WBSSC SLST GEOGRAPHY PART-64
WBSSC SLST GEOGRAPHY PART-64
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬৪ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-64) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩১৫১) আবহবিকার দ্বারা কম প্রভাবিত শিলায় গঠিত ক্ষয়রোধী, খাড়া ঢালযুক্ত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff)।
(৩১৫২) অধিক ক্ষয়প্রবণ শিলাতে গঠিত, মৃদু ঢালযুক্ত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (B) দুর্বল ভৃগু (Weak Cliff)।
(৩১৫৩) কঠিন ও কোমল শিলার পরস্পর অবস্থানের ফলে গঠিত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (C) যৌগিক ভৃগু (Composite Cliff)।
(৩১৫৪) একাধিকবার উত্থান ও অবনমন এবং একই সাথে মস্তক ও পাদদেশ অংশে সক্রিয় ক্ষয়প্রক্রিয়ার ফলে গঠিত সমুদ্র ভৃগুকে বলে —
(A) প্রতিরোধী ভৃগু (Resistant Cliff) (B) দুর্বল ভৃগু (Weak Cliff)
(C) যৌগিক ভৃগু (Composite Cliff) (D) জটিল ভৃগু (Complex Cliff)
উত্তর : (D) জটিল ভৃগু (Complex Cliff)।
(৩১৫৫) সমুদ্র ভৃগুর পাদদেশে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে যে মৃদু ঢালের প্রশস্ত সমতল ভূমি গড়ে ওঠে, তাকে বলে —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) জিও
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) স্ট্যাক
উত্তর : (A) তরঙ্গ কর্তিত মঞ্চ।
(৩১৫৬) তরঙ্গ কর্তিত মঞ্চ (Wave Cut Platform) -এর গাঠনিক অঞ্চল —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।
(৩১৫৭) তরঙ্গ কর্তিত মঞ্চের জোয়ারের জলতল ও ভাটার জলতলের মধ্যবর্তী অঞ্চলকে বলে —
(A) মেসো-লিটোরাল অঞ্চল (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল
(C) সাব-লিটোরাল অঞ্চল (D) ম্যাক্রো-লিটোরাল অঞ্চল
উত্তর : (A) মেসো-লিটোরাল অঞ্চল।
(৩১৫৮) তরঙ্গ কর্তিত মঞ্চের জোয়ারের জলতলের উপরিভাগের অঞ্চলকে বলে —
(A) মেসো-লিটোরাল অঞ্চল (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল
(C) সাব-লিটোরাল অঞ্চল (D) ম্যাক্রো-লিটোরাল অঞ্চল
উত্তর : (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল।
(৩১৫৯) তরঙ্গ কর্তিত মঞ্চের ভাটার জলতলের নিচের অঞ্চলকে বলে —
(A) মেসো-লিটোরাল অঞ্চল (B) সুপ্রা-লিটোরাল অঞ্চল
(C) সাব-লিটোরাল অঞ্চল (D) ম্যাক্রো-লিটোরাল অঞ্চল
উত্তর : (C) সাব-লিটোরাল অঞ্চল।
(৩১৬০) তরঙ্গ কর্তিত মঞ্চ (Wave Cut Platform) অপর যে নামে পরিচিত —
(A) Shore Platform (B) Coastal Bench
(C) Seaward Side (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩১৬১) যে দেশের উপকূলে ডোভারের শ্বেত ভৃগু (White Cliffs of Dover) ও হ্যাংম্যান ভৃগু (Hangman Cliffs) রয়েছে —
(A) ইংল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (A) ইংল্যান্ড।
(৩১৬২) যে দেশের উপকূলে কিংশুই ভৃগু (Qingshui Cliff) রয়েছে —
(A) অস্ট্রেলিয়া (B) তাইওয়ান
(C) ফিনল্যান্ড (D) জার্মানি
উত্তর : (B) তাইওয়ান।
(৩১৬৩) যে দেশের উপকূলে মোরের ভৃগু বা মোহেরের ভৃগু (Cliffs of Moher) রয়েছে —
(A) ইংল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (B) আয়ারল্যান্ড।
(৩১৬৪) যে দেশের উপকূলে এট্রিটা ভৃগু (Étretat Cliffs) ও বোনিফাসিওর ভৃগু (Cliffs of Bonifacio) রয়েছে —
(A) ইতালি (B) ফ্রান্স
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (B) ফ্রান্স।
(৩১৬৫) যে দেশের উপকূলে বুন্ডা ভৃগু (Bunda Cliffs) বা নালারবর ভৃগু (Nullarbor Cliffs) রয়েছে —
(A) অস্ট্রেলিয়া (B) ইতালি
(C) ফিনল্যান্ড (D) জার্মানি
উত্তর : (A) অস্ট্রেলিয়া।
(৩১৬৬) যে দেশের উপকূলে প্যারাকাস ভৃগু (Paracas Cliffs) রয়েছে —
(A) চিলি (B) আর্জেন্টিনা
(C) কলম্বিয়া (D) পেরু
উত্তর : (D) পেরু।
(৩১৬৭) ভারতের যে রাজ্যের উপকূলে বরকলা ভৃগু (Varkala Cliff) রয়েছে —
(A) তামিলনাড়ু (B) কর্ণাটক
(C) কেরালা (D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (C) কেরালা।
(৩১৬৮) ভারতের যে শহরের উপকূলে ডলফিন’স্ নোজ (Dolphin’s Nose) সমুদ্র ভৃগু রয়েছে —
(A) চেন্নাই (B) বিশাখাপত্তনম
(C) কন্যাকুমারী (D) কোল্লাম
উত্তর : (B) বিশাখাপত্তনম।
(৩১৬৯) তরঙ্গ কর্তিত মঞ্চ (Wave Cut Platform) দেখা যায় যে অঞ্চলে —
(A) ব্রিটেনের সাউদার্নডাউন উপকূল (B) ব্রিটেনের সেন্ট বিজ্ অগ্রভূমি
(C) অস্ট্রেলিয়ার লং রিফ অগ্রভূমি (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩১৭০) উপকূল অঞ্চলে সমুদ্র ভৃগুর শীর্ষ এবং ভৃগুর পাদদেশে গঠিত সামুদ্রিক গুহার সঙ্গে সংযোগকারী প্রাকৃতিক ছিদ্রকে বলে —
(A) ব্লোহোল (B) স্বাভাবিক চিমনি
(C) জিও (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩১৭১) ব্লোহোল (Blowhole) অপর যে নামে পরিচিত —
(A) Marine Geyser (B) Shore Platform
(C) Marine Terrace (D) Coastal Terrace
উত্তর : (A) Marine Geyser।
(৩১৭২) যে দেশে ব্লোহোল ‘গ্লুপ’ (Gloup) নামে পরিচিত —
(A) স্কটল্যান্ড (B) নেদারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) স্কটল্যান্ড।
(৩১৭৩) স্পাউটিং হর্ন (Spouting Horn) শীর্ষক ব্লোহোলটি অবস্থিত —
(A) অস্ট্রেলিয়াতে (B) হাওয়াই দ্বীপপুঞ্জে
(C) কানাডাতে (D) ব্রিটিশ যুক্তরাজ্যে
উত্তর : (B) হাওয়াই দ্বীপপুঞ্জে।
(৩১৭৪) লা বুফাডোরা (La Bufadora) ব্লোহোল যে দেশে অবস্থিত —
(A) মেক্সিকো (B) কানাডা
(C) ইতালি (D) জার্মানি
উত্তর : (A) মেক্সিকো।
(৩১৭৫) অ্যালোফাগা ব্লোহোল (Alofaaga Blowhole) বা টাগা ব্লোহোল (Taga Blowhole) যে দেশে অবস্থিত —
(A) মেক্সিকো (B) সামোয়া
(C) ইতালি (D) কানাডা
উত্তর : (B) সামোয়া।
(WBSSC SLST GEOGRAPHY PART-64)
(৩১৭৬) হুমানায়া ব্লোহোল (Hummanaya Blowhole) যে দেশে অবস্থিত —
(A) ভারত (B) ওমান
(C) শ্রীলঙ্কা (D) কানাডা
উত্তর : (C) শ্রীলঙ্কা।
(৩১৭৭) কিয়ামা ব্লোহোল (Kiama Blowhole) ও বিচেনো ব্লোহোল (Bicheno Blowhole) অবস্থিত যে দেশে —
(A) ফিনল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) অস্ট্রেলিয়া (D) জার্মানি
উত্তর : (C) অস্ট্রেলিয়া।
(৩১৭৮) হ্যালোনা ব্লোহোল (Halona Blowhole) ও নাকালেলে ব্লোহোল (Nakalele Blowhole) অবস্থিত —
(A) হাওয়াই দ্বীপপুঞ্জে (B) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে
(C) গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে (D) ফ্যারালন দ্বীপপুঞ্জে
উত্তর : (A) হাওয়াই দ্বীপপুঞ্জে।
(৩১৭৯) সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক পতনের কারণে সৃষ্ট নতুন তরঙ্গ কর্তিত মঞ্চের ওপরে অবস্থিত পূর্বেকার তরঙ্গ কর্তিত মঞ্চকে বলে —
(A) উত্থিত সমুদ্র মঞ্চ (B) প্রাচীর সমুদ্র মঞ্চ
(C) শীর্ষ সমুদ্র মঞ্চ (D) যৌগিক সমুদ্র মঞ্চ
উত্তর : (A) উত্থিত সমুদ্র মঞ্চ।
(৩১৮০) উত্থিত সমুদ্র মঞ্চ (Raised Marine Platform) অপর যে নামে পরিচিত —
(A) Coastal Terrace (B) Marine Terrace
(C) Coastal Bench (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩১৮১) উত্থিত সমুদ্র মঞ্চ (Raised Marine Platform) দেখা যায় —
(A) ক্যালিফোর্ণিয়ার ওয়াটার ক্যানিয়ন সৈকতে (B) অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে
(C) ব্রাজিলের কোপাকাবানা সৈকতে (D) হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াইকিকি সৈকতে
উত্তর : (A) ক্যালিফোর্ণিয়ার ওয়াটার ক্যানিয়ন সৈকতে।
(৩১৮২) কঠিন শিলাগঠিত সমুদ্র ভৃগুর কোনো দুর্বল স্থান, দারণ বা ফাটল বরাবর সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে সৃষ্ট সুড়ঙ্গকে বলে —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) সামুদ্রিক গুহা
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) ব্লোহোল
উত্তর : (B) সামুদ্রিক গুহা।
(৩১৮৩) সামুদ্রিক গুহা (Sea Cave) অপর যে নামে পরিচিত —
(A) Littoral Cave (B) Talus Cave
(C) Solution Cave (D) Lava Cave
উত্তর : (A) Littoral Cave।
(৩১৮৪) ফিঙ্গালের গুহা (Fingal’s Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) ফিনল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) স্কটল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (C) স্কটল্যান্ড।
(৩১৮৫) ব্লু গ্রোটো (Blue Grotto) ও নেপচুনের গ্রোটো (Neptune’s Cave) সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) কানাডা (B) ইতালি
(C) জার্মানি (D) ব্রিটেন
উত্তর : (B) ইতালি।
(৩১৮৬) বেনাগিল গুহা (Benagil Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) স্লোভেনিয়া (B) পর্তুগাল
(C) অস্ট্রেলিয়া (D) কানাডা
উত্তর : (B) পর্তুগাল।
(৩১৮৭) বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক গুহা (World’s Largest Sea Cave) হল —
(A) মাটাইনাকা গুহা (B) বেনাগিল গুহা
(C) টেনসোডো গুহা (D) নেরেও গুহা
উত্তর : (A) মাটাইনাকা গুহা।
(৩১৮৮) মাটাইনাকা গুহা (Matainaka Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) অস্ট্রেলিয়া (B) নিউজিল্যান্ড
(C) স্কটল্যান্ড (D) আয়ারল্যান্ড
উত্তর : (B) নিউজিল্যান্ড।
(৩১৮৯) আয়তন অনুসারে, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক গুহা (World’s Longest Sea Cave) হল —
(A) রিকোরিকো গুহা (B) বেনাগিল গুহা
(C) টেনসোডো গুহা (D) নেরেও গুহা
উত্তর : (A) রিকোরিকো গুহা।
(৩১৯০) রিকোরিকো গুহা (Rikoriko Cave) নামক সামুদ্রিক গুহা অবস্থিত যে দেশে —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) নিউজিল্যান্ড (D) ফিনল্যান্ড
উত্তর : (C) নিউজিল্যান্ড।
(৩১৯১) ভারতের যে রাজ্যে কুয়েরিম গুহা (Querim Cave) ও কুপা গুহা (Cupa Cave) নামক সামুদ্রিক গুহা রয়েছে —
(A) গোয়া (B) মহারাষ্ট্র
(C) গুজরাট (D) কেরালা
উত্তর : (A) গোয়া।
(৩১৯২) সমুদ্র তরঙ্গের আঘাতে সামুদ্রিক গুহার ছাদ ধ্বসে গিয়ে যে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ি সৃষ্টি হয়, তাকে বলে —
(A) জিও (B) ব্লোহোল
(C) ক্যাজম (D) গ্লুপ
উত্তর : (A) জিও।
(৩১৯৩) জিও (Geo) দেখা যায় —
(A) স্কটল্যান্ডের ওর্কনি উপকূলে (B) ভারতের মালাবার উপকূলে
(C) ইংল্যান্ডের ডোভার উপকূলে (D) উপরের সবকটিই
উত্তর : (A) স্কটল্যান্ডের ওর্কনি উপকূলে।
(৩১৯৪) সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র ভৃগুতে সৃষ্ট খাঁজ বড়ো হয়ে খাদে পরিণত হলে, তাকে বলে —
(A) জিও (B) ব্লোহোল
(C) ক্যাজম (D) গ্লুপ
উত্তর : (C) ক্যাজম।
(৩১৯৫) ক্যালডার’স্ জিও (Calder’s Geo) যে দেশের উপকূলে অবস্থিত —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (A) স্কটল্যান্ড।
(৩১৯৬) কোমল শিলা গঠিত অগ্রভূমির দুইপাশে কিংবা অগ্রভূমির কোনো দুর্বল স্থান বরাবর সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে সৃষ্ট সামুদ্রিক গুহা পরস্পর মিলিত হয়ে সেতু আকৃতি ধারণ করলে, তাকে বলে —
(A) স্বাভাবিক চিমনি (B) জিও
(C) গ্লুপ (D) সামুদ্রিক খিলান
উত্তর : (D) সামুদ্রিক খিলান।
(৩১৯৭) লন্ডন ব্রিজ (London Bridge) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) অস্ট্রেলিয়া (B) ব্রিটেন
(C) নরওয়ে (D) কানাডা
উত্তর : (A) অস্ট্রেলিয়া।
(৩১৯৮) হোল-ইন-দ্য-ওয়াল (Hole-in-the-Wall) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) কানাডা
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (D) দক্ষিণ আফ্রিকা।
(৩১৯৯) ডার্ডেল ডোর (Durdle Door) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) ইংল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (A) ইংল্যান্ড।
(৩২০০) এল আর্কো (El Arco) শীর্ষক সামুদ্রিক খিলান (Sea Arch) যে দেশে অবস্থিত —
(A) ইতালি (B) জার্মানি
(C) রাশিয়া (D) মেক্সিকো
উত্তর : (D) মেক্সিকো।
(WBSSC SLST GEOGRAPHY PART-64)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-65 - ভূগোলিকা-Bhugolika