গা
(C) কাবেরী (D) যমুনা
উত্তর : (A) আসন।
(৩৬৩০) নতি নদী (Dip Stream) নামে পরিচিত —
(A) অনুগামী নদী (B) পরবর্তী নদী
(C) বিপরা নদী (D) পূর্ববর্তী নদী
উত্তর : (A) অনুগামী নদী।
(৩৬৩১) যে প্রকার নদী আয়াম উপত্যকা (Strike Valley) গঠন করে —
(A) অনুগামী নদী (B) পরবর্তী নদী
(C) বিপরা নদী (D) পুনর্ভবা নদী
উত্তর : (B) পরবর্তী নদী।
(৩৬৩২) যে নদী শিলাস্তরের নতি বরাবর প্রবাহিত হয়ে পরবর্তী নদীতে মিলিত হয়, তাকে বলে —
(A) অনুগামী নদী (B) পূর্ববর্তী নদী
(C) বিপরা নদী (D) পুনর্ভবা নদী
উত্তর : (D) পুনর্ভবা নদী।
(৩৬৩৩) ক্ষয়চক্রের যে পর্যায়ে পুনর্ভবা নদী (Resequent Stream) গড়ে ওঠে —
(A) প্রথম (B) দ্বিতীয়
(C) তৃতীয় (D) চতুর্থ
উত্তর : (B) দ্বিতীয়।
(৩৬৩৪) যে নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ আঞ্চলিক ঢালের বিপরীতে প্রবাহিত হয়, তাকে বলে —
(A) পরবর্তী নদী (B) পূর্ববর্তী নদী
(C) বিপরা নদী (D) পুনর্ভবা নদী
উত্তর : (C) বিপরা নদী।
(৩৬৩৫) বিপরা নদী (Obsequent Stream) দেখা যায় শিবালিক হিমালয়ের —
(A) উত্তর ঢালে (B) দক্ষিণ ঢালে
(C) পূর্ব ঢালে (D) পশ্চিম ঢালে
উত্তর : (A) উত্তর ঢালে।
(৩৬৩৬) বিপরা নদী অপর যে নামে পরিচিত —
(A) বিপরীত অনুগামী নদী (B) ভৃগুতট নদী
(C) বিপরীত নতি নদী (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৩৭) একটি সঙ্গত নদী (Sequent Stream/Concordant Stream) -এর উদাহরণ হল —
(A) অনুগামী নদী (B) পরবর্তী নদী
(C) পূর্ববর্তী নদী (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৩৮) নিচের যে প্রকার নদী সঙ্গত নদী (Sequent Stream/Concordant Stream) -এর উদাহরণ নয় —
(A) পুনর্ভবা নদী (B) বিপরা নদী
(C) অধ্যারোপিত নদী (D) A ও B উভয়ই
উত্তর : (C) অধ্যারোপিত নদী।
(৩৬৩৯) একটি অসঙ্গত নদী (Insequent Stream/Discordant Stream) -এর উদাহরণ হল —
(A) পূর্ববর্তী নদী (B) অধ্যারোপিত নদী
(C) অনুগামী নদী (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৪০) যে নদী দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে ভূ-উত্থানের সাথে সামঞ্জস্য রেখে পূর্বেকার প্রবাহ বজায় রাখে, তাকে বলে —
(A) পরবর্তী নদী (B) পূর্ববর্তী নদী
(C) অনুগামী নদী (D) পুনর্ভবা নদী
উত্তর : (B) পূর্ববর্তী নদী।
(৩৬৪১) একটি পূর্ববর্তী নদী (Antecedent Stream) -এর উদাহরণ হল —
(A) সিন্ধু (B) ব্রহ্মপুত্র
(C) শতদ্রু (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৪২) যে নদী নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত হলেও ক্ষয়কাজের মাধ্যমে নিচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হয়, তাকে বলে —
(A) পুনর্ভবা নদী (B) পরবর্তী নদী
(C) অধ্যারোপিত নদী (D) বিপরা নদী
উত্তর : (C) অধ্যারোপিত নদী।
(৩৬৪৩) একটি অধ্যারোপিত নদী (Superimposed Stream) -এর উদাহরণ হল —
(A) চম্বল (B) সুবর্ণরেখা
(C) বানস (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৪৪) প্রধান নদী, উপনদী ও শাখা নদী একত্রে ক্রমবিকাশের দ্বারা যে নদী বিন্যাস গড়ে তোলে, তাকে বলে —
(A) নদীনকশা (B) জলনির্গম প্রণালী
(C) নদী উপত্যকা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৪৫) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (Dendritic Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) ছোটনাগপুর মালভূমি (B) গোদাবরী অববাহিকা
(C) শোন অববাহিকা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৪৬) পিনেট জলনির্গম প্রণালী (Pinnate Drainge Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল (B) নর্মদা অববাহিকা
(C) নেপালের কাঠমান্ডু উপত্যকা (D) মণিপুরের লোকটাক হ্রদ
উত্তর : (B) নর্মদা অববাহিকা।
(৩৬৪৭) জাফরিরূপী জলনির্গম প্রণালী (Trellis Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল (B) নর্মদা অববাহিকা
(C) নেপালের কাঠমান্ডু উপত্যকা (D) মণিপুরের লোকটাক হ্রদ
উত্তর : (A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল।
(৩৬৪৮) আয়তাকার জলনির্গম প্রণালী (Rectangular Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল (B) বেতোয়া ও শোন অববাহিকা
(C) নেপালের কাঠমান্ডু উপত্যকা (D) মণিপুরের লোকটাক হ্রদ
উত্তর : (B) বেতোয়া ও শোন অববাহিকা।
(৩৬৪৯) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী (Radial Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল (B) বেতোয়া ও শোন অববাহিকা
(C) নেপালের কাঠমান্ডু উপত্যকা (D) ঝাড়খন্ডের পরেশনাথ পাহাড়
উত্তর : (D) ঝাড়খন্ডের পরেশনাথ পাহাড়।
(৩৬৫০) কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী (Centripetal Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) আরাবল্লী পর্বতের পশ্চিম ঢাল (B) বেতোয়া ও শোন অববাহিকা
(C) নেপালের কাঠমান্ডু উপত্যকা (D) ঝাড়খন্ডের পরেশনাথ পাহাড়
উত্তর : (C) নেপালের কাঠমান্ডু উপত্যকা।
(WBSSC SLST GEOGRAPHY PART-73)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-74 - ভূগোলিকা-Bhugolika