Madhyamik Geo Chapter-VI Match the Column
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো (Madhyamik Geo Chapter-VI Match the Column) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ১০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : স্তম্ভ মেলানো এবং উত্তর।
(১) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) সক্রিয় সেন্সর (১) ৩৬০০০ কিমি
(২) নিস্ক্রিয় সেন্সর (২) ৬০০-৯০০ কিমি
(৩) ভূ-সমলয় উপগ্রহ (৩) LiDAR
(৪) সূর্য-সমলয় উপগ্রহ (৪) MSS
উত্তর : (১) সক্রিয় সেন্সর — (৩) LiDAR, (২) নিস্ক্রিয় সেন্সর — (৪) MSS, (৩) ভূ-সমলয় উপগ্রহ — (১) ৩৬০০০ কিমি, (৪) সূর্য-সমলয় উপগ্রহ — (২) ৬০০-৯০০ কিমি
(২) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ (১) IRS-1A
(২) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ (২) APPLE
(৩) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ (৩) আর্যভট্ট
(৪) ভারতের প্রথম সূর্য-সমলয় উপগ্রহ (৪) স্পুটনিক-১
উত্তর : (১) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ — (৪) স্পুটনিক-১, (২) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ — (৩) আর্যভট্ট, (৩) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ — (২) APPLE, (৪) ভারতের প্রথম সূর্য-সমলয় উপগ্রহ — (১) IRS-1A
(৩) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) GOES (১) ভারত
(২) GOMS (২) জাপান
(৩) GMS (৩) আমেরিকা যুক্তরাষ্ট্র
(৪) INSAT (৪) রাশিয়া
উত্তর : (১) GOES — (৩) আমেরিকা যুক্তরাষ্ট্র, (২) GOMS — (৪) রাশিয়া, (৩) GMS — (২) জাপান, (৪) INSAT — (১) ভারত
(৪) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) মিলিয়ন শিট (১) ১:২৫০০০০
(২) ডিগ্রি শিট (২) ১:১২৫০০০
(৩) হাফ ইঞ্চি শিট (৩) ১:৫০০০০
(৪) ইঞ্চি শিট (৪) ১:১০০০০০০
উত্তর : (১) মিলিয়ন শিট — (৪) ১:১০০০০০০, (২) ডিগ্রি শিট — (১) ১:২৫০০০০, (৩) হাফ ইঞ্চি শিট — (২) ১:১২৫০০০, (৪) ইঞ্চি শিট — (৩) ১:৫০০০০
(৫) বামদিকের সঙ্গে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :
বামদিক ডানদিক
(১) 53 A (১) মিলিয়ন শিট
(২) 53 A/1 (২) ডিগ্রি শিট
(৩) 53 (৩) হাফ ইঞ্চি শিট
(৪) 53 A/SW (৪) ইঞ্চি শিট
উত্তর : (১) 53 A — (২) ডিগ্রি শিট, (২) 53 A/1 — (৪) ইঞ্চি শিট, (৩) 53 — (১) মিলিয়ন শিট, (৪) 53 A/SW — (৩) হাফ ইঞ্চি শিট
(Madhyamik Geo Chapter-VI Match the Column)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]