WBSSC SLST GEOGRAPHY PART-71
WBSSC SLST GEOGRAPHY PART-71
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭১ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-71) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৫০১) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে মরু অঞ্চলে পর্বতবেষ্টিত অবনত ভূমিতে সৃষ্ট লবণাক্ত জলের হ্রদকে বলে —
(A) বোলসন (B) বাজাদা
(C) পেডিমেন্ট (D) প্লায়া
উত্তর : (D) প্লায়া।
(৩৫০২) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদের যৌবন পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) প্যানফ্যান (B) ক্যানিয়ন
(C) পেডিপ্লেন (D) বাজাদা
উত্তর : (B) ক্যানিয়ন।
(৩৫০৩) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদের পরিণত পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) ক্যানিয়ন (B) ইনসেলবার্জ
(C) বাজাদা (D) পেডিপ্লেন
উত্তর : (C) বাজাদা।
(৩৫০৪) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদের বার্ধক্য পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) বাজাদা (B) ক্যানিয়ন
(C) পেডিমেন্ট (D) ইনসেলবার্জ
উত্তর : (D) ইনসেলবার্জ।
(৩৫০৫) অ্যান্ড্রু কাউপার লসন (Andrew Cowper Lawson) -এর মতে, মরু অঞ্চলের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গঠিত সমপ্রায়ভূমিকে বলে —
(A) পেডিপ্লেন (B) প্যানফ্যান
(C) প্যানপ্লেন (D) পেনিপ্লেন
উত্তর : (B) প্যানফ্যান।
(৩৫০৬) পেডিপ্লেন (Pediplain) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) কলিন হেইটার ক্রিকমে (B) লেস্টার চার্লস কিং
(C) ওয়ালথার পেঙ্ক (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (B) লেস্টার চার্লস কিং।
(৩৫০৭) ওয়ালথার পেঙ্ক প্রবর্তিত ক্ষয়চক্র মতবাদে পর্যায়ের সংখ্যা হল —
(A) ৩ টি (B) ৪ টি
(C) ৫ টি (D) ৬ টি
উত্তর : (A) ৩ টি।
(৩৫০৮) ওয়ালথার পেঙ্ক প্রবর্তিত ক্ষয়চক্র মতবাদে, প্রথম পর্যায় (উত্তল ঢাল সৃষ্টির পর্যায়/ক্রমবর্ধমান উত্থান) যে নামে পরিচিত —
(A) অউফস্টেইগেন্ডে এন্টউইকলাং (B) গ্লাইচফরমিগ এন্টউইকলাং
(C) অ্যাবস্টেইগেন্ডে এন্টউইকলাং (D) অ্যাম্পিস্টেইগেন্ডে এন্টউইকলাং
উত্তর : (A) অউফস্টেইগেন্ডে এন্টউইকলাং।
(৩৫০৯) ওয়ালথার পেঙ্ক প্রবর্তিত ক্ষয়চক্র মতবাদে, দ্বিতীয় পর্যায় (সমঢাল সৃষ্টির পর্যায়/সমহার উত্থান) যে নামে পরিচিত —
(A) অউফস্টেইগেন্ডে এন্টউইকলাং (B) গ্লাইচফরমিগ এন্টউইকলাং
(C) অ্যাবস্টেইগেন্ডে এন্টউইকলাং (D) অ্যাম্পিস্টেইগেন্ডে এন্টউইকলাং
উত্তর : (B) গ্লাইচফরমিগ এন্টউইকলাং।
(৩৫১০) ওয়ালথার পেঙ্ক প্রবর্তিত ক্ষয়চক্র মতবাদে, তৃতীয় পর্যায় (অবতল ঢাল সৃষ্টির পর্যায়/ক্ষীয়মান উত্থান) যে নামে পরিচিত —
(A) অউফস্টেইগেন্ডে এন্টউইকলাং (B) গ্লাইচফরমিগ এন্টউইকলাং
(C) অ্যাবস্টেইগেন্ডে এন্টউইকলাং (D) অ্যাম্পিস্টেইগেন্ডে এন্টউইকলাং
উত্তর : (C) অ্যাবস্টেইগেন্ডে এন্টউইকলাং।
(৩৫১১) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদে, অউফস্টেইগেন্ডে এন্টউইকলাং (Aufsteigende Entwicklung) শব্দটির অর্থ হল —
(A) উত্তল ঢাল তৈরির পর্যায় (B) অবতল ঢাল তৈরির পর্যায়
(C) সমঢাল তৈরির পর্যায় (D) সুষম ঢাল তৈরির পর্যায়
উত্তর : (A) উত্তল ঢাল তৈরির পর্যায়।
(৩৫১২) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদে, গ্লাইচফরমিগ এন্টউইকলাং (Gleichförmige Entwicklung) শব্দটির অর্থ হল —
(A) উত্তল ঢাল তৈরির পর্যায় (B) অবতল ঢাল তৈরির পর্যায়
(C) সমঢাল তৈরির পর্যায় (D) বিষম ঢাল তৈরির পর্যায়
উত্তর : (C) সমঢাল তৈরির পর্যায়।
(৩৫১৩) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদে, অ্যাবস্টেইগেন্ডে এন্টউইকলাং (Absteigende Entwicklung) শব্দটির অর্থ হল —
(A) সমঢাল তৈরির পর্যায় (B) উত্তল ঢাল তৈরির পর্যায়
(C) সুষম ঢাল তৈরির পর্যায় (D) অবতল ঢাল তৈরির পর্যায়
উত্তর : (D) অবতল ঢাল তৈরির পর্যায়।
(৩৫১৪) ভৃগুতটের পশ্চাদপসরণ ধারণাটির প্রবর্তক হলেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) লেস্টার চার্লস কিং
(C) জন টিল্টন হ্যাক (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (B) লেস্টার চার্লস কিং।
(৩৫১৫) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে নিম্নক্ষয় সবচেয়ে বেশি হয় —
(A) যৌবন পর্যায় (B) পরিণত পর্যায়
(C) বার্ধক্য পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (A) যৌবন পর্যায়।
(৩৫১৬) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে নদী উপত্যকার পর্যায়িত ঢালে দেখা যায় —
(A) জলপ্রপাত (B) ব-দ্বীপ
(C) ক্যানিয়ন (D) প্লাবনভূমি
উত্তর : (D) প্লাবনভূমি।
(৩৫১৭) ডেভিসের মতে, স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তর্গত সমগ্র অঞ্চলটির জলবায়ু হবে —
(A) উষ্ণ প্রকৃতির (B) আর্দ্র প্রকৃতির
(C) নাতিশীতোষ্ণ প্রকৃতির (D) শীতল প্রকৃতির
উত্তর : (B) আর্দ্র প্রকৃতির।
(৩৫১৮) ভূপৃষ্ঠে ভূমিরূপ বিবর্তনকারী ও ক্ষয়সাধনকারী প্রধান শক্তি হল —
(A) নদী (B) সমুদ্রতরঙ্গ
(C) হিমবাহ (D) বায়ু
উত্তর : (A) নদী।
(৩৫১৯) ঢাল হ্রাস তত্ত্ব (Slope Decline Theory) -এর প্রবক্তা হলেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) জন টিল্টন হ্যাক
(C) লেস্টার চার্লস কিং (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (D) উইলিয়াম মরিস ডেভিস।
(৩৫২০) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে নদীর নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বৃদ্ধি পায় —
(A) যৌবন পর্যায় (B) পরিণত পর্যায়
(C) বার্ধক্য পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (B) পরিণত পর্যায়।
(৩৫২১) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে নদী শুধুমাত্র পার্শ্বক্ষয় করে থাকে —
(A) যৌবন পর্যায় (B) পরিণত পর্যায়
(C) বার্ধক্য পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (C) বার্ধক্য পর্যায়।
(৩৫২২) ডেভিস তাঁর শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে ইনসেলবার্জকে যে নামে চিহ্নিত করেছেন —
(A) ডেজার্ট ডোম (B) গ্রানাইট ডোম
(C) বসসুংয়েন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৫২৩) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের প্রথম পর্যায়ে ভূমির উত্থানের পূর্বে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি যে নিচু সমতলভূমি সৃষ্টি হয়, তাকে বলে —
(A) প্রাইমারাম্ফ (B) বসসুংয়েন
(C) হ্যালডেনহ্যাং (D) এন্ডরাম্ফ
উত্তর : (A) প্রাইমারাম্ফ।
(৩৫২৪) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের তৃতীয় পর্যায়ে ভূমির উত্থানের শেষ পর্বে উপত্যকার ওপরের অংশে যে খাড়া ঢাল সৃষ্টি হয়, তাকে বলে —
(A) প্রাইমারাম্ফ (B) বসসুংয়েন
(C) হ্যালডেনহ্যাং (D) এন্ডরাম্ফ
উত্তর : (B) বসসুংয়েন।
(৩৫২৫) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের শেষ পর্যায়ে যে নিচু সমপ্রায়ভূমি গড়ে ওঠে, তাকে বলে —
(A) প্রাইমারাম্ফ (B) বসসুংয়েন
(C) হ্যালডেনহ্যাং (D) এন্ডরাম্ফ
উত্তর : (D) এন্ডরাম্ফ।
(WBSSC SLST GEOGRAPHY PART-71)
(৩৫২৬) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের তৃতীয় পর্যায়ে ভূমির উত্থানের শেষ পর্বে উপত্যকার নিচের অংশে যে মৃদু ঢাল সৃষ্টি হয়, তাকে বলে —
(A) প্রাইমারাম্ফ (B) বসসুংয়েন
(C) হ্যালডেনহ্যাং (D) এন্ডরাম্ফ
উত্তর : (C) হ্যালডেনহ্যাং।
(৩৫২৭) প্রাইমারাম্ফ (Primarumpf), এন্ডরাম্ফ (Endrumpf), বসসুংয়েন (Boschungen) এবং হ্যালডেনহ্যাং (Haldenhang) শব্দগুলি প্রথম ব্যবহার করেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) জন টিল্টন হ্যাক
(C) লেস্টার চার্লস কিং (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (A) ওয়ালথার পেঙ্ক।
(৩৫২৮) লেস্টার চার্লস কিং -এর মতে, মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গঠিত নিচু সমপ্রায়ভূমিকে বলে —
(A) পেডিপ্লেন (B) পেনিপ্লেন
(C) প্যানফ্যান (D) প্যানপ্লেন
উত্তর : (A) পেডিপ্লেন।
(৩৫২৯) লেস্টার চার্লস কিং -এর মতে, মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে পেডিপ্লেনের ওপর গঠিত কঠিন শিলার অনুচ্চ টিলাকে বলে —
(A) পেডিমেন্ট (B) ইনসেলবার্জ
(C) ইয়ারদাং (D) জুইগেন
উত্তর : (B) ইনসেলবার্জ।
(৩৫৩০) শুষ্ক সাভানা অঞ্চলে ইনসেলবার্জের ন্যায় গম্বুজ আকৃতির টিলাকে বলে —
(A) মোনাডনক (B) বর্নহার্ডট
(C) ইয়ারদাং (D) জুইগেন
উত্তর : (B) বর্নহার্ডট।
(৩৫৩১) আবহবিকারের ফলে বর্নহার্ডট যখন শিলাস্তূপে পরিণত হয়, তখন তাকে বলে —
(A) ইনসেলবার্জ (B) জুইগেন
(C) ক্যাসেল কোপিজ (D) ইয়ারদাং
উত্তর : (C) ক্যাসেল কোপিজ।
(৩৫৩২) আর্দ্র ক্রান্তীয় ও মৌসুমি জলবায়ুতে ক্যাসেল কোপিজের ন্যায় ভূমিরূপকে বলে —
(A) নাবিন (B) জুইগেন
(C) ইয়ারদাং (D) পেডিমেন্ট
উত্তর : (A) নাবিন।
(৩৫৩৩) ইনসেলবার্জ (Inselberg) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলহেল্ম বর্নহার্ডট (B) মারি মরিসাওয়া
(C) লেস্টার চার্লস কিং (D) বেইলি উইলিস
উত্তর : (A) উইলহেল্ম বর্নহার্ডট।
(৩৫৩৪) বর্নহার্ডট (Bornhardt) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলহেল্ম বর্নহার্ডট (B) মারি মরিসাওয়া
(C) লেস্টার চার্লস কিং (D) বেইলি উইলিস
উত্তর : (D) বেইলি উইলিস।
(৩৫৩৫) ক্যাসেল কোপিজ (Castle Koppies) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) লেস্টার চার্লস কিং (B) নিকোলাস স্টেনো
(C) চার্লস রোল্যান্ড টুইডেল (D) উইলিয়াম স্মিথ
উত্তর : (C) চার্লস রোল্যান্ড টুইডেল।
(৩৫৩৬) স্বাভাবিক ক্ষয়চক্র ভূপৃষ্ঠের যে শতাংশ এলাকাতে ভূমিরূপের বিবর্তন ঘটায় —
(A) ২০% (B) ৩৫%
(C) ৫০% (D) ৭০%
উত্তর : (D) ৭০%।
(৩৫৩৭) ক্রায়োপ্ল্যানেশন টেরেস মডেল (Cryoplanation Terrace Model) দিয়েছিলেন —
(A) ডেভিস ও ক্রিকমে (B) বখ ও ক্রাসনভ
(C) পেঙ্ক ও হ্যাক (D) কিং ও টুইডেল
উত্তর : (B) বখ ও ক্রাসনভ।
(৩৫৩৮) এস. জি. বখ (S. G. Boch) এবং আই. আই. ক্রাসনভ (I. I. Krasnov) যে সালে ক্রায়োপ্ল্যানেশন টেরেস মডেল (Cryoplanation Terrace Model) দিয়েছিলেন —
(A) ১৯৪১ (B) ১৯৪২
(C) ১৯৪৩ (D) ১৯৪৪
উত্তর : (C) ১৯৪৩।
(৩৫৩৯) সাভানা প্ল্যানেশনের তত্ত্ব (Theory of Savanna Planation) দিয়েছিলেন —
(A) জন টিল্টন হ্যাক (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) কলিন হেইটার ক্রিকমে (D) চার্লস অ্যান্ড্রু কটন
উত্তর : (D) চার্লস অ্যান্ড্রু কটন।
(৩৫৪০) চার্লস অ্যান্ড্রু কটন (Charles Andrew Cotton) যে সালে সাভানা প্ল্যানেশনের তত্ত্ব (Theory of Savanna Planation) দিয়েছিলেন —
(A) ১৯৬১ (B) ১৯৬২
(C) ১৯৬৩ (D) ১৯৬৪
উত্তর : (A) ১৯৬১।
(৩৫৪১) সাভানা ক্ষয়চক্র (Savanna Cycle of Erosion) তত্ত্ব দিয়েছিলেন —
(A) পিউ ও টমাস (B) লসন ও হ্যাক
(C) কিং ও ডেভিস (D) হ্যাক ও ক্রিকমে
উত্তর : (A) পিউ ও টমাস।
(৩৫৪২) জন চার্লস পিউ (John Charles Pugh) ও এম. এফ. টমাস (M. F. Thomas) যে সালে সাভানা ক্ষয়চক্র (Savanna Cycle of Erosion) তত্ত্ব দিয়েছিলেন —
(A) ১৯৬৪ (B) ১৯৬৫
(C) ১৯৬৬ (D) ১৯৬৭
উত্তর : (C) ১৯৬৬।
(৩৫৪৩) ‘Mathematical Model of Slope Evolution’ -এর প্রবক্তা হলেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) ফ্র্যাঙ্ক অ্যানার্ট
(C) মারি মরিসাওয়া (D) রিচার্ড চোরলে
উত্তর : (B) ফ্র্যাঙ্ক অ্যানার্ট।
(৩৫৪৪) ফ্র্যাঙ্ক অ্যানার্ট (Frank Ahnert) যে সালে ‘Mathematical Model of Slope Evolution’ দিয়েছিলেন —
(A) ১৯৭০ (B) ১৯৭১
(C) ১৯৭২ (D) ১৯৭৩
উত্তর : (B) ১৯৭১।
(৩৫৪৫) ক্ষয়চক্র সম্পর্কে ‘Equilibrium Theory of Erosional Slopes’ -এর প্রবক্তা হলেন —
(A) লেস্টার চার্লস কিং (B) মারি মরিসাওয়া
(C) ওয়ালথার পেঙ্ক (D) আর্থার নেয়েল স্ট্রাহলার
উত্তর : (D) আর্থার নেয়েল স্ট্রাহলার।
(৩৫৪৬) আর্থার নেয়েল স্ট্রাহলার (Arthur Newell Strahler) যে সালে ‘Equilibrium Theory of Erosional Slopes’ দিয়েছিলেন —
(A) ১৯৪৯ (B) ১৯৫০
(C) ১৯৫১ (D) ১৯৫২
উত্তর : (B) ১৯৫০।
(৩৫৪৭) আর্থ’স্ চেঞ্জিং সারফেস (Earth’s Changing Surface) গ্রন্থটি রচনা করেন —
(A) মাইকেল সেলবি (B) মারি মরিসাওয়া
(C) রিচার্ড চোরলে (D) ওয়ালথার পেঙ্ক
উত্তর : (A) মাইকেল সেলবি।
(৩৫৪৮) ‘Law of Uniform Slope’ -এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) মারি মরিসাওয়া
(C) গ্রোভ কার্ল গিলবার্ট (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (C) গ্রোভ কার্ল গিলবার্ট।
(৩৫৪৯) মাইকেল সেলবি (১৯৮৫) একটি আদর্শ ঢালকে বিভক্ত করেন —
(A) ৪ ভাগে (B) ৫ ভাগে
(C) ৬ ভাগে (D) ৭ ভাগে
উত্তর : (D) ৭ ভাগে।
(৩৫৫০) একনত ভূগঠনের ওপর সৃষ্ট সমতলীকরণ তলটি উত্থিত হওয়ার কারণে, এক-একটি শিলাস্তর বলয়াকারে উন্মুক্ত হলে, তাকে বলে —
(A) প্ল্যানেশন সারফেস (B) মোনাডনক
(C) বেল্টেড আউটক্রপ প্লেন (D) ইনসেলবার্জ
উত্তর : (C) বেল্টেড আউটক্রপ প্লেন।
(WBSSC SLST GEOGRAPHY PART-71)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-72 - ভূগোলিকা-Bhugolika