Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোল বিচিত্রা

Lava Rocks & Pyroclastic Rocks

লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা (Lava Rocks & Pyroclastic Rocks)

আপনাকে ভূগোলিকা-Bhugolika -এর ‘ভূগোল বিচিত্রা’ বিভাগে স্বাগত জানাই। আজকের পোস্ট : লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা (Lava Rocks & Pyroclastic Rocks)।

▶️▶️▶️ ভূগর্ভস্থ উত্তপ্ত, গলিত ম্যাগমা কেন্দ্রীয় ও বিদার অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়ে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠিত হয়, তাকে নিঃসারী আগ্নেয় শিলা (Extrusive Igneous Rocks) বলে। নিঃসারী আগ্নেয় শিলা প্রধানত দুই প্রকার — লাভা শিলা (Lava Rocks) ও পাইরোক্লাস্টিক শিলা (Pyroclastic Rocks)। নিচে লাভা শিলা ও পাইরোক্লাস্টিক শিলা সম্পর্কে আলোচনা করা হল।

(১) লাভা শিলা (Lava Rocks) : ভূগর্ভস্থ উত্তপ্ত, গলিত ম্যাগমা কেন্দ্রীয় ও বিদার অগ্ন্যুৎপাতের মাধ্যমে অর্থাৎ ভূপৃষ্ঠের দুর্বল অংশ, ফাটল বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভা রূপে নির্গত হয়ে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা গঠিত হয়, তাকে লাভা শিলা (Lava Rocks) বলে৷

বৈশিষ্ট্য : লাভা শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হল —
(I) সাধারণত অবাধ লাভা অগ্ন্যুৎপাত ও বিদার অগ্ন্যুৎপাতে এই প্রকার শিলা সৃষ্টি হয়।
(II) এই প্রকার শিলা ‘শান্ত প্রকৃতির আগ্নেয় শিলা’ (Quiet Type Igneous Rocks) নামে পরিচিত।
(III) ভূপৃষ্ঠে নির্গত লাভা তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হয়ে এই প্রকার শিলা গঠিত হয়।
(IV) এই প্রকার শিলা মূলত সূক্ষ্ম বা মোটা দানার গ্রথনযুক্ত কিংবা কাচসদৃশ (Glassy) গ্রথনযুক্ত হয়।
(V) লাভা শিলাতে শুধুমাত্র আগ্নেয় শিলার বৈশিষ্ট্য দেখা যায়।

উদাহরণ : লাভা শিলার উদাহরণ হল — ব্যাসল্ট, অ্যান্ডিসাইট, রায়োলাইট, অবসিডিয়ান, ফোনোলাইট ইত্যাদি।

Lava Rocks & Pyroclastic Rocks

(২) পাইরোক্লাস্টিক শিলা (Pyroclastic Rocks) : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় প্রবল বেগে নিক্ষিপ্ত লাভা, ছাই, ভস্ম, প্রস্তরখন্ড ইত্যাদি সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে যে আগ্নেয় শিলা গঠিত হয়, তাকে পাইরোক্লাস্টিক শিলা (Pyroclastic Rocks) বলে।

বৈশিষ্ট্য : শিলার প্রধান বৈশিষ্ট্যগুলি হল —
(I) সাধারণত বিস্ফোরক অগ্ন্যুৎপাতে এই প্রকার শিলা সৃষ্টি হয়।
(II) এই প্রকার শিলা ‘বিস্ফোরক প্রকৃতির আগ্নেয় শিলা’ (Explosive Type Igneous Rocks) নামে পরিচিত।
(III) অগ্ন্যুৎপাতের সময় প্রবল বেগে নিক্ষিপ্ত লাভা, ছাই, ভস্ম, প্রস্তরখন্ড ইত্যাদি সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে এই প্রকার শিলা গঠিত হয়।
(IV) এই প্রকার শিলা খন্ডিত মিশ্র দানার গ্রথনযুক্ত বা ছিদ্রাকার (Vesicular) গ্রথনযুক্ত হয়।
(V) পাইরোক্লাস্টিক শিলাতে আগ্নেয় ও পাললিক শিলা — উভয়ের (Volcaniclastic) বৈশিষ্ট্য দেখা যায়।

উদাহরণ : পাইরোক্লাস্টিক শিলার উদাহরণ হল — আগ্নেয় টাফ, ইগনিমব্রাইট, পিউমিস, স্কোরিয়া, রেটিকুলাইট ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

ভূগোল বিচিত্রা : পাতালিক ও উপ-পাতালিক শিলা

One thought on “Lava Rocks & Pyroclastic Rocks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!