Wednesday, July 30, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অর্থনৈতিক পরিবেশ

Madhyamik Geo Chapter-V-2 Fill in the Blanks

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচী অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ (Madhyamik Geo Chapter-V-2 Fill in the Blanks) আলোচনা করা হল। এই পোস্টে রয়েছে পঞ্চম অধ্যায় : ভারত — অর্থনৈতিক পরিবেশ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শূন্যস্থান পূরণ এবং উত্তর।

Madhyamik Geo Chapter-V-2 Fill in the Blanks

(১) ______ হল ভারতের প্রধান বাগিচাশস্য।
উত্তর : চা।
(২) সারাবছর ধরে বিভিন্ন মরসুমি ফলের চাষকে ______ বলে।
উত্তর : পোমামকালচার।
(৩) ওরাইজা স্যাটিভা হল ______ -এর বৈজ্ঞানিক নাম।
উত্তর : ধান।
(৪) ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে ______ রাজ্য প্রথম।
উত্তর : হরিয়ানা।
(৫) গম উৎপাদনে ভারত বিশ্বে ______ স্থান অধিকার করে।
উত্তর : দ্বিতীয়।
(৬) বিশ্বের বৃহত্তম মিলেট উৎপাদক দেশ হল ______।
উত্তর : ভারত।
(৭) ভারতের ______ রাজ্যে সর্বাধিক পরিমাণ মিলেট উৎপাদিত হয়।
উত্তর : রাজস্থান।
(৮) ______ জেলা দক্ষিণ ভারতের ধান ভান্ডার নামে পরিচিত।
উত্তর : থাঞ্জাভুর।
(৯) ______ রাজ্য ভারতে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে।
উত্তর : পশ্চিমবঙ্গ।
(১০) দক্ষিণ ভারতে জোয়ার ______ নামে পরিচিত।
উত্তর : চোলাম।
(১১) রেটুন প্রথা ______ চাষের সাথে সম্পর্কিত।
উত্তর : আখ।
(১২) ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র ______-তে অবস্থিত।
উত্তর : লখনউ।
(১৩) কার্পাস উৎপাদন পরিমাপের একক হল ______।
উত্তর : বেল।
(১৪) ক্যামেলিয়া সাইনেনসিস হল ______ গাছের বৈজ্ঞানিক নাম।
উত্তর : চা।
(১৫) ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র ______-এ অবস্থিত।
উত্তর : নাগপুর।
(১৬) ভারতের ______ রাজ্য চা উৎপাদনে প্রথম।
উত্তর : অসম।
(১৭) ভারতে হেক্টর প্রতি চা উৎপাদনে প্রথম ______ রাজ্য।
উত্তর : তামিলনাড়ু।
(১৮) পশ্চিমবঙ্গের ______ জেলাতে সর্বাধিক পরিমাণ চা উৎপাদিত হয়।
উত্তর : জলপাইগুড়ি।
(১৯) ভারতের সর্বপ্রধান চা রপ্তানিকারক বন্দর হল ______।
উত্তর : কলকাতা।
(২০) অসমের ______ -এ ভারতের কেন্দ্রীয় চা গবেষণা কেন্দ্র অবস্থিত।
উত্তর : জোড়হাট।
(২১) ভারতে ______ কফির চাষ সবচেয়ে বেশি হয়।
উত্তর : রোবাস্টা।
(২২) কফি উৎপাদনে ভারতের ______ রাজ্য প্রথম স্থান অধিকার করে।
উত্তর : কর্ণাটক।
(২৩) কর্ণাটকের ______ জেলা ‘ভারতের কফি রাজধানী’ নামে পরিচিত।
উত্তর : কোদাগু।
(২৪) ভারতের কফি বোর্ডের সদরদপ্তর ______ -তে অবস্থিত৷
উত্তর : বেঙ্গালুরু।
(২৫) ______ বন্দর ভারতের প্রধান কফি রপ্তানিকারক বন্দর।
উত্তর : নিউ ম্যাঙ্গালোর।
(২৬) ______ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়।
উত্তর : তৃতীয়।
(২৭) শিল্প স্থাপনে সর্বাধিক মুনাফা তত্ত্বের প্রবক্তা হলেন ______।
উত্তর : লশ।
(২৮) দোহ বা ডেয়ারি শিল্প একটি ______ শিল্পের উদাহরণ।
উত্তর : প্রাণী-ভিত্তিক।
(২৯) ______ শিল্পকে আধুনিক যন্ত্রশিল্পের মেরুদন্ড বলা হয়।
উত্তর : লৌহ-ইস্পাত।
(৩০) ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল ______।
উত্তর : জামশেদপুর।
(৩১) SAIL -এর সদরদপ্তর ______ -তে অবস্থিত।
উত্তর : নিউ দিল্লি।
(৩২) ______ হল ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা।
উত্তর : দুর্গাপুর।
(৩৩) ______ ও খরকাই নদীর মিলনস্থলে জামশেদপুর লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।
উত্তর : সুবর্ণরেখা।
(৩৪) ______ ‘ভারতের রূঢ়’ নামে পরিচিত।
উত্তর : দুর্গাপুর।
(৩৫) ______ দেশের সহযোগিতায় ভিলাইতে লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।
উত্তর : রাশিয়া/সোভিয়েত ইউনিয়ন।
(৩৬) স্বাধীনতার পূর্বে দক্ষিণ ভারতের একমাত্র লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল ______।
উত্তর : ভদ্রাবতী।
(৩৭) ______ হল ভারতের একমাত্র উপকূলীয় লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র।
উত্তর : বিশাখাপত্তনম।
(৩৮) স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারত বিশ্বে ______ স্থান অধিকার করে।
উত্তর : প্রথম।
(৩৯) ______ রাজ্য ভারতে ইস্পাত উৎপাদনে প্রথম।
উত্তর : ওড়িশা।
(৪০) ______ রাজ্য কার্পাস বয়ন শিল্পে ভারতে প্রথম স্থান অধিকার করে।
উত্তর : গুজরাট।
(৪১) ______ রাজ্যে ভারতের সর্বাধিক সংখ্যক কাপড়ের কল রয়েছে।
উত্তর : তামিলনাড়ু।
(৪২) ______ শহর ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ নামে পরিচিত।
উত্তর : আমেদাবাদ।
(৪৩) ______ ‘দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার’ নামে পরিচিত।
উত্তর : কোয়েম্বাটুর।
(৪৪) ভারতের কটনপলিস বলা হয় ______ শহরকে।
উত্তর : মুম্বাই।
(৪৫) পূর্ত শিল্পের প্রধান কাঁচামাল হল ______।
উত্তর : ইস্পাত।
(৪৬) BHEL-এর সদরদপ্তর হল ______।
উত্তর : নিউ দিল্লি।
(৪৭) ______ হল ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র।
উত্তর : কোচিন।
(৪৮) ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্র হল ______।
উত্তর : বেঙ্গালুরু।
(৪৯) HAL-এর সদরদপ্তর রয়েছে ______ -তে।
উত্তর : বেঙ্গালুরু।
(৫০) ______ হল ভারতের বৃহত্তম রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র।
উত্তর : চিত্তরঞ্জন।
(৫১) ভারতের বৃহত্তম রেল বগি নির্মাণ কেন্দ্র হল ______।
উত্তর : পেরাম্বুর।
(৫২) ______ ভারতের ইলেকট্রনিক্স রাজধানী নামে পরিচিত।
উত্তর : বেঙ্গালুরু।
(৫৩) ______ -কে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়।
উত্তর : বেঙ্গালুরু।
(৫৪) পেট্রো-রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ______।
উত্তর : ন্যাপথা।
(৫৫) ভারতের ______-এ সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কার হয়।
উত্তর : ডিগবয়।
(৫৬) ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হল ______।
উত্তর : জামনগর।
(৫৭) ______ হল ভারতের বৃহত্তম সরকারি খনিজ তেল শোধনাগার।
উত্তর : কোচিন।
(৫৮) ভারতের প্রথম পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র হল ______।
উত্তর : ট্রম্বে।
(৫৯) ______ শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়।
উত্তর : পেট্রো-রসায়ন।
(৬০) ONGC-এর সদরদপ্তর হল ______।
উত্তর : দিল্লি।
(৬১) পেট্রো-রসায়ন শিল্পে ভারতের শ্রেষ্ঠ রাজ্য ______।
উত্তর : গুজরাট।
(৬২) পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র হল ______।
উত্তর : হলদিয়া।
(৬৩) ______ শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়।
উত্তর : চেন্নাই।
(৬৪) পশ্চিমবঙ্গের ______-এ প্রথম মোটরগাড়ি শিল্প গড়ে ওঠে।
উত্তর : হিন্দমোটর।
(৬৫) ভারতের ______ শহরে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তৈরি হয়।
উত্তর : চেন্নাই।
(৬৬) ট্রাক্টর উৎপাদনে ভারত বিশ্বে ______ স্থান অধিকার করে।
উত্তর : প্রথম।
(৬৭) ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র হল ______।
উত্তর : বেঙ্গালুরু।
(৬৮) ______ শিল্প উদীয়মান শিল্প নামে পরিচিত।
উত্তর : তথ্যপ্রযুক্তি।
(৬৯) আউটসোর্সিং ______ শিল্পের সাথে সম্পর্কিত বিষয়।
উত্তর : তথ্যপ্রযুক্তি।
(৭০) ইনফোসিসের সদরদপ্তর হল ______।
উত্তর : বেঙ্গালুরু।
(৭১) ______ সালে ভারতের প্রথম জনগণনা শুরু হয়।
উত্তর : ১৮৭২ সালে।
(৭২) বর্তমানে জনসংখ্যা অনুসারে বিশ্বে ভারত ______ স্থান অধিকার করে।
উত্তর : প্রথম।
(৭৩) ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল ______।
উত্তর : উত্তরপ্রদেশ।
(৭৪) ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ______।
উত্তর : লক্ষদ্বীপ।
(৭৫) ভারতের ______ রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি।
উত্তর : বিহার।
(৭৬) ২০১১ জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব ______ জন/বর্গকিমি।
উত্তর : ৩৮২।
(৭৭) কোনো দেশের মোট ক্ষেত্রমান ও মোট জনসংখ্যার অনুপাত হল ______।
উত্তর : জনঘনত্ব।
(৭৮) ভারতের সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য হল ______।
উত্তর : সিকিম।
(৭৯) ভারতের ______ রাজ্যে সর্বাধিক সাক্ষরতা হার দেখা যায়।
উত্তর : কেরালা।
(৮০) ভারতের ______ রাজ্যে সর্বনিম্ন সাক্ষরতা হার দেখা যায়।
উত্তর : বিহার।
(৮১) ভারতের ______ রাজ্যে নারী-পুরুষ অনুপাত সবচেয়ে বেশি।
উত্তর : কেরালা।
(৮২) ভারতের ______ রাজ্যে নারী-পুরুষ অনুপাত সবচেয়ে কম।
উত্তর : হরিয়ানা।
(৮৩) ভারতের ______ রাজ্যে পৌর জনসংখ্যা সবচেয়ে বেশি।
উত্তর : মহারাষ্ট্র।
(৮৪) ভারতের ______ রাজ্যে পৌর জনসংখ্যা সবচেয়ে কম।
উত্তর : সিকিম।
(৮৫) ভারতে শহরের ন্যূনতম জনসংখ্যা হল ______ জন।
উত্তর : ৫০০০।
(৮৬) ২০১১ জনগণনা অনুসারে ভারতে মহানগরের সংখ্যা ______।
উত্তর : ৫২।
(৮৭) ভারতের বৃহত্তম মহানগর হল ______।
উত্তর : মুম্বাই।
(৮৮) মুম্বাইয়ের ______ হল ভারতের বৃহত্তম বস্তি।
উত্তর : ধারাভি।
(৮৯) ______ শহর ভারতের প্যারিস নামে পরিচিত।
উত্তর : জয়পুর
(৯০) ______ শহর ‘অরেঞ্জ সিটি’ নামে পরিচিত।
উত্তর : নাগপুর।
(৯১) ______ হল ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক।
উত্তর : জাতীয় সড়ক-১৯।
(৯২) দক্ষিণ রেলপথের সদরদপ্তর হল ______।
উত্তর : চেন্নাই।
(৯৩) ______ সালে সোনালী চতুর্ভুজ প্রকল্পের সূচনা ঘটে।
উত্তর : ১৯৯৯।
(৯৪) ভারতের ______ কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো জাতীয় সড়ক নেই।
উত্তর : লক্ষদ্বীপ।
(৯৫) ______ -কে উন্নয়নের জীবনরেখা বলা হয়।
উত্তর : জলপথ।
(৯৬) ______ হল ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর।
উত্তর : কান্ডালা।
(৯৭) জাতীয় জলপথ-১০০ ______ নদীতে রয়েছে।
উত্তর : তাপ্তি।
(৯৮) গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর ______ শহরে রয়েছে।
উত্তর : গুয়াহাটি।
(৯৯) ভারতের ______ শহরে প্রথম পাতাল রেল চালু হয়।
উত্তর : কলকাতা।
(১০০) ______ হল ভারতের সরকারি টেলিযোগাযোগ সংস্থা।
উত্তর : BSNL।

(Madhyamik Geo Chapter-V-2 Fill in the Blanks)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : শুদ্ধ/অশুদ্ধ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!