Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-68

WBSSC SLST GEOGRAPHY PART-68

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-68) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-68

(৩৩৫১) ভূ-আলোড়নের ফলে, স্থলভাগের অবনমন বা সমুদ্রতলের উত্থানের ফলে যে উপকূল তৈরি করে —
(A) উত্থিত উপকূল (Emergent Coast) (B) নিমজ্জিত উপকূল (Submergent Coast)
(C) যৌগিক উপকূল (Compound Coast) (D) নিরপেক্ষ উপকূল (Neutral Coast)
উত্তর : (B) নিমজ্জিত উপকূল (Submergent Coast)।

(৩৩৫২) উত্থিত উপকূলের একটি ভূমিরূপ হল —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) উত্থিত সমুদ্র মঞ্চ
(C) নিমজ্জিত নদী উপত্যকা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৫৩) একটি উত্থিত উপকূলের উদাহরণ হল —
(A) ভারতের পূর্ব উপকূল (B) হাডসন উপসাগর উপকূল
(C) ভারতের কোঙ্কণ উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৫৪) নিমজ্জিত উপকূলের একটি ভূমিরূপ হল —
(A) নিমজ্জিত নদী উপত্যকা (B) ফিয়র্ড
(C) তরঙ্গ কর্তিত মঞ্চ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৫৫) একটি নিমজ্জিত উপকূলের উদাহরণ হল —
(A) ভারতের কোঙ্কণ উপকূল (B) পশ্চিম নরওয়ে উপকূল
(C) ভারতের পূর্ব উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৫৬) একটি উত্থিত উচ্চ উপকূলের উদাহরণ হল —
(A) ভূমধ্যসাগরীয় উপকূল (B) ভারতের পূর্ব উপকূল
(C) ভারতের কোঙ্কণ উপকূল (D) উ: আয়ারল্যান্ডের স্ট্র্যাংফোর্ড লক
উত্তর : (A) ভূমধ্যসাগরীয় উপকূল।

(৩৩৫৭) একটি উত্থিত নিম্ন উপকূলের উদাহরণ হল —
(A) ভূমধ্যসাগরীয় উপকূল (B) ভারতের পূর্ব উপকূল
(C) ভারতের কোঙ্কণ উপকূল (D) উ: আয়ারল্যান্ডের স্ট্র্যাংফোর্ড লক
উত্তর : (B) ভারতের পূর্ব উপকূল।

(৩৩৫৮) একটি নিমজ্জিত উচ্চ উপকূলের উদাহরণ হল —
(A) ভূমধ্যসাগরীয় উপকূল (B) ভারতের পূর্ব উপকূল
(C) ভারতের কোঙ্কণ উপকূল (D) উ: আয়ারল্যান্ডের স্ট্র্যাংফোর্ড লক
উত্তর : (C) ভারতের কোঙ্কণ উপকূল।

(৩৩৫৯) একটি নিমজ্জিত নিম্ন উপকূলের উদাহরণ হল —
(A) ভূমধ্যসাগরীয় উপকূল (B) ভারতের পূর্ব উপকূল
(C) ভারতের কোঙ্কণ উপকূল (D) উ: আয়ারল্যান্ডের স্ট্র্যাংফোর্ড লক
উত্তর : (D) উ: আয়ারল্যান্ডের স্ট্র্যাংফোর্ড লক।

(৩৩৬০) যে উপকূলে একাধিকবার উত্থান ও নিমজ্জনের চিহ্ন দেখা যায়, তাকে বলে —
(A) উত্থিত উপকূল (Emergent Coast) (B) নিমজ্জিত উপকূল (Submergent Coast)
(C) যৌগিক উপকূল (Compound Coast) (D) নিরপেক্ষ উপকূল (Neutral Coast)
উত্তর : (C) যৌগিক উপকূল (Compound Coast)।

(৩৩৬১) একটি যৌগিক উপকূলের উদাহরণ হল —
(A) ভারতের পশ্চিম উপকূল (B) সুইডেন ও নরওয়ে উপকূল
(C) ভারতের পূর্ব উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৬২) যে উপকূলে উত্থান ও নিমজ্জনের কোনো চিহ্ন দেখা যায় না, তাকে বলে —
(A) উত্থিত উপকূল (Emergent Coast) (B) নিমজ্জিত উপকূল (Submergent Coast)
(C) যৌগিক উপকূল (Compound Coast) (D) নিরপেক্ষ উপকূল (Neutral Coast)
উত্তর : (D) নিরপেক্ষ উপকূল (Neutral Coast)।

(৩৩৬৩) একটি নিরপেক্ষ উপকূলের উদাহরণ হল —
(A) গাঙ্গেয় ব-দ্বীপ উপকূল (B) গোদাবরী-কৃষ্ণা ব-দ্বীপ উপকূল
(C) কাবেরী ব-দ্বীপ উপকূল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৩৩৬৪) আকৃতি ও গঠন অনুসারে, উপকূল প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৩৩৬৫) যে উপকূলে নদী উপত্যকা সমকোণে বা আড়াআড়িভাবে মিলিত ও নিমজ্জিত হয়, তাকে বলে —
(A) রিয়া উপকূল (Ria Coast) (B) ফিয়র্ড উপকূল (Fjord Coast)
(C) ডালমেশিয়ান উপকূল (Dalmatian Coast) (D) কোনোটিই নয়
উত্তর : (A) রিয়া উপকূল (Ria Coast)।

(৩৩৬৬) রিয়া (Ria) শব্দটির অর্থ হল —
(A) নদী উপত্যকা (B) পার্বত্য ভূমি
(C) উপকূল অঞ্চল (D) হিমবাহ উপত্যকা
উত্তর : (A) নদী উপত্যকা।

(৩৩৬৭) দক্ষিণ-পশ্চিম আয়ারল্যান্ডের বান্ট্রি উপসাগর (Bantry Bay) উপকূল হল একটি —
(A) রিয়া উপকূল (B) ফিয়র্ড উপকূল
(C) ডালমেশিয়ান উপকূল (D) কোনোটিই নয়
উত্তর : (A) রিয়া উপকূল।

(৩৩৬৮) যখন উপকূলের সমান্তরাল পর্বতশ্রেণীর কিছু অংশ সমুদ্রে নিমজ্জিত হয়, তখন তাকে বলে —
(A) রিয়া উপকূল (Ria Coast) (B) ফিয়র্ড উপকূল (Fjord Coast)
(C) ডালমেশিয়ান উপকূল (Dalmatian Coast) (D) কোনোটিই নয়
উত্তর : (C) ডালমেশিয়ান উপকূল (Dalmatian Coast)।

(৩৩৬৯) ক্রোয়েশিয়ার আড্রিয়াটিক উপকূল হল একটি —
(A) রিয়া উপকূল (B) ফিয়র্ড উপকূল
(C) ডালমেশিয়ান উপকূল (D) কোনোটিই নয়
উত্তর : (C) ডালমেশিয়ান উপকূল।

(৩৩৭০) যে উপকূলে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী নিমজ্জিত হয়, তাকে বলে —
(A) রিয়া উপকূল (Ria Coast) (B) ফিয়র্ড উপকূল (Fjord Coast)
(C) ডালমেশিয়ান উপকূল (Dalmatian Coast) (D) কোনোটিই নয়
উত্তর : (B) ফিয়র্ড উপকূল (Fjord Coast)।

(৩৩৭১) পশ্চিম নরওয়ে উপকূল হল একটি —
(A) রিয়া উপকূল (B) ফিয়র্ড উপকূল
(C) ডালমেশিয়ান উপকূল (D) কোনোটিই নয়
উত্তর : (B) ফিয়র্ড উপকূল।

(৩৩৭২) প্রাথমিক উপকূল (Primary Coast) গঠিত হয় যে প্রক্রিয়াতে —
(A) স্থলজ প্রক্রিয়া (B) সামুদ্রিক প্রক্রিয়া
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) স্থলজ প্রক্রিয়া।

(৩৩৭৩) পরবর্তী উপকূল (Secondary Coast) গঠিত হয় যে প্রক্রিয়াতে —
(A) স্থলজ প্রক্রিয়া (B) সামুদ্রিক প্রক্রিয়া
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) সামুদ্রিক প্রক্রিয়া।

(৩৩৭৪) ফিয়র্ড উপকূল হল একটি —
(A) প্রাথমিক উপকূল (B) পরবর্তী উপকূল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রাথমিক উপকূল।

(৩৩৭৫) প্রবাল প্রাচীর, সৈকত, বেরিয়ার দ্বীপযুক্ত উপকূল হল একটি —
(A) প্রাথমিক উপকূল (B) পরবর্তী উপকূল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) পরবর্তী উপকূল।

(WBSSC SLST GEOGRAPHY PART-68)

(৩৩৭৬) জোয়ারের উচ্চতা অনুসারে, উপকূল প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৩৩৭৭) ক্ষুদ্র জোয়ারী উপকূল বা মাইক্রো টাইডাল উপকূল (Micro Tidal Coast) -এ ভরা কোটালের গড় উচ্চতা থাকে —
(A) < ২ মিটার (B) ২-৪ মিটার
(C) ৪-৬ মিটার (D) > ৬ মিটার
উত্তর : (A) < ২ মিটার।

(৩৩৭৮) একটি ক্ষুদ্র জোয়ারী উপকূল বা মাইক্রো টাইডাল উপকূল (Micro Tidal Coast) -এর উদাহরণ হল —
(A) ভূমধ্যসাগরীয় উপকূল (B) বাল্টিক সাগর উপকূল
(C) মরক্কো উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৭৯) মধ্যম জোয়ারী উপকূল বা মেসো টাইডাল উপকূল (Meso Tidal Coast) -এ ভরা কোটালের গড় উচ্চতা থাকে —
(A) < ২ মিটার (B) ২-৪ মিটার
(C) ৪-৬ মিটার (D) > ৬ মিটার
উত্তর : (B) ২-৪ মিটার।

(৩৩৮০) একটি মধ্যম জোয়ারী উপকূল বা মেসো টাইডাল উপকূল (Meso Tidal Coast) -এর উদাহরণ হল —
(A) মরক্কো উপকূল (B) সোমালিয়া উপকূল
(C) পীত সাগর উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৮১) বৃহৎ জোয়ারী উপকূল বা ম্যাক্রো টাইডাল উপকূল (Macro Tidal Coast) -এ ভরা কোটালের গড় উচ্চতা থাকে —
(A) < ২ মিটার (B) ২ মিটার
(C) ৩ মিটার (D) > ৪ মিটার
উত্তর : (D) > ৪ মিটার।

(৩৩৮২) একটি বৃহৎ জোয়ারী উপকূল বা ম্যাক্রো টাইডাল উপকূল (Macro Tidal Coast) -এর উদাহরণ হল —
(A) ব্রিটিশ যুক্তরাজ্য উপকূল (B) পীত সাগর উপকূল
(C) বাল্টিক সাগর উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৮৩) অতি বৃহৎ জোয়ারী উপকূল বা মেগা টাইডাল উপকূল (Mega Tidal Coast) -এ ভরা কোটালের গড় উচ্চতা থাকে —
(A) > ২ মিটার (B) > ৪ মিটার
(C) > ৬ মিটার (D) > ১০ মিটার
উত্তর : (D) > ১০ মিটার।

(৩৩৮৪) একটি অতি বৃহৎ জোয়ারী উপকূল বা মেগা টাইডাল উপকূল (Mega Tidal Coast) -এর উদাহরণ হল —
(A) কানাডার ফান্ডি উপসাগর উপকূল (B) ব্রিটেনের ব্রিস্টল চ্যানেল উপকূল
(C) বাল্টিক সাগর উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৩৮৫) পৃথিবীর যে উপকূলে সর্বাধিক উচ্চতার জোয়ার দেখা যায় —
(A) কানাডার ফান্ডি উপসাগর উপকূল (B) ব্রিটেনের ব্রিস্টল চ্যানেল উপকূল
(C) বাল্টিক সাগর উপকূল (D) পীত সাগর উপকূল
উত্তর : (A) কানাডার ফান্ডি উপসাগর উপকূল।

(৩৩৮৬) গোয়ার ডোনা পাউলা (Dona Paula)-তে সমুদ্র তরঙ্গজাত যে ভূমিরূপ দেখা যায় —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) জিও
(C) সামুদ্রিক স্তম্ভ (D) ব্লোহোল
উত্তর : (A) তরঙ্গ কর্তিত মঞ্চ।

(৩৩৮৭) তিনদিকে স্থলবেষ্টিত, উপবৃত্তাকার এবং মহাসাগরের সাথে প্রশস্ত সংযোগযুক্ত সামুদ্রিক জলভাগ বা উপসাগরকে বলে —
(A) বে (Bay) (B) গাল্ফ (Gulf)
(C) জিও (Geo) (D) ফ্যারো (Faro)
উত্তর : (A) বে (Bay)।

(৩৩৮৮) বে (Bay) অপেক্ষা বৃহৎ, গভীর ও অধিক স্থলবেষ্টিত এবং মহাসাগরের সাথে সংকীর্ণ সংযোগযুক্ত সামুদ্রিক জলভাগ বা উপসাগরকে বলে —
(A) বে (Bay) (B) গাল্ফ (Gulf)
(C) জিও (Geo) (D) ফ্যারো (Faro)
উত্তর : (B) গাল্ফ (Gulf)।

(৩৩৮৯) পৃথিবীর বৃহত্তম উপসাগর (World’s Largest Bay) হল —
(A) বঙ্গোপসাগর (B) মেক্সিকো উপসাগর
(C) বাফিন উপসাগর (D) হাডসন উপসাগর
উত্তর : (A) বঙ্গোপসাগর।

(৩৩৯০) পৃথিবীর বৃহত্তম উপসাগর (World’s Largest Gulf) হল —
(A) বঙ্গোপসাগর (B) মেক্সিকো উপসাগর
(C) বাফিন উপসাগর (D) হাডসন উপসাগর
উত্তর : (B) মেক্সিকো উপসাগর।

(৩৩৯১) পৃথিবীর মোট সামুদ্রিক উপকূলের যে শতাংশ এলাকাতে সৈকতভূমি গড়ে উঠেছে —
(A) ১০% (B) ২০%
(C) ৩০% (D) ৪০%
উত্তর : (C) ৩০%।

(৩৩৯২) পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত (World’s Longest Sea Beach) হল —
(A) প্রাইয়া ডো ক্যাসিনো (B) প্রাইয়া ডো আর্ভিনো
(C) প্রাইয়া ডো লেমে (D) প্রাইয়া ডো উরকা
উত্তর : (A) প্রাইয়া ডো ক্যাসিনো।

(৩৩৯৩) প্রাইয়া ডো ক্যাসিনো (Praia do Cassino) সমুদ্র সৈকত যে দেশে অবস্থিত —
(A) কানাডা (B) ব্রাজিল
(C) মেক্সিকো (D) আর্জেন্টিনা
উত্তর : (B) ব্রাজিল।

(৩৩৯৪) পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত (World’s Longest Natural Sea Beach) হল —
(A) বাংলাদেশের কক্সবাজার সৈকত (B) ভারতের বরকলা সৈকত
(C) বাংলাদেশের কুয়াকাটা সৈকত (D) ভারতের রাধানগর সৈকত
উত্তর : (A) বাংলাদেশের কক্সবাজার সৈকত।

(৩৩৯৫) উপকূলীয় ভূমিরূপবিদ্যাতে টম্বোলো (Tombolo) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) ফ্রেডেরিক পাটনাম গালিভার
(C) লেস্টার চার্লস কিং (D) ডগলাস উইলসন জনসন
উত্তর : (B) ফ্রেডেরিক পাটনাম গালিভার।

(৩১৯৬) ফ্রেডেরিক পাটনাম গালিভার (Frederic Putnam Gulliver) যে সালে উপকূলীয় ভূমিরূপবিদ্যাতে টম্বোলো (Tombolo) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯৬ (B) ১৮৯৭
(C) ১৮৯৯ (D) ১৯০০
উত্তর : (C) ১৮৯৯।

(৩৩৯৭) যে দেশে উপকূলীয় লেগুন জিহু (Xihu) নামে পরিচিত —
(A) চিন (B) রাশিয়া
(C) পেরু (D) কানাডা
উত্তর : (A) চিন।

(৩৩৯৮) যে দেশে উপকূলীয় লেগুন লিমন (Liman) নামে পরিচিত —
(A) রাশিয়া (B) জাপান
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (A) রাশিয়া।

(৩৩৯৯) যে দেশে উপকূলীয় লেগুন জালেউ (Zalew) নামে পরিচিত —
(A) ফিনল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) পোল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (C) পোল্যান্ড।

(৩৪০০) যে দেশে উপকূলীয় লেগুন হ্যাপুয়া (Hapua) নামে পরিচিত —
(A) আয়ারল্যান্ড (B) নিউজিল্যান্ড
(C) স্কটল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (B) নিউজিল্যান্ড।

(WBSSC SLST GEOGRAPHY PART-68)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-67

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-68

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!