Wednesday, July 30, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অর্থনৈতিক পরিবেশ

Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-I

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) প্রথম পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৮ টি পর্বে আলোচনা করা হল। প্রথম পর্ব : Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-I । এই পর্বে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-I

(১) ভারতীয় কৃষির প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর : জীবিকাসত্তাভিত্তিক।
(২) ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল?
উত্তর : ৬৫%।
(৩) সমস্ত প্রকার কৃষিজ ফসল উৎপাদনে বিশ্বে ভারত কোন স্থান অধিকার করে?
উত্তর : দ্বিতীয়।*
[*সমস্ত প্রকার কৃষিজ ফসল উৎপাদনে বিশ্বে প্রথম : চিন]
(৪) ভারতে মোট চাষযোগ্য জমির কত শতাংশ সেচসেবিত?
উত্তর : ৫২%।*
[*২০২২-২৩ বর্ষে নীতি আয়োগ প্রদত্ত তথ্য অনুসারে]
(৫) সেচসেবিত জমির পরিমাণ অনুসারে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : দ্বিতীয়।*
[*সেচসেবিত জমির পরিমাণ অনুসারে বিশ্বে প্রথম : চিন]
(৬) ভারতের মোট কৃষি উৎপাদনের কত শতাংশ খাদ্যশস্য?
উত্তর : ৬৫%।
(৭) গবাদিপশুর সংখ্যাতে বিশ্বে ভারত কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।
(৮) ভারতের কোন রাজ্য মোট খাদ্যশস্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
উত্তর : উত্তরপ্রদেশ।
(৯) ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি?
উত্তর : ধান।
(১০) ভারতের প্রধান তন্তুশস্য কোনটি?
উত্তর : কার্পাস।
(১১) ভারতের প্রধান বাগিচাশস্য কোনটি?
উত্তর : চা।
(১২) ভারতের একটি অর্থকরী ফসলের উদাহরণ দাও।
উত্তর : কার্পাস।
(১৩) সারাবছর ধরে বিভিন্ন মরসুমি ফুল, ফল, শাকসবজির চাষকে কি বলে?
উত্তর : উদ্যান কৃষি বা হর্টিকালচার।
(১৪) সারাবছর ধরে বিভিন্ন মরসুমি ফুলের চাষকে কি বলে?
উত্তর : ফ্লোরিকালচার।
(১৫) সারাবছর ধরে বিভিন্ন মরসুমি ফলের চাষকে কি বলে?
উত্তর : পোমামকালচার।
(১৬) সারাবছর ধরে বিভিন্ন মরসুমি শাকসবজির চাষকে কি বলে?
উত্তর : ওলেরিকালচার।
(১৭) বাণিজ্যিক পদ্ধতিতে মৎস্যচাষ কি নামে পরিচিত?
উত্তর : পিসিকালচার।
(১৮) রেশমকীট প্রতিপালন কি নামে পরিচিত?
উত্তর : সেরিকালচার।
(১৯) মৌমাছি প্রতিপালন কি নামে পরিচিত?
উত্তর : এপিকালচার।
(২০) ভারতের প্রধান খারিফ শস্য কোনটি?
উত্তর : ধান।
(২১) ভারতের প্রধান রবি শস্য কোনটি?
উত্তর : গম।
(২২) ভারতের প্রধান পয়রা শস্য কোনটি?
উত্তর : ডাল ও তৈলবীজ।
(২৩) কোন ঋতুতে জায়িদ শস্যের চাষ করা হয়?
উত্তর : গ্রীষ্ম।
(২৪) তরমুজ কোনপ্রকার শস্যের উদাহরণ?
উত্তর : জায়িদ শস্য।
(২৫) ভারতের সর্বপ্রধান কৃষিজ ফসল কোনটি?
উত্তর : ধান।
(২৬) ভারতে কোনপ্রকার ধানের চাষ সবচেয়ে বেশি হয়?
উত্তর : আমন ধান।
(২৭) ভারতে কোনপ্রকার ধানের চাষ সবচেয়ে কম হয়?
উত্তর : আউশ ধান।
(২৮) কোন খাদশস্যকে ‘তৃষ্ণার্ত ফসল’ (Thirsty Crop) বলা হয়?
উত্তর : ধান।
(২৯) কোন খাদ্যশস্যকে ‘মৌসুমি ফসল’ (Monsoon Crop) বলা হয়?
উত্তর : ধান।
(৩০) ধান উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : দ্বিতীয়।*
[*ধান উৎপাদনে বিশ্বে প্রথম : চিন]
(৩১) ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল কোনটি?
উত্তর : গাঙ্গেয় সমভূমি।
(৩২) বর্তমানে (২০২৩-২৪) ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর : পশ্চিমবঙ্গ।*
[*সূত্র : Ministry of Agriculture, Government of India]
(৩৩) ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ ধানজমি রয়েছে?
উত্তর : উত্তরপ্রদেশ।
(৩৪) বর্তমানে (২০২৩-২৪) ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম?
উত্তর : পাঞ্জাব।*
[*সূত্র : Ministry of Agriculture, Government of India]
(৩৫) পশ্চিমবঙ্গের কোন জেলা ‘ধানের গোলা’ (Rice Bowl) নামে পরিচিত?
উত্তর : পূর্ব বর্ধমান।
(৩৬) দক্ষিণ ভারতের ধান ভান্ডার কাকে বলে?
উত্তর : থাঞ্জাভুর জেলা/কাবেরী ব-দ্বীপ (তামিলনাড়ু)।
(৩৭) ভারতের কোন রাজ্য ‘মধ্য ভারতের ধানের গোলা’ নামে পরিচিত?
উত্তর : ছত্তিশগড়।
(৩৮) বর্তমানে (২০২৩-২৪) ধান রপ্তানিতে বিশ্বে ভারত কোন স্থান অধিকার করে?
উত্তর : চতুর্থ।*
[*সূত্র : World Integrated Trade Solution (WITS)/World Bank]
(৩৯) বর্তমানে (২০২৩-২৪) চাল রপ্তানিতে বিশ্বে ভারত কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।*
[*সূত্র : World Integrated Trade Solution (WITS)/World Bank]
(৪০) ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : কটক (ওড়িশা)।
(৪১) আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : লস বানেয়স।*
[*ফিলিপিন্সের লস বানেয়স (Los Baños) শহরে ১৯৬০ সালে International Rice Research Institute (IRRI) গড়ে ওঠে]
(৪২) পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে?
উত্তর : চুঁচুড়া (হুগলি)।
(৪৩) একটি উচ্চফলনশীল (HYV) ধান বীজের উদাহরণ দাও।
উত্তর : জয়া।
(৪৪) শীতকালীন ধান কি নামে পরিচিত?
উত্তর : বোরো ধান।
(৪৫) ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?
উত্তর : গম।
(৪৬) ভারতে কোন ঋতুতে গম চাষ করা হয়?
উত্তর : শীত।
(৪৭) গম উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে?
উত্তর : দ্বিতীয়।*
[*গম উৎপাদনে বিশ্বে প্রথম : চিন]
(৪৮) ভারতের কোন অংশে সর্বাধিক গম চাষ হয়?
উত্তর : উত্তর-পশ্চিম।
(৪৯) বর্তমানে (২০২৩-২৪) গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উত্তর : উত্তরপ্রদেশ।*
[*সূত্র : Ministry of Agriculture, Government of India]
(৫০) বর্তমানে ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম?
উত্তর : হরিয়ানা।*
[*সূত্র : Ministry of Agriculture, Government of India]

(Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-I)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) দ্বিতীয় পর্ব

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ 

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ 

 

One thought on “Madhyamik Geo Chapter-V-2 SAQ Part-I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!