Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল

Madhyamik Geo Chapter-II SAQ Part-III

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) তৃতীয় পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৫ টি পর্বে আলোচনা করা হল। তৃতীয় পর্ব : Madhyamik Geo Chapter-II SAQ Part-III । এই পর্বে রয়েছে দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-II SAQ Part-III
(১০১) কোন কাল্পনিক রেখা দ্বারা ভূপৃষ্ঠের একই উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয়?
উত্তর : সমোষ্ণরেখা (Isotherm)।
(১০২) কোন গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি?
উত্তর : উত্তর গোলার্ধ।
(১০৩) পৃথিবীর কোন অঞ্চলে সর্বোচ্চ গড় বার্ষিক উষ্ণতা দেখা যায়?
উত্তর : ক্রান্তীয় অঞ্চল।
(১০৪) পৃথিবীর কোন অঞ্চলে সর্বনিম্ন গড় বার্ষিক উষ্ণতা দেখা যায়?
উত্তর : মেরু অঞ্চল।
(১০৫) পৃথিবীতে কয়টি তাপমন্ডল রয়েছে?
উত্তর : ৩ টি।
(১০৬) উষ্ণমন্ডলের অক্ষাংশগত বিস্তৃতি কত?
উত্তর : ০°-২৩.৫° উত্তর ও দক্ষিণ।
(১০৭) নাতিশীতোষ্ণ মন্ডলের অক্ষাংশগত বিস্তৃতি কত?
উত্তর : ২৩.৫°-৬৬.৫° উত্তর ও দক্ষিণ।
(১০৮) হিমমন্ডলের অক্ষাংশগত বিস্তৃতি কত?
উত্তর : ৬৬.৫°-৯০° উত্তর ও দক্ষিণ।
(১০৯) কে প্রথম গ্রিনহাউস ধারণাটি দিয়েছিলেন?
উত্তর : জোসেফ ফ্যুরিয়ার।
(১১০) কে প্রথম গ্রিনহাউস এফেক্ট শব্দবন্ধটি ব্যবহার করেন?
উত্তর : এস. আরহেনিয়াস।
(১১১) বায়ুমন্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড।
(১১২) কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সবচেয়ে বেশি?
উত্তর : ক্লোরোফ্লুরোকার্বন।
(১১৩) গ্রিনহাউস এফেক্টের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনা কি নামে পরিচিত?
উত্তর : বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং।
(১১৪) গ্রিনহাউস গ্যাস কার্বন-ডাই-অক্সাইডের একটি উৎস লেখো।
উত্তর : তাপবিদ্যুৎ কেন্দ্র।
(১১৫) গ্রিনহাউস গ্যাস ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস লেখো।
উত্তর : রেফ্রিজারেটর।
(১১৬) গ্রিনহাউস গ্যাস মিথেনের একটি উৎস লেখো।
উত্তর : ধানক্ষেত।
(১১৭) কোন দেশ সর্বাধিক পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে?
উত্তর : চিন।
(১১৮) গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশ্বে ভারত কোন স্থানে রয়েছে?
উত্তর : তৃতীয় (চিন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের পর)।
(১১৯) মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম?
উত্তর : কাতার।
(১২০) গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে কত সালে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে।
(১২১) গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে কত সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ২০১৫ সালে।
(১২২) বিশ্ব উষ্ণায়নের প্রধান ফলাফল কি?
উত্তর : জলবায়ু পরিবর্তন (Climate Change)।
(১২৩) এল নিনো শব্দটির অর্থ কি?
উত্তর : দুরন্ত বালক।
(১২৪) লা নিনা শব্দটির অর্থ কি?
উত্তর : ছোট্ট মেয়ে।
(১২৫) কোন মহাসাগরে এল নিনো দেখা যায়?
উত্তর : দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগর।
(১২৬) গড়ে কত বছর অন্তর এল নিনো ঘটে?
উত্তর : ২-৭ বছর।
(১২৭) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরের অস্থির, উষ্ণ সমুদ্রস্রোত কি নামে পরিচিত?
উত্তর : এল নিনো।
(১২৮) পৃথিবীর প্রমাণ বায়ুচাপ কত?
উত্তর : ১০১৩.২৫ মিলিবার।
(১২৯) কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়?
উত্তর : ব্যারোমিটার।
(১৩০) ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর : টরিসেলি।
(১৩১) কোন একক দ্বারা বায়ুচাপ পরিমাপ করা হয়?
উত্তর : মিলিবার / প্যাসকেল।
(১৩২) পৃথিবীর কোথায় সর্বোচ্চ বায়ুচাপ রেকর্ড করা হয়েছে?
উত্তর : মঙ্গোলিয়ার টসনসেঙ্গেল (১০৮৪.৮ মিলিবার ; ১৯ শে ডিসেম্বর, ২০০১)।
(১৩৩) পৃথিবীর কোথায় সর্বনিম্ন বায়ুচাপ রেকর্ড করা হয়েছে?
উত্তর : পশ্চিম প্রশান্ত মহাসাগর (টাইফুন টিপ) (৮৭০ মিলিবার ; ১২ ই অক্টোবর, ১৯৭৯)।
(১৩৪) উষ্ণতার ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ?
উত্তর : ব্যস্তানুপাতিক।
(১৩৫) সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় বায়ুচাপ অর্ধেক হয়?
উত্তর : ৬ কিমি।
(১৩৬) নিরক্ষীয় অঞ্চলে কোনপ্রকার বায়ুচাপ দেখা যায়?
উত্তর : নিম্নচাপ।
(১৩৭) মেরু অঞ্চলে কোনপ্রকার বায়ুচাপ দেখা যায়?
উত্তর : উচ্চচাপ।
(১৩৮) জলীয় বাষ্প ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ?
উত্তর : ব্যস্তানুপাতিক।
(১৩৯) গ্রীষ্মকালে স্থলভাগে কোনপ্রকার বায়ুচাপ দেখা যায়?
উত্তর : নিম্নচাপ।
(১৪০) শীতকালে স্থলভাগে কোনপ্রকার বায়ুচাপ দেখা যায়?
উত্তর : উচ্চচাপ।
(১৪১) কোন কাল্পনিক রেখা দ্বারা ভূপৃষ্ঠের একই বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয়?
উত্তর : সমচাপরেখা বা সমপ্রেষরেখা (Isober)।
(১৪২) বৃত্তাকার সমচাপরেখা কি নামে পরিচিত?
উত্তর : বায়ুচাপ কোশ।
(১৪৩) দীর্ঘাকার নিম্নচাপ কি নামে পরিচিত?
উত্তর : ট্রাফ (Trough)।
(১৪৪) দীর্ঘাকার উচ্চচাপ কি নামে পরিচিত?
উত্তর : রিজ (Ridge)।
(১৪৫) বায়ুচাপ অবক্রমের একক কি?
উত্তর : মিলিবার/কিমি।
(১৪৬) কোন মাসে উত্তর গোলার্ধে বায়ুচাপ ঢাল অধিক হয়?
উত্তর : জুলাই মাসে।
(১৪৭) কোন মাসে দক্ষিণ গোলার্ধে বায়ুচাপ ঢাল অধিক হয়?
উত্তর : জানুয়ারি।
(১৪৮) পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় রয়েছে?
উত্তর : ৭ টি।
(১৪৯) পৃথিবীতে কয়টি নিম্নচাপ বলয় রয়েছে?
উত্তর : ৩ টি।
(১৫০) পৃথিবীতে কয়টি উচ্চচাপ বলয় রয়েছে?
উত্তর : ৪ টি।

(Madhyamik Geo Chapter-II SAQ Part-III)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) প্রথম পর্ব

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) দ্বিতীয় পর্ব

2 thoughts on “Madhyamik Geo Chapter-II SAQ Part-III

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!