Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র

Madhyamik Geo Chapter-VI Fill in the Blanks

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ (Madhyamik Geo Chapter-VI Fill in the Blanks) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ এবং উত্তর।

Madhyamik Geo Chapter-VI Fill in the Blanks

(১) কৃত্রিম উপগ্রহ থেকে ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহকে ______ বলে।
উত্তর : রিমোট সেনসিং/দূর সংবেদন।
(২) উপগ্রহ থেকে ______ তথ্য পাওয়া যায়।
উত্তর : ডিজিটাল।
(৩) উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল ______।
উত্তর : পিক্সেল।
(৪) মহাকাশে যে স্থানে কৃত্রিম উপগ্রহ স্থাপিত হয়, তাকে ______ বলে।
উত্তর : প্ল্যাটফর্ম।
(৫) কোনো কৃত্রিম উপগ্রহ নির্ধারিত চিত্রগ্রহণ স্থলকে ______ বলে।
উত্তর : সোয়াথ।
(৬) কৃত্রিম উপগ্রহের ______ যন্ত্র ভূপৃষ্ঠের বিকিরণ সংগ্রহ করে।
উত্তর : সেন্সর।
(৭) রাডার একটি ______ সেন্সরের উদাহরণ।
উত্তর : সক্রিয়।
(৮) MSS একটি ______ সেন্সরের উদাহরণ।
উত্তর : নিস্ক্রিয়।
(৯) আদর্শ ছদ্ম রঙ (SFCC)-তে গভীর সমুদ্র ______ রঙে দেখানো হয়।
উত্তর : কালো।
(১০) জিওস্টেশনারি উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে ______ কিমি উচ্চতায় অবস্থান করে।
উত্তর : ৩৬০০০।
(১১) সূর্য-সমলয় উপগ্রহ দৈনিক ______ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।
উত্তর : ১৪।
(১২) ভারতের প্রথম ভূ-সমলয় উপগ্রহ হল ______।
উত্তর : APPLE।
(১৩) যোগাযোগ ব্যবস্থার কাজে ______ উপগ্রহ ব্যবহৃত হয়।
উত্তর : ভূ-সমলয়।
(১৪) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল ______।
উত্তর : স্পুটনিক-১।
(১৫) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল ______।
উত্তর : আর্যভট্ট।
(১৬) ভারতের প্রথম সূর্য-সমলয় উপগ্রহ হল ______।
উত্তর : IRS-1A।
(১৭) উপগ্রহ চিত্র তৈরিতে ______ উপগ্রহ ব্যবহৃত হয়।
উত্তর : সূর্য-সমলয়।
(১৮) ______ সালে ভারতে রিমোট সেনসিং চালু হয়।
উত্তর : ১৯৮৮।
(১৯) GOMS হল ______ -এর ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : রাশিয়া।
(২০) INSAT হল ______ -এর ভূ-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : ভারত।
(২১) SPOT হল ______ -এর সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : ফ্রান্স।
(২২) IRS হল ______ -এর সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : ভারত।
(২৩) Landsat হল ______ -এর সূর্য-সমলয় উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র।
(২৪) GOES হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ______ উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : ভূ-সমলয়।
(২৫) ইসরোর সদরদপ্তর ______ -তে অবস্থিত।
উত্তর : বেঙ্গালুরু।
(২৬) ন্যাশনাল রিমোট সেনসিং সেন্টারের সদরদপ্তর ______-এ অবস্থিত।
উত্তর : হায়দ্রাবাদ।
(২৭) কৃত্রিম উপগ্রহের ঠিক নিচের ভূপৃষ্ঠস্থ বিন্দুকে ______ বলে।
উত্তর : নাদির।
(২৮) INSAT-2A হল ভারতের একটি ______ উপগ্রহ।
উত্তর : ভূ-সমলয়।
(২৯) MICROSCOPE হল ______ -এর একটি কৃত্রিম উপগ্রহ।
উত্তর : ফ্রান্স।
(৩০) IRNSS-1A হল ______ -এর একটি কৃত্রিম উপগ্রহ।
উত্তর : ভারত।
(৩১) GOES হল একটি ______ উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : ভূ-সমলয়।
(৩২) SPOT হল একটি ______ উপগ্রহ ব্যবস্থা।
উত্তর : সূর্য-সমলয়।
(৩৩) সার্ভে অফ ইন্ডিয়া ভারতে ______ মানচিত্র তৈরি করে।
উত্তর : ভূ-বৈচিত্র্যসূচক।
(৩৪) সার্ভে অফ ইন্ডিয়ার সদরদপ্তর ______ -এ অবস্থিত।
উত্তর : দেরাদুন।
(৩৫) টপোগ্রাফিক্যাল ম্যাপে ______ রঙের দ্বারা সমোন্নতি রেখা দেখানো হয়।
উত্তর : বাদামি।
(৩৬) টপোগ্রাফিক্যাল ম্যাপে ______ রঙের দ্বারা জনবসতি দেখানো হয়।
উত্তর : লাল।
(৩৭) টপোগ্রাফিক্যাল ম্যাপে ______ রঙের দ্বারা কৃষিজমি দেখানো হয়।
উত্তর : হলুদ।
(৩৮) টপোগ্রাফিক্যাল ম্যাপে সমোন্নতি রেখা ______ প্রদর্শন করে।
উত্তর : উচ্চতা/ভূপ্রকৃতি।
(৩৯) মিলিয়ন শিটের স্কেল হল ______।
উত্তর : ১:১০০০০০০।
(৪০) ______ শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি ৪°×৪°।
উত্তর : মিলিয়ন।
(৪১) ______ শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি ১°×১°।
উত্তর : ডিগ্রি।
(৪২) ডিগ্রি শিটের স্কেল হল ______।
উত্তর : ১:২৫০০০০।
(৪৩) 55 A হল একটি ______ শিটের উদাহরণ।
উত্তর : ডিগ্রি।
(৪৪) হাফ ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল ______।
উত্তর : ৩০’×৩০’।
(৪৫) 45 C/SE হল একটি ______ শিটের উদাহরণ।
উত্তর : হাফ ইঞ্চি।
(৪৬) ইঞ্চি শিটের স্কেল হল ______।
উত্তর : ১:৫০০০০।
(৪৭) ইঞ্চি শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হল ______।
উত্তর : ১৫’×১৫’।
(৪৮) 56 C/12 হল একটি _______ শিটের উদাহরণ।
উত্তর : ইঞ্চি।
(৪৯) মিলিয়ন শিটের স্কেল ১ সেমিতে ______ কিমি।
উত্তর : ১০।
(৫০) ______ শিটের স্কেল ১ সেমিতে ০.৫ কিমি।
উত্তর : ইঞ্চি।

(Madhyamik Geo Chapter-VI Fill in the Blanks)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ 

One thought on “Madhyamik Geo Chapter-VI Fill in the Blanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!