Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-62

WBSSC SLST GEOGRAPHY PART-62

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬২ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-62) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-62

(৩০৫১) পলি অবক্ষেপ দ্বারা বিচ্ছিন্ন, খাড়া ঢাল যুক্ত, সুউচ্চ, স্তম্ভাকার, অরণ্যাবৃত কার্স্ট ভূমিরূপকে বলে —
(A) হোলো কার্স্ট (B) টাওয়ার কার্স্ট
(C) মেরো কার্স্ট (D) কেগেল কার্স্ট
উত্তর : (B) টাওয়ার কার্স্ট।

(৩০৫২) টাওয়ার কার্স্ট (Tower Karst) অপর যে নামে পরিচিত —
(A) টার্ম কার্স্ট (B) হোলো কার্স্ট
(C) তুন্দ্রা কার্স্ট (D) মেরো কার্স্ট
উত্তর : (A) টার্ম কার্স্ট।

(৩০৫৩) প্রধানত যে জলবায়ু অঞ্চলে টাওয়ার কার্স্ট (Tower Karst) বা টার্ম কার্স্ট (Turm Karst) দেখা যায় —
(A) নাতিশীতোষ্ণ জলবায়ু (B) মেরু জলবায়ু
(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু (D) নিরক্ষীয় জলবায়ু
উত্তর : (D) নিরক্ষীয় জলবায়ু।

(৩০৫৪) ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে শঙ্কু আকৃতির বিচ্ছিন্ন পাহাড় জাতীয় কার্স্ট ভূমিরূপকে বলে —
(A) টাওয়ার কার্স্ট (B) টার্ম কার্স্ট
(C) কেগেল কার্স্ট (D) হোলো কার্স্ট
উত্তর : (C) কেগেল কার্স্ট।

(৩০৫৫) কেগেল কার্স্ট (Kegel Karst) অপর যে নামে পরিচিত —
(A) হোলো কার্স্ট (B) শঙ্কু কার্স্ট
(C) মেরো কার্স্ট (D) তুন্দ্রা কার্স্ট
উত্তর : (B) শঙ্কু কার্স্ট।

(৩০৫৬) পরি হিমবাহ অঞ্চলে কার্স্ট জাতীয় যে ভূমিরূপ দেখা যায়, তাকে বলে —
(A) থার্মো কার্স্ট (B) ক্রায়ো কার্স্ট
(C) হোলো কার্স্ট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩০৫৭) একটি থার্মো কার্স্ট (Thermo Karst) বা ক্রায়ো কার্স্ট (Cryo Karst) ভূমিরূপ হল —
(A) উভালা (B) পোলজি
(C) তুন্দ্রা হ্রদ (D) ডোলাইন
উত্তর : (C) তুন্দ্রা হ্রদ।

(৩০৫৮) ক্রেভিস কার্স্ট (Crevice Karst) ভূমিরূপ দেখা যায় —
(A) নিউ গিনি (B) মেক্সিকো
(C) ভারত (D) ব্রাজিল
উত্তর : (A) নিউ গিনি।

(৩০৫৯) নদী বা ভূপৃষ্ঠস্থ জলধারার কার্য দ্বারা প্রভাবিত কার্স্ট ভূমিরূপকে বলে —
(A) ফ্লুভিওকার্স্ট (B) প্যালিওকার্স্ট
(C) গ্লেসিওকার্স্ট (D) ফসিলকার্স্ট
উত্তর : (A) ফ্লুভিওকার্স্ট।

(৩০৬০) হিমবাহের কার্য দ্বারা প্রভাবিত কার্স্ট ভূমিরূপকে বলে —
(A) ফ্লুভিওকার্স্ট (B) প্যালিওকার্স্ট
(C) গ্লেসিওকার্স্ট (D) ফসিলকার্স্ট
উত্তর : (C) গ্লেসিওকার্স্ট।

(৩০৬১) নবীন অবক্ষেপের নিচে চাপা পড়া পূর্বেকার কার্স্ট ভূমিরূপকে বলে —
(A) প্যালিওকার্স্ট (B) ফসিলকার্স্ট
(C) হোলো কার্স্ট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩০৬২) আবদ্ধ অবনমন বা খাদ দ্বারা আবৃত বহুভুজ আকৃতির ন্যায় কার্স্ট ভূমিরূপকে বলে —
(A) ট্রানজিশনাল কার্স্ট (B) মেরো কার্স্ট
(C) পলিগনাল কার্স্ট (D) হোলো কার্স্ট
উত্তর : (C) পলিগনাল কার্স্ট।

(৩০৬৩) অ-কার্বোনেট জাতীয় শিলাতে যখন কার্স্ট জাতীয় ভূমিরূপ দেখা যায়, তখন তাকে বলে —
(A) ছদ্ম কার্স্ট (B) মেরো কার্স্ট
(C) হোলো কার্স্ট (D) টার্ম কার্স্ট
উত্তর : (A) ছদ্ম কার্স্ট।

(৩০৬৪) ছদ্ম কার্স্ট (Pseudo Karst) দেখা যায় এমন একটি শিলা হল —
(A) ডলোমাইট (B) চক
(C) গ্রানাইট (D) চুনাপাথর
উত্তর : (C) গ্রানাইট।

(৩০৬৫) একটি মাইক্রোকার্স্ট (Microkarst) ভূমিরূপের উদাহরণ হল —
(A) ল্যাপিস (B) উভালা
(C) পোলজি (D) ডোলাইন
উত্তর : (A) ল্যাপিস।

(৩০৬৬) কার্স্ট গুহা সম্পর্কে বৈজ্ঞানিক অধ্যয়নকে বলে —
(A) স্পেলিওলজি (B) গ্লেসিওলজি
(C) লিমনোলজি (D) কার্স্টোলজি
উত্তর : (A) স্পেলিওলজি।

(৩০৬৭) স্পেলিওলজি (Speleology) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আলফ্রেড হার্কার (B) জোভান কুইজিক
(C) ফার্ডিনান্ড জারকেল (D) এমিল রিভিয়ের
উত্তর : (D) এমিল রিভিয়ের।

(৩০৬৮) এমিল রিভিয়ের (Émile Rivière) যে সালে স্পেলিওলজি (Speleology) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (A) ১৮৯০।

(৩০৬৯) আধুনিক স্পেলিওলজির জনক (Father of Modern Speleology) নামে পরিচিত —
(A) এডুয়ার্ড-আলফ্রেড মার্টেল (B) জোভান কুইজিক
(C) এমিল রিভিয়ের (D) আলফ্রেড হার্কার
উত্তর : (A) এডুয়ার্ড-আলফ্রেড মার্টেল।

(৩০৭০) পৃথিবীর মোট হাইড্রোকার্বন সঞ্চয়ের যে শতাংশ কার্স্ট ভূমিরূপ অঞ্চলে রয়েছে —
(A) ১০% (B) ১৫%
(C) ২০% (D) ৫০%
উত্তর : (D) ৫০%।

(৩০৭১) উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ গলিত জলধারা দ্রবণ প্রক্রিয়াতে যে কার্স্ট ভূমিরূপ সৃষ্টি করে, তাকে বলে —
(A) নিভাল কার্স্ট (B) মেরো কার্স্ট
(C) কেগেল কার্স্ট (D) হোলো কার্স্ট
উত্তর : (A) নিভাল কার্স্ট।

(৩০৭২) ইউরোপের যে পর্বতশ্রেণীতে সর্বোত্তম কার্স্ট ভূমিরূপ গড়ে উঠেছে —
(A) লিগুরিয়ান আল্পস (B) কটিয়ান আল্পস
(C) লেপন্টাইন আল্পস (D) দিনারিক আল্পস
উত্তর : (D) দিনারিক আল্পস।

(৩০৭৩) চিনের গুইলিন (Guilin) অঞ্চলে যে ধরনের কার্স্ট ভূমিরূপ দেখা যায় —
(A) থার্মো কার্স্ট (B) নিভাল কার্স্ট
(C) টাওয়ার কার্স্ট (D) হোলো কার্স্ট
উত্তর : (C) টাওয়ার কার্স্ট।

(৩০৭৪) কার্স্ট ভূমিরূপ গঠনে যে অ্যাসিড গুরুত্বপূর্ণ —
(A) সালফিউরিক অ্যাসিড (B) কার্বনিক অ্যাসিড
(C) হাইড্রোক্লোরিক অ্যাসিড (D) নাইট্রিক অ্যাসিড
উত্তর : (B) কার্বনিক অ্যাসিড।

(৩০৭৫) মোসমাই গুহা (Mawsmai Cave) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) রাজস্থান (B) নাগাল্যান্ড
(C) মেঘালয় (D) তেলঙ্গানা
উত্তর : (C) মেঘালয়।

(WBSSC SLST GEOGRAPHY PART-62)

ভূমিরূপ ও প্রক্রিয়া — সামুদ্রিক

(৩০৭৬) বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের উপরিভাগের জলরাশির ক্রমান্বয়ে ওঠানামাকে বলে —
(A) সমুদ্র তরঙ্গ (B) জোয়ার-ভাটা
(C) উর্মিভঙ্গ (D) সমুদ্র স্রোত
উত্তর : (A) সমুদ্র তরঙ্গ।

(৩০৭৭) সমুদ্র তরঙ্গ (Sea Wave) সৃষ্টির প্রধান কারণ —
(A) সমুদ্র স্রোত (B) পৃথিবীর আবর্তন
(C) জোয়ার-ভাটা (D) বায়ুপ্রবাহ
উত্তর : (D) বায়ুপ্রবাহ।

(৩০৭৮) অগভীর সমুদ্র তলদেশে সমুদ্র তরঙ্গ কুন্ডালাকার প্রাপ্ত হয়ে ভেঙে পড়লে, তাকে বলে —
(A) তরঙ্গভঙ্গ (B) ঊর্মিভঙ্গ
(C) সোয়াশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩০৭৯) তরঙ্গভঙ্গ বা ঊর্মিভঙ্গের ফলে সৃষ্টি হয় —
(A) সোয়াশ (B) ব্যাকওয়াশ
(C) ফেচ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩০৮০) তরঙ্গভঙ্গ অনুসারে, সমুদ্র তরঙ্গ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৩০৮১) ঊর্মিভঙ্গের পর সৈকতের ওপর সবেগে আছড়ে পড়া জলরাশিকে বলে —
(A) সোয়াশ (B) সম্মুখ তরঙ্গ
(C) ফেচ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩০৮২) সোয়াশ (Swash) বা সম্মুখ তরঙ্গ অপর যে নামে পরিচিত —
(A) আগত তরঙ্গ (B) পশ্চাৎ তরঙ্গ
(C) অন্তঃতরঙ্গ (D) A ও B উভয়ই
উত্তর : (A) আগত তরঙ্গ।

(৩০৮৩) সোয়াশ যখন সৈকতের ঢাল বরাবর সমুদ্রে ফিরে যায়, তখন তাকে বলে —
(A) ব্যাকওয়াশ (B) অন্তঃতরঙ্গ
(C) পশ্চাৎ তরঙ্গ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৩০৮৪) উন্মুক্ত সমুদ্রে বায়ু যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলে —
(A) সোয়াশ (B) ফেচ
(C) আন্ডার টো (D) সার্ফ
উত্তর : (B) ফেচ।

(৩০৮৫) যে সমুদ্র তরঙ্গে সোয়াশের চেয়ে ব্যাকওয়াশের শক্তি বেশি থাকে, তাকে বলে —
(A) গঠনকারী তরঙ্গ (B) অনুপ্রস্থ তরঙ্গ
(C) বিনাশকারী তরঙ্গ (D) অনুদৈর্ঘ্য তরঙ্গ
উত্তর : (C) বিনাশকারী তরঙ্গ।

(৩০৮৬) যে সমুদ্র তরঙ্গে সোয়াশের শক্তি ব্যাকওয়াশের চেয়ে বেশি থাকে, তাকে বলে —
(A) গঠনকারী তরঙ্গ (B) অনুপ্রস্থ তরঙ্গ
(C) বিনাশকারী তরঙ্গ (D) অনুদৈর্ঘ্য তরঙ্গ
উত্তর : (A) গঠনকারী তরঙ্গ।

(৩০৮৭) অতি শক্তিশালী বিনাশকারী তরঙ্গকে বলে —
(A) অনুপ্রস্থ তরঙ্গ (B) ঝটিকা তরঙ্গ
(C) অনুদৈর্ঘ্য তরঙ্গ (D) স্থির তরঙ্গ
উত্তর : (B) ঝটিকা তরঙ্গ।

(৩০৮৮) সমুদ্রজলের আলোড়ন অনুসারে, সমুদ্র তরঙ্গ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৩০৮৯) উন্মুক্ত গভীর সমুদ্রে প্রবল বায়ুপ্রবাহের ফলে সৃষ্ট উত্তাল তরঙ্গকে বলে —
(A) অনুপ্রস্থ তরঙ্গ (B) স্থির তরঙ্গ
(C) অনুদৈর্ঘ্য তরঙ্গ (D) সম্মুখ তরঙ্গ
উত্তর : (A) অনুপ্রস্থ তরঙ্গ।

(৩০৯০) অনুপ্রস্থ তরঙ্গ (Transverse Wave) অপর যে নামে পরিচিত —
(A) স্থাণু তরঙ্গ (B) স্থির তরঙ্গ
(C) স্পন্দন তরঙ্গ (D) পশ্চাৎ তরঙ্গ
উত্তর : (C) স্পন্দন তরঙ্গ।

(৩০৯১) উপকূলের নিকটবর্তী অঞ্চলে অনুপ্রস্থ তরঙ্গ ভেঙে যে একক তরঙ্গ সৃষ্টি হয়, তাকে বলে —
(A) স্থির তরঙ্গ (B) অনুদৈর্ঘ্য তরঙ্গ
(C) সম্মুখ তরঙ্গ (D) পশ্চাৎ তরঙ্গ
উত্তর : (B) অনুদৈর্ঘ্য তরঙ্গ।

(৩০৯২) সমুদ্র ভৃগুর দ্বারা প্রতিফলিত তরঙ্গের সাথে পরবর্তী অনুপ্রস্থ তরঙ্গ মিলিত হয়ে সৃষ্ট তরঙ্গকে বলে —
(A) অনুদৈর্ঘ্য তরঙ্গ (B) স্পন্দন তরঙ্গ
(C) স্থির তরঙ্গ (D) সম্মুখ তরঙ্গ
উত্তর : (C) স্থির তরঙ্গ৷

(৩০৯৩) যে প্রকার সমুদ্র তরঙ্গ ক্ল্যাপোটিস (Clapotis) নামে পরিচিত —
(A) সম্মুখ তরঙ্গ (B) পশ্চাৎ তরঙ্গ
(C) স্থির তরঙ্গ (D) স্পন্দন তরঙ্গ
উত্তর : (C) স্থির তরঙ্গ।

(৩০৯৪) যে রেখা বরাবর ঊর্মিভঙ্গ ঘটে, তাকে বলে —
(A) ফেচ রেখা (B) প্লাঞ্জ রেখা
(C) সার্ফ রেখা (D) A ও B উভয়ই
উত্তর : (B) প্লাঞ্জ রেখা।

(৩০৯৫) তরঙ্গের সামগ্রিক অংশকে বলে —
(A) তরঙ্গ দৈর্ঘ্য (B) তরঙ্গ উচ্চতা
(C) তরঙ্গ অবয়ব (D) তরঙ্গ ভূমি
উত্তর : (C) তরঙ্গ অবয়ব।

(৩০৯৬) তরঙ্গ যে গভীরতায় সমুদ্র তলদেশের অবক্ষেপকে আলোড়িত করে, তাকে বলে —
(A) তরঙ্গ দৈর্ঘ্য (B) তরঙ্গ উচ্চতা
(C) তরঙ্গ অবয়ব (D) তরঙ্গ ভূমি
উত্তর : (D) তরঙ্গ ভূমি।

(৩০৯৭) তরঙ্গভঙ্গের যে পর্যায়ে প্লাঞ্জ তরঙ্গভঙ্গ (Plunge Breaker) দেখা যায় —
(A) প্রথম পর্যায় (B) দ্বিতীয় পর্যায়
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রথম পর্যায়।

(৩০৯৮) তরঙ্গভঙ্গের যে পর্যায়ে আনত তরঙ্গভঙ্গ (Spilling Breaker) দেখা যায় —
(A) প্রথম পর্যায় (B) দ্বিতীয় পর্যায়
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) দ্বিতীয় পর্যায়।

(৩০৯৯) ব্যাকওয়াশের জলরাশি অনেক সময় প্রবল বেগে তলদেশ প্রবাহ রূপে ফিরে এলে, তাকে বলে —
(A) চোরাস্রোত (B) আন্ডার টো
(C) ফেচ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩১০০) তরঙ্গের উর্দ্ধভাঁজের উচ্চতম অংশকে বলে —
(A) তরঙ্গ শীর্ষ (B) তরঙ্গ খাত
(C) তরঙ্গ দৈর্ঘ্য (D) তরঙ্গ ভূমি
উত্তর : (A) তরঙ্গ শীর্ষ।

(WBSSC SLST GEOGRAPHY PART-62)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-61

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!