Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-70

WBSSC SLST GEOGRAPHY PART-70

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭০ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-70) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-70

(৩৪৫১) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রে পর্যায় রয়েছে —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।

(৩৪৫২) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায় (Youth Stage)-তে সৃষ্টি একটি ভূমিরূপ হল —
(A) ক্যানিয়ন (B) মিয়েন্ডার
(C) ব-দ্বীপ (D) প্লাবনভূমি
উত্তর : (A) ক্যানিয়ন।

(৩৪৫৩) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের পরিণত পর্যায় (Mature Stage)-তে সৃষ্টি একটি ভূমিরূপ হল —
(A) জলপ্রপাত (B) মন্থকূপ
(C) নদীবাঁক (D) ক্যানিয়ন
উত্তর : (C) নদীবাঁক।

(৩৪৫৪) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায় (Old Stage)-তে সৃষ্টি একটি ভূমিরূপ হল —
(A) মন্থকূপ (B) ব-দ্বীপ
(C) ক্যানিয়ন (D) জলপ্রপাত
উত্তর : (B) ব-দ্বীপ।

(৩৪৫৫) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে পর্যায়িত ঢাল দেখা যায় —
(A) যৌবন পর্যায় (B) পরিণত পর্যায়
(C) বার্ধক্য পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (B) পরিণত পর্যায়।

(৩৪৫৬) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রে, সমুদ্রপৃষ্ঠ বরাবর ভূমিভাগের উত্থান ঘটে —
(A) উল্লম্বভাবে (B) বক্রভাবে
(C) অনুভূমিকভাবে (D) তির্যকভাবে
উত্তর : (A) উল্লম্বভাবে।

(৩৪৫৭) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে যে নিচু, তরঙ্গায়িত, বিস্তীর্ণ সমপ্রায়ভূমি গড়ে ওঠে, তাকে বলে —
(A) পেডিপ্লেন (B) প্যানফ্যান
(C) পেনিপ্লেন (D) পেডিমেন্ট
উত্তর : (C) পেনিপ্লেন।

(৩৪৫৮) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায়ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অনুচ্চ টিলাকে বলে —
(A) ইনসেলবার্জ (B) পেডিমেন্ট
(C) বাজাদা (D) মোনাডনক
উত্তর : (D) মোনাডনক।

(৩৪৫৯) নিচের কোনটি ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদের একটি অনুমিত শর্ত নয় —
(A) ভূমিরূপের দ্রুত উত্থান ঘটে (B) পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন
(C) উত্থানের সাথেই ক্ষয়কার্য শুরু হয় (D) A ও B উভয়ই
উত্তর : (C) উত্থানের সাথেই ক্ষয়কার্য শুরু হয়।

(৩৪৬০) ক্ষয়চক্র মতবাদে পেনিপ্লেন (Peneplain) এবং মোনাডনক (Monadnock) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) ওয়ালথার পেঙ্ক
(C) লেস্টার চার্লস কিং (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (A) উইলিয়াম মরিস ডেভিস।

(৩৪৬১) যে সালে জার্মান ভূমিরূপবিদ ওয়ালথার পেঙ্ক (Walther Penck) -এর ক্ষয়চক্র মতবাদ প্রকাশিত হয় —
(A) ১৯২৩ (B) ১৯২৪
(C) ১৯২৫ (D) ১৯২৬
উত্তর : (B) ১৯২৪।

(৩৪৬২) যে গ্রন্থে ওয়ালথার পেঙ্কের ক্ষয়চক্র মতবাদ প্রকাশিত হয়, তা হল —
(A) Die Entstehung der Kontinente (B) Der Bau der Erde
(C) Die Entwicklung der Landschaft (D) Die Morphologische Analyse
উত্তর : (D) Die Morphologische Analyse।

(৩৪৬৩) ঢাল প্রতিস্থাপন তত্ত্ব (Slope Replacement Theory) -এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) ওয়ালথার পেঙ্ক
(C) কলিন হেইটার ক্রিকমে (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (B) ওয়ালথার পেঙ্ক।

(৩৪৬৪) যে সালে ওয়ালথার পেঙ্কের ঢাল প্রতিস্থাপন তত্ত্ব (Slope Replacement Theory) প্রকাশিত হয় —
(A) ১৯২২ (B) ১৯২৩
(C) ১৯২৪ (D) ১৯২৫
উত্তর : (C) ১৯২৪।

(৩৪৬৫) পাদসমতলীকরণ তত্ত্ব (Pediplanation Theory) -এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) ওয়ালথার পেঙ্ক
(C) কলিন হেইটার ক্রিকমে (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (D) লেস্টার চার্লস কিং।

(৩৪৬৬) যে সালে লেস্টার চার্লস কিং (Lester Charles King) পাদসমতলীকরণ তত্ত্ব প্রকাশিত হয় —
(A) ১৯৪৮ (B) ১৯৪৭
(C) ১৯৪৬ (D) ১৯৪৫
উত্তর : (A) ১৯৪৮।

(৩৪৬৭) ‘সাউথ আফ্রিকান সিনারি’ (South African Scenery) গ্রন্থটি রচনা করেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) লেস্টার চার্লস কিং (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (C) লেস্টার চার্লস কিং।

(৩৪৬৮) ঢালের সমান্তরাল পশ্চাদপসরণ তত্ত্ব (Parallel Retreat of Slope Thoery) -এর প্রবক্তা হলেন —
(A) লেস্টার চার্লস কিং (B) কলিন হেইটার ক্রিকমে
(C) জন টিল্টন হ্যাক (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (A) লেস্টার চার্লস কিং।

(৩৪৬৯) যে সালে লেস্টার চার্লস কিং ঢালের সমান্তরাল পশ্চাদপসরণ তত্ত্ব (Parallel Retreat of Slope Theory) দিয়েছিলেন —
(A) ১৯৫৫ (B) ১৯৫৬
(C) ১৯৫৭ (D) ১৯৫৮
উত্তর : (C) ১৯৫৭।

(৩৪৭০) ‘দ্য মরফোলজি অফ দ্য আর্থ’ (The Morphology of the Earth) গ্রন্থটি রচনা করেন —
(A) লেস্টার চার্লস কিং (B) কলিন হেইটার ক্রিকমে
(C) জন টিল্টন হ্যাক (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (A) লেস্টার চার্লস কিং।

(৩৪৭১) ‘ক্যাননস্ অফ ল্যান্ডস্কেপ ইভোলিউশন’ (Canons of Landscape Evolution) রচনা করেন —
(A) জন টিল্টন হ্যাক (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) লেস্টার চার্লস কিং (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (C) লেস্টার চার্লস কিং।

(৩৪৭২) ‘গতিশীল ভারসাম্য তত্ত্ব’ (Dynamic Equilibrium Theory) -এর প্রবক্তা হলেন —
(A) জন টিল্টন হ্যাক (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) লেস্টার চার্লস কিং (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (A) জন টিল্টন হ্যাক।

(৩৪৭৩) যে সালে জন টিল্টন হ্যাক (John Tilton Hack) গতিশীল ভারসাম্য তত্ত্ব দিয়েছিলেন —
(A) ১৯৫০ (B) ১৯৬০
(C) ১৯৭০ (D) ১৯৮০
উত্তর : (B) ১৯৬০।

(৩৪৭৪) জন টিল্টন হ্যাক প্রদত্ত ক্ষয়চক্র মতবাদ অপর যে নামে পরিচিত —
(A) Tecono-Geomorphic Model (B) Dynamic Equilibrium Model
(C) Time Independent Model (D) Hillslope Cycle Model
উত্তর : (C) Time Independent Model।

(৩৪৭৫) প্যানপ্ল্যানেশন তত্ত্ব (Panplanation Theory) দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) কলিন হেইটার ক্রিকমে
(C) জন টিল্টন হ্যাক (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (B) কলিন হেইটার ক্রিকমে।

(WBSSC SLST GEOGRAPHY PART-70)

(৩৪৭৬) যে সালে কলিন হেইটার ক্রিকমে (Colin Hayter Crickmay) প্যানপ্ল্যানেশন তত্ত্ব দিয়েছিলেন —
(A) ১৯৩১ (B) ১৯৩২
(C) ১৯৩৩ (D) ১৯৩৪
উত্তর : (C) ১৯৩৩।

(৩৪৭৭) অসম বিকাশের ধারণা (Concept of Unequal Activity)-এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) ওয়ালথার পেঙ্ক
(C) জন টিল্টন হ্যাক (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (D) কলিন হেইটার ক্রিকমে।

(৩৪৭৮) যে সালে কলিন হেইটার ক্রিকমের ‘অসম বিকাশ মতবাদ’ প্রকাশিত হয় —
(A) ১৯৭১ (B) ১৯৭৫
(C) ১৯৭৯ (D) ১৯৮৩
উত্তর : (B) ১৯৭৫।

(৩৪৭৯) ‘জুরাসিক হিস্ট্রি অফ নর্থ আমেরিকা’ (Jurassic History of North America) গ্রন্থটি রচনা করেন —
(A) লেস্টার চার্লস কিং (B) জন টিল্টন হ্যাক
(C) কলিন হেইটার ক্রিকমে (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (C) কলিন হেইটার ক্রিকমে।

(৩৪৮০) যে সালে লেস্টার চার্লস কিং সর্বপ্রথম পেডিপ্লেন (Pediplain) -এর ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৪১ (B) ১৯৪২
(C) ১৯৪৩ (D) ১৯৪৪
উত্তর : (B) ১৯৪২।

(৩৪৮১) যে সালে লেস্টার চার্লস কিং ‘Hillslope Cycle’ ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (C) ১৯৫৩।

(৩৪৮২) যে সালে লেস্টার চার্লস কিং ‘River Cycle’ ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (A) ১৯৫১।

(৩৪৮৩) যে সালে লেস্টার চার্লস কিং ‘Landscape Cycle’ ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৬১ (B) ১৯৬২
(C) ১৯৬৩ (D) ১৯৬৪
উত্তর : (B) ১৯৬২।

(৩৪৮৪) ওয়ালথার পেঙ্ক (Walther Penck) প্রবর্তিত ক্ষয়চক্র মতবাদ যে নামে পরিচিত —
(A) Geomorphic Landscape (B) Morphological Analysis
(C) Episodic Erosion (D) Morphology of Landforms
উত্তর : (B) Morphological Analysis।

(৩৪৮৫) ‘Complete Cycle of River Life’ -এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) ওয়ালথার পেঙ্ক
(C) জন টিল্টন হ্যাক (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (A) উইলিয়াম মরিস ডেভিস।

(৩৪৮৬) উইলিয়াম মরিস ডেভিস প্রবর্তিত ‘Complete Cycle of River Life’ প্রকাশিত হয় যে সালে —
(A) ১৮৭৯ (B) ১৮৮৯
(C) ১৮৯৯ (D) ১৯০৯
উত্তর : (B) ১৮৮৯।

(৩৪৮৭) ভূমিরূপ বিকাশে টেকটোনো-জিওমরফিক মডেল (Tectono-Geomorphic Model) -এর প্রবক্তা হলেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) লেস্টার চার্লস কিং
(C) মারি মরিসাওয়া (D) রিচার্ড জন চোরলে
উত্তর : (C) মারি মরিসাওয়া।

(৩৪৮৮) মারি মরিসাওয়া (Marie Morisawa) যে সালে টেকটোনো-জিওমরফিক মডেল (Tectono-Geomorphic Model) দিয়েছিলেন —
(A) ১৯৭১ (B) ১৯৭৩
(C) ১৯৭৫ (D) ১৯৭৭
উত্তর : (C) ১৯৭৫।

(৩৪৮৯) ভূমিরূপ বিকাশে ‘অনিয়মিত ক্ষয় মডেল’ (Episodic Erosion Model) -এর প্রবক্তা হলেন —
(A) স্ট্যানলি আলফ্রেড স্কুম (B) ওয়ালথার পেঙ্ক
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) জন টিল্টন হ্যাক
উত্তর : (A) স্ট্যানলি আলফ্রেড স্কুম।

(৩৪৯০) স্ট্যানলি আলফ্রেড স্কুম (Stanley Alfred Schumm) যে সালে ‘অনিয়মিত ক্ষয় মডেল’ (Episodic Erosion Model) দিয়েছিলেন —
(A) ১৯৬৫ (B) ১৯৭৫
(C) ১৯৮৫ (D) ১৯৯৫
উত্তর : (B) ১৯৭৫।

(৩৪৯১) স্বাভাবিক ক্ষয়চক্রের যে পর্যায়ে আপেক্ষিক উচ্চতা সর্বাধিক হয় —
(A) যৌবন পর্যায় (B) বার্ধক্য পর্যায়
(C) পরিণত পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (A) যৌবন পর্যায়।

(৩৪৯২) ক্রিকমে (Crickmay) -এর মতে, নদী ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গঠিত সমপ্রায়ভূমিকে বলে —
(A) প্যানফ্যান (B) পেডিপ্লেন
(C) পেনিপ্লেন (D) প্যানপ্লেন
উত্তর : (D) প্যানপ্লেন।

(৩৪৯৩) কলিন হেইটার ক্রিকমে যে সালে প্যানপ্লেন (Panplain) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৩ (B) ১৯৩৪
(C) ১৯৩৫ (D) ১৯৩৬
উত্তর : (A) ১৯৩৩।

(৩৪৯৪) ‘স্ট্রিমস্ : দেয়ার ডায়নামিক্স অ্যান্ড মরফোলজি’ (Streams: Their Dynamics and Morphology) গ্রন্থটি রচনা করেন —
(A) কলিন হেইটার ক্রিকমে (B) জন টিল্টন হ্যাক
(C) মারি মরিসাওয়া (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (C) মারি মরিসাওয়া।

(৩৪৯৫) ‘দ্য ওয়ার্ক অফ দ্য রিভার’ (The Work of the River) গ্রন্থটি রচনা করেন —
(A) কলিন হেইটার ক্রিকমে (B) মারি মরিসাওয়া
(C) জন টিল্টন হ্যাক (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (A) কলিন হেইটার ক্রিকমে।

(৩৪৯৬) প্যানফ্যান (Panfan) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) কলিন হেইটার ক্রিকমে (B) লেস্টার চার্লস কিং
(C) অ্যান্ড্রু কাউপার লসন (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (C) অ্যান্ড্রু কাউপার লসন।

(৩৪৯৭) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে পর্যায়ের সংখ্যা হল —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (C) ৪ টি।

(৩৪৯৮) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে ক্ষয়ের শেষ সীমা হল —
(A) প্লায়া (B) স্থানীয় ভৌমজলস্তর সীমা
(C) সমুদ্রপৃষ্ঠ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৪৯৯) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদের প্রাথমিক পর্যায়ে যে প্রকার জলনির্গম প্রণালী দেখা যায় —
(A) কেন্দ্রমুখী (B) কেন্দ্রবিমুখ
(C) সমান্তরাল (D) বৃক্ষরূপী
উত্তর : (A) কেন্দ্রমুখী।

(৩৫০০) ডেভিসের শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদে মরু অঞ্চলে পর্বতবেষ্টিত অবনত ভূমিকে বলে —
(A) বোলসন (B) প্লায়া
(C) ক্যানিয়ন (D) বাজাদা
উত্তর : (A) বোলসন।

(WBSSC SLST GEOGRAPHY PART-70)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-69

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-70

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!