Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-43

WBSSC SLST GEOGRAPHY PART-43

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৪৩ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-43) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-43

(২১০১) যে প্রকার ক্ষয়কাজের ফলে নদীতে গোলাকার নুড়ি তৈরি হয়, তা হল —
(A) বুদবুদ ক্ষয় (B) অবঘর্ষ ক্ষয়
(C) জলপ্রবাহ ক্ষয় (D) ঘর্ষণ ক্ষয়
উত্তর : (D) ঘর্ষণ ক্ষয়।

(২১০২) নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে, তার বহন ক্ষমতা বৃদ্ধি পায় —
(A) ৮ গুণ (B) ১৬ গুণ
(C) ৩২ গুণ (D) ৬৪ গুণ
উত্তর : (D) ৬৪ গুণ।

(২১০৩) ষষ্ঠঘাতের সূত্র (Sixth Power Law) দিয়েছিলেন —
(A) উইলিয়াম হপকিনস্ (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) জেমস হাটন (D) গ্রোভ কার্ল গিলবার্ট
উত্তর : (A) উইলিয়াম হপকিনস্।

(২১০৪) নদীর উচ্চগতিতে সৃষ্ট একটি ভূমিরূপ হল —
(ক) পলল শঙ্কু (খ) স্বাভাবিক বাঁধ
(গ) ক্যানিয়ন (ঘ) প্লাবনভূমি
উত্তর : (গ) ক্যানিয়ন।

(২১০৫) নদীর মধ্যগতিতে সৃষ্ট একটি ভূমিরূপ হল —
(A) প্লাবনভূমি (B) স্বাভাবিক বাঁধ
(C) ব-দ্বীপ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২১০৬) নদীর নিম্নগতিতে সৃষ্ট একটি ভূমিরূপ হল —
(A) ক্যানিয়ন (B) ব-দ্বীপ
(C) জলপ্রপাত (D) মন্থকূপ
উত্তর : (B) ব-দ্বীপ।

(২১০৭) নদীতে বহন প্রক্রিয়া দেখা যায় —
(A) ২ প্রকার (B) ৪ প্রকার
(C) ৬ প্রকার (D) ৮ প্রকার
উত্তর : (B) ৪ প্রকার।

(২১০৮) যে প্রকার বহন প্রক্রিয়াতে চুনাপাথর, লবণ প্রভৃতি নদীর জলে বাহিত হয়, তা হল —
(A) দ্রবণ প্রক্রিয়া (B) ভাসমান প্রক্রিয়া
(C) লম্ফদান প্রক্রিয়া (D) আকর্ষণ প্রক্রিয়া
উত্তর : (A) দ্রবণ প্রক্রিয়া।

(২১০৯) যে প্রকার বহন প্রক্রিয়াতে ক্ষুদ্রকার বালি, পাথর, কাদা ইত্যাদি নদীর জলে বাহিত হয়, তা হল —
(A) দ্রবণ প্রক্রিয়া (B) ভাসমান প্রক্রিয়া
(C) লম্ফদান প্রক্রিয়া (D) আকর্ষণ প্রক্রিয়া
উত্তর : (B) ভাসমান প্রক্রিয়া।

(২১১০) যে প্রকার বহন প্রক্রিয়াতে মাঝারি আকারের শিলাখন্ড নদীর স্রোতের টানে নদীখাতে বারবার ধাক্কা খেয়ে এগিয়ে চলে, তা হল —
(A) দ্রবণ প্রক্রিয়া (B) ভাসমান প্রক্রিয়া
(C) লম্ফদান প্রক্রিয়া (D) আকর্ষণ প্রক্রিয়া
উত্তর : (C) লম্ফদান প্রক্রিয়া।

(২১১১) যে প্রকার বহন প্রক্রিয়াতে বড়ো আকারের শিলাখন্ড নদীর জলের টানে নদীখাত বরাবর গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে, তা হল —
(A) দ্রবণ প্রক্রিয়া (B) ভাসমান প্রক্রিয়া
(C) লম্ফদান প্রক্রিয়া (D) আকর্ষণ প্রক্রিয়া
উত্তর : (D) আকর্ষণ প্রক্রিয়া।

(২১১২) নদীর বহন ক্ষমতা যে বিষয়ের উপর নির্ভর করে —
(A) নদী উপত্যকার ঢাল (B) নদীর গতিবেগ ও জলপ্রবাহ
(C) নদীর ধারণ অববাহিকা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২১১৩) নদীতে প্রবাহিত জলের পরিমাণ ও গতিবেগকে বলা হয় —
(A) নিঃস্রাব (B) অধিত্যকা
(C) দোয়াব (D) কিউসেক
উত্তর : (A) নিঃস্রাব।

(২১১৪) নদীপ্রবাহ (নিঃস্রাব) বা নদীতে জলপ্রবাহ পরিমাপের একক হল —
(A) কিউসেক (B) কিউমেক
(C) কিউবিট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২১১৫) যে যন্ত্রের সাহায্যে নদীপ্রবাহ বা নদীতে জলপ্রবাহ পরিমাপ করা হয় —
(A) কারেন্টমিটার (B) স্পিডোমিটার
(C) হাইড্রোমিটার (D) গোনিওমিটার
উত্তর : (A) কারেন্টমিটার।

(২১১৬) আর্দ্র অঞ্চলে গভীর ও সংকীর্ণ V-আকৃতির নদী উপত্যকা-কে বলে —
(ক) গিরিখাত (খ) প্রপাতকূপ
(গ) ক্যানিয়ন (ঘ) মন্থকূপ
উত্তর : (A) গিরিখাত।

(২১১৭) পৃথিবীর গভীরতম গিরিখাত (World’s Deepest Gorge) হল —
(A) কালী গন্ডকী গিরিখাত (B) রোফলা গিরিখাত
(C) ভার্ডন গিরিখাত (D) মন্টালবান গিরিখাত
উত্তর : (A) কালী গন্ডকী গিরিখাত।

(২১১৮) কালী গন্ডকী গিরিখাত (Kali Gandaki Gorge) বা অন্ধা গলচি (Andha Galchi) যে দেশে অবস্থিত —
(A) তিব্বত (B) নেপাল
(C) ভুটান (D) ভারত
উত্তর : (B) নেপাল।

(২১১৯) পৃথিবীর দীর্ঘতম গিরিখাত (World’s Longest Gorge) হল —
(A) ক্যাথেরিন গিরিখাত (B) ইচাং গিরিখাত
(C) ওরিবি গিরিখাত (D) সিন্ধু গিরিখাত
উত্তর : (B) ইচাং গিরিখাত।

(২১২০) ইচাং গিরিখাত (Yichang Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
(A) ইয়াংসি (B) ব্রহ্মপুত্র
(C) হোয়াং হো (D) ইনিসি
উত্তর : (A) ইয়াংসি।

(২১২১) চিনের ব্যাঘ্র লম্ফন গিরিখাত (Tiger Leaping Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
(A) জিয়ালিং (B) ইয়ালং
(C) জিনশা (D) হুয়াংপু
উত্তর : (C) জিনশা।

(২১২২) ভারতের গভীরতম গিরিখাত (Deepest Gorge of India) হল —
(A) সিন্ধু গিরিখাত (B) মেকেদাতু গিরিখাত
(C) চম্বল গিরিখাত (D) সাতকোশিয়া গিরিখাত
উত্তর : (A) সিন্ধু গিরিখাত।

(২১২৩) ভারতের সাতকোশিয়া গিরিখাত (Satkosia Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
(A) ব্রহ্মপুত্র (B) মহানদী
(C) নর্মদা (D) গোদাবরী
উত্তর : (B) মহানদী।

(২১২৪) ভারতের মেকেদাতু গিরিখাত (Mekedatu Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কাবেরী (B) কৃষ্ণা
(C) গোদাবরী (D) নর্মদা
উত্তর : (A) কাবেরী।

(২১২৫) শুষ্ক অঞ্চলে গভীর ও সংকীর্ণ I-আকৃতির নদী উপত্যকা-কে বলে —
(A) গিরিখাত (B) মন্থকূপ
(C) প্রপাতকূপ (D) ক্যানিয়ন
উত্তর : (D) ক্যানিয়ন।

(WBSSC SLST GEOGRAPHY PART-43)

(২১২৬) পৃথিবীর বৃহত্তম ও গভীরতম ক্যানিয়ন (World’s Largest & Deepest Canyon) হল —
(A) ইয়ারলুং সাংপো ক্যানিয়ন (B) কলকা ক্যানিয়ন
(C) ফ্রেজার ক্যানিয়ন (D) সুমিদেরো ক্যানিয়ন
উত্তর : (A) ইয়ারলুং সাংপো ক্যানিয়ন।

(২১২৭) পৃথিবীর প্রশস্ততম ক্যানিয়ন (World’s Widest Canyon) হল অস্ট্রেলিয়ার —
(A) গ্লেনওয়ার্থ উপত্যকা (B) বাইলং উপত্যকা
(C) জেমিসন উপত্যকা (D) কাপার্টি উপত্যকা
উত্তর : (D) কাপার্টি উপত্যকা।

(২১২৮) মেক্সিকোর সুমিদেরো ক্যানিয়ন (Sumidero Canyon) যে নদীতে গড়ে উঠেছে —
(A) ফুয়ের্তে (B) উসুমাসিন্টা
(C) গ্রিজালভা (D) পানুকো
উত্তর : (C) গ্রিজালভা।

(২১২৯) আমেরিকা যুক্তরাষ্ট্রে যে নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে —
(A) কলোরাডো (B) মিসিসিপি
(C) হাডসন (D) আমাজন
উত্তর : (A) কলোরাডো।

(২১৩০) আফ্রিকার বৃহত্তম ক্যানিয়ন (Africa’s Largest Canyon) হল —
(A) কঙ্গো নদী ক্যানিয়ন (B) ব্লাইড নদী ক্যানিয়ন
(C) অরেঞ্জ নদী ক্যানিয়ন (D) ফিশ নদী ক্যানিয়ন
উত্তর : (D) ফিশ নদী ক্যানিয়ন।

(২১৩১) যে ক্যানিয়ন ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon of India)
নামে পরিচিত —
(A) লেইটলাম ক্যানিয়ন (B) গন্ডিকোটা ক্যানিয়ন
(C) মেকেদাতু ক্যানিয়ন (D) জিরো ভ্যালি ক্যানিয়ন
উত্তর : (B) গন্ডিকোটা ক্যানিয়ন।

(২১৩২) অন্ধ্রপ্রদেশে যে নদীতে গন্ডিকোটা ক্যানিয়ন (Gandikota Canyon) গড়ে উঠেছে —
(A) মঞ্জিরা (B) চিত্রাবতী
(C) প্রাণহিতা (D) পেন্নার
উত্তর : (D) পেন্নার।

(২১৩৩) ভারতের যে রাজ্যে লেইটলাম ক্যানিয়ন (Laitlum Canyon) রয়েছে —
(A) মণিপুর (B) মেঘালয়
(C) নাগাল্যান্ড (D) মিজোরাম
উত্তর : (B) মেঘালয়।

(২১৩৪) পশ্চিমবঙ্গের গনগনিতে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ গড়ে উঠেছে যে নদীতে —
(A) শিলাই (B) কাঁসাই
(C) সুবর্ণরেখা (D) মহানন্দা
উত্তর : (A) শিলাই।

(২১৩৫) নদীর উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে যে ভূমিরূপ গড়ে ওঠে —
(A) কর্তিত শৈলশিরা (B) প্লাবনভূমি
(C) স্বাভাবিক বাঁধ (D) পলল শঙ্কু
উত্তর : (D) পলল শঙ্কু।

(২১৩৬) নদীপথে ক্ষুদ্রাকার ও স্বল্প দৈর্ঘ্যের ধাপযুক্ত জলপ্রপাতকে বলে —
(A) কাসকেড (B) ক্যাটারাক্ট
(C) র‍্যাপিড (D) প্লাঞ্জ পুল
উত্তর : (C) র‍্যাপিড।

(২১৩৭) নদীপথে সিঁড়ির ধাপের ন্যায় সৃষ্ট জলপ্রপাতকে বলে —
(A) ক্যাটারাক্ট (B) কাসকেড
(C) প্লাঞ্জপুল (D) র‍্যাপিড
উত্তর : (B) কাসকেড।

(২১৩৮) নদীপথে উঁচু স্থান থেকে বিপুল জলরাশি ঝাঁপিয়ে পড়ে যে জলপ্রপাত গড়ে ওঠে, তাকে বলে —
(A) কাসকেড (B) র‍্যাপিড
(C) প্লাঞ্জ পুল (D) ক্যাটারাক্ট
উত্তর : (D) ক্যাটারাক্ট।

(২১৩৯) লিভিংস্টোন ফলস্ (Livingstone Falls) হল একটি —
(A) র‍্যাপিড (B) কাসকেড
(C) প্লাঞ্জ পুল (D) ক্যাটারাক্ট
উত্তর : (A) র‍্যাপিড।

(২১৪০) একটি কাসকেড জলপ্রপাতের উদাহরণ হল —
(A) জোনহা ফলস্ (B) গোকক ফলস্
(C) ডুডুমা ফলস্ (D) চিত্রকূট ফলস্
উত্তর : (A) জোনহা ফলস্।

(২১৪১) একটি ক্যাটারাক্ট জলপ্রপাতের উদাহরণ হল —
(A) লিভিংস্টোন ফলস্ (B) অ্যাঞ্জেল ফলস্
(C) ইগুয়াজু ফলস্ (D) ভিক্টোরিয়া ফলস্
উত্তর : (D) ভিক্টোরিয়া ফলস্।

(২১৪২) বিশ্বের উচ্চতম জলপ্রপাত (World’s Tallest Waterfall) হল —
(A) নায়াগ্রা জলপ্রপাত (B) ভিক্টোরিয়া জলপ্রপাত
(C) অ্যাঞ্জেল জলপ্রপাত (D) ইগুয়াজু জলপ্রপাত
উত্তর : (C) অ্যাঞ্জেল জলপ্রপাত।

(২১৪৩) অ্যাঞ্জেল জলপ্রপাত (Angel Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কাসিকুইয়ারে (B) ভেন্টুয়ারি
(C) মোকাপ্রা (D) কেরেপাকুপাই মেরু
উত্তর : (D) কেরেপাকুপাই মেরু।

(২১৪৪) ভারতের উচ্চতম জলপ্রপাত (Tallest Waterfall of India) হল —
(A) যোগ ফলস্ (B) কুঞ্চিকল ফলস্
(C) দুধসাগর ফলস্ (D) জোনহা ফলস্
উত্তর : (B) কুঞ্চিকল ফলস্।

(২১৪৫) ভারতের কুঞ্চিকল ফলস্ (Kunchikal Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কাবেরী (B) মঞ্জিরা
(C) বরাহী (D) পেন্নার
উত্তর : (C) বরাহী।

(২১৪৬) ভারতের যোগ জলপ্রপাত (Jog Falls) বা গেরসোপ্পা জলপ্রপাত (Gersoppa Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) চিত্রাবতী (B) ইন্দ্রাবতী
(C) প্রাণহিতা (D) শরাবতী
উত্তর : (D) শরাবতী।

(২১৪৭) ভারতের হুঁড্রু জলপ্রপাত (Hundru Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) সুবর্ণরেখা (B) মহানদী
(C) গোদাবরী (D) নর্মদা
উত্তর : (A) সুবর্ণরেখা।

(২১৪৮) ভারতের ধুুঁয়াধার জলপ্রপাত (Dhuandhar Falls), নিনাই জলপ্রপাত (Ninai Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কাবেরী (B) নর্মদা
(C) গোদাবরী (D) চম্বল
উত্তর : (B) নর্মদা।

(২১৪৯) ভারতের যে নদীতে মার্বেল ক্যানিয়ন (Marble Canyon) গড়ে উঠেছে —
(A) যমুনা (B) চম্বল
(C) কাবেরী (D) নর্মদা
উত্তর : (D) নর্মদা।

(২১৫০) ভারতের দুধসাগর জলপ্রপাত (Dudhsagar Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) নর্মদা (B) মান্ডবী
(C) কাবেরী (D) চম্বল
উত্তর : (B) মান্ডবী।

(WBSSC SLST GEOGRAPHY PART-43)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-42

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!